NH Travel

NH Travel Personal Blog Cafe

29/06/2025

ফুকেট এত সস্তা কিভাবে? 𝐃𝐨 𝐧𝐨𝐭 𝐦𝐢𝐬𝐬 𝐏𝐡𝐮𝐤𝐞𝐭 𝐨𝐧 𝐓𝐡𝐚𝐢 𝐓𝐫𝐢𝐩.

Send a message to learn more

02/08/2024

📍আমরা পরাজয় মানবো না🔥🔥

04/06/2024

"Chasing sunsets and making waves 🌅🚤"
🎯Near Uttara centre metro station, Diabari

আমার ১০ বছরের অভিজ্ঞতা থেকে কিছু পরামর্শঃসর্বদা বাস, সিএনজি-তে চলাচল না করে মাঝে মাঝে ফুটপাত দিয়ে হাটার অভ্যাস করুন। ঢাক...
27/05/2024

আমার ১০ বছরের অভিজ্ঞতা থেকে কিছু পরামর্শঃ

সর্বদা বাস, সিএনজি-তে চলাচল না করে মাঝে মাঝে ফুটপাত দিয়ে হাটার অভ্যাস করুন। ঢাকার ফুটপাত এখন অনেক পরিষ্কার ও উন্নত। এতে শরীর-মন ভালো থাকবে। মাঝে মাঝে পৃথিবীর ছাদ অর্থাৎ আকাশ (আমায় না) দেখবেন। শান্তি লাগবে মেঘের উড়াউড়ি দেখে।
গেঞ্জি পড়া আপু দেখে বাঁকা চোখে চাওয়ার কিছু নেই। মানুষ ভেবে সম্মান করতে হবে সবাইকে। স্বাধীনভাবে সবাইকে চলাফেরা করতে দিন। আপনার স্বাধীনতা হরণ না করলেই হলো।
মানুষের চেয়ে ঢের গুগল ম্যাপের সাহায্য নিতে হবে। মানুষ আপনাকে বিপদে ফেলবে কিন্তু গুগল ম্যাপ নয়।
যানবাহনে চলাফেরার সময় জানালার কাছে বসলে ফোন হাতে না রাখা ভালো। এতে আপনার ফোন চিনতাই হতে পারে। আর যানবাহনে নরম গলায় কোমল কণ্ঠে কথা কইবেন।
ঢাকা শহরের বৈচিত্র্য উপলদ্ধি করতে শিখুন। অনেক অজানা কিছু দেখতে, শোনতে, বুঝতে পারবেন। কতশত অসহায় মানুষের কান্নার শব্দ, প্রেমিক-প্রেমিকার ভালোবাসা ও আর্তনাদ, না খাওয়া মানুষ, ফূর্তিতে থাকা ভদ্র মানুষ, চাকরি হারানো ও পাওয়ার সংবাদ নিয়ে ছুটে চলা ক্লান্ত মানুষ, আরও কত্ত কিছু! কত অজানারে জানতে পারবেন।
ছাত্রদের বাস ভাড়া অর্ধেক; সেটা যেন মনে থাকে। কোনোকিছু কেনা বা খাওয়ার পূর্বে দাম ঠিক করে নিবেন।
নীলক্ষেত থেকে বই কেনার ক্ষেত্রেঃ বর্তমানে জনপ্রিয় বা নতুন বই কেনার ক্ষেত্রে ৩০ শতাংশ, আগেকার লেখকদের বই কেনার ক্ষেত্রে ৪০ শতাংশ আর পুরাতন গল্পের ও অ্যাকাডেমিক বই কেনার ক্ষেত্রে ৫০-৬০ শতাংশ ছাড়ে বই কিনবেন।
নিউমার্কেটে কাপড়-চোপড় কেনার ক্ষেত্রে যদি দোকানদার দাম চায় ১ হাজার তবে আপনি সর্বোচ্চ ২৫০-৪০০ টাকা বলবেন। যদি কোনোকিছু কেনার আগে দোকানদার আপনাকে বলে 'বাজেট কত' তাহলে সে দোকান থেকে চলে যাবেন। বসুন্ধরা এবং যমুনা ফিউচার পার্কে কাপড় কিনে সেখানে ফিটিং করতে দিবেন না। গলা কেটে দিবে।
@নাদিম

12/05/2024

আপনার প্রিয় ডাক কোনটি?
মা ..........

