17/09/2024
আস্সালামু আলাইকুম
টাঙ্গাইল জেলা আল-আওন থেকে মাদক মুক্ত রক্তদান সংস্থা এগিয়ে নিতে সার্বিক সকলের সহযোগীতা কামনা করছি !!
টাঙ্গাইল জেলা প্রত্যেকটা থানায় শাখা বানানোর জন্য সবাই সহযোগিতা করুন, যেন টাঙ্গাইল জেলার মধ্য যখন যার রক্তের প্রয়জোন আমরা তাদের সাহায্য করতে পারি, ইনশা-আল্লাহ সামনে সপ্তাহ থেকে আমাদের টিম মেম্বার ফ্রী রক্ত পরিক্ষা ক্যাম্প করার চেষ্টা করবে।
আল্লাহ বলেন, ‘তোমরা সৎকর্মে ও আল্লাহভীরুতার কাজে পরস্পরকে সাহায্য কর’ (মায়েদাহ ২ আয়াত)।
রাসূল (ছাঃ) বলেন, ‘আল্লাহ বান্দার সাহায্যে অতক্ষণ থাকেন, যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে’ (মুসলিম হা/২৬৯৯)
লক্ষ্য : রোগীকে রক্তদানের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।
উদ্দেশ্য : রক্তের গ্রুপ সমূহ নির্ধারণ করে যেলা ভিত্তিক রক্তদাতাদের তালিকা প্রস্ত্তত করা এবং প্রয়োজন মুহূর্তে অসহায় রোগীকে চাহিবা মাত্র রক্ত দাতার সন্ধান দেওয়া।
কেন্দ্রীয় কার্যালয় : আল-মারকাযুল ইসলামী আস-সালাফী (২য় তলা), নওদাপাড়া, সপুরা, রাজশাহী-৬২০৩
মোবাইল : ০১৭২৩-৯৩৮৩৯৩ (বিকাল ৪টা - রাত ৮টা), E-mail : [email protected]
মানব সেবার এই মহতী কর্মে এগিয়ে আসুন! পরস্পরকে বাঁচাতে সাহায্য করুন!! রক্তের প্রয়জন হলে জানাবেন দায়িত্ব রত টাঙ্গাইল জেলার কেন্দ্রীয় কমিটির সাথে।
মোবাইল
+8801869076209
+880 1756-392275
+8801792264561
ফেসবুক পেজ https://www.facebook.com/profile.php?id=100063837222494