22/07/2025
জানিনা কত মায়ের বুক খালি হলো।
কতজন মৃত্যুর প্রহর গুনছে
কত যন্ত্রণায় ছটফট করছে
আমিও যন্ত্রণায় সারারাত ভালো করে ঘুমাতে পারিনি।
নিউজ গুলো দেখছি
আর যন্ত্রণার চিৎকার গুলো
কানে ভেসে আসছে ।
আল্লাহ তুমি সবাইকে ধৈর্য ধরার
তৌফিক দান করো 🤲🤲🤲