Covid-19

Covid-19 Information, videos of Coronavirus that is impacting the whole world. We are a small team co-ordinating covid-19 updates, videos from across the world.

প্রডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে Inbox  অথবা কল করুন 01303128830
07/07/2020

প্রডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে Inbox অথবা কল করুন
01303128830

07/07/2020
05/04/2020

বাংলাদেশে মোট ১৭টি ল্যাবে কোভিড শনাক্তকরণে কাজ চালু হচ্ছে। নাম ও ফোন নাম্বার দেওয়া হলো:-

১। রোগতত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (IEDCR), ঢাকা।
📷যোগাযোগ: 02-9898796

২। ইনস্টিটিউট অব পাবলিক হেলথ(জনস্বাস্থ্য ইনস্টিটিউট), মহাখালী, ঢাকা।
📷যোগাযোগ: 02-8821361

৩। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস, চট্টগ্রাম।
📷যোগাযোগ: 031-2780426

৪। শিশু স্বাস্থ্য গবেষণা ফাউন্ডেশন (CHRF), ঢাকা।
📷যোগাযোগ: 02-48110117

৫। আইসিডিডিআরবি (icddr,b), ঢাকা।
📷যোগাযোগ: 09666-771100

৬। আইডিইএসএইচআই (ideSHi), ঢাকা।
📷যোগাযোগ: 01793-163304

৭। ন্যাশনাল ইনস্টিটিউট ল্যাবরেটরী মেডিসিন, ঢাকা।
📷যোগাযোগ: 02-9139817

৮। রংপুর মেডিকেল কলেজ, রংপুর।
📷যোগাযোগ: 0521-63388

৯। রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী।
📷যোগাযোগ: 0721-772150

১০। ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা।
📷যোগাযোগ: 02-55165088

১১। ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
📷যোগাযোগ: 091-66063

১২। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট।
📷যোগাযোগ: 0821-713667

১৩। খুলনা মেডিকেল কলেজ, খুলনা।
📷যোগাযোগ: 041-760350

১৪। শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল।
📷যোগাযোগ: 0431-2173547

১৫। কক্সবাজার মেডিকেল কলেজ, কক্সবাজার।
📷যোগাযোগ: 01821-431144

১৬। আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি, ঢাকা।
📷যোগাযোগ: 01769-016616

১৭। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
📷01866-637482

দয়া করে সবাই শেয়ার করবেন।
(কপি পোস্ট )

29/03/2020

১ম ও ২য় ধাপের পর আমরা এবার করোনা মহামারীর ৩য় ধাপে প্রায় পৌঁছে গেছি।

ভাইরাসটি আগামী ৬-১০ দিন, সংক্রমিত হবার সর্বাধিক ঝুঁকি অতিবাহিত করবে।

সংক্রমিতদের মধ্যে ৪০-৫০℅ কোনও পূর্ব লক্ষণ ছাড়াই ভাইরাসটি বহন করবে এবং অন্যকে নীরবে-নিভৃতে সংক্রমিত করবে।

রোগটি আক্রান্ত হওয়া সবার মাঝেই সাধারন সর্দিকাশি, গলাব্যাথা আর জ্বরসহ উপস্থাপিত হবে।

ভাইরাস জনিত রোগটির অস্বাভাবিক বিস্তার / আক্রান্ত হওয়া ঠেকাতে সবার জন্যই সর্বাধিক সাবধানতা অবলম্বনের এটি চুড়ান্ত ও শেষ সময়!

এর পর আর সাবধানতার কোন সুযোগ নেই।
এর পর আর সাবধান হয়েও কোন লাভ নেই।
এর পর আর সাবধান হবার প্রয়োজনও নেই।

--- অধ্যাপক ডাঃ মোহাম্মদ জামাল ঊদ্দিন
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও ভাইরোলজিস্ট।

নিজে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন, অন্যকে সতর্ক হতে তাগিদ দিন। সবাই নিরাপদ থাকুন।

করোনাভাইরাস: যা বন্ধ থাকছে, যত দিন বন্ধ থাকছে
24/03/2020

করোনাভাইরাস: যা বন্ধ থাকছে, যত দিন বন্ধ থাকছে

23/03/2020

মন্ত্রী পরিষদের আজকের নেয়া ১০টি জরুরী সিদ্ধান্ত -
***********************************************
নিন্ম আয়ের মানুষদের সহায়তা করবে সরকার, সরবরাহ করবে প্রয়োজনীয় সবকিছু যা যা দরকার।

১. ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা।
২. ২৪ মার্চ থেকে ৬৪জেলায় মাঠ পর্যায়ে সিভিল প্রশাসন এর পাশাপাশি সেনাবাহিনী ম্যাজিস্ট্রেইট তত্ত্বাবধানে সামাজিক দূরত্ব নিশ্চিত করবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত।
৩. কাচাঁবাজার; নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও জরুরী সেবা খোলা থাকবে।

