Motasim Bin Belal

Motasim Bin Belal ✔️Welcome✔️ 🎈স্বাগতম🎈
➡️I want everyone's support⬅️
✅إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ✅
🔷নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।”🔷
🟥Blood Group: ''B+''🟥

আমার বিয়ের জন্য আমি দুইটি শর্ত নিজের উপর আরোপ করেছিঃ১. আমার পর্দা মেইনটেইন করতে হবে।২. বিয়েটি সামাজিকভাবে না হয়ে শারী‘য়া...
28/12/2025

আমার বিয়ের জন্য আমি দুইটি শর্ত নিজের উপর আরোপ করেছিঃ

১. আমার পর্দা মেইনটেইন করতে হবে।
২. বিয়েটি সামাজিকভাবে না হয়ে শারী‘য়াহ্ অনুযায়ী হবে।

কথা থাকবেঃ
* কোনো ছবি দেওয়া নেওয়া হবেনা।
* মেয়ে দেখতে ছেলে, মা ও বোন ছাড়া আর কেউ যাবে না।
* ছেলের বাবাও বিয়ের আগে দেখতে পারবেন না।
* কোনো রেস্টুরেন্টে মেয়ে দেখার আয়োজন হবে না।
* গায়ে হলুদ হবে না।
* বাড়ি লাইটিং হবে না।
* গান,নাচ হবেনা।

* আক্বদ অনুষ্ঠান হবে না।
* বিয়ে হবে শুক্রবার আছরের পরে।
* বিয়ে হবে মসজিদে।
* কোনো গেট ধরা/শালা শালীর মজা করা হবেনা।
* কেউ ছবি তুলতে পারবেন না।

* বিশাল অংকের মোহর হবে না।ছেলের সাথে আলোচনা করে নির্ধারণ করা হবে।
* কাবিনের টাকা ছেলের ইনকামের হালাল টাকা হবে।
* কাবিনের টাকা বিয়ের দিন মেয়ের হাতে তুলে দেওয়া হবে।
* বরযাত্রীর নামে একজনেরও ভুঁড়িভোজ হবে না।

* আক্বদের পর বউ নিয়ে যাওয়া হবে।
* ছেলের বাড়ি নিয়ে ছেলে চাইলে সাজব বিয়ের সাজে। তবে সেটা ছেলের মা বাবা বোন আর ছেলে দেখবেন।

* বউকে মূ-র্তি-র মত স্টেজে বসানো যাবে না।
* বউভাত চাইলে ছেলে করতে পারবেন।
* যৌতুকের অভি-শাপ হিসাবে একটি সুতা ও একটি লাকড়িও যাবে না ইনশাল্লাহ। কারণ আমি চাইনা আমার হাসবেন্ড আমাকে পণ্য মনে করুক। উল্টা তারা আমাকে ভালোবেসে ঘরে তুলবেন। এখানে দেওয়া নেওয়ার হিসাব চলবে না ইনশাল্লাহ। দিনশেষে আমরা একই পরিবার।

* সেই রাতেই ওয়ালীমাহ্ হবে।
* বিয়ে উপলক্ষে আমার বাবার একটি টাকাও খরচ হবেনা।ছেলেদের মত থাকলে হালকা আয়োজন করা হবে শুধু কাছের আত্মীয়রা থাকবে।

* আমার শ্বশুর আমাকে কি দিচ্ছে এবং কয় ভরি স্বর্ণ দেয়া হবে তা জানতে চাওয়া হবেনা।তাদের ছেলের বউ কীভাবে সাজাবেন সেটি তাদের বিষয়।

এখানে উল্লেখ্য যে, বিয়ের আলোচনায় কোনো পক্ষের তৃতীয় কোনো ব্যক্তি থাকবেনা। সব আমার বাবা এবং ছেলের বাবা কথা বলে ঠিক করবেন।

~ সোনিয়া রহমান!
কপি

Address

East Nakhal Para
Tejgaon
1215

Alerts

Be the first to know and let us send you an email when Motasim Bin Belal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Motasim Bin Belal:

Share