Sonargaon University Crush & Confession

Sonargaon University Crush & Confession Welcome To Crush & Confession.

রাত একটা। বাড়ির নীচে ঘুটঘুটে অন্ধকার। স্ট্রিট লাইটের ক্যাপিটালিস্ট সাদা আলোয় জায়গাটাকে অভাবনীয় ডিপ্রেসিং লাগছে। আমি সিগা...
08/09/2025

রাত একটা।

বাড়ির নীচে ঘুটঘুটে অন্ধকার। স্ট্রিট লাইটের ক্যাপিটালিস্ট সাদা আলোয় জায়গাটাকে অভাবনীয় ডিপ্রেসিং লাগছে। আমি সিগারেটে আগুন দিলাম। নীরবতায় ছন্দ তুললো তামাক পোড়ার কটকট শব্দ। ঠিক এ সময়, একদম হুট করে আমার মনে পড়ে গেলো তার কথা। বহু বছর আগে, আশ্বিনের আসি আসি বাণী যখন ইউক্যালিপটাসের কানে ফিসফিস করছিলো; ঠিক সে সময় আমার দেখা হয়েছিলো তার সাথে। দ্য গ্রেট পোয়েট অব বৃহত্তর মগবাজার। সবাই তাকে চিনতো তাউড়া আসলাম নামে। যার আসল, কিংবা ভালো নাম ছিলো আশেকে রাসূল রাব্বানা মতিউর বিন আসলাম।

তার সাথে আমার পরিচয় অপরিচিত এক সেলুনে। ছাত্ররা তখন স্বৈরাচার এরশাদের গদিতে লাথি দেওয়ার জন্য উত্তাল। চেষ্টা করছে ঐক্যবদ্ধ হওয়ার। জাতীয় পার্টি গঠন করে তিনি ক্ষমতার বৈধতা নেওয়ার চেষ্টা করছেন। আর আমরা একের পর এক মিছিল করে তার চান্দি গরম করে দিচ্ছি। দেওয়ালে পোস্টার, কিংবা স্লোগান লিখতে গিয়ে পুলিশের ধাওয়া, মার কিংবা জেলে যাওয়া তখন প্রতিদিনের স্বাভাবিক ঘটনা। আরামবাগের এক দেওয়ালে চিকা মারার সময় আমি এবং আমরা ক’জন ধাওয়া খেলাম একদিন। একটা পর্যায়ে ছত্রভঙ্গ হয়ে আশ্রয় নিলাম অর্ধেক শাটার নামানো এক সেলুনে। তড়িঘড়ি করে নাপিতের চেয়ারে বসে ইশারায় বললাম, দাড়ি কামিয়ে দেন। ঝামেলা আছে। ব্যাটা একবারেই বুঝে গেলো, আমি বেঁচে গেলাম। এমনিতেই মেজাজ খারাপ। তার উপর পাশের চেয়ারে বসে থাকা আরেক তরুণ বললো, লাভ নাই বৎস। ওকে নামায় লাভ নাই। বদলে যায় রাজারা, থেকে যায় তার ছায়া।

জিজ্ঞেস করলাম, কি বলতে চান?

উনি বললেন, গণতন্ত্র তৈরি করা হয়েছে একনায়কতন্ত্র ও স্বৈরাচার তৈরি করার জন্য। যে-ই ক্ষমতা যাবে, সে-ই ক্রমশ “মনস্টার” হয়ে উঠবে।



আমি তাচ্ছিল্যের হাসি হেসে প্রশ্ন করলাম, ছাত্র ইউনিয়ন?

উনি উত্তর দিলেন না। শুধু মুচকি হাসলেন।

আমার পিত্তি জ্বলে গেলো। দেখে মনেহচ্ছে আমার বয়সী। অথচ আমাকে বললো, বৎস!

আমি আর কোন কথা বললাম না। দাড়ি কামানো শেষে বিদায় নিলাম। নিয়তি তার সাথে আমার আবার দেখা করিয়ে দিলো আনিসুল হকের বাড়িতে। তখন সেখানে শুক্রবার করে কবিতা পাঠের আসর বসে। তিনি পেছনের সারি থেকে আমার পিঠে খোঁচা দিয়ে বললেন, কেমন চলছে আন্দোলন?

