26/10/2025
রাজধানীর সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম প্রাণকেন্দ্র যাত্রা বিরতিতে ‘সুকুন’ শীর্ষক এক অনন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল শনিবার সন্ধ্যায় নূরস ইভেন্টস-এর আয়োজনে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়।
সন্ধ্যা জুড়ে এই অনুষ্ঠানটি শ্রুতিমধুর সুর, গল্প আর আবেগের এক অপূর্ব সমন্বয়ে উপস্থিত দর্শক-শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রাখে।
অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেতা ও উপস্থাপক সাদাব হাশমি। তাঁর অনবদ্য গল্প বলার শৈলী ও আকর্ষণীয় উপস্থাপনা পুরো সন্ধ্যাজুড়ে দর্শকদের সঙ্গে এক অদৃশ্য বন্ধনে বেঁধে রাখে।
সন্ধ্যাটির সঙ্গীত অংশে কণ্ঠ দেন শিল্পী ইনিমা রোশনী, ফয়সাল ফাইয়াজ, ইসমাইল হোসেন, এনামুল হক ও শোয়েব ইসলাম উন্মেষ। তাদের সঙ্গে সঙ্গত করে এক দক্ষ বাদকদল, যাঁদের মধ্যে ছিলেন:
গিটার: ইহান আলী রনো ও জুনায়েদ দেওয়ান শৌরভ
বেস গিটার: হাসান সাব্বির
বাঁশি: ইয়ামিন প্রান্তো
তবলা: তুষার পাল
ড্রামস: শপন হোসেন
ভায়োলিন: সুজন দিওয়ান
সমগ্র সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন শিশির ইমরান।
নূরস ইভেন্টস-এর ব্যবস্থাপনায় ও সুমী নূর-এর পরিচালনায় ‘সুকুন’ পরিণত হয় সঙ্গীত, গল্প আর হাসির মিশেলে ভরা এক স্মরণীয় সন্ধ্যায়, যার প্রতিটি মুহূর্তে ছিল প্রশান্তি ও আনন্দের অনুভূতি।
অনুষ্ঠানের সমাপ্তি অংশে আয়োজক পক্ষ আগামী কার্যক্রমের ঘোষণা দেন, যার মধ্যে রয়েছে:
১৩ নভেম্বর: কারার – দ্য সুফি ব্যান্ড-এর পরিবেশনা।
২২ নভেম্বর: একটি এক্সক্লুসিভ মিক্সড ব্যান্ড পারফরম্যান্স।
সন্ধ্যাটির সমাপ্তি হয় হাসি ও করতালিতে ভরা এক উষ্ণ পরিবেশে। আয়োজক ও ইভেন্ট পরিচালক সুমী নূর সম্ভাব্য স্পনসর ও সহযোগীদের এই চলমান সাংস্কৃতিক আয়োজনে যুক্ত হওয়ার জন্য আন্তরিক আমন্ত্রণ জানান।
Source: NewsCard
#সুকুন #নূরস_ইভেন্টস #যাত্রা_বিরতি #ঢাকার_সঙ্গীত #বাংলাদেশ_ইভেন্ট #সাদাব_হাশমি #সুমী_নূর #লাইভ_সঙ্গীত #কারার