17/09/2025
বাঙালি শুধু যদি বেহুদা সবখানে মুখ না খুলতো তাহলে মানুষ অনেক ভালো থাকতো। কেনো বলছি?
১ম ঘটনা:
আজ সকালে এক মা মেসেঞ্জার নক করে তার বাচ্চার ছবি দিয়ে জিজ্ঞেস করলো,
" ম্যাম আসসালামু আলাইকুম, আমার বাচ্চার বয়স "....." বছর চলছে। আলহামদুলিল্লাহ সুস্থ স্বাভাবিক এবং খেলাধুলাও করে, সব কথা বলতে শিখেছে। ওর হাইট "...." ইঞ্চি। ম্যাম, সবাই ওকে খাটো বলে, আমার ইদানীং খুব খারাপ লাগে..
উচ্চতাটা কি ঠিক আছে? "
কাজের ফাঁকে রিপ্লাই দিলাম, ওর বয়সে যে স্বাভাবিক রেঞ্জ আছে, ও তার মধ্যেই পড়ে।
উত্তরে উনি জানালেন,
"আপনার টেক্সটটা দেখে আমার চোখে পানি এসে গেছে🙂
এতটুকু একটা বাচ্চাকে মানুষ কিভাবে এমন করে বলে ম্যাম?
আমার ছেলের জন্য দোয়া কইরেন, আল্লাহ যেন আমার বাচ্চাকে উচ্চতায় না, সম্মানে বড় করেন। "
২য় ঘটনা :
বহির্বিভাগ থেকে রোগী পাঠানো হয়েছে, বাচ্চার বয়স ৬ মাস, ওজন মাত্র ৪.৫ কেজি। জন্মের সময় ৩ কেজি ছিল। ৩ মাস পর্যন্ত ভালোই ছিল, এরপর থেকে বাচ্চা বুকের দুধ কম পাচ্ছে মনে করে আশেপাশের মানুষ মাকে ফর্মুলা, গরুর দুধ, ছাগলের দুধও খাওয়াতে বলে, তাতেও স্বাস্থ্য ভালো না হওয়ায় মানুষের পরামর্শে মা ফর্মুলার সাথে সুজি মেশানো শুরু করে। ৬ মাস বয়সে এসে বাচ্চার এখন হাড় জিরজিরে অবস্থা, অপুষ্টিতে ভুগছে (ছবিতে দেখা যাচ্ছে)।
আশেপাশের অতি উৎসাহী মানুষের পরামর্শ ও অতিরিক্ত নাক গলানো স্বভাবে এখন বাচ্চার জীবন নিয়ে টানাটানি।
ডাঃ লুনা পারভীন
এমবিবিএস, ডিসিএইচ
শিশু বিশেষজ্ঞ, বহির্বিভাগ
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউট
শ্যামলি।
বিএমডিসি রেজিঃ নং - ৩০৭৩৯