আমি বললাম, অমায়িক।

সেদিন প্রথম ঠিকঠাক কথা হলো আসলাম ভাইয়ের সাথে। আমার দুই ব্যাচ সিনিয়র। ইউনিভার্সিটি ড্রপ আউট। কাজ করেন দৈনিক ইত্তেফাকে। আমাকে বললেন, কবিতা-টবিতা লিখো নাকি?

বললাম, জি।

বললেন, পড়তে দিও।

আমি তেমন কিছু না ভেবেই ব্যাগ থেকে ডায়েরি বের করে এর ঠিক আগের রাতে নাযিল হওয়া দু’টা কবিতা ধরিয়ে দিলাম।



এক সপ্তাহ পর সাহিত্য পাতায় নিজের কবিতা দেখে আউলে গেলাম। বহু কষ্টে তাকে খুঁজে পেলাম প্রেস ক্লাবের সামনে এক ভাতের হোটেলে। উনি আমাকে বললেন, তুমি তো দুর্দান্ত লেখো মিয়া!

কবি হিসেবে সেটাই ছিলো আমার জীবনের প্রথম প্রশংসাসূচক বাক্য।

এরপর আসলাম ভাইয়ের সাথে ঘটিষ্ঠতা হলো। কঠোর বামপন্থীর ভাবধারায় বিশ্বাসী তিনি। বলতেন, ক্যাপিটালিজম টিকে আছে পাতি বুর্জোয়াদের উপর। এদের হটাতে পারলেই একদিন বিপ্লব আসবে। সাম্যের বাংলাদেশ কায়েম হবে। তিনি আমাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন আজিমভ, পো, মিলান কুন্দেরার সাথে। বৃষ্টি আসলেই তিনি টেলিফোন করে বাসায় দাওয়াত দিতেন। মারাত্মক রান্না করতেন তিনি। সবচেয়ে বড় কথা, তিনি ছিলেন অত্যন্ত উচ্চমার্গীয় কবি। কিন্তু নিজের লেখা কোথাও ছাপাতেন তো না-ই। পড়তেও দিতেন না। নিউজপ্রিন্ট কাগজে পেন্সিল দিয়ে লিখতেন। প্রতি রবিবার নিয়ম করে সব পুড়িয়ে ফেলতেন। জিজ্ঞেস করলে বলতেন, কবিতাকে স্পর্শ করার স্পর্ধা স্বয়ং ঈশ্বরেরও নাই। আমি কোন শাউয়ার বাল?

খুব সাবধানে একবার তার লেখার টেবিল থেকে একটা কবিতা চুরি করেছিলাম। তখন আমি দৈনিক বাংলায় কাজ করি। ইচ্ছে ছিলো ছাপিয়ে তাকে সারপ্রাইজ দিবো। কবিতার ছাপানোর পরদিন আমি তার সাথে দেখা করতে গিয়ে জানতে পারলাম, চারদিন ধরে তিনি নিখোঁজ। মাসখানেক আগে একটা রিপোর্ট প্রকাশ হওয়ার পর থেকেই হুমকি ধামকি দেওয়া হচ্ছিলো। রাত এগারোটার দিকে কয়েকজন লোক তাকে ডেকে নিয়ে যায় বাসা থেকে। এরপর থেকে আর কোন হদিস নাই।

আসলাম ভাইয়ের কবিতা ছাপানো পত্রিকার সেই কপিটা আমার আমার লাইব্রেরিতে এখনও আছে। মাঝে মাঝে খুব ইচ্ছে করে লেখাটা পড়তে। কিন্তু ইচ্ছে করে না। কারণ কবিতাকে পৃথিবীতে আনা যায় না। তাকে আসতে হয়। কবিতাকে অনুভব করা যায়। স্পর্শ করা যায় না। এবং আসলাম ভাইয়ের ভাষ্যমতে, এই স্পর্ধা স্বয়ং ঈশ্বরেরও নাই।

