Masud R Abir

Masud R Abir সু'স্বাস্থ্য, ঋ'ণমুক্ত ও প'রিষ্কার বিবেক থাকার পর একজন মানুষের সুখী হতে আর কী লাগে! 💖✌️💖
"Alhamdulillah" Assalamo Alaikum! Hello! Dear,
I'm Masudur Rahman Abir.

I completed Dawra Hadis (Masters in Islamic Studies). I am also studying Kamil at Govt Madrasha-E-alia Dhaka. I'm a professional Graphic Designer, Web developer & Content writer. Thank You.

মাশা আল্লাহ! ❤️❤️একটু বেশিই সুন্দর ❤️
06/04/2024

মাশা আল্লাহ! ❤️❤️
একটু বেশিই সুন্দর ❤️

Ya Allah, I'm waiting for your Miracle..❤️🤲
05/04/2024

Ya Allah, I'm waiting for your Miracle..❤️🤲

আমার ছেলের জন্য আর নতুন জামা কেনা হলো না: কোন এক রিকশা চালক বাবা...।😢
02/04/2024

আমার ছেলের জন্য আর নতুন জামা কেনা হলো না: কোন এক রিকশা চালক বাবা...।😢

21/03/2024

এই আয়াতটা খুব অন্তরে লাগে।

انك لا تهدي من احببت ولكن الله يهدي من يشاء،

তুমি যাকে ভালোবাসো, ইচ্ছে করলেই তাকে হেদায়েত করতে পারবে না! তাকে সৎ পথে আনতে পারবে না! তবে আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করেন এবং যাকে ইচ্ছা সৎ পথে আনেন! এবং কে সৎ পথে আসবে তা তিনিই ভালো জানেন!

(সূরা আল কাসাস : ৫৬)

তাহলে শুকরিয়া আদায় করেন সেই রবের!
যিনি পৃথিবীতে এতগুলা মানুষ থাকতে আপনাকেই
হেদায়েতের জন্য বেছে নিয়েছেন!

আলহামদুলিল্লাহ! ❤️
সুম্মা আলহামদুলিল্লাহ! ❤️

দ্বীনদার নারী আল্লাহর পক্ষ থেকে অনেক বড় এক নিয়ামত।
15/07/2023

দ্বীনদার নারী আল্লাহর পক্ষ থেকে অনেক বড় এক নিয়ামত।

15/05/2023

অনেক পছন্দের একটি লেখা !

১.কেউ যন্ত্রণা দিচ্ছে?
- চুপ হয়ে যান।
২.কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়নি?
- চুপ হয়ে যান।
৩.কোন মানুষ অনেক অপমান করছে?
- চুপ হয়ে যান।
৪.কেউ ঠকিয়ে গেছে?
- চুপ হয়ে যান।
৪.কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে?
- চুপ হয়ে যান।
৫.কেউ বিশ্বাসঘাতকতা করছে?
- চুপ হয়ে যান।

এমন নিরব হয়ে যান যে সে মানুষগুলো যেনো আর কখনোই আপনার শব্দ না শোনে। মৃত হয়ে যান তাদের কাছে। প্রতিজ্ঞা করুন আর কখনোই ঘুরে তাকাবেন না। শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি কষ্ট পাবেন না । এই নিরবতা আপনাকে দম বন্ধ করা আর্তনাদ দিবে কিন্তু অপর পক্ষকে দিবে আফসোস।

আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি।
কিন্তু আপনি কি জানেন, যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি, আপনাকে দমবন্ধ কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না। তাই শব্দ দিয়ে, কান্না দিয়ে, দুনিয়ার সমস্ত প্রায়োরিটি দিলেও ওরা আপনার মূল্য বুঝবে না।

তাই নিজের স্বার্থে বাঁচুন।
নিজেকে ভালোবাসুন।
আপনার একজন "রব" আছেন।
সেজদায় গিয়ে সকল দুঃখ, কষ্ট, চাওয়া, পাওয়ার কথা রবকে বলুন। তিনি সব কিছুর সমাধান করবেন। ইনশাআল্লাহ।

03/05/2023

ব্রোকেন হার্ট ভাইয়া /আপুদের দৃষ্টি আকর্ষন করছি।

সব কিছু ঠিক আছে বাট ব্রেকআপের পর ঐ যে সূরা আনফালের ৭০ নাম্বার আয়াত শেয়ার করা বন্ধ করেন প্লিজ...!!

"তোমার থেকে যা চলে গেছে অবশ্যই তুমি তার থেকে উত্তম কিছু পাবে" এই আয়াত টি যুদ্ধ সমন্ধে নাজিল হয়েছে,

আপনার ব্রোকেন হার্ট বা ভবিষ্যৎ বয়ফ্রেন্ড/ গার্লফ্রেন্ডের জন্য অবতীর্ণ হয় নাই।

যাকাত আল্লাহর হুকুম । সেটা যথা নিয়মেই আদায় করতে হবে ভাই । আপনার পরিবার মূলত যাকাত দেয় না । সেটা ঘোষণা করে বলার কী আছে...
11/04/2023

যাকাত আল্লাহর হুকুম । সেটা যথা নিয়মেই আদায় করতে হবে ভাই । আপনার পরিবার মূলত যাকাত দেয় না । সেটা ঘোষণা করে বলার কী আছে ? আপনি যে এতটা নির্বোধ সেটা জানা ছিলো না।
বিদ্যানন্দ সমাজ সেবা করছে । তাদের উৎসাহিত করার জন্য দান করুন । তাদের মতো অন্যদের ও দান করুন । কিন্তু যাকাত শরীয়াহর বিষয় । তাই সঠিক পদ্ধতিই অবলম্বন করুন প্রিয় -নিঝুম মজুমদার

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masud R Abir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Masud R Abir:

Share