08/03/2024

থাইল্যান্ডের সেরা দ্বীপ থেকে। Must Visit Phi Phi Island। Vlog 04.

13/01/2024

থাইল্এ্যান্ডের এই শহর থেকে আসতে মন চাইবে না😍! মাত্র ৪৬০ টাকায় ক্রাবির হোটেল😱! Bangkok।Krabi।Phi Phi Island।Phuket

ক্রাবি, দক্ষিণ থাইল্যান্ডের পশ্চিম উপকূলে অবস্থিত ছোট একটি সাজানো গোছানো শহর ক্রাবি। এই শহরে বসবাস শুধুমাত্র ৩৫ হাজার মানুষের, শহরটির আশেপাশে অনেকগুলো দীপ এবং এটি থেকে খুব সহজেই পিপি আইল্যান্ডে যাওয়া যায়, ব্যাংকক থেকে বিমান এবং বাসে করে ক্রাবিতে যাওয়া যায়। আজকে আমরা যাচ্ছি বাসে করে ব্যাংকক থেকে ক্রাবি। ক্রাবি থেকে ফি ফি আইল্যান্ডে যেতে ৪৫০বাথ এবং সময় লাগবে ২/৩ ঘন্টা। ক্রাবিতে ভালো ভাবে ঘুরতে ২/৩ দিনের প্লানিং করে যেতে হবে। আমাদের সময় কম থাকার কারনে সব গুলো ট্যুরিস্ট প্লেস কাভার করা পসিবল হয় নাই। কিন্তু কম খরচে ইনজয় করার মত একটি প্লেস হচ্ছে ক্রাবি। নেক্সট ভিডিও হবে থাইল্যান্ডের সব থেকে ফেমাস টুরিস্ট প্লেস ফি ফি আইল্যান্ড থেকে। সেই পর্যন্ত সাথেই থাকবেন। ধন্যবাদ।
More Video-https://youtu.be/5eu7GeUwVxk

আসুন জেনে নেই কিভাবে ট্রেনের সম্পূর্ণ কোচ রিজার্ভ করবেন?বিভিন্ন সময়ে পিকনিক ও বিয়ে উপলক্ষ্যে পুরো কোচ রিজার্ভের প্রয়োজন ...
19/12/2023

আসুন জেনে নেই কিভাবে ট্রেনের সম্পূর্ণ কোচ রিজার্ভ করবেন?

বিভিন্ন সময়ে পিকনিক ও বিয়ে উপলক্ষ্যে পুরো কোচ রিজার্ভের প্রয়োজন হয়। বাংলাদেশ রেলওয়েতেও সেই সুযোগ রয়েছে। তবে তার জন্য আপনাকে অফিশিয়ালি এগোতে হবে এবং অবশ্যই মাসখানেক সময় হাতে রেখে।

