08/02/2025
সেই বিপিএলের শুরু থেকেই চেষ্টা, কোন মতেই হচ্ছেনা। কখনো ফাইনালে, কখনো প্লে-অফে, কখনো একেবারে প্রথম রাউন্ডেই বাদ.!
আক্ষেপটা ঘুচলো গতবছর এই বরিশালের জার্সীতেই। ক্যারিয়ারের একেবারে শেষ পর্যায়ে এসে চ্যাম্পিয়ন টাইটেলটা নামের পাশে লাগানো গেলো ফরচুন বরিশালের কল্যানে। তাই এই লাল জার্সীটার প্রতি রিয়াদ যে অনেক বেশি কৃতজ্ঞ তার প্রমান এই ছবিতেই। অধরা ট্রফি থেকে এখন দুইটা ট্রফির মালিক মাহমুদউল্লাহ রিয়াদ। চোখের পানি তো একটু আসবেই তাই না। আর এই চোখের পানি যে কি বুঝাতে আছে একমাত্র মাহমুদউল্লাহ রিয়াদ ভক্তরা ছাড়া কেউউ বুঝতে পারবেনা ?💔