Afsana blogs

Afsana blogs Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Afsana blogs, Digital creator, Tejgaon.

আমি ফেসবুকে নতুন ✅বিশ্বাস করে Follow দিন✅ বিশ্বাসের মর্যাদা রাখবো ইনশাআল্লাহ ✅
Back To Back ✅

আসুন আমরা সবাই একে ওপরকে ভালোবেসে সাপোর্ট করি
একে ওপরকে সামনে এগিয়ে যেতে সাহায্য করি
তাহলে আমাদের একদিন সফলতা আসবে ইনশাল্লাহ ধন্যবাদ

হুমমমম    #বোকামেয়েরডায়েরি
20/09/2025

হুমমমম #বোকামেয়েরডায়েরি

আমি সেদিন ইন্সটায় একজন শায়েখের ভিডিও দেখসি। দেখিও নাই ঠিক, এটা মানে আল্লাহ আমারে চোখে আঙ্গুল দিয়ে দেখাইসেন মতো একটা ব্যা...
24/08/2025

আমি সেদিন ইন্সটায় একজন শায়েখের ভিডিও দেখসি। দেখিও নাই ঠিক, এটা মানে আল্লাহ আমারে চোখে আঙ্গুল দিয়ে দেখাইসেন মতো একটা ব্যাপার ছিলো।।

উনি বলতেসিলেন, "হিজাব শুধু চোখ নিচে নামানো অথবা নিজের সৌন্দর্যকে ঢাকা না। ইয়াতীমের সামনে নিজের বাবার আদর নিয়ে কথা না বলা হিজাব, বিধবার সামনে নিজের স্বামীর প্রশংসায় ভেসে না যাওয়া হিজাব, যার সন্তান হয়নাই তার কাছে গিয়ে সন্তান থাকার উপকারিতা বর্ণনা না করা, যার টাকা নাই তার কাছে বিলাসীতার গল্প না করাও হিজাব।"


এরপর তিনি একটা হাদীস বললেন যেখানে রাসূল (সা:) বসে কিছু বাচ্চাদের খেলা দেখতেসিলেন। এমন সময় বাচ্চাদের মধ্য থেকে একজনের বাবা এসে বললেন, "আমার ছেলেকে নিয়ে যেতে এসেছি।"
তখন রাসূল (সা:) বললেন, তোমার ছেলের নাম কি?

তখন ওই লোক তার সন্তানের নাম বলার পর রাসূল (সা:) বললেন, "তুমি তোমার ছেলেকে আমার ছেলে বলে না ডেকে নাম ধরে ডেকো।" তখন সেই লোক খানিকটা অবাক হয়েই জানতে চাইলেন কেন?
তখন তিনি বললেন, এখানে খেলারত বাচ্চাদের মধ্যে অনেক ইয়াতীম আছে। তুমি তোমার ছেলেকে "আমার ছেলে" বলে যখন ডাকো, তখন ওদের মন খারাপ হয়।
[এই ঘটনাটা আমি মনে আছে যেভাবে সেভাবে লিখলাম। এক্যুরেট রেফারেন্স নাই। দুঃখিত।]

এভাবে আমি কখনো ভাবিনাই আসলে। নিয়ামত নিয়ে আমাদের আচরণের বহিঃপ্রকাশেও বিনয়ী হওয়া উচিৎ।

We must not forget that each of us is actually living someone else's dream life.