প্রথমে, পারিবারিক ভ্রমণ বা অফিশিয়াল ভ্রমণ সেটি জানিয়ে একটি দরখাস্ত প্রস্তুত করুন। আপনার প্রতিষ্ঠানের প্যাডে হতে হবে সেটি। তাতে উল্লেখ থাকতে হবে যে বিষয়গুলোঃ ট্রেনের নাম ও নম্বর, কবে, কোন শ্রেনীর কতটি টিকেট। যিনি টিকেটগুলো কালেক্ট করবেন তার পরিচয় ও মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ থাকতে হবে তাতে। খুবই সাধারণ একটি দরখাস্তই যথেষ্ট। সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন স্টেশন ম্যানেজার/ মাস্টারদের সাথে।
কমপক্ষে ১৫-২০ দিন আগে আপনাকে যোগাযোগ করতে হবে যথাযথ কর্তৃপক্ষ বরাবরে। আপনি যদি ঢাকায় থাকেন, তাহলে রেলভবনে দরখাস্তটি জমা দিবেন “এডিশনাল ডিরেক্টর জেনারেল/অপারেশন” বরাবরে। তিনি এটি ফরোয়ার্ড করবেন চিফ কমার্শিয়াল ম্যানেজার/পূর্ব অথবা পশ্চিম বরাবরে। তবে আপনি যদি চট্টগ্রাম বা রাজশাহীতে থাকেন, তবে সরাসরি এড্রেস করে জমা দিতে পারবেন সিসিএম/পূর্ব অথবা পশ্চিম অফিসে যথাক্রমে।
আপনি যেখানেই এপ্লিকেশনটি জমা দিন না কেন, উল্লিখিত তারিখ মোতাবেক আপনাকে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। কারন এবার আপনার জন্য একটি অনুমতিপত্র ইস্যু করা হবে সিসিএম সাহেবের অফিস থেকে এবং আপনাকে সেটি কালেক্ট করতে হবে। সাধারণত সেটির একটি কপি আপনাকে এবং আরেকটি কপি স্টেশন ম্যানেজার বা স্টেশন সুপারিনটেন্ডেন্টদের কাছে পাঠিয়ে দেয়া হয়। সাধারনতঃ কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয়, তবে আপনার অনুরোধে হাতে হাতেও সেটি পাবার সুযোগ রয়েছে।
নির্ধারিত তারিখে সেটি কালেক্ট করে নিয়ে এবার চলে যাবেন রেলস্টেশনে স্টেশন ম্যানেজার/সুপারিনটেন্ডেন্টের কাছে। তার নির্দেশনা আপনাকে অনুসরণ করতে হবে। খেয়াল রাখবেন, যিনি টিকেট কালেক্ট করবেন মর্মে এপ্লিকেশনে নাম্বার দিয়েছিলেন, তিনিই যেন উপস্থিত থাকেন তখন। আপনি নির্ধারিত দিন ও সময়ে তার নির্দেশিত কাউন্টারে পুরো টাকা জমা দিয়ে আপনার জন্য বরাদ্দকৃত আসনগুলোর বিপরীতে টিকেট সংগ্রহ করবেন।

অন্যান্য দিন আপনি চাহিদার সব কয়টি টিকেটই পাবেন আশা করা যায়, তবে বৃহষ্পতি ও রবি এবং এরকম ছুটির পাল্লা থাকলে রাতের ট্রেনে আপনার চাহিদার সকল টিকেট নাও দেয়া হতে পারে। বিষয়টি সম্পূর্ণ কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

সবশেষ অনুরোধ থাকবে, সদলবলে ভ্রমণ করলে দয়া করে কোচের চেয়ার-টেবিলের কোন রকম ক্ষতি করবেন না। কোনো রকম উচ্ছৃংখলতা করে সহযাত্রীদের বিড়ম্বনা তৈরী করবেন না। এটেনডেন্টকে প্রয়োজনীয় সহায়তা করবেন। রাতের ট্রেনের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করবেন।

ধন্যবাদ।
নিরাপদ ও আনন্দময় ভ্রমণের জন্য রেল সবসময় বদ্ধপরিকর।

Bangladesh Railway Train Information (BRTI)

থাইল্যান্ডের বিখ্যাত দ্বীপ ফি ফিNext video will be from there😊
28/10/2023

থাইল্যান্ডের বিখ্যাত দ্বীপ ফি ফি
Next video will be from there😊

♦️ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সময়সূচি জেনে নিন।=========✴️আগামী নভেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে একটি নতুন আন্তঃনগর ট্রে...
16/10/2023

