Motasim Bin Belal

Motasim Bin Belal ✔️Welcome✔️ 🎈স্বাগতম🎈
➡️I want everyone's support⬅️
✅إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ✅
🔷নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।”🔷
🟥Blood Group: ''B+''🟥

-প্রথম যখন এই আতর টি আনি, তখনই এর প্রেমে পড়ে যাই! এর পর থেকেই আমার মনে যায়গা করে নিয়েছে, এমন কাউকে পাওয়া যায়না, যে কিনা ...
12/07/2025

-প্রথম যখন এই আতর টি আনি, তখনই এর প্রেমে পড়ে যাই! এর পর থেকেই আমার মনে যায়গা করে নিয়েছে, এমন কাউকে পাওয়া যায়না, যে কিনা এই আতরের ঘ্রাণ কে অপছন্দ করে❤️.. Surati's Ehsaas Al Arabia...
https://www.facebook.com/motasimbinbelal

  Attar জুপি পারফিউম #সুবাস প্রেমীদের জন্য চমৎকার একটি সুগন্ধি হলো  Jopy জুপিসারাক্ষণ চারপাশ সুগন্ধি মাতিয়ে রাখবে। মিষ্ট...
12/07/2025

Attar জুপি পারফিউম #
সুবাস প্রেমীদের জন্য চমৎকার একটি সুগন্ধি হলো Jopy জুপি
সারাক্ষণ চারপাশ সুগন্ধি মাতিয়ে রাখবে। মিষ্টি সুইট সুগন্ধি সারাক্ষণ আপনাকে একটি রিফ্রেশ মোড এনে দিবে। পারফিউম টাইপের সেরা সুগন্ধি হলো জুপি যা আপনি ব্যবহার না করলে কখনোই বুঝতে পারবেন না।
আলহামদুলিল্লাহ যারাই আমাদের কাছ থেকে এই অসাধারণ সুগন্ধি সংগ্রহ করেছে তারাই পরের বার রির্টান অর্ডার করতে বাধ্য হয়েছেন।
অসাধারন এই সুগন্ধির সাথে ঝকমকে আতরদানি না হলে কি হয়? বর্তমানে যতো আতর মার্কেট কাঁপাচ্ছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে 😍জপি। যার সুমিষ্ট ঘ্রাণের প্রেমে পরতে আপনি বাদ্য। লংলাস্টিং লাভারদের জন্যে হতে পারে বেস্ট চয়েস।
সবচেয়ে বড় কথা জপির ফাদে পড়া মানে, এর দাস হয়ে যাওয়া। সারাদিন উনার সাথেই থাকতে মন চাইবে শুধু। আশেপাশে কেউনা কেউ তো অবশ্যই জিজ্ঞেস করবেই কী সুগন্ধি ব্যবহার করেছেন, আর এর নাম কী?
https://www.facebook.com/motasimbinbelal/

📣📣Polo Blueপোলো ব্লু (Polo Blue)Polo Blue বর্তমান সময়ে ইয়াং জেনারেশনের মধ্যে সবচেয়ে উপযোগী ও কর্পোরেট টাইপের পারফিউম ওয়ে...
12/07/2025

📣📣Polo Blue
পোলো ব্লু (Polo Blue)
Polo Blue বর্তমান সময়ে ইয়াং জেনারেশনের মধ্যে সবচেয়ে উপযোগী ও কর্পোরেট টাইপের পারফিউম ওয়েল। চমৎকার রিফ্রেশিং, একুয়াটিক, ঠান্ডা ও কোমল প্রকৃতির কোনো সুগন্ধী ব্যবহার করতে চাইলে অবশ্যই Polo Blue কে পছন্দের শীর্ষে রাখতে হবে। সিট্রাসিস নোটস গুলো ব্যবহারকারীর মনের ভীতরে জায়গা করে নিবে একেবারে। এ যেনো মন ভালো করে দেয়ার ঔষধের মতো কাজ করে। সিট্রাসিস নোটসের সাথে একুয়াটিক রিফ্রেশিং ভাবটা সারাদিন একটা বিশুদ্ধ পরিবেশ তৈরি করে রাখবে ব্যবহারকারীর চারপাশে। অনেকেই আফটার শেভিং পারফিউমের মতো সুগন্ধী খুজে বেড়ায়। পোলো ব্লু তে অনেকটা আফটার শেভিং এর টাইপ নোটস পাওয়া যায়।