কারণ তিনি নিজেই কবিতা।

স্বৈরাচারের পতন হওয়ার পর আমি আসলাম ভাইকে নিয়ে একটা কবিতা লিখেছিলাম।

----

শোকাহত, শুকিয়ে যাওয়া খটখটে চোখের মতো নির্বাক শীতার্ত এ পথে

শিমুলের কাঁটার মতো বিঁধে থাকে পড়ন্ত যৌবনা গোল্ডলিফ সিগারেট

অর্ধেক শাটার নামানো কসাইঘরের হলদে টিমটিমে আলোকে সঙ্গ দিতে।

শত-শত কালজয়ী কলমের সাক্ষী ব্যর্থ অনামিকা ও মধ্যমা –

নিজেদের শরীরে বয়ে নিয়ে বেড়ায় আসমান থেকে ভেসে আসা

কর্কটের গন্ধ; ঘণ্টাখানেকের জন্য।

তাহাজ্জুদের এ লগ্নে, ঘর্মাক্ত অন্ধকার ও ক্লান্তি-যাপনে জর্জরিত

অসংখ্য ভিখারি হাত তোলে, মওলার উচ্ছিষ্টের আশায় বুক বাঁধে।

হিমালয় থেকে ভেসে আসছে বাতাস

বরফগলা কাঁচবন্দি কোমলপাণীয়কে দু’হাতে চেপে ধরে

ঠান্ডা হতে চাওয়া শরীর পৌষকে ভয় পেয়ে কম্বল খুঁজবে আর ক’দিন বাদেই।

সেখানে মাথা লুকিয়ে অনুভব করা অন্ধকারের সাথে

মাটির অন্তিম আঁধারের তফাৎ জানানোর জন্য

এ জাহানে এখন আর কেউ বেঁচে নেই।

- মার্কস, একজন ব্যার্থ কবি, স্বাধীন বাংলার আখেরী বিবাগীদের একজন হয়তো.....!!!

🤢🤢🤮🤮🤮
07/09/2025

🤢🤢🤮🤮🤮

আজ পাত্র দেখতে গিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষে হাগু করার  চাপ দিলে পাত্রকে ওয়াশরুম দেখিয়ে দিতে বলি। ওয়াশরুমের দরজা খুলতেই তো...
07/09/2025

আজ পাত্র দেখতে গিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষে হাগু করার চাপ দিলে পাত্রকে ওয়াশরুম দেখিয়ে দিতে বলি। ওয়াশরুমের দরজা খুলতেই তো ভয় পেয়ে গেছিলাম ; পরে বুঝতে পারি যে এটা আসলে টাইলস। এখন যে পরিবারের রুচি এতোটা খারাপ হয় সেই পরিবারের ছেলেকে বিয়ে করা কি উপযুক্ত হবে ?

29/08/2025

১৬ হাত দূরে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড ঝগড়া করতেছে, টপিক -গার্লফ্রেন্ড তার স্বামীকে (বফ) না জানিয়ে খালা বাড়ি বেড়াতে গিয়েছে।
এক পর্যায়ে গালাগালি
এদিকে আমি ভাব নিতেছি যে ফোনে খুব ইমপরটেন্ট চ্যাট করতেছি ওদের কিছু শুনতেছি না।

27/08/2025

কাউকে উড়তে দেখে তার ডানা কাটার ধান্ধা বাদ দিয়ে নিজেও উড়তে শিখুন দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর!🤍
বানিতেঃ IsMot ZaHan❤️

27/08/2025

আমার রোগাক্রান্ত দেহের সৈকতে হেঁটে চলে সাদা সেবিকা একদল ,
যেন আঁধারের বাগানে কৃতষ্ঠ বৃন্তে
বৃক্ষের অসুখে ফুটে ওঠে আলোর পাপড়ি,
হাওয়ার নুকসিত ডানা স্থির খেয়াল রাখিস
অশান্ত সাগরের বুকে যেভাবে আনে অঢেল প্রশান্তির স্নেহা ,তুমি না চাইলেও তোমার মনস্থাপের কেবিনে আমার জলাস্ত মাথা রেখে সেভাবে খুজবো অচেনা অশস্তসা পৃথিবীর বয়সের সমান পৃথিবীর অসুখ জন্মের দিকে তাকিয়ে জীবন তাই হয়েছে বিসুখ ভেবেছি অসুস্থ পারাপার...🙂❤️‍🩹

