Sonargaon University Crush & Confession

Sonargaon University Crush & Confession Welcome To Crush & Confession.

ধরা যাক তার নাম আফরিন। পরিচয় বিশ্ববিদ্যালয়ে। ওরিয়েন্টেশনের দিনই চোখে পড়েছিলো। না পড়ে অবশ্য উপায়ও নেই, কারণ এরকম সুন্দ্রী...
02/07/2025

ধরা যাক তার নাম আফরিন।
পরিচয় বিশ্ববিদ্যালয়ে। ওরিয়েন্টেশনের দিনই চোখে পড়েছিলো। না পড়ে অবশ্য উপায়ও নেই, কারণ এরকম সুন্দ্রী মেয়ে সচরাচর চোখে পড়ে না। যেসব মেয়ে ব্রি সেবন করে, তাদের সাথে পরিচিত হতে সময় বেশি লাগে না। বটতলার নিচে ব্রি সেবন করতে করতে একদিন প্রথম কথা হয় ওর সাথে। সেদিনই বুঝে ফেললাম, সুন্দ্রী ও মাথায় বু্দ্ধিঅলা মেয়ে এই দুনিয়ার এক অতীব দুর্লভ সংমিশ্রণ। কারণ এই মেয়ে শুধু দেখতেই সুন্দ্রী, মাথায় বুদ্ধি-সুদ্ধি বা স্মার্টনেসের কোনো বালাই নেই।

আফরিন দেখতে সুন্দ্রী, পরিবার ভালো, অথচ সারাটাজীবন সে প্রেম করলো দুনিয়ার যাবতীয় ছ্যাছড়া পোলার সাথে। শুধু যেনতেন ছ্যাছড়া পোলা না; এরকম ছ্যাছড়া পোলা খুঁজে বের করাও একটা কষ্টসাধ্য কাজ। ভার্সিটিতে ভর্তি হওয়ার তিনমাস পর ও একদিন কানতে কানতে কইলো, দোস্ত আমার ব্রেকআপ। কারণ কি? কারণ যেই পোলার সাথে প্রেম করতো, সেই পোলা বিবাহিত। বউ ইটালিতে থাকে। দেশে আসছিলো কি এক কামে জানি। এক বছরের মতো ছিলো। এই এক বছরের বোরডম কাটাইতে সে আফরিনের সাথে প্রেম করসে। সারাজীবন মেয়েদের ক্ষেত্রে এসব স্বামী বিদেশ কেস শুনসি, সেদিন বুঝলাম পোলারাও এক্ষেত্রে পিছিয়ে নেই। বিশেষ করে পানকির খোলারা সাফল্যের একদম শীর্ষে অবস্থান করছে।

এই ব্রেকআপের পর ওর সাথে সম্পর্কটা একটু জমলো। বেশ প্রেম প্রেম ভাব দেখাইলো কয়দিন। একদিন বনানীতে একটা ইনডোর কনসার্টে গেসিলাম ওর সাথে। সেদিন নিজে থেইকা কিসও করলো। এক সপ্তাহ পর কয় দোস্ত আম ইন লাভ। এইবার পোলা কে? দেইখা আগেরটাও চেয়েও ছ্যাছড়া লাগলো। বাসের হেল্পাররা যেমন তাপ্পি মারা জিন্স পইরা কাপড়ের বেল্ট একটু খানি নিচে ঝুলায় রাখে, সেরকম ফ্যাশন জ্ঞান সম্পন্ন এক পোলা। কয়দিন পর দেখি আমার সাথে কথা কয় না। কারণ জিগাইলাম, কিছুও কয়ও না। পরে আরেক বান্ধবী কইলো, ওর বয়ফ্রেন্ড দুনিয়ার যাবতীয় পোলার সাথে ওর কথা বার্তা বন্ধ কইরা দিসে। খুবই অ্যাবিউসিভ পোলা। মারামারি করে। এইটার সাথে প্রেম টিকলো আট মাস। হয়তো আরও কিছুদিন চলতো, কিন্তু তার আগেই পোলা জেলে গেলো। কারণ সে বিশিষ্ট গুটি ব্যবসায়ী।