📣📣 স্মেল ডেসক্রিপশনঃ
Polo Blue পারফিউম ওয়েলটি কর্পোরেট টাইপের । একুয়াটিক ও সিট্রাসিস সজীবতায় হারিয়ে যাওয়া ঘ্রান। ঠান্ডা, স্নিগ্ধ ও কোমল টাইপের স্মেল দিবে। এক্স সিগ্নেচার, একসেন্টো, ওয়ান মিলিয়ন, পোলো স্পোর্টস, সিকে ওয়ান এই সকল পারফিউম ওয়েলের ঘ্রানের সাথে Polo Blue এর ঘ্রানের মিল রয়েছে।

🔸 কাদের জন্য উপযোগী?
Generally অফিস-আদালর, স্কুল-কলেজ মূলত কর্পোরেট পরিবেশের জন্য পোলো ব্লু প্রিফারেবল। সামান্যতম কোণো ঝাঝালো বা কড়া ভাব নেই। বিশুদ্ধ এবং সব পরিবেশে মানানসই। স্কুল, কলেজ, ভার্সিটি বা কর্পোরেট পেশাজীবী যারা প্রচলিত অ্যালকোহলিক পারফিউমে অভ্যস্ত তারা যদি নন-অ্যালকোহলিক আতরে শিফট হতে চান তাদের জন্য সবচেয়ে উপযুক্ত। After all এটি কর্পোরেট টাইপের মধ্যে আধুনিক একটি পারফিউম ওয়েল। তবে both কর্পোরেট and ইসলামিক পরিবেশেই ব্যবহার উপযোগী।

🔵লংজিভিটি- কটন ফেব্রিকে ৬ থেকে ১০ ঘণ্টা স্থায়ী হবে ইনশাআল্লাহ।
🔵 প্রজেকশান- ৩ থেকে ৫ ফিট দূরত্ব পর্যন্ত আতরগুলোর সুঘ্রাণ পৌঁছাবে ইনশাআল্লাহ।
🔵 কাপড়ের ধরন ও আবহাওয়ার উপর ভিত্তি করে লংজিভিটি ও প্রজেকশান কিছুটা কম-বেশি হতে পারে।

◼️ ক্রিয়া-বিক্রিয়া-
১. যেকোনো আতর অসংখ্য রাসায়নিক অনুর সমষ্টি। আলো, বাতাস, পানি ইত্যাদি নিয়ামক ও উপাদানের সাথে আংশিক বা পরিপূর্ণ বিক্রিয়া করতে পারে।
২. প্রাকৃতিকভাবে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার কারনে আতরের ঘ্রাণ, রঙ ও স্থায়িত্ব পরিবর্তন হতে পারে।

📣📣লক্ষণীয়ঃ
🔵কাঙ্খিত ও দীর্ঘস্থায়ী সুঘ্রান পেতে সুতি কাপড়ে ব্যবহার করুন।
🔵 সম্পূর্ণ সাদা কাপড়ে পারফিউম ওয়েল/আতর ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন।
🔵দীর্ঘদিন ব্যবহারের জন্য অন্ধকার স্থানে সংরক্ষণ করুন। পানি ও বাতাসের স্পর্শমুক্ত রাখুন।
🔵বেশীক্ষন বাইরে অবস্থান করলে ও বেশী ঘাম ঝড়লে ঘ্রাণ বেশীক্ষন স্থায়ী হয় না।সেজন্য পরিষ্কার-পরিচ্ছন্ন ত্বব বা কাপড়ে আতর ব্যবহার করুন।