জীবন আমাদের যা কিছু দিছে সেখানে আমাদের কোনো ক্রেডিট নাই, যা দেয়নাই সেখানেও আমাদের কোনো দোষ নাই।

তাই যেটা নাই সেটা নিয়ে যেমন হতাশ হওয়া যাবেনা, তেমনি যা আছে সেটা নিয়েও ঔদ্ধত্য দেখানোরও সুযোগ নাই।

কপি পোস্ট

একজন নারী মারা গেছেন...ভুল বললাম- একজন নারীকে তার স্বামী হত্যা করে সুইসাইড হিসেবে চালাচ্ছেন। মেয়েটি নাকি তার পিতা মাতাক...
14/08/2025

একজন নারী মারা গেছেন...
ভুল বললাম- একজন নারীকে তার স্বামী হত্যা করে সুইসাইড হিসেবে চালাচ্ছেন। মেয়েটি নাকি তার পিতা মাতাকে অনেকবার বলেছিল -স্বামী অত্যাচার করে, প্রচন্ড রাগী, এই সংসার সে আর করতে পারছে না। কিন্তু বাবা-মা জোর করেছেন সংসার করতে। তাই মেয়েটা লাশ হয়ে গেছে।

বিষয় সেটা না। এসব এই দেশে অহরহ হয়। সামান্য মেয়ে মানুষের জীবন এই দেশে দামি কোন জিনিস না।

বিষয় হলো-
এই বঙ্গদেশের একজন নারী সেই পোস্ট শেয়ার দিয়ে ক্যাপশন লিখেছেন- "আলহামদুলিল্লাহ আমি খুব ভালো স্বামী পেয়েছি।"

এই কমেন্ট এই দেশের মেয়েরা খুব লিখে। অন্যের বিয়ের সংবাদের পোস্টের নিচে লেখে, অন্যের ডিভোর্সের সংবাদের পোস্টের নিচে লেখে, নায়ক নায়িকাদের প্রেম ভালোবাসার পোস্টের নিচে লেখে, এমনকি কেউ যদি নিজের স্বামীকে নিয়ে আহ্লাদী একটা পোস্ট দেয় সেখানে গিয়েও লেখে। স্বামী নামের জিনিসটা আমাদের দেশে অতীব বড় বিষয়। শো অফ করার জিনিস, তাই করে। মানলাম।

তবে,
অন্য একজন নারীর নৃশংস হত্যার সংবাদে নিজের বরকে নিয়ে অহংকার করা আজকেই প্রথম দেখলাম।

আমাকে অনেক আগে কে যেন বলেছিলেন-
সবচাইতে সস্তা দরের অহংকার হচ্ছে মানুষ নিয়ে অহংকার করা। যার নিজের বলতে কিছুই নাই, সে করে অন্য মানুষ নিয়ে অহংকার।

আমার বাবা অমুক, আমার বর অমুক, আমার সন্তান অমুক, আমার ভাই অমুক, আমার বোন জামাই অমুক থেকে শুরু হয়ে... আমার বড় ভাসুরের তালতো ভাইয়ের খালাতো বোনের বড় ছেলে অমুক... এই দেশে মেয়ে মানুষের অহংকারের কোন শেষ নাই!

#বোকামেয়েরডায়েরি কপি পোস্ট

আসলেই সত্যি কথাগুলো #
08/08/2025

আসলেই সত্যি কথাগুলো #

08/06/2025
সুখে থাকার জন্য অনেক বেশি টাকার না লাগলেও, টাকা ছারা ভালো থাকাটা আসলেই সম্ভব না🙂।বাজারে গেলে বোঝা যায় সেটা 😀
13/10/2024

সুখে থাকার জন্য অনেক বেশি টাকার না লাগলেও, টাকা ছারা ভালো থাকাটা আসলেই সম্ভব না🙂।বাজারে গেলে বোঝা যায় সেটা 😀

এক শিক্ষক বলতেন, জীবনে যা কিছুই করো না কেনো, নিজেকে খুশি রাখার কারন অন্য কারো মাঝে খোঁজার চেষ্টা করো না। কখনো কারো উপর এ...
12/10/2024

এক শিক্ষক বলতেন, জীবনে যা কিছুই করো না কেনো, নিজেকে খুশি রাখার কারন অন্য কারো মাঝে খোঁজার চেষ্টা করো না। কখনো কারো উপর এত এক্ট্রিম লেভেলের নির্ভরশীল হবে না যাতে তোমার এক্সপেকটেশন পূরণ না হলে মন ছোট হয়। বিশেষ করে মানসিকভাবে।