তোমরা আমাকে নরকের নক্ষত্র বলে ডাকতে পারো❤️‍🩹

যেখানে দুদু খাওয়াই বিলাসিতা সেখানে আবার গোসল🥱🥱
24/08/2025

যেখানে দুদু খাওয়াই বিলাসিতা সেখানে আবার গোসল🥱🥱

24/08/2025

From: আমি Civil Department এর সিনিয়র।
To: CSE Department এর জুনিয়র।

এই পোস্ট দেখেও ভয় পেয় না প্রিয়। তোমার কোনো ক্ষতি চাই না, এবং আমি কখনো তোমার বা তোমার স্বামীর কাছে যাবো না। এটি তোমার জন্য লিখা আমার শেষ পোস্ট। হয়তো আমি তোমার যোগ্য নই, আমাকে ক্ষমা করো। আমার অতীতের ভুলই আমাকে তোমার থেকে দূরে রেখেছে। তবে, যদি কখনো প্রয়োজন পড়ে, জানিও—আমি আছি।

আমাদের পরিচয় ক্যাম্পাসেই। আগে আমার জীবন বেপরোয়া ছিল, অনেক মেয়ের সাথে শারীরিক মিলামেশা করেছি। সেই সব ভুলের জন্য নিজেকে দায়ী মনে করতাম। ৬ মাসের প্রেমের পর সে সব কিছু জানতে পারে, এরপর অনেক কষ্ট মানিয়েছি।

তার সাথে পরিচয়ের প্রথম উদ্দেশ্য ছিল বয়সের ভুল, উত্তেজনা, পার্কে ঘুরাফেরা, টাকাপয়সা খরচ আর শরীরের আকর্ষণ। শুরুতে ভাবেছিলাম—শুধু সময় কাটাবো। কিন্তু ধীরে ধীরে ভালোবাসা আসতে শুরু করে। তার হিজাব, নামাজ আর পর্দা আমাকে মুগ্ধ করেছিল। আমি নিজেকেও বদলাতে শুরু করি, বুঝলাম এটা শুধু শরীরিক নয়, মন, বিশ্বাস আর আত্মার সম্পর্ক। তাই পরবর্তী উদ্দেশ্য হলো সত্যিকারের প্রেম এবং তার জন্য নিজেকে বদলানো।

ভালই চলছিল সম্পর্ক। কিন্তু হঠাৎ একদিন সাধারণ কারণে ঝগড়া হয়। সে রাগ করে আমাকে ছাড়ে দেয়। আমি ভাবলাম রাগ একটু ঠান্ডা হোক, দেখা করব, সব ঠিক হবে। কিন্তু সে রাগ থামার আগেই বিয়ে করে ফেলে। আমি নিজেকে খারাপ মনে করি, ভাবি—দূরে থাকাই ভালো।

পরে জানতে পারি, তার অন্য এক ছেলের সাথে বহু দিনের প্রেম ছিল। সেই প্রেম থেকেই সে বিয়ে করেছে। ক্যাম্পাসে দুইজন ছেলের সাথেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তখন আমি ভাবলাম, আমি কে তার জীবনে—সত্যিকারের প্রেমিক নাকি শুধু একটা অধ্যায়। তার বিয়ের পর বাকি দুই প্রেমিকের সাথে আমার কথা হয়। তারা একসাথে গল্প করতো, পার্কে যেতো। তারা বলেছে—সে শুধু তাদের স্বার্থের জন্য ব্যবহার করেছে। শুনে আমি চমকে গেলাম, এক ক্যাম্পাসে এত প্রেম-প্রেম, ধরা পড়ার বিন্দুমাত্র ভয় ছিল না। না ধরা পড়ার ভয়, না আল্লাহর ভয়।

আমার মায়ের সাথে তার কথা বলিয়ে দেই। যেহেতু থাকে আমার বিয়ে করার উদ্দেশ্য। আমার সাথে তার শারীরিক মিলামেশা হয়েছে, এমনকি ইনফেকশনও হয়েছে। এতকিছু সত্ত্বেও আমি তার হতে পারিনি। মনে মনে ভাবি—হায়রে, এত ভালোবাসা, এত ত্যাগ, তারপরও আমি তার না। আমার মা এখনো কলে তার খোঁজ নেন। আমি বলি, সে অনেক ব্যস্ত, CSE তে পড়ে, তো অনেক চাপ। জানি না, এমন মিথ্যা আর কতদিন বলবো।