🔵৩মিলি / ৬মিলি / ১২মিলি কিংবা ইচ্ছা মতো যে কোনো পরিমানে নেওয়া যাবে।

🛒ডেলিভারি চার্জ
🔵ঢাকা সিটির মধ্য ৭০/- টাকা; ঢাকার বাহিরে ১২০/- টাকা অথবা, কুরিয়ারের মাধ্যমেও ডেলিভারি দেওয়া হয়।
🔵ঢাকার সিটির ও ঢাকার বাহিরে ১০০টাকা এডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে।

🔸 ডিভাইসের ব্রাইটনেস, ফটোগ্রাফির সময় আলোর রিফ্লেকশান, ফটো এডিটিং ইত্যাদি কারণে ছবির সাথে বাস্তবের খুব সামাণ্য পার্থক্য থাকতে পারে।

আমাদের অন্যান্য পারফিউম ওয়েল সম্পর্কে জানতে আমাদের ফেসবুক পেইজে ভিজিট করুন
https://www.facebook.com/motasimbinbelal/

𝐕𝐚𝐦𝐩𝐢𝐫𝐞 𝐁𝐥𝐨𝐨𝐝✅৮-১২ ঘন্টা লংজিভিটি✅মোস্ট এট্রাক্টিভ স্মেল✅অফিস কিংবা অকেশন সবখানে ফিট✅ফ্রেস, সুইট এন্ড জুসি স্মেল পাবেন এ...
12/07/2025

𝐕𝐚𝐦𝐩𝐢𝐫𝐞 𝐁𝐥𝐨𝐨𝐝
✅৮-১২ ঘন্টা লংজিভিটি
✅মোস্ট এট্রাক্টিভ স্মেল
✅অফিস কিংবা অকেশন সবখানে ফিট
✅ফ্রেস, সুইট এন্ড জুসি স্মেল পাবেন এতে
✅বেস্ট কমপ্লিমেন্টারি ফ্রেগরেন্স

𝐅𝐫𝐚𝐠𝐫𝐚𝐧𝐜𝐞 𝐍𝐨𝐭𝐞𝐬:
Red Berries,Plum,Jasmine,fruity,Sweet,Fresh,Sour,White Floral

আসসালামু আলাইকুম শুভ সকাল Good Morning স্হান: হাতিরঝিল কারন: জগিং
26/04/2025

আসসালামু আলাইকুম
শুভ সকাল
Good Morning
স্হান: হাতিরঝিল
কারন: জগিং

এই গরমে ice cool এর আরাম পেতে প্লো-ব্লু পারফিউম ব্যবহার করুন। এই পারফিউম শরীরে একবার ব্যবহার করলে মনে হবে শরীর বরফের মতো...
19/04/2025

এই গরমে ice cool এর আরাম পেতে প্লো-ব্লু পারফিউম ব্যবহার করুন। এই পারফিউম শরীরে একবার ব্যবহার করলে মনে হবে শরীর বরফের মতো ঠান্ডা মনে হবে। সময়: ২৪ ঘন্টা
যোগাযোগ: 01511389142 (WhatsApp)

আপনার কন্যা সন্তানকে রক্ষা করতে নিচের নীতিগুলো মেনে চলুন!১। ২ বছরের বেশি বয়সের সন্তানের সামনে পোশাক পরিবর্তন করবেন না। ২...
05/04/2025