৪. সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম চলবে।
৫. ইসলামিক ফাউন্ডেশন কতৃক মসজিদের পরিবর্তে ঘরে থেকে ইবাদত এর জন্য অনুরোধ। ধর্মীয় সভা-সমাবেশ সহ সকল সমাবেশ স্থগিত।
৬. গণপরিবহন সীমিত আকারে থাকবে।
৭. সকল ধর্মীয়-সামাজিক-রাজনৈতিক কর্মসূচি বাতিল।

৮. ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সব সরকারি ও বেসরকারি অফিস বন্ধ; জরুরী সেবা ব্যতীত।
৯. হত-দরিদ্রগোষ্ঠীর জন্য খাবারের ব্যবস্থা করবেন জেলা প্রশাসন।
১০. ভাসানচর হত-দরিদ্র জনগোষ্ঠীর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

আতঙ্কিত হবেন না সচেতন হউন। প্রয়োজন না হলে সবাই ঘরে থাকুন,জনসমাগম থেকে দুরত্ব বজায় রাখুন।

23/03/2020

করোনা: কিছু Tips
-----------

👉আতঙ্কিত হবেন না। আতঙ্ক শরীরের ইমিউনিটি (রোগ প্রতিরোধ ক্ষমতা) কমিয়ে দেয়

👉নিয়মিত এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমান। ঘুম শরীরকে সুস্থ্য রাখে

👉গরম পানিতে লেবুর কয়েকটি টুকরা নিয়ে পান করুন। ইমিউনিটি বৃদ্ধি পাবে

👉নিয়মিত ব্যায়াম করুন বা হাঁটুন। ব্যায়াম শরীরকে সুস্থ্য ও সজীব রাখবে

👉যতটা পারেন ন্যাচারাল ভিটামিন সি খান, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। লেবু, কমলা, জাম্বুরা, আমড়া, পেয়ারা, টমেটো, আমলকি বা যে কোন সাইট্রাস (টক) ফলে প্রচুর ভিটামিন সি থাকে

👉পালং শাক এবং গ্রিন টি-এ প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যা রোগের আক্রমণ হতে শরীরের কোষকে রক্ষা করে

👉অপ্রধান বা গৌণ হাত (non-dominant hand, যেমন ডানহাতিদের জন্য বাম হাত) দিয়ে দরোজার হাতল, লিফটের বাটন, কলিং বেলের সুইচ, পরিবহনের হাতল ইত্যাদি ধরবেন। এই হাত সাধারণত নাক, মুখ বা চোখে দেয়া হয় না। মুষ্টিবদ্ধ হাতের গিঁটও ব্যবহার করতে পারেন।

👉সিগারেট, অ্যালকোহল, তামাক, জর্দা পরিহার করুন

👉ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসস, ফুসফুস, হার্ট কিংবা কিডনি রোগী এবং বয়স্কদের জন্য করোনা ভাইরাস ঝুঁকিপূর্ণ

👉রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বৃদ্ধির কিছু খাদ্য তালিকা

#ফল
•কমলা বা কমলা জাতীয় ফল 🍊
•আনারস 🍍
•পেঁপে
•পেয়ারা
•টমেটো 🍅
•কিউই 🥝
•বেরি—যেমন স্ট্রবেরি 🍓

#শাক_সবজি
•গাঁজর 🥕
•বিট
•পালং শাক
•বাঁধাকপি 🥬
•ফুলকপি
•ব্রোকলি 🥦
•বেগুন 🍆
•ক্যাপসিকাম

#বাদাম
•অ্যালমন্ড (সারা রাত ভিজিয়ে রেখে)
•ওয়ালনাট (আখরোট)

#এছাড়াও
•গ্রিন টি 🍵
•লেবু 🍋
•রসুন
•আদা
•হলুদ

#লিকুইড—প্রতিদিন ২.৫-৩.০ লিটার (পানি 💧, ডাব 🌴, গ্রিন টি 🍵, জুস 🥤, দুধ 🥛, ঘোল)

আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় উপরোক্ত খাবার রাখুন।

22/03/2020

উহানে আমি কিভাবে এখনও সুস্থ্য আছি?

