
30/01/2025
⚠️ প্রতারণার শিকার⚠️
আমি ভুল করে ২,৫০০ টাকা একজনের বিকাশ একাউন্টে পাঠিয়েছিলাম, আর সে টাকা তৎক্ষণাৎ তুলে নিয়ে আমাকে ব্লক করে দিয়েছে! আমি কল করেছি, মেসেজ করেছি—একদম কোনো রেসপন্স নেই!
এতটা নির্লজ্জ আর অসৎ মানুষ কীভাবে হতে পারে? কারো টাকা ভুল করে চলে গেলে সেটাকে ফেরত দেওয়া তো সাধারণ মানবিকতার বিষয়! কিন্তু এই ধরনের প্রতারকরা একটুও লজ্জা পায় না!
সবাই সাবধান! টাকা পাঠানোর আগে নম্বর ভালো করে চেক করুন, নাহলে প্রতারকের হাতে পড়লে আর ফেরত পাবেন না! এমন ঘটনা আর কতোদিন চলবে?
যদি কেউ জানেন কীভাবে এমন প্রতারণার শিকার হওয়া টাকা ফেরত আনা যায়, প্লিজ জানান! এই প্রতারকদের ছাড় দেওয়া উচিত না!
#প্রতারণা #বিকাশ_চোর #প্রতারক_এক্সপোজ