It’s okay

It’s okay অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক😌❤️
(1)

30/09/2024

এক্ষাণ কথা কইছিলাম মনে আছে?
আমার মর'ণের পর তুমি-ই আমারে সবচেয়ে বেশি ভালোবাসবা!

19/09/2024

ডিসেম্বরের বার্ষিক পরীক্ষা শেষে লেপ মুড়ি দিয়ে সকালে উঠার চিন্তা ছাড়া মোটা উপন্যাসের বই পড়তে পড়তে যে ঘুমটা আসতো, ঐ ঘুমটাই আমার লাগবে!❤️‍🩹

- সূর্যাস্তের পর সন্ধ্যা নেমে আসে.বলেই বোধহয় পড়ন্ত বিকেলের শেষ রোদটুকুর এত কদর। 🌅
03/09/2024

- সূর্যাস্তের পর সন্ধ্যা নেমে আসে.বলেই বোধহয় পড়ন্ত বিকেলের শেষ রোদটুকুর এত কদর। 🌅

29/08/2024

ভাঙ্গন

আমাদের কত স্বপ্ন ছিল?

ছোট্ট একটা সংসার হবে, নদীর ধারে একটা ঘর হবে। দুইজন মিলে আকাশের তারা গুনতে গুনতে তোমার কুলে মাথা রেখে ঘুমিয়ে যাবো। তা আর পূরণ হইল কই?

হঠাৎ নদীতে প্রচুর পানি আসলো… বর্ষার শুরু হলো! আমাদেরও আনন্দের শেষ নেই! কারণ আমাদের প্রিয় ঋতু ছিল বর্ষা। কিন্তু সেই আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি!

নদীর জলে ভেসে গেল আমাদের সব স্বপ্ন! নদীর এপার ভাঙ্গে ওপার ভরে এইতো নদীর খেলা!
সেই খেলায় আমরাও হেরে গেলাম।

26/08/2024

আমি এই হাদিসটির প্রেমে পড়ে গেছি ❤️

আপনি যখন নিজের ঘরে নিরবে কান্না করেন, আল্লাহ তখন ফেরেশতাদের উদ্দেশ্য করে বলেন ''কোন জিনিস আমার এই বান্দার চোখে পানি আনলো?'' ফেরেশতাগন বলেন - আপনার বান্দা সুখে নেই, আপনার বান্দা অনেক দিন হাসেনি, এই বলে ফেরেশতাগন কান্না করতে থাকেন এবং আল্লাহকে বলেন ''হে আমার রব, আপনি জানেন আপনার এই বান্দার হৃদয়ে কি রয়েছে? অতএব আপনি তার জন্য সবকিছু সহজ করে দিন''!

আল্লাহ বলেন, আমার এই বান্দা এমন কিছু জীবন থেকে হারিয়ে ফেলেছে যা সে অধিক ভালোবেসেছিলো! অতএব আল্লাহ বলেন, আমি শপথ করছি আমার বান্দা যা তার জীবন থেকে হারিয়েছে এর চেয়ে উওম জিনিস তাকে এনে দিব। যা দেখে দুনিয়া ও আখিরাতে সবাই বিস্মিত হবে। 💜

আলহামদুলিল্লাহ। 🌸

23/08/2024

চলমান বন্যায় দেশের ৮ জেলার ৩৫৭টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে ৪ লাখ ৪০ হাজার ৮৪০টি পরিবার। এখন পর্যন্ত নিহত ছয়জন- চারজন কুমিল্লায়, একজন ফেনীতে, আরেকজন ব্রাহ্মণবাড়িয়ায়।

বন্যাদুর্গত জেলা আটটি হলো ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও হবিগঞ্জ।

এখন পর্যন্ত ১ হাজার ৫৩৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে ৭৫ হাজারের বেশি মানুষ।

সূত্র- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

স্পিডবোট ম্যানেজ হয়েছে। প্রতি ট্রিপে অন্তত ৩০ জন উদ্ধারে সক্ষম কয়েকটি স্পিডবোট চাঁদপুর থেকে ফেনীর পথে রওনা হয়েছে। কুমিল্...
22/08/2024

স্পিডবোট ম্যানেজ হয়েছে। প্রতি ট্রিপে অন্তত ৩০ জন উদ্ধারে সক্ষম কয়েকটি স্পিডবোট চাঁদপুর থেকে ফেনীর পথে রওনা হয়েছে। কুমিল্লা ও ফেনী পৌঁছাতে ৩-৪ ঘণ্টা লাগতে পারে।
এখন কোন এলাকায় যাওয়া বেশি প্রয়োজন জানান!
সহযোগিতা পেতে যোগাযোগ
01814720758 (সোহাগ)
01875810789 (সাজ্জাদ)

ফেনী সদর থেকে সেনাবাহিনীর উদ্ধারদল ১২টি স্পীড বোট ও হেলিকপ্টার নিয়ে পরশুরাম-ফুলগাজী যাচ্ছে।
যোগাযোগ:
মেজর সানজিদ 01769331213

আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। আপনারাও করুন।©

17/08/2024

যে থাকার সে এমনিতেই থেকে যাবে, "is one of the most illogical lines roaming around"। অসম্ভব Effort দিয়ে, অসম্ভব ভালোবাসা সত্ত্বেও ওই পাশ থেকে অবহেলা আসলে, কেউ কিভাবে থাকবে? ভালোবাসা, বন্ধুত্ব নিঃস্বার্থ হলেও অনেকটা দাড়িপাল্লার মতন! কেউ বামদিকে ১ কেজি ভালোবাসা রাখলে, অপরজনকেও ডানদিকে অন্তত ৫০০ গ্রাম ভালোবাসা রাখতে হয়।
নইলে এই Imbalanced সম্পর্কটা আরো বিষাক্ত হয়ে দাঁড়ায়।

16/08/2024

অবহেলার প্রয়োজন আছে, অবহেলা না পেলে নিজেকে আবিষ্কার করা যায় না!

Address

Mymensingh City
Tarakanda

Website

Alerts

Be the first to know and let us send you an email when It’s okay posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share