
08/07/2025
তাঁদের দুঃখে হাসবেন না কিন্তু!
যশোরের ঝিকরগাছার নিশানা মার্কেটের রাসেল টেলিকমে চু'রি করতে ঢোকে একটা সঙ্ঘবদ্ধ মোবাইল চো'র চক্রের ৬ জন। ৪ জন দোকানের তালা কে'টে ভিতরে ঢোকে আর ২জন বাইরে থেকে তালা মেরে রাখে। যেকোনো কারণেই হোক বাইরে অবস্থানকারীরা আর তালা খুলতে পারেনি। ৪ জন্ ভেতরে আটকা পড়ে, তারা আর বের হতে পারেনি। সকালে দোকান খুললে দুইজন পালিয়ে যায় আর দুইজন জনতার হাতে ধরা পড়ে !
তারপর জনতা করে সেই জামাই আদর!!
জনতার আদরে তারা এখন হ্যাং হয়ে আছে 🤣