14/10/2025
শত অভিমান করার পরেও,
তার ভালো বাসা কমে নাই।
শত আঘাত দেওয়ার পরেও,
সে বার বার বুকে জড়িয়ে নিয়েছে।
করে নাই কখনো অবহেলা।
কে সে??
যাকে ছাড়া পৃথিবীর আলো দেখা
হতো না।
সে আর কেউ না --
সে হলো মা 💝