Mehedi H Srot

Mehedi H Srot Public comments, expressions of opinion, truth.

25/03/2025

৩০ লক্ষ শহীদের সুমহান আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন, সেই সব বীর শহীদের স্মরণে শ্রদ্ধার একটি বিনম্র প্রয়াস |
-মেহেদী এইচ স্রোত
আজ ২৬ মার্চ, আমাদের ৫৪তম স্বাধীনতা দিবস
এটি ১৯৭১ সালের ২৬শে মার্চ ভোরে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতার ঘোষণাকে স্মরণ করে। এবং এটি অর্জন করা হয়েছিল হাজার হাজার সাহসী বাঙালির রক্তপাতের বিনিময়ে।







It commemorates the declaration of independence from Pakistanon the early hours of March 26, 1971. And it was achieved a...
25/03/2025

It commemorates the declaration of independence from Pakistanon the early hours of March 26, 1971. And it was achieved atthe cost of thousands of bloodshed by brave Bengalis.

01/03/2025

মানুষ অস্থির হয় তখনই, যখন সে কিছু পাওয়া না পাওয়ার তোলাচলে থাকেI কিছুটা স্থির হয় তখনই যখন সে যা চেয়েছে তা পেয়ে যায়I পুরোপুরি স্থির হয় তখনই যখন সে জেনে যায় সে যা চেয়েছে কোনদিনই তা পাবে না.....

28/02/2025

অ্যাব্রাহাম ছিল একটা মার্কিন হাইস্কুলের ছাত্র। খুব ভালো ফুটবল খেলত। ফুটবলের জন্যই স্কুলে সে রীতিমতো তারকা বনে গিয়েছিল। সবাই তাকে পছন্দ করে। পড়ালেখায়ও সে বেশ ভালো। স্কুলে অ্যাব্রাহামের প্রিয় শিক্ষক ছিলেন মিস্টার জ্যাকসন।

একদিন জ্যাকসন লক্ষ করলেন, ক্লাসে অ্যাব্রাহামের মন নেই। সে কেবল অন্যদিকে তাকিয়ে থাকে, কী যেন ভাবে। জ্যাকসন তাঁর প্রিয় ছাত্রকে ক্লাসের পর দেখা করতে বললেন। জানতে চাইলেন, ‘ কী হয়েছে তোমার?’ অ্যাব্রাহাম জানাল, তাঁর বাসায় খুব ঝামেলা চলছে। মা-বাবা প্রতিদিন ঝগড়া করেন। যেকোনো দিন তাঁরা আলাদা হয়ে যাবেন। সামনে পরীক্ষা। আবার খুব গুরুত্বপূর্ণ টুর্নামেন্টও আসছে। সবাই তাকিয়ে আছে অ্যাব্রাহামের দিকে। এই চাপ সে আর নিতে পারছে না।

জ্যাকসন কিন্তু ছাত্রকে কোনো লম্বা বক্তৃতা শোনালেন না। উপদেশ দিলেন না। বরং একটা অদ্ভুত অ্যাসাইনমেন্ট দিলেন। বললেন, ‘তুমি কাল সকালে একটা পাতিলে পানি আর একটা গাজর নেবে। তারপর পাতিলটা চুলায় বসিয়ে দেবে। পানি গরম করবে। কী হয়, আমাকে জানাবে।’ অ্যাব্রাহাম বাধ্য ছেলের মতো তা-ই করল। পরদিন স্যারকে জানাল, পানি গরম হওয়ার পর গাজরটা সেদ্ধ হয়ে একদম নরম হয়ে গেছে।

জ্যাকসন এবার আরেকটা অ্যাসাইনমেন্ট দিলেন। বললেন, ‘এবার তুমি গাজরের বদলে পানিতে একটা ডিম রাখবে। কী হয়, আমাকে জানাবে।’

পরদিন অ্যাব্রাহাম জানাল, পানির গরমে ডিমটা সেদ্ধ হয়ে শক্ত হয়ে গেছে।

স্যার বললেন, ‘তুমি এবার পানিতে এক চামচ কফির দানা দেবে। দেখবে কী হয়।’ অ্যাব্রাহাম তা-ই করল। পরদিন জানাল, যা হওয়ার তা-ই হয়েছে। কফি পানির সঙ্গে মিশে গেছে।

