
19/06/2025
এতদ্বারা সকল আইএসপি লাইসেন্সধারী ব্যবসায়ী ভাইদের অবগতির জন্য জানাচ্ছি যে, বিটিআরসি কর্তৃক 14.32.0000.000.600.37.0001.22.659 নম্বর স্মারকের নির্দেশনা মোতাবেক প্রতিটি আইএসপি লাইসেন্সধারী প্রতিষ্ঠানকে কমিশন হতে সরকারি/বেসরকারি সকল ধরনের ISP License Holder দের জন্য নিম্নোক্ত ট্যারিফ এবং ট্যারিফের সহিত সেবা ও সেবার মান নিশ্চিতে প্রয়োজনীয় Penalty শর্তসহ Quality of Service & Experience-কে বিবেচনায় নিয়ে প্রতিটি সেবার মানদন্ড নির্ধারণে Grade of Service (GoS) নির্দেশক্রমে প্রদান করায় প্রয়োজনীয় ট্যারিফ অনুমোদন গ্রহণ করতে হবে। বিধায় বিলম্ব না করে অতি দ্রুত সংযুক্ত নোটিশ মোতাবেক ট্যারিফ অনুমোদনের জন্য ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরী।
(বি:দ্র: বিগত দিনে আমরা দেখেছি ট্যারিফ অনুমোদন না করা থাকলে কমিশিন বড় ধরনের জরিমনা আরোপ কর থাকে, সুতরাং বিষয়টি মোটেও কম গুরুত্বপূর্ণ নয়।
এমতাবস্থায় কালক্ষেপন না করে দ্রুত সময়ের মধ্যে ট্যারিফ অনুমোদন গ্রহণ করুন অথবা আমাদের প্রতিষ্ঠান দ্বারা ট্যারিফ অনুমোদনের আবেদনের কার্যক্রম সম্পন্ন করুন।
ধন্যবাদান্তে
এমআর কম্পিউটার
ট্যারিফ অনুমোদনের আবেদন করতে যোগযোগ করুন- 01620-284599 এবং 01780806670 নম্বরে।