ghatail.com

ghatail.com ঘাটাইল ডট কম, জনতার মুখপত্র This is a Online News and Information Portal about Ghatail Upazila and Tangail District.

ভয়াল ২ আগস্ট ২০২৪ (রোজ শুক্রবার)প্রতি সপ্তাহে যে শুক্রবার আমাদের জীবনে আসে এটা সেই রকম কোন শুক্রবার ছিলো না। আমাদের শুক্...
03/08/2025

ভয়াল ২ আগস্ট
২০২৪ (রোজ শুক্রবার)

প্রতি সপ্তাহে যে শুক্রবার আমাদের জীবনে আসে এটা সেই রকম কোন শুক্রবার ছিলো না।
আমাদের শুক্রবার গুলো কেমন হয়? এই ধরেন কিছুটা আলসেমী দিয়ে শুরু পূরা সপ্তাহটা প্রচন্ড পরিশ্রমের পর এই দিনে আমরা অনেকেই একটু সময় করে ঘুম থেকে উঠি। প্রচন্ড আলসেমী আর আরাম আয়েশে সকালে নাস্তা করি এর পর অনেক সময় নিয়ে গোসল করি এবং সন্ত্বান কে সাথে নিয়ে জুম্মার নামাজ আদায় করতে মসজিদে যাই।

আর এদিকে বাসায় রান্না হতে সামর্থের সর্বোচ্চ মজাদার খাবার। নামাজ পড়ে পরিবারের সকলে মিলে এক সাথে খাওয়া শেষে একটা ভাত ঘুম। বিকালে একটু ঘুরতে যাওয়া। কেউ কেউ রাতে বাহিরে খেয়ে বাসায় ফিরে।

