নিউজ পশ্চিম টাংগাইল,সদর

নিউজ পশ্চিম টাংগাইল,সদর পশ্চিম টাংগাইলের গুরুত্বপূর্ণ খবর জানতে ও জানাতে আমাদের পাশেই থাকুন,আমরা আপনাদের সাথেই আছি।

১) পাইলট নিহত। নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। তার নাম তৌকির ইসলাম। ধারনা করা হচ্ছে ১ঃ০৬-এ উড্ডয়নের পরপরই এটি ক্র্...
21/07/2025

১) পাইলট নিহত। নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। তার নাম তৌকির ইসলাম। ধারনা করা হচ্ছে ১ঃ০৬-এ উড্ডয়নের পরপরই এটি ক্র্যাশ করে। পাইলট দিয়াবাড়ি ফাঁকা জায়গার দিকে নেয়ার চেষ্টা করছিলেন।
২) স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাসহ অন্তত ২০ জন নিহত।
৩) আহতদের উত্তরার বিভিন্ন হাসপাতাল থেকে বার্ন ইউনিটে ট্রান্সফার করা হচ্ছে।
৪) ক্লাসরুমেই বেশকিছু মৃতদেহ পাওয়া গিয়েছে। দুর্ঘটনায় আগুনে পুড়ে ও প্রাথমিক বিস্ফোরনে নিহত বেশি।
৫) রক্তের জন্য বিভিন্ন সংগঠন ও স্বেচ্ছাসেবীরা প্রস্তুত।
৬) উত্তরা ও হাসপাতাল এরিয়ায় এখনো ভীড়।
কপি পোস্ট

পশ্চিম টাঙ্গাইলের গর্বিত সন্তান টাংগাইল জেলার প্রিয়মূখপ্রয়াত, এ,সি,পি আলহাজ্ব মোঃ আকরাম হোসাইন সাহেবের মৃত্যু বার্ষিকীতে...
16/07/2025

পশ্চিম টাঙ্গাইলের গর্বিত সন্তান টাংগাইল জেলার প্রিয়মূখ
প্রয়াত, এ,সি,পি আলহাজ্ব মোঃ আকরাম হোসাইন সাহেবের মৃত্যু বার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানাচ্ছি।
মৃত্যু সাল:- ১৬ ই জুলাই ২০২১ সাল ইং

পরীক্ষার্থী ২৪০ জন পাশ করছে ৪৭জন! Humanities  থেকে ১১৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস ৬ জন, ফেল ১১৩ জন। Science থেকে ১২২ জনের...
10/07/2025

পরীক্ষার্থী ২৪০ জন
পাশ করছে ৪৭জন!
Humanities থেকে ১১৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস ৬ জন, ফেল ১১৩ জন। Science থেকে ১২২ জনের মধ্যে ৪১ জন পাস, ফেল ৮১ জন।
আমাদের বাঘিল কৃষ্ণ কুমার উচ্চ বিদ্যালয়! 🥲

দাইন্যা ইউনিয়নের, বাসা খানপুরে স্টেডিয়ামটি, দাইন্যা  ইউনিয়নের সকলের নয়নের মনি শহীদ রফিকুল ইসলাম ফারুক চেয়ারম্যানের ন...
07/07/2025

দাইন্যা ইউনিয়নের, বাসা খানপুরে স্টেডিয়ামটি, দাইন্যা ইউনিয়নের সকলের নয়নের মনি শহীদ রফিকুল ইসলাম ফারুক চেয়ারম্যানের নামে নামকরণ করার জন্যে, মাননীয় ডিসি মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করলেন, শহীদ রফিকুল ইসলাম ফারুক চেয়ারম্যানের ছোট ভাই জনতার চেয়ারম্যান জনাব লুমিয়া লাবু, শহীদ রফিকুল ইসলাম ফারুক চেয়ারম্যানের সুযোগ্য সন্তান, জনাব, মো: ফুয়াদুল ইসলাম অনিক।
জনাব আজগর আলী, সভাপতি সদর থানা বিএনপি, আজিমুদ্দিন বিপ্লব যুগ্ম সাধারণ সম্পাদক টাঙ্গাইল সদর থানা বিএনপি। আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা কর্মী ।

আমার দেখা,বাঘিল কে,কে উচ্চ বিদ্যালয়ের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধান শিক্ষক‌ আমাদের সবার প্রিয় আব্দুল বাছেদ স্যার।।স্যার...
02/07/2025