১। শহর লকডাউন হবার পর থেকে একবারও কারো সাথে মিশিনি
২। ভিটামিন সি সাপ্লিমেন্ট নিয়েছি প্রতিদিন
৩। ইনডোর এক্সারসাইজ করেছি প্রতিদিন
৪। নেগেটিভ তাপমাত্রাতেও প্রতিদিন গোসল করে পরিচ্ছন্ন থেকেছি
৫। দিনে ৭-১০ বার হ্যান্ডওয়াস দিয়ে হাত ধুয়েছি
৬। হাচি দেওয়ার সময়, সবসময় টিস্যু ব্যাবহার করেছি
৭। রুম এর বাহিরে গেলে মাস্ক ব্যাবহার করছি যদিও ২/১ বার বাহিরে গেছি
৮। মনকে ভালো রাখার জন্য মাঝে মাঝে কমেডি শো দেখেছি
৯। নামাজে আল্লাহর কাছে দোয়া করেছি

জোবায়ের হক জিসান
মাস্টার্স ইন ভেহিকল ইঞ্জিনিয়ারিং
উহান ইউনিভার্সিটি অব টেকনোলজি
উহান,চায়না

21/03/2020

Important notice

According to the regulations issued by Ministry of Foreign Affairs, Bangladesh on 21/03/20, the following decision has been taken:

Commercial Passenger Flights from India, Bahrain, Kuwait , Malaysia , Oman , Qatar , Saudi Arabia , Singapore , Turkey and UAE will not be allowed to land at international airports in Bangladesh from 22/03/20 00:00hrs till 31/03/20.

21/03/2020

এইমাত্র পাওয়া:

দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪: স্বাস্থ্যমন্ত্রী

21/03/2020
করোনাভাইরাস বিষয়ে যোগাযোগ করতে, আইইডিসিআর আরও কয়েকটি হটলাইন নম্বর চালু করেছে:
20/03/2020

করোনাভাইরাস বিষয়ে যোগাযোগ করতে, আইইডিসিআর আরও কয়েকটি হটলাইন নম্বর চালু করেছে:

আমরা সবাই বাসায়  অবস্থান করি...
20/03/2020

আমরা সবাই বাসায় অবস্থান করি...

20/03/2020

জ্বর,কাশি,শ্বাসকষ্ট র রুগি রা আতংকিত হয়ে ডাক্তার দেখাতে চাচ্ছেন,কিন্তু পারছেন না!! ..প্লিজ একটু দম নিন..ভিডিও টা দেখুন..আপনি এবং অন্যরা যারা এই বিপদে আছেন এই ভিডিও তাদের জন্য!!!
(পুনঃ সাধারণ মানুষের সুবিধার জন্য কমন কিছু ওষুধের ট্রেড নেম ব্যাবহার করা হয়েছে..)..উপকার পেলে প্লিজ শেয়ার করে ছড়িয়ে দিন!!

20/03/2020

'কোয়ারেন্টিন' এবং 'আইসোলেশন' সম্মন্ধে পরিষ্কার ভাবে জেনে নিন!- ডা.জাকির

আজ থেকে দেশে ফেরা প্রবাসীদের হাতে বিশেষ এই সিল দিয়ে নিশ্চিত করা হবে তার হোম কোয়ারেন্টাইনের পরিচয়, এতে সে প্রবাসী যদি বাহ...
20/03/2020

আজ থেকে দেশে ফেরা প্রবাসীদের হাতে বিশেষ এই সিল দিয়ে নিশ্চিত করা হবে তার হোম কোয়ারেন্টাইনের পরিচয়, এতে সে প্রবাসী যদি বাহিরে ঘোরাঘুরি করে তাহলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন।

বাজারে হ্যান্ড স্যানিটাইজার এর সংকট পড়লে নিজেই বানান -প্রতি লিটার হ্যান্ড স্যানিটাইজার বানাতে লাগবেপ্রায় আইসোপ্রোপানল ...
20/03/2020

বাজারে হ্যান্ড স্যানিটাইজার এর সংকট পড়লে নিজেই বানান -
প্রতি লিটার হ্যান্ড স্যানিটাইজার বানাতে লাগবে
প্রায়
আইসোপ্রোপানল - ৭০০ মিলি
হাইড্রোজেন পার অক্সাইড - ২৩৩ মিলি
গ্লিসারল - ২০ মিলি
এসেনশিয়াল ওয়েল - ৩-৪ ফোটা
এলোভেরা জেল - ১০০ মিলি
এলোভেরা জেল সাবধানে ছাড়াতে হবে এলোভেরা থেকে।
পুরোটা জেল হতে হবে শক্ত অংশ থাকা যাবে না
প্রথমে আইসোপ্রপানল এর মধ্যে এলোভেরা জেল দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে (ম্যাগনেটিক স্টায়রিং এ দিয়ে)
তারপর গ্লিসারল + এসেনশিয়াল ওয়েল + হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে আরও কিছুক্ষন ম্যাগনেটিক স্টায়রিং এ দিয়ে মিক্সাপ করতে হবে।
ম্যাগনেটিক স্টায়রিং না থাকলেও সমস্যা নাই, যেকোন পাত্রে নিয়ে মিশালে হবে।

Address

Tejgaon Farm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Covid-19 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Covid-19:

Share