তারপর আবার আমার কাছে আসা। রাতে ফেইসবুকে উত্তেজনামূলক চ্যাট। ফোনে ফিসফাস। সন্ধ্যার পর ক্যাম্পাসের চিপা চাপায় যৎসামান্য হাতাহাতি, তারপর একদিন জানলাম তার নতুন বয়ফ্রেন্ড হইসে। মাশআল্লাহ এই পোলা আগেরটাও চেয়েও কয়েক ডিগ্রি উপরে। কমলাপুরের লোকাল মাস্তান টাইপ। চুলে চল্লিশ টাকা দামের সস্তা সোনালি কিসিমের রং। নখে নেইলপলিশ। এইটারে দেইখাই আমার শরীর নাড়া দিয়ে উঠলো। কারণ এই টাইপের পোলারা কমলাপুরের নষ্ট বগীর ভিতর সস্তা গুটি সেবন কইরা উত্তেজিত হয়ে যায়। ওদের বাজেট থাকে একশ টাকা। এই একশ টাকার মধ্যেই ওরা ইয়ে খুঁজে লাগালাগি করে। মাঝেমধ্যে দামাদামি করে আবার বিশ টাকা কমায়াও ফেলে। এমন ফকিন্নি কিসিমের এক পোলা আফরিনের মতো হট ও সুন্দ্রীর সাথে লদকা লদকি করবে?

প্রচন্ড ফেডআপ হয়ে ওর সাথে কথা কওয়াই বন্ধ কইরা দিলাম। ততদিনে আমাদের দেশে ফ্রন্ট ক্যামেরার জোয়ার শুরু হইসে। সেন্ড নুডস তখন গ্লোবাল কালচার। এই ক্ষতির মাঝে দিয়া আমার একটু লাভও হইলো, কারণ আফরিন ওর বয়ফ্রেন্ডকে পাঠানোর জন্য যেসব নুডস তুলতো, মাঝে মাঝে আমাকে সেগুলো পাঠায় বলতো, দেখতো ক্যামন? আমি উত্তেজিত হওয়ার বদলে হতাশ হয়ে যাইতাম। এরেই মনেহয় কয়, লাখ টাকার বাগান খায় দুই টাকার ছাগলে!

এই পোলার সাথে ওর প্রেম চললো দীর্ঘদিন। এলাকায় চান্দার টাকার ভাগাভাগি নিয়া সেই পোলার এক ফ্রেন্ড মার্ডার হইলো। ছেলের বাপ ছেলেরে দুবাই পাঠায় দিলো। আফরিন হয়ে গেলো লোনলি। ততদিনে আমি বুইঝা ফালাইসি, যে মানুষের অনেক বিচিত্র রকমের ফেটিশ থাকে। আফরিনের ফেটিশ হচ্ছে এই টাইপের ফকিন্নির পোলাদের সাথে লদকা লদকি করা।

এই ব্রেকাপের পর আমার সাথে একবার ভালো লেভেলের মেকআউট হইলো। লদকা-লদকি করার জন দুইজন রুম টুম খোঁজা শুরু করসি, হঠাৎ দেখি ওর খবর নাই। খোঁজ নিয়া জানলাম ওর আবার প্রেম হইসে। পোলা হুজুর কিসিমের। বাবা মসজিদের ইমাম বা এই টাইপ কিছু। ছেলে সেখানে পার্ট টাইম মোয়াজ্জিন। শুইনা আমার মাথামুথা আউলা। পরে খোঁজ নিয়া দেখি ঘটনা আসলেই সত্য। আমার বান্ধবী আফরিন এবার পাল্টায় গেলো। সে ফেইসবুকে নাই। ইন্সটায় নাই। কোথাও নাই। প্রায় সাত মাস পর একদিন ম্যাসেজ পাঠায় জানাইলো, সে আলোর পথে গেছে। আমি মনে মনে খুশি হইলাম। কইলাম বেস্ট অব লাক।

এরপর ভার্সিটি থেকে পাশ করছি। চাকরিতে ঢুকসি। ওর আর খবর টবর নেয়া হয়নাই। প্রায় দুই বছর পর গতকাল হঠাৎ সে ইন্সটাগ্রামে নক দিলো। জানালো, তাদের প্রেম এখনো আছে। বিয়ের কথা বললেই নাকি ছেলে চেতে যায়। বিয়ের আগে লদকা-লদকি ধর্ম মোতাবেক নিষিদ্ধ হলেও সেই ছেলে সম্পূর্ণ ধর্মীয় কায়দায় লদকা লদকি করে। রুমডেটের আগে অযু করে। আতর লাগায়। বাতি নিভায়। ঘর অন্ধকার করে। কিসব দোয়াকালাম পইড়া তারপর নাকি কাম শুরু করে। কিন্তু ভুলেও পুসির দিকে তাকায় না। কারণ ওইখানে দৃষ্টি দেওয়া নিয়ে নাকি হাদিসে নিষেধাজ্ঞা আছে। এবং রুমডেট শেষে নাকি গোসল টোসল কইরা আবার ওরে নিয়া দুই রাকাত নফল নামাজও পড়ে। কথা শুইনা আমি পুরা পাগ্লায় গেলাম। এইরকম সাইকো কিসিমের পাগল আমার বাপের জন্মেও দেখিনাই ভাই।

এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা পাই যে, মেয়েরা শুধু ছেলেদের দেহ চায়। পাগল, সাইকো কিংবা ফকিন্নির পোলা হলেও কোনো সমস্যা নেই।

বিঃ দ্রঃ পুরুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের নুনু।

Sweet couple at Farmgate🫢
22/06/2025

Sweet couple at Farmgate🫢

22/04/2025

ক্রাশ & কনফেশন পেজের এডমিন হলে একটা অন্যরকম ভালোলাগা কাজ করে। এডমিন সবার সবকিছু জানে কিন্তু এডমিনকে কেউ জানে না😁

15/02/2025

# # সন্ধান চাই # #
আমি আসলে একজনকে খুজতেছিলাম। মেবি উনার বাসা সোনারগাঁও। ২০০৮ সালের দিকে ব্রাহ্মণবাড়িয়া তে ( আমাদের বাসায় ভাড়া) থাকতো। উনারা ২ ভাই ছিলো। রাকিব, সাকিব। উনাদের আব্বুর জব পারপাসে ব্রাহ্মণবাড়িয়া ছিল আবার ট্রান্সপার হয়ে যায় উনার আব্বুর। আর আমিও তখন অনেক ছোট ছিলাম রাকিব সাকিবও অনেক ছোট ছিল। তাই অনেক বেশি কিছু মনে নাই। এই গ্রুপের কেউ কি উনাদের পরিচিত আছেন?

Queen of Sonargaon University ❤️❤️❤️
14/02/2025

Queen of Sonargaon University ❤️❤️❤️

পৃথিবীর সবচেয়ে ছোট মশা 🦟
17/01/2025

পৃথিবীর সবচেয়ে ছোট মশা 🦟

চা আর তুমি—জীবনের সেরা সমীকরণ 🌼🍵
17/01/2025

চা আর তুমি—জীবনের সেরা সমীকরণ 🌼🍵

From:-জানিনা আমি কে🙂To:- নিলয় Department-CSe ba Bangla                     (কনফার্ম জানি না)"আপনি কি (নিলয়) জানেন, এক অন...
02/12/2024

From:-জানিনা আমি কে🙂

To:- নিলয়

Department-CSe ba Bangla

(কনফার্ম জানি না)

"আপনি কি (নিলয়) জানেন, এক অনন্ত রহস্য জড়িয়ে রেখেছে আপনার চাহনি,
নিভে আসা সন্ধ্যার মতন মায়ায় মোড়া, যেন স্বপ্নের কোন খানি।

আপনাযকে দেখলে মনে হয়, যেন হারিয়ে যেতে পারি অসীম কোন পথে,
আপনি কি হবেন সেই আলো, যে পথ দেখাবে আমার অন্তরের গভীরতার সাথে?

আপনি কি সেই মানুষ, যাকে নিয়ে আঁকব জীবনের পরিধি?
যেখানে আপনি, সেখানেই আমার সব চাওয়া, সব সাধের গভীর নিরবধি।"

(আপনাকে দেখেছি বহুবার ক্যাম্পাস কিন্তু কথা বলা হয় নেই কখনো)তারপর দেখা হলো আপনার ছবি ভার্সিটি পেজে 🫶
কিন্তু আপনার সাথে কথা বলার সাহস এখনো হয়ে উঠেনি।

শখের বয়সে এই দুইটা জিনিসের খুবই অভাব 🥹
23/10/2024

শখের বয়সে এই দুইটা জিনিসের খুবই অভাব 🥹

আমার সিগারেট, তোমার চা চলো একটা ডেট হয়ে যাক পিও ☕️🚬
09/10/2024

আমার সিগারেট, তোমার চা
চলো একটা ডেট হয়ে যাক পিও ☕️🚬

ছবিটা এআইইউবি(AIUB) এর ডাস্টবিন থেকে তোলা।এখানে একটি কেক, কিছু চকলেট আর সম্ভবত একটা ড্রেস আছে।জন্মদিনের উপহার খুব সম্ভবত...
24/09/2024