আগের প্রেম, শারীরিক মিলামেশা—সব ভুলে, নিজেকে দায়ী মনে করে তাকে ক্ষমা করেছি। তার সুখ চাই, যদিও সে আমাকে প্রতারিত করেছে। শেষেই বলতে চাই, সবাই সাবধান। প্রতারণা, মিথ্যা চরিত্র, রাগ আর ধোঁকা সবসময়ই থাকে। আমাকে ভাঙলেও আমি শিখেছি, আর এমন পরিস্থিতিতে আর পড়তে চাই না।

সবাই সাবধান হোন। বিশ্ববিদ্যালয়ের মেয়েদের প্রেমে পড়তে গেলে সতর্ক থাকুন। সবাই যে সত্যিকারের ভালোবাসা দেয়, তা নয়। প্রতারণা, মিথ্যা চরিত্র, রাগ আর ধোঁকা সর্বদা থাকতে পারে। নিজের জীবন, মন এবং মানসিক শান্তির জন্য বুদ্ধি এবং সাবধানতা জরুরি।

Name: মিতু🥰Department : LLBপ্রিয় কিরনময়ি❤️ ঘূর্নায়মান সন্ধ্যার অপরূপ রূপের মাধুর্য ধরে রাখার ক্ষমতা আমার হৃদয়ের নেই। এই ...
24/08/2025

Name: মিতু🥰
Department : LLB

প্রিয় কিরনময়ি❤️
ঘূর্নায়মান সন্ধ্যার অপরূপ রূপের মাধুর্য ধরে রাখার ক্ষমতা আমার হৃদয়ের নেই। এই অনুভূতি প্রকাশের কোনো ভাষা আমার জানা নেই। জানা নেই তোমার মনের গোপন রহস্য। বুঝতে পারি না তোমার তিক্ষ্ণ চোখের পেছনে কতটা মায়া। তবে জানি, ভালোবাসার অন্তহীন বিবর্তনের মধ্যেও সুখ উঁকি দেয় মনের কোণে।
দুটি মনের উত্তেজনা, অব্যক্ত কথা, একটু দেখার আকাঙ্ক্ষা, একসাথে থাকার নেশা, নরম ভালবাসা, সেই ভালোবাসা যা স্বপ্ন ছোঁয়ার নাম, আমার অজ্ঞ হৃদয় আজ গভীরভাবে উপলব্ধি করেছে। একটু পরেই নীল আকাশে নরম সূর্য ছড়িয়ে পড়ে।
একইভাবে তোমার ভালবাসা আমার নিউরনের প্রতিটি কণায় প্রেমের বার্তা ছড়িয়ে দিচ্ছে। কখনো হাতে কাঠগোলাপ তুলে দিইনি বলে কি বুঝতে পারোনি আমার হৃদয়ের অনুভূতি?
আমি ভাবতাম যে ভালোবাসা বোঝা যায়, দেখে, শুনে, পছন্দ করে, পাওয়া যায়, তখনই ঘটে। তবে না, ভালবাসা হঠাৎ, নিঃশব্দ, নির্জন, নিরব। ভালবাসা ভালোবাসা বা মুগ্ধতার ভিত্তিতে জন্মগ্রহণ করে। যতক্ষণ প্রেম প্রকাশ না করা হয় ততক্ষণ তা মন জ্বলতে থাকবে।
হয়তোবা কখনো দেখা হবে না, কথাও হবে না । তারপর হয়তো একদিন দেখা হবে। তখন আমার আবেগের চাহনি দেখে বুঝে নিয়ো ভালোবাসার গভীরতা।
‌তোমাকে ভালোবেসে ফেলেছি" পৃথিবীতে এর চেয়ে বড় আত্মসমর্পণ দ্বিতীয় আর কিছুই নেই।তোমার দিকে তাকিয়ে,একটা জীবন অনায়াসে পার করে দেওয়া সম্ভব প্রিয়!❤️
কি দিবেতো😊😊?

