03/01/2026
ইসলামের আলোয় একজন পুরুষের আত্মঘোষণা!
আমি একজন পুরুষ হিসেবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, ইসলাম আমাকে কখনোই একজন মেয়েকে তার অতীত দিয়ে বিচার করতে শেখায়নি। ইসলাম আমাকে শিখিয়েছে, একজন মেয়েকে দেখতে হয় তার সম্মান, চরিত্র ও ভবিষ্যৎ সম্ভাবনা দিয়ে।
ডিভোর্স, বিধবা হওয়া কিংবা বয়স বেড়ে যাওয়া, এসব কোনো মেয়ের ব্যর্থতার পরিচয় নয়। অনেক সময় এগুলোই তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়, যেখানে সে শিখেছে ধৈর্য ধরতে, শিখেছে ত্যাগ স্বীকার করতে,
আর নিজের ভেতরের অদম্য শক্তিকে চিনে নিতে।
দুঃখের বিষয়, আমাদের সমাজে এখনো এমন মানুষ আছে
যারা প্রশ্ন তোলে, বিচার করে, অতীত খুঁজে বেড়ায় আর সহজেই আঙুল তুলে। কিন্তু আমি এমন পুরুষ হতে চাই না। আমি হতে চাই সেই পুরুষ, যে একজন মেয়ের পাশে দাঁড়ায়, কথায় নয়, কাজে। যার উপস্থিতি হয় এক টুকরো নিরাপত্তা, এক চিলতে ভরসা।
রাসূলুল্লাহ (ﷺ) আমাদের শিখিয়েছেন, মেয়েরা বোঝা নয়, মেয়েরা করুণার বস্তু নয়। মেয়েরা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া পবিত্র আমানত। যার যত্ন নেওয়া ইবাদত, যাকে সম্মান করা ঈমানের অংশ।
আমি বিশ্বাস করি, একজন প্রকৃত পুরুষ সে নয়, যে শক্তি দেখিয়ে দমিয়ে রাখে, বরং সে-ই প্রকৃত পুরুষ, যে দায়িত্ব নিয়ে আগলে রাখে। যে নিজের তাকওয়া দিয়ে একজন মেয়ের জীবনে শান্তির জায়গা তৈরি করে।
আমি দয়া দিতে চাই না, কারণ দয়া অনেক সময় উপর থেকে দেওয়া হয়। আমি দিতে চাই সম্মান, যা সমান চোখে তাকাতে শেখায়। আমি অতীত খুঁজতে চাই না, কারণ অতীত বদলানো যায় না। আমি ভবিষ্যৎ গড়তে চাই, যেখানে থাকবে বিশ্বাস, নিরাপত্তা আর শান্তি।
ইসলাম আমাকে শিখিয়েছে, একজন মেয়ের মর্যাদা তার অবস্থায় নয়, তার ঈমান, চরিত্র আর ধৈর্যে। আর একজন পুরুষের মর্যাদা সে কাকে কীভাবে দেখে, কার পাশে কীভাবে দাঁড়ায়, তার মধ্যেই প্রকাশ পায়।
এই বিশ্বাস নিয়েই আমি একজন দায়িত্বশীল মুসলিম পুরুষ হতে চাই, ইসলামের আলোয়, তাকওয়া আর আমানতের বোঝা বয়ে নিয়ে।
"ইয়া আল্লাহ, আপনি আমাদের সকল পুরুষকে এ বিষয়গুলো মানা এবং বুঝার তৌফিক দান করুন, সকলেই বলি মন থেকে আমিন!"
Musafir Banda