10/09/2025
২৭ ব্যাচ ( সবিক ৭৩),
প্রথমত কলেজে স্বাগতম, ঢাকার সবচেয়ে আন্ডাররেটেড গোটেড কলেজ হচ্ছে আমাদের কলেজ নো ডাউট, এখানে তোমরা পড়াশুনা হতে সবকিছুর পরিবেশ পাবা, আমাদের টাইমে অবকাঠামো উন্নয়ন শুরু হৈসিলো ওইটার নমুনা তোমরা দেখতেসই।
এখন আসি কিছু নির্দেশনা নিয়ে
প্রথমত পড়ালেখা, যেখানে পড়ো না কেন অনলাইন হোক অফলাইন হোক দয়া করে ফাঁকিবাজি কইরোনা, নাহলে এইচ এসসির ২-৩ ম্যাশ আগে এসে ওয়ানশট ক্লাস খোজ লাগবে আর ফুল সিলেবাস যেহেতু কুলাইতে না পারাটাই স্বাভাবিক।কনসেপ্ট ক্লিয়ার আর টেস্ট পেপার পড়লেই ম্যাক্সিমাম পরীক্ষায় ভালো করতে পারবা
বই এর কোনো টপিক বাদ রাখবা না , সব কনসেপ্ট শিখবা, সব ম্যাথ একবার হইলেও করবা। যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাও প্রশ্নব্যাংক টা এইচ এসসির আগে একবার হইলেও যেভাবে হোক শেষ কইরো নাহলে পরে মনে হবে করা উচিত ছিল।
এবার আসি কলেজ বিষয়ক জিনিস নিয়ে,
এমন কোনো কাজ করবা না যেইটাতে তোমার কলেজের নাম খারাপ হয়, ফার্স্ট ইয়ারে কলেজ-কলেজ ক্ল্যাশ লাগা অস্বাভাবিক কিছু না, তবে চেষ্টা করবা যাতে কখনো প্রথম দোষ তোমাদের কারণে না হয়।
অনেকে অনেক জায়গা থেকে আসতেছ , অনেকে ঢাকারই , একেকজনের চিন্তা ভাবনা , রুচি ভিন্ন। পার্সোনাল লাইফে যাই করো না কেন, At least কলেজ নিয়ে Cringe কাজ কম করবা না, দোহাই লাগে 🙏🏽
উদাহরণস্বরূপ:
- অযথা কারণ ছাড়া phonk bgm লাগায় College/bus niye সিগ্মা এডিট বানানো
- কলেজ কলেজ শিপিং করা ( উদাহরণ একজন এক বিশেষ কলেজে আরেকজন আরেক বিশেষ কলেজে তার মানে হচ্ছে তাদের প্রেম করা বাদ্ধতামূলক - এসব ধারণা রাখা )
- কলেজের নামে বিভিন্ন পেজ বানিয়ে সেখানে Cringe / কামলা কন্টেন্ট পোস্ট করা ( যেটা তোমাদের এক ব্যাচ সিনিয়র কিছু পোলাপানদের মাঝে দেখা গেছে)
- তোমাদের পাশে আরেক কলেজ আছে, ভুলেও আই রিপিট ভুলেও তাদের উপর সিমপিং করতে যাবা না, নিজেদের ওয়েট বজায় রাখবা অলওয়েজ
- এগুলা বাপ্ মায়েরই শিখানোর কথা তাও বলতেছি নতুন করে কোনো ধরণের এডিক্টিভ জিনিসে জড়াবা না, আশা kori বুঝতেছ কি বলতেসি
অনেক জায়গা থেকে আশা অনেকজনের সাথে তোমার পরিচয় হবে, জাস্ট বিকজ তুমি শহরের প্রিভিলেজ্ড ছেলে একারণে কখনো নিজেকে সুপিরিয়র ভেবে ঢাকার বাইরে থেকে আশা ক্লাসমেট দের নিচে দেখানোর চেষ্টা করবা না, সবিকে সবাই আমরা দিনশেষে ভাই ভাই।
লাস্টে আবারো বলে রাখি, এইচ এস সি পরীক্ষার হল সুবিধার চিন্তা রাখবা না, এমনভাবে প্রিপারেশন নিবা যাতে পরীক্ষার হলে সবচেয়ে বাজে গার্ড পড়লেও ফুল আনসার করে দিয়ে আসতে পারো।
শেষমেশ বলে রাখি আমাদের এই পেজটা যখন প্রাইমে ছিল তখন কলেজ পেজগুলার মধ্যে সেরা ছিল এইটা তুমি কাউকে জিজ্ঞাসা করলেই বুঝবে অথবা আমাদের পুরান পোস্ট গুলা দেখতে পারো, যাই হোক আশা করি তোমাদের জন্য শীঘ্রই আরো সুন্দর কন্টেন্ট এই পেজ থেকে আসবে।
বেঁচে থাকলে অন্য পোস্টে দেখা হবে
~(Moriarty) Admin from GSC 71