আমার দেখা,বাঘিল কে,কে উচ্চ বিদ্যালয়ের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধান শিক্ষক‌ আমাদের সবার প্রিয় আব্দুল বাছেদ স্যার।।
স্যারকে নিয়ে কিছু কথা, স্যারের বিজ্ঞান ক্লাসে মনোযোগ দিয়ে লেকচার শুনলে ওই ট্রপিক গুলো আর পড়তে হতো না। স্যারের ক্লাসের কোন নির্দিষ্ট টাইম থাকত না ৪০ মিনিটের ক্লাস দেড় ঘন্টা হয়ে যেত। তার দেয়া বাড়ির কাজ না করলে মোশারফ করিমের জমজ নাটকের মত পায়েস খেতেই হত। বাছেদ স্যারের মত একজন প্রধান শিক্ষক আজ বাঘিল স্কুলে নেই বলে, স্কুলের রেজাল্ট স্কুলের সম্মান ছাত্রদের নষ্ট হওয়ার মতো বিষয়গুলি চোখে পড়ে।
অনেক দোয়া করি স্যার অনেক ভালো থাকুন সুস্থ থাকুন।।

12/06/2025

অপরূপ সৌন্দর্য আমাদের পশ্চিম টাংগাইলের।
ভিডিও অমরপুর ব্রীজ থেকে।।

৫ ই আগষ্টের পর দীর্ঘদিন বন্ধ থাকার পর।৮ নং বাঘিল ইউনিয়নের কার্যক্রম শুরু করা হলো।
05/06/2025

৫ ই আগষ্টের পর দীর্ঘদিন বন্ধ থাকার পর।৮ নং বাঘিল ইউনিয়নের কার্যক্রম শুরু করা হলো।

৫ ই আগষ্টের পর আইন-শৃঙ্খলা কিছুটা অবনতির জন্য কিছু মাদক ব্যবসায়ী ব্যাপকভাবে মাদক দ্রব্য ছড়িয়ে দিচ্ছেন পশ্চিম টাংগাইলে...
21/05/2025

৫ ই আগষ্টের পর আইন-শৃঙ্খলা কিছুটা অবনতির জন্য কিছু মাদক ব্যবসায়ী ব্যাপকভাবে মাদক দ্রব্য ছড়িয়ে দিচ্ছেন পশ্চিম টাংগাইলের তরুণ প্রজন্মের কাছে। এতে করে সমাজ ও পরিবার হুমকির মুখে পড়ছে। আপনার সন্তান মাদক গ্রহণ করছে কিনা সচেতন হোন এবং আপনার এলাকায় কেউ মাদক বিক্রি করলে সরাসরি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইল
বড় কালিমন্দির রোড, পূর্ব আদালত পাড়া, টাঙ্গাইল

হটলাইন : 01404074197
তথ্য দিয়ে সহায়তা করুন।
ধন্যবাদ সবাইকে।
সবাই পোস্ট টি শেয়ার করুন।।

সোনালী ব্যাংকের টাঙ্গাইল শাখা থেকে গ্রাহকের ৫০০০০ টাকা ছিনতাই করার সময় পুলিশের কাছে আটক ছিনতাইকারী। ছিনতাইকারীকে দিয়ে ...
04/05/2025

সোনালী ব্যাংকের টাঙ্গাইল শাখা থেকে গ্রাহকের ৫০০০০ টাকা ছিনতাই করার সময় পুলিশের কাছে আটক ছিনতাইকারী। ছিনতাইকারীকে দিয়ে ই টাকা ফেরত দেয়াচ্ছে টাঙ্গাইল জেলা পুলিশ।।
ধন্যবাদ সৎ নিষ্ঠাবান মানবিক পুলিশ আব্দুল হাই ভাইকে।।❤️

01/05/2025
14/04/2025

পশ্চিম টাঙ্গাইলে প্রথম ব্যাম্বো ক্যাফে এন্ড রেস্টুরেন্ট গপ্পের বাজার টাংগাইল সদর।।মনোরম পরিবেশে পরিবার প্রিয় জন নিয়ে সময় কাটাতে ঘুরে আসতে পারেন।

সৌদিয়ারবের সাথে মিল রেখে দেশের বিভিন্ন জাইগাই আজ পহেলা বৈশাখ পালিত হলো
13/04/2025

সৌদিয়ারবের সাথে মিল রেখে দেশের বিভিন্ন জাইগাই আজ পহেলা বৈশাখ পালিত হলো

Address

বাঘিল টাংগাইল সদর
Tangail
1900

Website

Alerts

Be the first to know and let us send you an email when নিউজ পশ্চিম টাংগাইল,সদর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share