♦️ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সময়সূচি জেনে নিন।
=========
✴️আগামী নভেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চলবে নতুন কোরিয়ান কোচ দিয়ে। ঢাকা ছাড়বে রাত ১১:১৫, কক্সবাজার পৌঁছাবে সকাল ৭:১৫।
♦️কক্সবাজার ছাড়বে দুপুর ১টায়, ঢাকা পৌঁছাবে রাত ৯টায়। ওয়াশপিট ও অফডে সার্ভিসিং হবে কক্সবাজারে।
✴️চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ও ঢাকাগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনের রুট বর্ধিত করে কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকা রুটে চলবে। সকাল ৭:৪৫ এ ঢাকা ছেড়ে কক্সবাজার পৌঁছাবে বিকাল ৪টায়। ফিরতিযাত্রায় কক্সবাজার থেকে রাত ৮:৪৫ ছেড়ে ঢাকা পৌছাবে সকাল ৬টায়।
♦️চট্টগ্রাম-কক্সবাজার রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চালু হবে চট্টলার অবমুক্ত এক রেক দিয়ে। চট্টগ্রাম ছাড়বে সকাল ৬:৩০, কক্সবাজার পৌঁছাবে ১০টায়। কক্সবাজার ছাড়বে সকাল ১০:৩০, চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ২:৩০। চট্টগ্রাম ছাড়বে দুপুর ৩:১৫, কক্সবাজার পৌঁছাবে সন্ধ্যা ৭টায়। কক্সবাজার ছাড়বে সন্ধ্যা ৭:৩০, চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১টায়।
👉ট্যুরিস্ট কোচ পাওয়া সাপেক্ষে, কক্সবাজারগামী নতুন দুটো আন্তঃনগর ট্রেনের সময়সূচী চুড়ান্ত করে রাখা হচ্ছে।
✴️ঢাকা-কক্সবাজার এক্সপ্রেস ট্রেন, ঢাকা ছাড়বে সকাল ১০টায়, কক্সবাজার সন্ধ্যা ৬:৩০, ছাড়বে রাত ১০টায়, ঢাকা পৌছাবে সকাল ৭টায়। সিলেট-কক্সবাজার এক্সপ্রেস ট্রেন, সিলেট ছাড়বে সকাল ৭:৩০, কক্সবাজার বিকাল ৫টা, ছাড়বে রাত ৮টায়, সিলেট পৌঁছাবে সকাল ৫:৩০।
♦️চট্টগ্রাম-দোহাজারীর লোকাল ট্রেনটি শোভন শ্রেণীর কোচ দিয়ে প্রতিস্থাপিত হয়ে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করবে। দোহাজারী কমিউটার কক্সবাজার থেকে ছাড়বে সকাল ৫টায়, চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৮:৫০, ছাড়বে সন্ধ্যা ৭:৩০, কক্সবাজার পৌঁছাবে রাত ১১টায়। কক্সবাজার কমিউটার চট্টগ্রাম থেকে ছাড়বে ছাড়বে সকাল ৯:৩০, কক্সবাজার পৌঁছাবে দুপুর ১টায়, ছাড়বে দেড় টায়, চট্টগ্রাম পৌছাবে বিকাল ৫টায়।
✴️মেঘনা এক্সপ্রেস ট্রেনটি রুট বর্ধিত করে চাঁদপুর-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে।

13/10/2023

২ দিনে বাংকক সিটি ভ্রমণ।Best Tourists Place At Bangkok। Dhaka To Bangkok Low Cost Tour.
Stay tuned with NH Travel for watching and Subscribe to my YouTube channel. https://www.youtube.com/channel/UCZmkb9llbPCSWCl5GRHoogw

Tour place to Bangkok
tour place at bangkok attraction at bangkok

💥 ইউরোপের ভিসা এখন হাতের নাগালে।ইউরোপের যে ৭ টি দেশের ভিসা পাওয়া অনেকটাই সহজ। দেশের অধিকাংশ মানুষ বিদেশে যাওয়ার ক্ষেত্র...
10/10/2023

