DESH 24 Television

DESH 24 Television এটি একটি সোসাল মিডিয়া ভিত্তিক টেলিভিশন। সব সময় সঠিক সংবাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান

24/07/2025
09/07/2025
02/04/2025
27/03/2025

ফুলবাড়ীতে উপজেলা যুবদলের ইফতার বিতরণ

27/03/2025
27/03/2025
27/03/2025
19/03/2025
19/03/2025
20/09/2024

তোফাজ্জল উনি চো'র ছিলো না! বরগুনা পাথরঘাটায় বাড়ী, মেধাবী সন্তান ছিলো তোফাজ্জল। ভালো রেজাল্ট নিয়ে পাথরঘাটা কলেজে ভর্তি হন ঠিক ঐ সময় তার ভাগ্য তার সাথে নি'ষ্ঠু'রতা করে। তার জীবনে প্রিয়জন হারিয়ে ফেলে। বিধাতা ও তার মা- বাবা কে এক মাসের মাথায় পৃথিবী থেকে তু'লে নিয়ে যায়!

এই অবস্থা আপনি আমি ও পা'গ'ল হয়ে যেতাম !
শো'কে ক'ষ্ট সে পা'গ'ল হয়ে বেড়ায়। বড় ভাই ছিলেন পুলিশের এসআই! তিনি তার শেষ অভিভাবক তাকে চিকিৎসা করায়! ম র ণ এসে তাকে তুলে নেয়। কেবল পরে থাকে কপাল পো'ড়া মানষিক ভারসাম্যহীন তোফাজ্জল। এরমধ্যে সে বরগুনা ডিগ্রি কলেজে অনার্সে ভর্তি হয়! ভাগ্য তাকে ছাড়ে নাই! পা'গ'ল হয়ে স্কুলগুলোতে, বাজারে ঘুরে বেড়াতো! কে খোঁজ নিবে হয়তো খাবারের খোজে এসেছিলো আর চো'র বানিয়ে নির্মম নির্যাতনে প্রাণ ত্যাগ করে তোফাজ্জল।
এমন নির্মম নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সারা দেশের মানুষ।

17/09/2024

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সিরাতুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে জামায়াতে ইসলামী গণ সমাবেশ

বঙ্গোপসাগরে নিম্নচাপঃ মোংলা বন্দরে ৩নম্বর সংকেত বহাল, সারবাহী জাহাজের কাজ বন্ধ প্রতিনিধি মোংলা (বাগেরহাট):বঙ্গোপসাগরে সৃ...
14/09/2024

বঙ্গোপসাগরে নিম্নচাপঃ মোংলা বন্দরে ৩নম্বর সংকেত বহাল, সারবাহী জাহাজের কাজ বন্ধ

প্রতিনিধি মোংলা (বাগেরহাট):

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে শনিবারও (১৪ সেপ্টেম্বর) মোংলা বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। লঘুচাপ পরবর্তী নিম্নচাপের ফলে শুক্রবার বিকেল থেকে মোংলার উপকূলে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ভারী বৃষ্টিতে সম্পূর্ণ বন্ধ রয়েছে বন্দরে অবস্থানরত দুইটি সারবাহী জাহাজের পণ্য খালাস ও পরিবহণের কাজ। তবে স্বাভাবিক রয়েছে অন্য ৫টি বাণিজ্যিক জাহাজের পণ্য ওটানামার কাজ বলে জানিয়েছেন বন্দরের হারবার বিভাগ। এদিকে গত ২৪ঘন্টায় মোংলায় ৭০মিঃমিঃ বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মোঃ হারুন অর রশিদ বলেন, নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত ও ঝড়ো বাতাস আগামী কয়েকদিন ধরেই অব্যাহত থাকবে।
অপরদিকে টানা ভারী বর্ষনে এখানকার জনজীবনে তার বিরুপ প্রভাব পড়তে শুরু করেছে। বৃষ্টির পানিতে নিচু এলাকায় জলাবদ্ধতাসহ চিংড়ি ঘের তলিয়ে ক্ষতির আশংকায় স্থানীয়রা। এছাড়া এক ধরণের বৈরী আবহাওয়া বিরাজ করায় লোকজনের স্বাভাবিক কাজ-কর্মও বিঘ্নিত হচ্ছে। শহরে দোকাটপাট খুলেছে কম। তবে এতে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুরেরা।

Address

Phulbari
Tejgaon
2580

Alerts

Be the first to know and let us send you an email when DESH 24 Television posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category