ছবিটা এআইইউবি(AIUB) এর ডাস্টবিন থেকে তোলা।

এখানে একটি কেক, কিছু চকলেট আর সম্ভবত একটা ড্রেস আছে।

জন্মদিনের উপহার খুব সম্ভবত।

কোনো প্রেমিক তার প্রেমিকাকে দিলে এভাবে ফেলে দেয়ার কথা না।

ছেলেটা হয়ত মেয়েটাকে এক পাক্ষিক ভালোবাসে, পছন্দের মানুষের বিশেষ এই দিনটাকে আরেকটু বিশেষ করতে নিজেকেও যুক্ত করতে চেয়েছিলো হয়ত।

কিন্ত মেয়েটা উপহারগুলো খুব বেশি সময় বহন করতে চায়নি, কাছাকাছি ডাস্টবিন পেয়ে ক্যাম্পাসেই ফেলে দিয়েছে।

ছেলেটার জন্য আজকের রাত টা ভীষণ মন খারাপের।

ছবিটা বেশ ভাইরাল। হাজার হাজার মানুষ দেখছে, রিয়েক্ট আসছে, বিভিন্ন রকম কমেন্টও আসছে।

অথচ গত রাতেও ছেলেটা হয়ত সুন্দর একটি দিনের কথা ভেবে ঘুমিয়েছিলো। জন্মদিন আসার আগে থেকে প্ল্যানও ছিলো আজকের দিন টা নিয়ে।

যে মেয়ে এই কাজটা করেছেন, আপনি ভীষণ নিকৃষ্ট একটা কাজ করে ফেললেন। ভালোবাসার প্রশ্নে 'হ্যা' বা 'না' এর বাইরে কোনো উত্তর হয়না। আপনি না হয় সরাসরি 'না' করে দিতেন। কিন্ত, ভালোবাসার বিপরীতে অপমান, এটা একেবারেই নিকৃষ্টতা।

উপহার টা নিতেন ই না, কিংবা নিয়ে অন্য কাউকে দিয়েই দিতেন। যে ছেলেটা এত শখ করে, ইমোশন মিশিয়ে আপনার জন্য এই উপহারগুলো আনলো, আপনি দুই পয়সার দামও দিলেন না।

ছেলেটা এই যে ইমোশনাল ট্রমা পেয়ে গেলো, এর দ্বায় আমি কাউকেই দিতে চাই না, তবে ছেলেটা সাফার করবে। এই ট্রমা টা থেকে গেলে ছেলেটা পরবর্তীতে কাউকে ভালোবাসতে ভয় পাবে, সারাক্ষন নিজেকে নিয়ে ইনসিকিউরড থাকবে।

ভালোবাসতে না পারেন, অন্তত এভাবে পায়ে ঠেলে দিয়েন না। পৃথিবীতে অনেক শব্দ আছে যা দিয়ে কাউকে কষ্ট না দিয়েই 'না' বলা যায়, একটু ভাবলেই পেয়ে যেতেন।

আপনিও কাউকে না কাউকে ভালোবাসবেন, আপনার লাইফে এমন দিন আসবে না—এর গ্যারান্টি কেউ দিতে পারে না কিন্ত।

আর ছেলেটার জন্য শেষ লাইন, ভালোই হইছে বেশিদূর যান নাই। যত দ্রুত প্রেমের ক্রুয়েল দিক টা দেখে ফেলবেন, তত বেশি পরবর্তী ভালোবাসায় সফল হবেন।

আপনার জীবনে পরবর্তী যে মেয়েটা আসবে, তাকে পছন্দ করার সময় আজকের এই অভিজ্ঞতা ভীষণ কাজে দেবে, আর এতেই আপনি যোগ্য মানুষটার কাছে পৌঁছে যেতে পারেন, যে মানুষ টা ২০ টাকার একটা ফুলও সযতনে রেখে দিবে।

ভালোবাসা অনেক সুন্দর, যাকে তাকে দিয়েন না, সবাই সবকিছু ডিজার্ভ করলে ভালোবাসার দাম কমে যেতো।
Copied 🖋️🗒️

Address

Tejkunipara

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sonargaon University Crush & Confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category