কিন্তু গত ৩২দিন ধরে আমাদের দেশে ছাত্র জনতার আন্দোলনে তখন চরম শিখরে। ঘরের বাচ্চা ছেলে মেয়ে তখন বাবা মা কে টেনে সেই আন্দোলনে রাস্তায় নামাচ্ছে। এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে ২রা আগস্টরের শুক্রবার আমাদের মধ্যে চলে আসে যে আগস্ট কে আমরা ৩৩ই জুলাই বলতে ভালোবাসি।
২০২৪ সালের ২ আগস্ট (শুক্রবার) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা নতুন কর্মসূচি ঘোষণা করেন। ৩ আগস্ট সারা দেশে বিক্ষোভ মিছিল এবং ৪ আগস্ট থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা দেওয়া হয়।
এর আগের দিন ১ আগস্ট আন্দোলনের ছয় সমন্বয়ক নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নুসরাত তাবাসসুম ও আবু বকর মজুমদার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজত থেকে মুক্তি পান।
মুক্তির পাওয়ার পর তারা এক যৌথ বিবৃতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন এবং আন্দোলনে হত্যাকাণ্ডের ন্যায়বিচার দাবি করেন।
এমন একটা ভয়াল পরিস্তিতি আর শংকার মধ্যে বাংলাদেশে শুক্রবার আসে।
আমার বাসা ঢাকার উত্তরার সেক্টর ১১তে। চারদিকের থমথমে পরিবেশে মধ্যে আমরা সকাল থেকে টিভির সামনে এবং রাস্তায় নজর দিচ্ছিলাম। আমাদের সেক্টরের আশেপাশে সধারন ছাত্র এবং বিচ্ছিন্ন ভাবে ছাত্রলীগ যুবলীগ ও অনান্য সরকারি দলের অংগসংগঠনের কর্মিদের সরব উপস্থিতি লক্ষ করছিলাম। জানা যাচ্ছিলো জুম্মার নামাজের পর আন্দোলনের দাবীর পক্ষে একটা বিশাল মিছিল উত্তরায় হবে। এর মধ্যে পুলিশ আর্মী বিজিবির নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্তিতি দেখা যাচ্ছে।
এর মধ্যেই জুম্মার নামাজ আদায় করলাম। নামাজ শেষে উত্তরার মাইলস্টোন কলেজের ক্যাম্পাস এলাকায় থেকে ছাত্ররা মিছিল নিয়ে জমজম টাওয়ারের দিকে অগ্রসর হতে গেলে নিরাপত্তা বাহিনী এবং সসস্ত্র ছাত্রলীগ এর বাধার সামনে পরে। কিন্তু ব্যাপরোয়া মিছিল কে নিয়ন্ত্রন করতে অপারগ নিরাপত্তা বাহিনী এবং সসস্ত্র ছাত্রলীগ নির্বিচারে গুলি করতে থাকে।
ছাত্র জনতা গুলির বাধার কারনে কিছুটা ছত্রভংগ হয়ে আশে পাশের বাসা বাড়ীতে আশ্রয় গ্রহন করে।
আমি তখন এই আন্দোলনের আমাদের সেক্টর ১১ মসজিদের সামনে অবস্থান করছিলাম। ছত্র ভংগ অবস্থায় আমি বাসা থেকে ফোন পাই যে আমার বাসার দিকেও গুলাগুলি শুরু হয়েছে আতংকে এবং পরিবারের নিরাপত্তার জন্য আমি বাসায় ফিরার চেষ্টা করি। কিন্তু বাসায় যাওয়ার কোন নিরাপদ রাস্তা পাচ্ছিলাম না। আমার বাসায় যাওয়ার একমাত্র রাস্তার মোরে ছাত্রলীগ এবং যুবলীগের কিছু কর্মি ছাত্র এবং জনতার দিকে নগ্ন গুলি করছিলো। আমি ও আমার বন্ধু প্রতিম ব্লিন ভাই আর তার পরিবারের সাথে তার অফিসে আশ্রয় নেই। যেখান থেকে আমার বাসার চার রাস্তার মোর দেখা যায়। প্রায় ঘন্টা দেড়েক রাস্তায় কোন ছাত্র জনতা কে না দেখে ছাত্রলীগ এবং যুবলীগের কর্মিরা চলে যায়। আমরা সুযোগ পেয়ে বাসায় যাই।
বাসায় যেয়ে দেখি অবস্থার প্রেক্ষিতে আশে পাশে অনেক বাসার গেট বন্ধ থাকায় নিরস্ত্র ছাত্র ছাত্রীদের প্রায় ২০/২৫ জন আমার বাসায় এবং পাশের আরেক বাসায় সমসংখক ছাত্র ছাত্রী আশ্রয় নিয়েছে।
এদের মধ্যে দুইজন আবার আহত। একজন গুলি বিদ্ধ। পাশেই বাংলাদেশ মেডিকেল থাকা সত্তেও সেখানে যাওয়ার কোন উপায় ছিলো না। কারন যাওয়ার রাস্তা ছাত্রলীগের দখলে। এবং কিঞ্চিত আতংকিত আহত ছেলেটিও হাসপাতালে যেতে চাচ্ছিল না।
আমাদের জানার মধ্যে আমাদের পাশের বিল্ডিং এ একজন মেয়ে যে কি না সদ্য মেডিকেল থেকে পাশ করে বের হয়েছে তার সরনাপন্ন হলাম এবং সে তার নিকট থাকা প্রাথমিক চিকিৎসার সরন্মজমাদি অই দুইজনের চিকিৎসা করেছেন। এবং পরিস্থিতি অনুকুলে আসার পর অদের আমরা দুরবর্তি নিরাপদ একটা হসপিটালে পাঠিয়েছিলাম এখানকার লোকাল সমন্বয়কের সহয়তায়।
ছাত্রদের আমরা শুরুতেই বিভিন্ন ভাবে তাদের নিরাপদ স্থানে পাঠিয়ে দিয়ে ছাত্রীদের আমাদের চার পাচ জনের বাসায় রেখে দিয়েছিলাম।
আমার বাসায় রেখেছিলাম ৫জন ছাত্রীকে। রাত প্রায় ১০টার দিকে ওদের অভিবাবক কে ডেকে বাসায় এনে নিরাপত্তার মধ্য দিয়ে নিরাপদ ভাবে বাসায় পাঠিয়ে দিয়েছি। এর মধ্যে দুজন মহিলা হোস্টেলে থাকত। তাদের কে তাদের ভার্সিটির স্যার কে ডেকে নিরাপদে হোস্টেলে পাঠিয়ে রাত ১২ দিকে নিশ্চিত হই, সকলে নিরাপদে তাদের বাসায় গিয়েছে।
এই সময় আল্লাহর রহমতের বৃষ্টিই এই কাজ নিরাপদে করতে আমাদের সাহায্য করেছে।
এখন অনেকেই এই আন্দোলনের ক্রেডিট ম্যান্ডেট নিতে ব্যাস্ত কিন্তু আমার দেখা এই আন্দোলনে কারো একক কোন অংশিদ্বারিত্ব থাকতে পারে না। এই আন্দোলন দলমত নির্বিশেষে সকলের।
আমি আন্দোলনে অংশগ্রহন এর সময় কাওকেই কোন দলের প্রতিনিধিত্ব করতে দেখি নাই।
তাই এই বিপ্লব আমার কাছে বাংলাদেশের বঞ্চিত নিপেরিত মানুষের জুলুমবাজের বিরুদ্ধের, এই বিপ্লব ফ্যাসিবাদের বিরুদ্ধের বিপ্লব।
আমারা চাই এক নতুন বাংলাদেশ যে বাংলাদেশ থাকবে সম্প্রিতির ভালোবাসার বাংলাদেশ। যেখানে কেউ নিজের চরকায় তেল না দিয়ে দেশের চরকায় তেল দিবে।
আমি বি এন পি না, আমি আওয়ামীলীগ না , আমি জামাত না, আমি এন সি পি না,
আমি বাংলাদেশী, এটাই হোক আমাদের সকলের ১ম পরিচয়।

