Rony Creation

Rony Creation I don't want other people to decide who i am.i want to decide that for myself.i am so simple...

নতুন বাংলাদেশের বার্তা পৌঁছে যাক সারাবিশ্বে। আমরা ফি'লি'স্তিনের সাথে ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ। From the river to t...
12/04/2025

নতুন বাংলাদেশের বার্তা পৌঁছে যাক সারাবিশ্বে। আমরা ফি'লি'স্তিনের সাথে ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ।

From the river to the see,
Palestine will be free.

12/04/2025

আমার এই বোনের চোখের পানি যেন আল্লাহ কবুল করেন।

11/04/2025

😇

#সিভিল_ইন্জিনিয়ারিং

#সিভিল #বিম #স্লাব #ছাদ



#রড #রডের_ডায়া #রডের_গ্রেড

#সুন্দর_ভবন
#সুন্দর_বাড়ি

পাইল ক্যাপ (Pile Cap) হচ্ছে একটি কংক্রিটের গঠিত প্ল্যাটফর্ম বা ফাউন্ডেশনের অংশ যা একাধিক পাইলকে সংযুক্ত করে এবং উপর থেকে...
10/04/2025

পাইল ক্যাপ (Pile Cap) হচ্ছে একটি কংক্রিটের গঠিত প্ল্যাটফর্ম বা ফাউন্ডেশনের অংশ যা একাধিক পাইলকে সংযুক্ত করে এবং উপর থেকে আসা লোডগুলো পাইলগুলোর মধ্যে সমানভাবে বিতরণ করে। এটি সাধারণত বড় কোনো কলাম বা ফাউন্ডেশন ফুটিং এর নিচে থাকে এবং লোডকে পাইলের মাধ্যমে মাটিতে পাঠায়।

পাইল ক্যাপ করার সময় গুরুত্ব দেওয়ার বিষয়গুলো:

1. সঠিক ডিজাইন:

পাইলের সংখ্যা, অবস্থান, এবং ব্যাস অনুযায়ী পাইল ক্যাপের আকার নির্ধারণ করতে হবে।

স্ট্রাকচারের উপর কত লোড আসবে তা বুঝে রিইনফোর্সমেন্ট ডিজাইন করতে হবে।

2. সেন্টারিং এবং লেভেলিং:

সব পাইল যেন একই লেভেলে কাট হয় এবং সমান হাইটে থাকে।

পাইল ক্যাপ কাস্ট করার আগে পাইলগুলোর মাথা ভালোভাবে প্রস্তুত করতে হবে।

3. রিইনফোর্সমেন্ট (Reinforcement) ঠিকভাবে বসানো:

স্টিল বারগুলোর স্পেসিং, কভার এবং টাই সঠিকভাবে অনুসরণ করতে হবে।

স্টিল বেঁধে দেয়ার পর আবার ভালোভাবে চেক করতে হবে যেন কোনো ভুল না থাকে।

4. ফর্মওয়ার্ক (Shuttering):

ফর্মওয়ার্ক শক্তভাবে বসানো, যাতে কংক্রিট ঢালার সময় কোন লিক বা ডিফরমেশন না হয়।

5. ভাইব্রেশন এবং কিউরিং:

ঢালাইয়ের সময় ভাইব্রেটর ব্যবহার করে কংক্রিট সঠিকভাবে সেট করা।

ঢালাই শেষে অন্তত ৭-১৪ দিন ভালোভাবে কিউরিং করতে হবে যেন শক্তি ঠিকভাবে অর্জিত হয়।

6. সেফটি ও কোয়ালিটি কন্ট্রোল:

প্রতিটি ধাপে কোয়ালিটি চেক করতে হবে, যেমন কংক্রিটের গ্রেড, স্ল্যাম্প টেস্ট ইত্যাদি।

ফর্মওয়ার্ক ও স্টিল ইনস্পেকশন রেকর্ড রাখতে হবে।

10/04/2025

😊😊
সিভিল ইন্জিনিয়ার

এটা কোনো আন্দোলন নয়—এটা চুরি।এটা কোনো প্রতিবাদ নয়—এটা সন্ত্রাস।যারা প্রকৃতপক্ষে ফি*লি*স্তি*নের পক্ষে আছে, তারা কখনোই এমন...
07/04/2025

এটা কোনো আন্দোলন নয়—এটা চুরি।
এটা কোনো প্রতিবাদ নয়—এটা সন্ত্রাস।

যারা প্রকৃতপক্ষে ফি*লি*স্তি*নের পক্ষে আছে, তারা কখনোই এমন লুটতরাজের পক্ষে নয়।
এদের চিহ্নিত করুন। ধরিয়ে দিন। সমাজকে বাঁচান। আন্দোলনকে বাঁচান।
সোজাসাপ্টা কথা এরা ভদ্র চোর

তোমরা উড়ো জান্নাতে, আমরা ডুবি অভিশাপে  'আল্লাহুম্মাগফিরলী'🤲🏼😓🖤
06/04/2025

তোমরা উড়ো জান্নাতে, আমরা ডুবি অভিশাপে 'আল্লাহুম্মাগফিরলী'🤲🏼😓🖤

06/04/2025

😭😭

Address

Tejgaon Farm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rony Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share