স্যার লম্বা দম নিয়ে বললেন, ‘শোনো, তুমি যখন চারপাশ থেকে চাপ অনুভব করবে, তখন চাইলে গাজরের মতো নরম হয়ে যেতে পারো, কিংবা ডিমের মতো শক্ত হতে পারো। মনে মনে বলতে পারো, “তোমরা আমার ওপর চাপ দিচ্ছ? ঠিক আছে, আমিও শক্ত হয়ে থাকব।” তাতে কিন্তু তোমার কষ্টই বাড়বে। তোমাকে যা করতে হবে, সেটা হলো কফির দানার মতো আশপাশের পরিবেশের সঙ্গে মিশে যেতে হবে। খেয়াল করে দেখো, গাজর বা ডিমের ক্ষেত্রে কিন্তু পানির কোনো পরিবর্তন হয়নি। গাজর নরম হয়ে গেছে, ডিম শক্ত হয়েছে। কিন্তু কফির দানা তার চারপাশ বদলে ফেলেছে। কফির ক্ষেত্রে পানিটা আর শুধু পানি নেই।’

মাল্টন্যাশনালের এক এম্লয়ি যোগাযোগ করেছিলেন আমার সাথে। তার কোম্পানিটি আমেরিকান, প্রোডাক্ট সাপ্লাই হয় ভারত থেকে। গত সাত মাসে ভারত থেকে তাদের প্রোডাক্ট আসতে সমস্যা হচ্ছে আর এবার আমেরিকার পট পরিবর্তনের পর তার কোস্পানী বিশ্বব্যাপী কর্মী ছাটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে যার প্রভাব নিশ্চিতভাবেই আমাদের দেশের উপর পড়বে। কি করা যায় সেটা নিয়েই তিনি খুবই চিন্তিত।

ডেমন ওয়েস্ট ও জন গর্ডনের লেখা দ্য কফি বিন: আ সিম্পল লেসন টু ক্রিয়েট পজেটিভ চেঞ্জ বইটি থেকে আমি তাকে পরামর্শ দেয়ার চেষ্টা করলাম। গল্পটা যারা জানেন না তাদের জন্যই আবার শেয়ার করলাম। যদিও জানি, গল্পটা হয়ত তাকে কিছুদিনের মতো মটিভেশন দিবে কিন্ত সমস্যার সমাধান করবে না। তবে অস্হির সময়ে নিজে মটিভেটেড থেকে অন্যকে মটিভেটেড রাখাই "কফি বিন এটিটিউড"।

28/02/2025

বলা হয়, History repeats itself. রাজনীতির বেলায় সেটা উপমহাদেশের জন্য চরমভাবে সত্য। দেখা যাচ্ছে, যখনই বৈষম্য হয়েছে তখনই নতুন কোন রাজনৈতিক দলের জন্ম হয়েছে এবং তারাই পরবর্তীতে শাসন করেছে।

ব্রিটিশ ভারতে কংগ্রেস মুসলিমদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী দায়িত্ব দিচ্ছিল না, তারই ফলশ্রুতিতে গঠিত হয় মুসলিম লীগ।পাকিস্তান আমলে মুসলিম লীগের বৈষম্যের কারনে গড়ে উঠে আওয়ামী লীগ আর বাংলাদেশে আওয়ামী লীগের বৈষম্যের বিরোধিতায় গড়ে উঠে আন্দোলন, তারই ফলশ্রুতিতে ঘোষনা হয়েছে নতুন দল। History যদি আসলেই repeat হয় তাহলে ভবিষ্যতে এই দলেরই ক্ষমতায় যাওয়ার কথা।

নতুন এই দলকে মন থেকে যে অনেকেই মেনে নিচ্ছে না, সেটা বোঝার জন্য অন্তর্যামী হওয়ার প্রয়োজন নেই। আর যে কোন জিনিস পরিপূর্ণ হতে চাইলে Friction খুবই গুরুত্বপূর্ণ।

শুভ কামনা থাকল নতুন দলের জন্য।

Address

Old CIty Film Production 3\5 West Teajturi Bazer
Tejgaon
1215

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mehedi H Srot posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mehedi H Srot:

Share