
06/07/2025
বাচ্চাদের জন্য টক-দই খুবই উপকারী একটি খাবার। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, প্রোটিন এবং প্রোবায়োটিক থাকে, যা শিশুদের হাড়, দাঁত ও হজম স্বাস্থ্যের জন্য ভালো। এছাড়াও, টক দই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে।
তাই ৮মাস পর থেকে আপনার বাচ্চার প্রতিদিনের খাদ্যতালিকায় টক-দই যুক্ত করতে পারেন!
বাসায় খুব সহজেই আপনি দই তৈরি করে নিতে পারেন আপনার আদরের সোনা মনির জন্য!
উপকরণ: দুধ এবং দই বীজ (আগের তৈরি টক দই)।
প্রস্তুতপ্রণালী:১কেজি দুধ জ্বাল করে ৪ভাগের ৩ভাগ করে নিবেন।দুধ কুসুম গরম অবস্থায় ৪টেবিল চামচ দই বীজ মিক্স করে মাটি/কাচের পাত্রে দই এএ মিশ্রণ টা ঢেলে গরম যায়গায় রেখে দিবেন ৮-১০ঘন্টা।
আমি প্রি-হিটেড ওভেনে রেখে দিয়েছিলাম ৮ঘন্টা।
এরপর ফ্রিজের নরমালে সংরক্ষণ করুন,নরমাল ফ্রিজে রেখে ৫-৭দিন খাওয়া যাবে।