তোমার মন খারাপ তুমি হেমন্তের গান শুনো, নিজেকে এক কাপ গরম কফি বানিয়ে দাও, বিকেল বেলা মিষ্টি রোদে আপনমনে নিজের সাথে কথা বলো, পছন্দের লেখকের ব‌ই পড়ো। নিজের কোন বিশেষ ক্রিয়েটিভিটি থাকলে সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখো। 🥀

অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখা, নিজের দুঃখ, দুর্বলতা জনসম্মুখে প্রকাশ করা কোন বুদ্ধিমান মানুষের কাজ নয়। খুব বেশি মন খারাপ হলে রুম অন্ধকার করে চুপচাপ বসে থাকো। যার যার ধর্ম অনুসারে প্রার্থনা করো।

পুরানো কোন স্মৃতি মনে করো, হাসো, কাঁদো যাই করো নিজের সাথে নিজের এমন একটা সুন্দর সম্পর্ক তৈরি করো যাতে নিজের মন খারাপের দিনগুলোতে একটা কাঁধের প্রয়োজন না হয়।

যদি কোন কাজে সফল হ‌ও নিজেকে ট্রিট দাও, যদি অকৃতকার্য হ‌ও নিজের সাথে অভিমান করো, নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হ‌ও। তবে অন্য কারো চোখে নিজের পারফেকশন খোঁজার চেষ্টা করো না।

অন্যের চোখ তোমার ত্রুটিগুলোর মাঝে যখন তোমার গুণগুলো খুঁজে পাবে না তুমি কষ্ট পাবে, পারলে তুমিই পারবে। রেস্টুরেন্টে একা বসে খাওয়াটাকে নরমালাইজ করতে হবে, পার্কে নিজের সাথে সময় কাটাতে চাওয়াকে হাস্যকর কেন মনে হবে? যদি সম্ভব হ‌য় ফাইনানসিয়ালিও নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। যাতে তীব্র মুড সুয়িংয়ে নিজেকে একটা চকলেট উপহার দিতে পার, নিজের জন্মদিনে নিজেকে গিফট দিতে পারো অথবা পাড়ার সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করো, নিজের পছন্দের ড্রেসটা টাকা জমিয়ে হলেও নিজের জন্য কিনতে দিতে পারো।

মাঝে মাঝে নিজেকে কিছু ফুল দিবে। ঘরের এক কোণায় ফুল থাকবে, সুন্দর একটা গন্ধ ছড়াবে মন আপনা আপনি ভাল হয়ে যাবে। সবাইকে খুশি রাখাও তোমার দায়িত্ব না, দুনিয়ার কারো পক্ষেই সবাইকে খুশি করা সম্ভব না। যেখানে পারবে না, "না" বলাও শিখতে হবে।

আমার বাবা-মা আমাকে এপ্রিসিয়েট করে না, আমার বন্ধু আমাকে সময় দেয় না, আমার কাছের প্রিয়জন আমার সাথে ঠিকমত কথা বলে না, আমার জন্য সময় নেই এসব উপদ্রবের সৃষ্টি করবে না। আমাদের ভাষায় যেটা এটেনশন অন্যের জন্য এই চাওয়াগুলো অযথা টেনশন মাত্র।

কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবেন?

একটা সুন্দর ব্যক্তিত্ব থাকা চাই
আসলেই এমন করে কখনও ভাবিই নাই। নিজের প্রতি নিজের আস্থা রাখতে হবে। কেনোই বা অন্যের জন্য নিজেকে অসুখি রাখবো।

08/10/2024

শুভ রাত্রি আমার কলিজার আপু ভাইয়ারা

Address

Tejgaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afsana blogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share