💥 ইউরোপের ভিসা এখন হাতের নাগালে।
ইউরোপের যে ৭ টি দেশের ভিসা পাওয়া অনেকটাই সহজ। দেশের অধিকাংশ মানুষ বিদেশে যাওয়ার ক্ষেত্রে ইউরোপের দেশগুলোকে প্রাধান্য দিয়ে থাকে। কারণ, ইউরোপের শেনজেনভুক্ত একটি দেশের ভিসা পেলে ২৭টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যাবে। এছাড়া ইউরোপের প্রায় সব দেশেই জীবনযাত্রার মান বেশ উন্নত। আবার যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়ার চেয়ে ইউরোপের দেশগুলোতে স্টুডেন্ট ভিসা ও ভিজিট ভিসা প্রাপ্তি যেমন সহজ, তেমনি খরচও অনেক কম।
বর্তমানে ইউরোপের যে দেশগুলোর ভিসা সহজে পাওয়া যায় সেগুলোর মধ্যে রয়েছে— ফ্রান্স, পর্তুগাল, মাল্টা, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, হাঙ্গেরি, লিথুনিয়া, লাটভিয়া ইত্যাদি।
এছাড়া অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, এই ভিসার মাধ্যমে, আপনি এই ২৬ টি ইউরোপীয় দেশে অবাধে ভ্রমণ করতে পারবেন এবং সর্বোচ্চ ৯০ দিন থাকতে পারবেন।
🔥 ফ্রান্স:
ফ্রান্স অর্থনৈতিকভাবে বেশ শক্তিশালী একটি দেশ। ফ্রান্সে টুরিস্ট ভিসা পাওয়া যায় সহজেই। তবে সেক্ষেত্রে ভিসাপ্রাপ্তির ক্ষেত্রে শর্তগুলো পূরণ করতে হবে। ফ্রান্সে স্টুডেন্ট ভিসাও সহজে পাওয়া যায়। কিন্তু কাজের জন্য ভিসা পাওয়া কিছুটা কঠিন। তবে নিয়ম মেনে চেষ্টা করলে খুব সহজেই কাজের জন্য ভিসা পেয়ে যাবেন।
🔥 পর্তুগাল:
অভিবাসীদের স্বর্গ বলা হয় পর্তুগালকে। কারণ, পর্তুগালে নাগরিকত্ব পাওয়া সবচেয়ে সহজ। পর্তুগালে কাজের জন্য ভিসা পাওয়া বেশ সহজ। এছাড়া ভ্রমণ ও পড়াশোনার জন্য সহজেই ভিসা পাওয়া যায়। তবে স্টুডেন্ট ভিসা পেতে আইইএলটিএস স্কোর কমপক্ষে ৬.০০ থাকতে হবে।
🔥 মাল্টা:
মাল্টা ইউরোপের শেনজেনভুক্ত একটি দেশ। বর্তমানে প্রতিবছরই বিভিন্ন দেশ থেকে মাল্টায় কাজের উদ্দেশ্যে পাড়ি জমায়। ইউরোপের এই দেশে কাজের জন্য ভিসা পাওয়া অনেকটাই সহজ। বর্তমানে বাংলাদেশ ও ভারত থেকে কাজ নিয়ে মাল্টায় যাচ্ছেন অনেকেই। এছাড়া টুরিস্ট ও স্টুডেন্ট ভিসাপ্রাপ্তিও বেশ সহজ। ইউরোপের অন্যদেশগুলোর তুলনায় মাল্টায় যেতে খরচও বেশ কম।
🔥 সুইজারল্যান্ড:
পর্যটনের অন্যতম দেশ সুইজারল্যান্ড। সবসময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে যান পর্যটকরা। বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা ও টুরিস্ট ভিসা নিয়ে সুইজারল্যান্ডে যাওয়া যায়। বাংলাদেশের অধিকাংশ মানুষ টুরিস্ট ভিসা নিয়ে সুইজারল্যান্ডে যান। কারণ, সহজেই সুইজারল্যান্ডের টুরিস্ট ভিসা পাওয়া যায়। কিন্তু কাজের জন্য সুইজারল্যান্ডের ভিসা পাওয়া বেশ কঠিন। আবার পড়াশোনা জন্য ভিসাপ্রাপ্তি সহজ। সেক্ষেত্রে ভালো আইইএলটিএস স্কোর ও শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
