Kheye Berai

Kheye Berai Love to eat & try to show food from different places!

শাহী জিলাপি, একেকটি জিলাপির ওজন প্রায় ৩ কেজি হয়ে থাকে এবং খেতে খুবই মজাদার এই জিলাপি সাধারণত রমজান মাসে বেশি পাওয়া যায়...
02/07/2025

শাহী জিলাপি, একেকটি জিলাপির ওজন প্রায় ৩ কেজি হয়ে থাকে এবং খেতে খুবই মজাদার এই জিলাপি সাধারণত রমজান মাসে বেশি পাওয়া যায়।

পুরান ঢাকার বিখ্যাত নান্নার মোরগ পোলাও, সাথে খাসির কাচ্চি। এই মোরগ পোলাওয়ের সবচেয়ে মজাদার পার্ট হচ্ছে সাথের এক্সট্রা ঝোল...
16/06/2025

পুরান ঢাকার বিখ্যাত নান্নার মোরগ পোলাও, সাথে খাসির কাচ্চি। এই মোরগ পোলাওয়ের সবচেয়ে মজাদার পার্ট হচ্ছে সাথের এক্সট্রা ঝোল, যেটা আচার দিয়ে তৈরি করা হয়।

পতেঙ্গা সী বিচের এই চা আসলেই অসাধারণ, মাটির ভাড়ে চায়ের সাথে পর্যাপ্ত পরিমাণে গুড়ো দুধ এবং সাথে চকলেট সিরাপ দিয়ে তৈরি করা...
17/05/2025

পতেঙ্গা সী বিচের এই চা আসলেই অসাধারণ, মাটির ভাড়ে চায়ের সাথে পর্যাপ্ত পরিমাণে গুড়ো দুধ এবং সাথে চকলেট সিরাপ দিয়ে তৈরি করা হয়।

চট্রগ্রামের বিখ্যাত শুটকি বাজার, রিয়াজুদ্দিন বাজার। এই শুটকি ছাড়া নাকি চট্রগ্রামের মানুষের খাবার পরিপূর্ণ হয় না! আসলেই ক...
08/05/2025

চট্রগ্রামের বিখ্যাত শুটকি বাজার, রিয়াজুদ্দিন বাজার।
এই শুটকি ছাড়া নাকি চট্রগ্রামের মানুষের খাবার পরিপূর্ণ হয় না! আসলেই কি তাই?

#শুটকি #রিয়াজুদ্দিন_বাজার

একটি তিক্ত অভিজ্ঞতা -বিখ্যাত" মেজ্জান হাইলে আইয়ুন" দোকানে তাদের নলা প্লাটারটি নিয়েছিলাম দাম নিয়েছিল ২৮০ টাকা, নলা অনেক ব...
27/04/2025

একটি তিক্ত অভিজ্ঞতা -
বিখ্যাত" মেজ্জান হাইলে আইয়ুন" দোকানে তাদের নলা প্লাটারটি নিয়েছিলাম দাম নিয়েছিল ২৮০ টাকা, নলা অনেক বড় ছিল, কিন্তু সাথে কোন রগ বা মাংস কিছুই ছিলোনা, এবং ভিতরে কোন প্রকার হাড্ডির মজার অংশ মগজ সেটাও ছিলোনা, শুধু মাত্র বড় একটা হাড্ডি ছিল সেটা ২৮০ দিয়ে কিনে খাওয়া লাগছে, যাই হোক আমি তাদেরকে কোন খারাপ বলতেছিনা, পোস্টটি করেছি যেন তারা এই দিকটি নজর দেয়, এবং ইমপ্রুভ করে, কারণ সবাই অনেক আশা করেই যায়, তবে তাদের রান্না খুবই মজাদার।

বি:দ্র: সেখানে আমি কোন প্রকার ভিডিও করিনি।

#মেজ্জান #নলা

গরমের মধ্যে নিজেকে রিফ্রেশ করার জন্য এই একটি ড্রিংকসই যথেষ্ট।
19/04/2025

গরমের মধ্যে নিজেকে রিফ্রেশ করার জন্য এই একটি ড্রিংকসই যথেষ্ট।

এবার মাহে রামাদানে সবচেয়ে ভাইরাল খাবার ছিল শিক্ষিত খাসির লেগ রোস্ট, আর ইনি সেই মামা যিনি এই নামকরণ করেছেন, উনার মতামত অন...
09/04/2025

এবার মাহে রামাদানে সবচেয়ে ভাইরাল খাবার ছিল শিক্ষিত খাসির লেগ রোস্ট, আর ইনি সেই মামা যিনি এই নামকরণ করেছেন, উনার মতামত অনুযায়ী উনি যেই খাসির লেগ রোস্ট বিক্রি করে সেগুলো স্কুলের আসে পাশে বড়ো হয়েছে, এমনকি তিনি আমাদের একটি ভিডিওতে বলেছেন, স্কুল শেষে কলেজে গেলে সেটা শিক্ষিত খাসি থেকে পাঠা হয়ে যাবে, যাই হোক মামা খুবই মজার মানুষ।

#শিক্ষিতখাসি

02/04/2025

বিভিন্ন রকমের চাটনি দিয়ে সাথে চকলেট সিরাপ দিয়ে পুরান ঢাকায় বিক্রি হচ্ছে মজাদার শাহী দই বড়া, নামেও যেমন শাহী খেতেও তেমন শাহী!

#দইবড়া #পুরানঢাকা

১০ টাকায় ভর্তা বুফে, মাত্র ১টি পিঠা ১০ টাকা দিয়ে কিনলে সাথে থাকবে ২০ পদের ভর্তা একদম ফ্রী।
01/04/2025

১০ টাকায় ভর্তা বুফে, মাত্র ১টি পিঠা ১০ টাকা দিয়ে কিনলে সাথে থাকবে ২০ পদের ভর্তা একদম ফ্রী।

28/03/2025

রসে টইটম্বুর প্রায় ২ কেজি ওজনের পুরান ঢাকার শাহী জিলাপি, যা খেতে খুবই মজাদার।

#জিলাপি

ঐতিহ্যবাহী মেজবানি গরুর গোসত, একসাথে রান্না হচ্ছে বড় বড় ৪ ডেকচি মেজবানি গরুর মাংস!
24/03/2025

ঐতিহ্যবাহী মেজবানি গরুর গোসত, একসাথে রান্না হচ্ছে বড় বড় ৪ ডেকচি মেজবানি গরুর মাংস!

21/03/2025

প্রতিদিন প্রায় ৫০০ লোকের জন্য আয়োজন করা হয় ইফতার, এই ৭০ বছরের পুরনো চকবাজার শাহী জামে মসজিদে!

#ইফতার

Address

Tejgaon

Alerts

Be the first to know and let us send you an email when Kheye Berai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category