এস এম ইমরুল কায়েস
উত্তরা, ঢাকা

এসএসসি রেজাল্ট/২৫ ঘাটাইলের বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ফলাফল,,,, সর্বমোট শিক্ষার্থী ৩৬৪৮ জন,,ফেল ১৮৭৩,,পাশ ১৭৭৫,, পাশের হার...
10/07/2025

এসএসসি রেজাল্ট/২৫ ঘাটাইলের বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ফলাফল,,,, সর্বমোট শিক্ষার্থী ৩৬৪৮ জন,,ফেল ১৮৭৩,,পাশ ১৭৭৫,, পাশের হার ৪৮.৬৬!

ঘাটাইলে অবৈধ দুই সিসা কারাখানা গুড়িয়ে দিলো প্রশাসন
01/07/2025

ঘাটাইলে অবৈধ দুই সিসা কারাখানা গুড়িয়ে দিলো প্রশাসন

মঙ্গলবার (১ জুলাই) বিকালে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মক...

ঘাটাইলে বৃদ্ধাকে গলা কেটে হত্যা করে স্বর্ণালংকার লুট
21/06/2025

ঘাটাইলে বৃদ্ধাকে গলা কেটে হত্যা করে স্বর্ণালংকার লুট

আব্দুল লতিফ: ঘাটাইলে হনুফা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে। আর হত্যার পর লুট করা হয়েছে শরীরে থাক...

সহকর্মীদের হাতেই খুন হন ঘাটাইল সরকারি জিবিজি কলেজের নৈশপ্রহরী ইউসুফ। নৈশ প্রহরী ফরিদ ও জুয়েলের স্বীকারোক্তি।মামলা নং- ঘা...
15/06/2025

সহকর্মীদের হাতেই খুন হন ঘাটাইল সরকারি জিবিজি কলেজের নৈশপ্রহরী ইউসুফ। নৈশ প্রহরী ফরিদ ও জুয়েলের স্বীকারোক্তি।

মামলা নং- ঘাটাইল থানার মামলা নং ০৫, তারিখ-১০/০৬/২০২৫ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০।
বাদী
১। মোছাঃ আল্পনা খাতুন (২৯), পিতা-মোঃ আঃ সাত্তার, মাতা- মোছাঃ রোকেয়া বেগম, সাং-চাঁন্দশী পশ্চিমপাড়া, পোঃ ঘাটাইল, থানা-ঘাটাইল, জেলা-টাঙ্গাইল।

আসামি
১। মোঃ সবুজ মিঞা @ ফরিদ (৪৫), পিতা-মৃত সাত্তার, সাং-লাঙ্গুলিয়া, থানা- মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ।
২। মোঃ জুয়েল (৩৫), পিতা-মৃত খোয়াজ আলী, সাং- গৌরিশ্বর, থানা- ঘাটাইল, জেলা-টাঙ্গাইল।

বিজ্ঞ আদালত থেকে আসামিদের ০৭ দিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে গত ১১/০৬/২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালত ০৩ দিনের রিমান্ড মঞ্জুর করে এবং রিমান্ডের জিজ্ঞাসাবাদে আসামি ১। মোঃ সবুজ মিঞা @ ফরিদ (৪৫), পিতা-মৃত সাত্তার, সাং-লাঙ্গুলিয়া, থানা- মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ ২। মোঃ জুয়েল (৩৫), পিতা-মৃত খোয়াজ আলী, সাং- গৌরিশ্বর, থানা- ঘাটাইল, জেলা-টাঙ্গাইলকে বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় গত ১৪/০৬/২০২৫ খ্রিঃ তারিখ নিজেদের জড়িয়ে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

