NewsCard

NewsCard NewsCard is a platform for sharing news on current affairs, culture, business, sports, tech, and more. Stay tuned!

নিউইয়র্কের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। নির্বাচনী প্রচারের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ...
05/11/2025

নিউইয়র্কের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। নির্বাচনী প্রচারের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। এমনকি তিনি নিজ দলের প্রার্থীকে বাদ দিয়ে স্বতন্ত্রপ্রার্থী অ্যান্ড্রু কুমোকে সমর্থন জানিয়েছেন। নিউইয়র্কবাসী জোহরান নয়, কুমোকে ভোট দিতে বলেছেন।

ভোটে জিতে নিজের বিজয় ভাষণেই ট্রাম্পকে এক হাত নেন জোহরান মামদানি। তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প, আমি যত দূর জানি, আপনি দেখছেন। আমি আপনাকে চারটি শব্দ বলব: টার্ন দ্য ভলিউম আপ (আওয়াজ বাড়ান)।

Source: Prothom Alo




রাজধানীর সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম প্রাণকেন্দ্র যাত্রা বিরতিতে ‘সুকুন’ শীর্ষক এক অনন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হ...
26/10/2025

রাজধানীর সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম প্রাণকেন্দ্র যাত্রা বিরতিতে ‘সুকুন’ শীর্ষক এক অনন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল শনিবার সন্ধ্যায় নূরস ইভেন্টস-এর আয়োজনে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়।

সন্ধ্যা জুড়ে এই অনুষ্ঠানটি শ্রুতিমধুর সুর, গল্প আর আবেগের এক অপূর্ব সমন্বয়ে উপস্থিত দর্শক-শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রাখে।

অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেতা ও উপস্থাপক সাদাব হাশমি। তাঁর অনবদ্য গল্প বলার শৈলী ও আকর্ষণীয় উপস্থাপনা পুরো সন্ধ্যাজুড়ে দর্শকদের সঙ্গে এক অদৃশ্য বন্ধনে বেঁধে রাখে।

সন্ধ্যাটির সঙ্গীত অংশে কণ্ঠ দেন শিল্পী ইনিমা রোশনী, ফয়সাল ফাইয়াজ, ইসমাইল হোসেন, এনামুল হক ও শোয়েব ইসলাম উন্মেষ। তাদের সঙ্গে সঙ্গত করে এক দক্ষ বাদকদল, যাঁদের মধ্যে ছিলেন:

গিটার: ইহান আলী রনো ও জুনায়েদ দেওয়ান শৌরভ
বেস গিটার: হাসান সাব্বির
বাঁশি: ইয়ামিন প্রান্তো
তবলা: তুষার পাল
ড্রামস: শপন হোসেন
ভায়োলিন: সুজন দিওয়ান
সমগ্র সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন শিশির ইমরান।

নূরস ইভেন্টস-এর ব্যবস্থাপনায় ও সুমী নূর-এর পরিচালনায় ‘সুকুন’ পরিণত হয় সঙ্গীত, গল্প আর হাসির মিশেলে ভরা এক স্মরণীয় সন্ধ্যায়, যার প্রতিটি মুহূর্তে ছিল প্রশান্তি ও আনন্দের অনুভূতি।

অনুষ্ঠানের সমাপ্তি অংশে আয়োজক পক্ষ আগামী কার্যক্রমের ঘোষণা দেন, যার মধ্যে রয়েছে:

১৩ নভেম্বর: কারার – দ্য সুফি ব্যান্ড-এর পরিবেশনা।
২২ নভেম্বর: একটি এক্সক্লুসিভ মিক্সড ব্যান্ড পারফরম্যান্স।

সন্ধ্যাটির সমাপ্তি হয় হাসি ও করতালিতে ভরা এক উষ্ণ পরিবেশে। আয়োজক ও ইভেন্ট পরিচালক সুমী নূর সম্ভাব্য স্পনসর ও সহযোগীদের এই চলমান সাংস্কৃতিক আয়োজনে যুক্ত হওয়ার জন্য আন্তরিক আমন্ত্রণ জানান।

Source: NewsCard


#সুকুন #নূরস_ইভেন্টস #যাত্রা_বিরতি #ঢাকার_সঙ্গীত #বাংলাদেশ_ইভেন্ট #সাদাব_হাশমি #সুমী_নূর #লাইভ_সঙ্গীত #কারার

11/10/2025

মেসি কেন আর্জেন্টিনা দলের বাইরে, স্কালোনি বললেন ‘আমার সিদ্ধান্ত’

ম্যাচ শেষে সাংবাদিকদের কাছ থেকে প্রশ্নটা অবধারিত ছিল। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি যেন প্রস্তুত ছিলেন। লিওনেল মেসি কেন মাঠের বাইরে—এমন প্রশ্নে স্কালোনির উত্তর, ‘লিওনেল মেসি খেলবে না, সেই সিদ্ধান্তটা আমার।’