আপনার কন্যা সন্তানকে রক্ষা করতে নিচের নীতিগুলো মেনে চলুন!
১। ২ বছরের বেশি বয়সের সন্তানের সামনে পোশাক পরিবর্তন করবেন না।
২। প্রাপ্ত বয়স্ক কোন ব্যক্তি যখন আপনার সন্তানকে মজা করে বলে, তুমি আমার বউ হবে? এটা কখনোই প্রস্রয় দিবেন না
৩। আপনার কন্যাকে কখনোই কোন ব্যক্তির কোলে বসতে দিবেন না, সে যেই হোকনা কেন।
৪। কখনো কারো বাড়িতে একা যেতে দিবেন না।
৫। যখনই আপনার সন্তান নিজের বন্ধুদের সাথে বাইরে যায়, আপনি লখ্য রাখবেন তারা কি ধরনের খেলা খেলছে।
৬। সময় সময় আপনার বাচ্চার মোবাইলের ব্রাউজিং হিস্টোরি চেক করুণ, যে সে গুগলে কি সার্চ করছে।
৭। নিজের সন্তানকে সর্বনিন্ম ২ টি ফোন নাম্বার মনে রাখতে বলবেন, এবং আপনি নিজেও মনে রাখবেন।
৮। পরিবারের সবার সাথে খাওয়ার অভ্যাস তৈরি করুণ এবং সেই সময় মোবাইল এবং টিভি বন্ধ রাখুন।
৯। কোন খারাপ ধরনের চলচিত্র দেখতে না দিয়ে সব সময় প্রেরনাদায়ক ছবি দেখার জন্য, সন্তানকে উৎসাহিত করুণ।
১০। কোন রকম জাংকফুড বা ফাষ্টফুড খাওয়ানোর অভ্যাস করাবেন না। স্কুলে পাঠালে বাড়িতে বানানো খাবার টিফিন বক্সে দিয়ে পাঠান।
১১। কোন প্রকার নেশার প্রতি যাতে আসক্ত না হয়, সেই দিকে খেয়াল রাখুন।
১২। আপনি নিজেও বাচ্চাদের সামনে যে কোন ধরনের নেশা করা থেকে বিরত থাকুন, এমনকি ধুমপান!
১৩। সাচ্ছন্দবোধ করছে না এমন কারো সাথে যেতে আপনার কন্য সন্তানকে জোড় করবেন না।
১৪। একটি বিষয় লক্ষ্য রাখুন। আপনার সন্তান বিশেষ কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের ভক্ত হয়ে উঠছে কি না।
১৫। আপনার মেয়েকে পুরষ আছে এমন কোন বাড়িতে খেলতে যেতে দিবেন না।
১৬। নিজের সন্তানের সাথে বন্ধুসুলভ আচরন করে, ফ্রি হবার চেষ্টা করবেন।
১৭। নিজের বাড়িতে লাঠি জাতীয় কোন বস্তু অবশ্যই রাখুন, এবং আপনার সন্তানকে কোন ফাকা যায়গায় বা ছাদে সেই লাঠি চালনা করতে বলুন, যাতে বিপদের সময় প্রয়োগ করতে পারে।
১৮। পারিবারিক কোন অনুষ্টানে গেলে আপনার সন্তানকেও সাথে নিয়ে যান, এতে তার মানুষিক বিকাশ ঘটবে।
১৯। মেয়েদের উপযুক্ত বিয়ের বয়স ২১-২৫। এই বয়সের মধ্যেই মেয়ে বিয়ে দেয়ার জন্য নিজে মানুষিক এবং আর্থিকভাবে প্রস্তুত করুণ।
২০। আপনার কন্যা সন্তানের বয়স কত? কমেন্ট করে জানাতে ভুলবেন না।
পোষ্টটি বেশি করে শেয়ার করে দিন!

02/04/2025

Big shout out to my newest top fans! 💎 Rabbi Ahmed, অপেক্ষা অপেক্ষা, Saiful Haque Herok, Md. Monir Hossain, Md Ripon Hawladar
সকলকে ঈদ মোবারক
Drop a comment to welcome them to our community, fans

31/03/2025

ঈদ মোবারক সকলকে

27/03/2025

আজ পবিত্র শবে কদর এবং জুমাতুল বিদার রাত। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ তায়ালা সবার গুনাহ মাফ করুন আমীন।

Celebrating my 6th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
16/03/2025

Celebrating my 6th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

এবছর ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।সূত্রঃ ইফা
11/03/2025

এবছর ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা ও
সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সূত্রঃ ইফা

Address

East Nakhal Para
Tejgaon
1215

Alerts

Be the first to know and let us send you an email when Motasim Bin Belal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Motasim Bin Belal:

Share