হত্যার কারণঃ ভিকটিম ইউসুফ, আসামি জুয়েল ও ফরিদ ঘাটাইল জিবিজি কলেজের নাইটগার্ড ছিল। কলেজের নাইটগার্ড এর ডিউটি নিয়ে ভিকটিম ইউসুফ এর সাথে আসামি জুয়েল ও ফরিদ এর ঝগড়া লেগেই থাকত। পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে হত্যাকান্ড সংঘটিত হয়েছে মর্মে জানা যায়।

উদ্ধারকৃত আলামতঃ আসামি জুয়েল ও ফরিদ এর দেখানো মতে ভিকটিম ইউসুফ এর ব্যাবহৃত ১ টি নোকিয়া বাটন মোবাইল, টর্চলাইট, একটি বাঁশি ও একটি বল্লম জিবিজি কলেজের ভিতর ঘটনাস্থলের কাছে মাটির নিচে পোঁতা অবস্থায় থেকে ১৩/০৬/২০২৫ খ্রিঃ তারিখ উদ্ধার করা হয়।

ভিকটিম ইউসুফ, আসামি জুয়েল ও ফরিদ ঘাটাইল জিবিজি কলেজের নাইটগার্ড ছিল। কলেজের নাইটগার্ড এর ডিউটি নিয়ে ভিকটিম ইউসুফ এর সাথে আসামি জুয়েল ও ফরিদ এর ঝগড়া লেগেই থাকত। পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে গত ০৫/০৬/২০২৫ খ্রিঃ তারিখ দিবাগত রাত্রি অর্থাৎ ০৬/০৫/২০২৫ খ্রিঃ তারিখ অনুমান ০০.৪৫ ঘটিকা হতে ০২.৩০ ঘটিকার মধ্যে যেকোন সময় ঘাটাইল জিবিজি কলেজের ভেতর হত্যাকান্ড সংঘটিত হয়েছে এবং হত্যা করে ভিকটিম ইউসুফ এর মৃতদেহ গোপন করার জন্য আসামি ফরিদ ও জুয়েল ঘাটাইল জিবিজি কলেজের উত্তর পাশে নর্দমার (পাগার) মাঝখানে কচুরিপানার নিচে রেখে আসে। আসামি জুয়েল ও ফরিদ এর দেখানো মতে ভিকটিম ইউসুফ এর ব্যাবহৃত ১ টি নোকিয়া বাটন মোবাইল, ১ টি টর্চলাইট, একটি বাঁশি ও একটি বল্লম জিবিজি কলেজের ভিতর ঘটনাস্থলের কাছে মাটির নিচে পোঁতা অবস্থায় থেকে রিমান্ডের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে উদ্ধার করা হয়। আসামি জুয়েল ও ফরিদ গত ১৪/০৬/২০২৫ খ্রিঃ তারিখ নিজেদের জড়িয়ে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে।

ঘাটাইলে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
15/06/2025

ঘাটাইলে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের হাটকয়রা এলাকা হতে নিশিদ্ধ ১৫০ পিছ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে আট....

ঘাটাইলে ফতেরপাড়া যুব উন্নয়ন সংগঠন উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত
15/06/2025

ঘাটাইলে ফতেরপাড়া যুব উন্নয়ন সংগঠন উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

টাঙ্গাইলের ঘাটাইলে ফতেরপাড়া এলাকায় যুব উন্নয়ন সংগঠন কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি ২০২৫। শনিবার ১৪ জুন ১১...

ঘাটাইলে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক টিক্কা গ্রেফতার
12/06/2025

ঘাটাইলে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক টিক্কা গ্রেফতার

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি টাঙ্গাইলের ঘাটাইলে সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলা....

ঘাটাইলে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
12/06/2025

ঘাটাইলে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নজরুল ইসলামঃ ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের বগা গ্রামে দুই চাচাতো ভাই পানিতে ডুবে মারা গেছে। শিশু দুটির নাম ...

ঘাটাইলে বোরো ধানের সমলয়ে চাষাবাদের ধান কর্তন উদ্ভোদন
03/06/2025

ঘাটাইলে বোরো ধানের সমলয়ে চাষাবাদের ধান কর্তন উদ্ভোদন

ঘাটাইল উপজেলায় আজ ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কম্বাইন হারভেষ্টারের মাধ্যমে বোরো ধানের সমলয়ে...

Address

Ghatail
Tangail
1980

Alerts

Be the first to know and let us send you an email when ghatail.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ghatail.com:

Share