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কিছুক্ষণ আগেই শেষ হয়েছে আর্জেন্টিনা–ভেনেজুয়েলা প্রীতি ম্যাচ। জিওভানি লো সেলসোর গোলে ১–০ গোলে জিতেছে স্কালোনির দল। বক্সে বসে জীবনসঙ্গী আন্তোনেল্লা রোকুজ্জো ও সন্তানদের নিয়ে ম্যাচটি দেখেন ইন্টার মায়ামি তারকা মেসি। এ ম্যাচের আগে আর্জেন্টাইন সংবাদমাধ্যম জানিয়েছিল, মেসিকে একাদশে না–ও দেখা যেতে পারে। বদলি হয়ে নামার সম্ভাবনাই বেশি। কারণটাও তারা জানিয়ে দেয়—গত ২৭ দিনে ইন্টার মায়ামির হয়ে ৭ ম্যাচ খেলেছেন মেসি। প্রতিযোগিতামূলক ম্যাচ তো আর নয়, প্রীতি ম্যাচ—আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট তাই মেসিকে বিশ্রাম দেওয়াই যৌক্তিক মনে করেছে।

Source: Prothom Alo


শহিদুল আলম দেশে ফিরলেন, বললেন গাজাবাসী এখনো মুক্ত হয়নিইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন আলোকচিত্রী শহিদুল আল...
11/10/2025

শহিদুল আলম দেশে ফিরলেন, বললেন গাজাবাসী এখনো মুক্ত হয়নি

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন আলোকচিত্রী শহিদুল আলম। আজ শনিবার ভোর পৌনে পাঁচটার দিকে শহিদুল আলম রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

দেশে ফিরে শহিদুল আলম বলেন, ‘বাংলাদেশের মানুষের ভালোবাসা আমাকে ফিরে আসার সুযোগ করে দিয়েছে। মনে রাখতে হবে যে গাজার মানুষ এখনো মুক্ত হয়নি। গাজার মানুষ এখনো আক্রান্ত হচ্ছে, তাদের ওপর এখনো নির্যাতন চলছে। আমাদের কাজ কিন্তু শেষ হয়নি।’

দৃকের ফেসবুক পেজে শহিদুল আলমের এই বক্তব্য পোস্ট করা হয়েছে। মুক্ত হয়ে দেশে ফিরে আসতে সহযোগিতার জন্য তিনি বাংলাদেশ ও তুরস্কের সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমাদের মতো আরও হাজার ফ্লোটিলা যাওয়া দরকার, যত দিন না ফিলিস্তিন স্বাধীন হয়।’

ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে বলে জানান শহিদুল আলম।

শহিদুল আলমকে বরণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ও মানবাধিকারকর্মী রেহনুমা আহমেদ, জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব, আলোকচিত্রী ও গবেষক মুনেম ওয়াসিফসহ অনেকে।

শহিদুল আলমের দেশে ফেরার ছবি আজ শনিবার সকাল সাতটার দিকে স্বাধীন মিডিয়া প্রতিষ্ঠান দৃকের ফেসবুক পেজে পোস্ট করা হয়। দৃকের ইনোভেশন ম্যানেজার রাহাত করিমও শহিদুল আলমের দেশে ফেরার বিষয়টি জানান।

Source: Prothom Alo


‘অনেকের আপত্তিতে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শরৎ উৎসব স্থগিত, বাতিল নয়: চারুকলার ডিন রাজধানী ঢাকার ব্যস্ত এলাকা গুলিস্তানের পাশ...
11/10/2025

‘অনেকের আপত্তিতে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শরৎ উৎসব স্থগিত, বাতিল নয়: চারুকলার ডিন

রাজধানী ঢাকার ব্যস্ত এলাকা গুলিস্তানের পাশে এক টুকরা সবুজ নিয়ে আছে ওসমানী উদ্যান; উন্নয়নের জন্য সেখানে একটি প্রকল্পের কাজ চলছে, যা নিয়ে আপত্তি রয়েছে পরিবেশবাদীদের। তার মধ্যে এখন আরেকটি স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, তা পরিবেশবাদীদের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

ওসমানী উদ্যানকে ‘ঢাকার ফুসফুসও’ বলা হয়। সেখানে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন উন্নয়ন প্রকল্পের আওতায় নানা অবকাঠামো নির্মাণ করা হয়েছিল, যা এখনো অসমাপ্ত। ফলে উদ্যানটি পরিণত হয়েছে কংক্রিটের জঞ্জালে। অন্তর্বর্তী সরকারের আমলে এখন স্থানীয় সরকার মন্ত্রণালয় জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে সেখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করবে। এতে ব্যয় হবে ৪৬ কোটি টাকা।

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সম্প্রতি প্রথম আলোকে বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওসমানী উদ্যানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। সিটি করপোরেশনের মাধ্যমে এর নকশা প্রণয়নের কাজ চলছে। নকশা চূড়ান্ত হলে মন্ত্রণালয়ের অনুমোদনের পর স্তম্ভ নির্মাণের কাজ শুরু হবে।

Source: Prothom Alo

#ঢাকাবিশ্ববিদ্যালয় #পরিবেশবাদী

Address

Tejgaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when NewsCard posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NewsCard:

Share