🔥 হাঙ্গেরি:
বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে পড়াশোনার জন্য ভিসাপ্রাপ্তি অনেক সহজ। এক্ষেত্রে অবশ্যই সকল শর্ত পূরণ করতে হবে। সেই শর্তগুলোও বেশ সহজ। এছাড়া হাঙ্গেরিতে কাজের জন্য ভিসা চালু করা হচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেখা গিয়েছে, ২০২১ সালে আবেদনকারীদের মধ্যে ৯৫ শতাংশ হাঙ্গেরির ভিসা পেয়েছে। বাকী ৫ শতাংশ ভিসা কাগজপত্রের গরমিলের জন্য বাতিল করা হয়।
🔥 নেদারল্যান্ড:
বর্তমানে নেদারল্যান্ডসের স্টুডেন্ট ভিসাও অনেক সহজ। বিগত কয়েক বছরের পরিসংখ্যান অনুযায়ী, যেসব শিক্ষার্থী নেদারল্যান্ডসে স্টুডেন্ট ভিসার আবেদন করেছে, তাদের সকলেই ভিসা পেয়েছে। কিন্তু সেক্ষেত্রে আইইএলটিএস স্কোর কমপক্ষে ৬.৫০ থাকতে হবে।
🔥 লিথুয়ানিয়া:
সুইডেনের বিপরীত পাশে অবস্থিত লিথুয়ানিয়ার শিক্ষার হার প্রায় ৯৯ শতাংশ। বর্তমানে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি স্টুডেন্ট ভিসায় সুবিধা পাওয়া যায় এই দেশটিতে। তবে লিথুনিয়ায় কাজের জন্য ভিসা পাওয়া বেশ কঠিন।
🔥 লাটভিয়া:
বাল্টিক সাগরের পূর্বদিকে অবস্থিত লাটভিয়া। দেশটিতে স্টুডেন্ট ভিসার প্রক্রিয়া বেশ সহজ। এছাড়া কাজের জন্যও ভিসা দিয়ে থাকে দেশটি।সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী ইউরোপের এই দেশগুলোতে ভিসা প্রাপ্তির হার অনেক বেশি। সকল প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করলে খুব সহজেই ভিসা পেয়ে যাবেন। ভিসার জন্য আবেদন করতে পারবেন অনলাইনেই। এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়ার চেয়ে খরচ তুলনামূলকভাবে অনেক কম।
এর মধ্যে রোমানিয়া, ফ্রান্স, পর্তুগাল, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, মালটা এই দেশগুলোতে আপনি অনেক কম খরচে যেতে পারবেন।
বাংলাদেশ থেকে রোমানিয়া যেতে সাধারণত মোট ৮ লাখ থেকে ৯ লাখ টাকা খরচ করতে হবে। ট্যুরিষ্ট ভিসা, ওয়ার্ক ভিসা সহ উচ্চ শিক্ষার জন্য কম খরচে ফ্রান্স যেতে পারবেন। মাত্র ৮ লাখ থেকে ১০ লাখ টাকা খরচ করে যেতে পারবেন পর্তুগাল। মাল্টা যেতে আপনার মোট খরচ এর পরিমান হবে, ৭ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত।
Collected

Address

Dhaka

Telephone

8801777753118

Website

Alerts

Be the first to know and let us send you an email when NH Travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share