Orbit Entertainment

Orbit Entertainment "বিনোদন প্রতিদিন"

09/08/2025

Banani, Dhaka (বনানী, ঢাকা)

09/08/2025

Dhaka to Barishal (ঢাকা-বরিশাল)

09/08/2025

ঢাকার চাকা, আমরা সাঁইসাঁই করে উড়ে চলেছি।

09/08/2025

মাওয়াঘাটে গিয়ে নিজের রান্নাকরা বাজা ঈলিশ মাছ। #ঈলিশ

09/08/2025

তৃষার্ত এক বিড়াল, একবার পুরো ভিডিওটি দেখুন।

'৫ মিনিট পরপর ওয়াসরুমে গিয়ে দাঁড়িয়ে থেকে কেঁদেছি: বললেন নায়িকা শুভশ্রী'      একটা সময় দেব-শুভশ্রী ছিলেন টালিউডের অন্যতম ...
08/08/2025

'৫ মিনিট পরপর ওয়াসরুমে গিয়ে দাঁড়িয়ে থেকে কেঁদেছি: বললেন নায়িকা শুভশ্রী'


একটা সময় দেব-শুভশ্রী ছিলেন টালিউডের অন্যতম জনপ্রিয় জুটি। পর্দার বাইরেও এই দ'জনের ছিলো অন্যরকম রসায়ন, যা চোখে পড়ার মতো। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন তারা। তবে শেষ অব্দি বিচ্ছেদ হয়ে যায় এই তারকা জুটির।

এত বছর পর এসে আরেকবার সেই সম্পর্কের স্মৃতিচারণ করলেন অভিনেত্রী শুভশ্রী। জানালেন, বিচ্ছেদের পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

জি বাংলার রিয়েলিটি শো ‘হ্যাপি প্যারেন্টস ডে’ এর অতিথি হয়ে এসে শুভশ্রী নিজের জীবনের সেই কঠিন সময়ের কথা অকপটে স্বীকার করলেন। অভিনেত্রী বলেন, ‘আমি খুব অল্প বয়সে আমার জীবনের সবচেয়ে বাজে সময়টা পার করে এসেছি। একটা সময় কাজ থেকেও আমার মন উঠে যায়। আর সে সময় কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেই। তারপর "পরাণ যায় জ্বলিয়া রে" সিনেমার শ্যুটিং শেষে পুরোপুরিভাবে কাজ বন্ধ করে দেই।

তিনি বলেন, যে সম্পর্কের জন্য সবকিছু ত্যাগ করেছিলাম সেটাই আর টিকল না। তখন বুঝেছিলাম জীবনের অনিশ্চয়তা কি!

শুভশ্রী আরও জানান, সেই সময় আমি আমার জীবন থেকে চার চারটি বছর নষ্ট করেছি। মনের কষ্টগুলো বাবা-মায়ের সঙ্গে ভাগ করে নিতে পারিনি। বাইরে থেকে হাসিখুশি থাকলেও, পাঁচ মিনিট পর পর বাথরুমে গিয়ে কেঁদেছি আমি।

তবে জীবনের সেই কঠিন সময়গুলোতেও ভেঙে দিতে পারেনি এই অভিনেত্রীকে। তিনি বলেন, যখন আমার আর কিছু হারানোর ছিলোনা আর তখনই নিজেকে নিজেই বলেছিলাম- এখন যা পাবো সেটাই হবে আমার প্রাপ্তি। তারপর থেকেই ভগবানের আশীর্বাদে জীবনে সাফল্য আসতে থাকে।

শুভশ্রীর মতে,ভালোবাসা নিয়ে আমার বিশ্বাস আজও পুরোপুরি অটুট। আমি ভালোবাসাকে কখনও অস্বীকার করিনি। জীবনে বাজে অভিজ্ঞতা হলেও ভালোবাসা প্রকৃতপক্ষে খুব সুন্দর এক অনুভূতি। পৃথিবীর সব মানুষই প্রথমে ভালোবাসার অনুসন্ধান করে। টাকা-পয়সা, ক্যারিয়ার সবকিছু পরে আসে। জীবনে ভালোবাসা থাকলে বাকি সবটাই সহজ হয়ে যায়।

পরবর্তীতে চিত্রপরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করে সুখের সংসার করছেন এই মেধাবী অভিনেত্রী। রাজ-শুভশ্রীর একমাত্র সন্তান ইউভান। তবে এরই মধ্যে প্রাক্তন প্রেমিক দেব এর বিপরীতে আবারও ধুমকেতু সিনেমা নিয়ে পর্দায় হাজির হবেন এই অভিনেত্রী।

অরবিট নিউজ২৪
Orbit News24

07/08/2025

আমি রিয়ামনির কাছে প্রতারণার শিকার: হিরো আলম

07/08/2025

ট্রেনের ছাদে ভ্রমণ সবচেয়ে বেশি মজার।

07/08/2025

ট্রেনে ভ্রমণ করতে কে কে পছন্দ করেন??

07/08/2025

এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন

Shahrukh Khan
07/08/2025

Shahrukh Khan

অবশেষে "জাতীয় পুরষ্কার" " National Awards" পেলেন আমাদের সবচেয়ে প্রিয় অভিনেতা শাহরুখ খান।

কোন জুটি আপনাদের বেশি পছন্দ?? কমেন্টস করে জানিয়ে দিন।
07/08/2025

কোন জুটি আপনাদের বেশি পছন্দ?? কমেন্টস করে জানিয়ে দিন।

Address

Tejgaon
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Orbit Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Orbit Entertainment:

Share