ভাইয়াটা খুবই জোস, শুধু হুটহাট চেতনা দন্ড ধরে রাখতে হয়🙃
24/08/2025

ভাইয়াটা খুবই জোস, শুধু হুটহাট চেতনা দন্ড ধরে রাখতে হয়🙃

Name: Jannatul Fardushe Fatema Dept: Mechanical আমি কে সেটা হয়তোবা কখনো বলতে পারবোনা, কারন খুব কাছাকাছি ই থাকি সবসময় তোম...
20/08/2025

Name: Jannatul Fardushe Fatema
Dept: Mechanical

আমি কে সেটা হয়তোবা কখনো বলতে পারবোনা, কারন খুব কাছাকাছি ই থাকি সবসময় তোমার। তোমাকে ভালোবাসা বা পছন্দ করা বৃথা জানি আমি কিন্তু মন তো আর বাধা রাখা যায়না তাই তোমাকে জানালাম।জীবনে তোমাকে সামনাসামনি কখনো বলতে পারবোনা, আমি এতোটুকু ভাবনা ছাড়াই বলতে পারি তুমি ডিপার্ট্মেন্টের সবচেয়ে সুন্দর আর স্নিগ্ধ একটা মেয়ে তবে মাঝে মধ্যে পাগলামি করো যেটা তোমার প্রতি আরো দূর্বলতা সৃষ্টি করে,তোমার জন্য আমার দুইটা কমপ্লিমেন্ট সেটা হলো তোমার মন একটা পুরো আকাশ আর সাগর এর মতো পরিষ্কার।খুবই জেনুইন তুমি, খুব ভালোবাসতে পারো। মানুষ কখনো খারাপ হইতে চায়না কিন্তু তুমি তোমার কাছের মানুষদের জন্য খারাপ হইতেও পিছু পা হওনা। এটা তোমার প্রথম কমপ্লিমেন্ট। আর দ্বিতীয়টি হচ্ছে তুমি খুব সোজাসাপ্টা কথা বলো কিচ্ছু চিন্তা করোনা। তবে তোমার সবচেয়ে খারাপ দিক হচ্ছে তুমি খুব ইমোশনাল আর বদমেজাজি।বিশ্বাস কর পারলে তোমাকে প্রপোজাল দিতাম, তোমাকে সবাই বুঝতে পারবে না কিন্তু যারা পারবে তারা ছেড়ে যাবেনা কোনদিন। অনেক দিন লক্ষ্য করে বলছি কথাগুলো.। বাধা ধরা না থাকলে অনেকগুলো মানুষ তোমাকে প্রপোজাল দিতো,আমিও করতাম জানিনা এক্সেপ্ট করতা কিনা। তোমাকে ভালোবাসি। আমি তোমার খুব কাছে থাকি কিন্তু দূর থেকে ভালোবাসি,আমাকে খোজার চেষ্টা করোনা প্লিজ। একটা কথাই বলব আমি সেই নিল শার্ট ,কি? প্রিয় রং টা তোমার? আমাকে নিয়ে হাসাহাসি করবানা আপু।
তোমার কোন এক নীল শার্ট পরা ভাইয়া🫰

14/08/2025

নাম. ফারিয়া ফারজানা
ডিপার্টমেন্ট, বি এস সি ইন্জিনিয়ারিং সিভিল

প্রতারক মেয়ে😡

একটা ছেলের সাথে ৫ বছর সম্পর্ক করছে এখনো কন্টিনিউ
এর ভিতর প্রবাসী একটা ছেলেকে দুই বছরের আগে বিবাহ করে
এবং গেছে ১৫ তারিখ তার বেবি হইছে
কিন্তুুু তার বয় ফ্রেন্ড কিছুই জানে না কেমন খেলা খেলছে গেম এমন কাজ করবে তার বয় ফ্রেন্ড বুজতে পারে নাই,
বোরকা পরে তাকে মনে করছে ভদ্র নম্র মেয়ে
কেউ দেখলে তাকে ভদ্র না বলে পারবেন না
এমন কি সে সোনারগাও বিশ্ববিদ্যালয়ের একজনের সাথে সম্পর্ক করতো,,
তার বয় ফ্রেন্ড কিছুই করে নাই আল্লাহর ছেড়ে দিছে,,
পোস্ট করার কারন কেউ যেন এমন ভাবে কারো জীবন নিয়ে না খেলে,,

Address

Farmgate, Dhaka
Tejkunipara
1213

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sonargaon University Crush & Confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category