27/09/2025
দেশে থাকতে ঘরের কাছে মসজিদ ছিলো কিন্ত তেমন গুরুত্ব দেইনি এখন দেশের বাহিরে এসে একটু ইসলামি আলোচনা শোনার জন্য, এক ওয়াক্ত জামাতে নামাজ পরার জন্য কিংবা সব মুসল্লী দের সাথে মন খুলে একটু কথা বলার জন্য বাসা থেকে ২ঘন্টারও বেশি জার্নি করতে হয় মসজিদের সন্ধানে। তাই যারা চাইলে আল্লাহর ঘর মসজিদে হাজির হতে পারেন তারা এর যথাযথ মর্যাদা কইরেন প্লিজ 🙏