Legal solution 24

Legal solution 24 Welcome "Legal solution 24 " Official page. This is your trusted legal advisor.

03/07/2025

গোধূলির আবছা আলোয়, মেঘে ঢাকা আকাশ আর জলের মিতালিতে, লঞ্চের দোলায় ঢাকা থেকে চাঁদপুরের পথে এক দারুণ অভিজ্ঞতা। দিগন্তে মিলিয়ে যাচ্ছে দিনের শেষ রেখা, আর ভেসে আসছে নোনা জলের মিষ্টি হাওয়া। প্রকৃতির এই শান্ত রূপের সাথে, মন ভরে উঠছে অনাবিল প্রশান্তিতে। ❤️

03/07/2025

আবারও নতুনভাবে শুরু করছি — Legal Solution 24! ⚖️

আপনাদের ভালোবাসা ও অনুপ্রেরণায় Legal Solution 24 এবার নতুন রূপে, আরও গুছানোভাবে ফিরে আসছে!

আমরা প্রতিটি গুরুত্বপূর্ণ আইনি বিষয়ে ধারাবাহিক ও বিস্তারিত আলোচনা উপহার দিতে চাই — যেন সাধারণ মানুষও সহজভাবে আইনি জ্ঞান লাভ করতে পারে।

👉 আগের চেয়ে আরও তথ্যভিত্তিক
👉 আরও স্পষ্ট ও বিশ্লেষণধর্মী
👉 বাস্তব উদাহরণসহ উপস্থাপন

আমাদের লক্ষ্য— “আইন হোক সবার জন্য সহজ ও বোধগম্য।

https://youtube.com/?si=KnWzVsfImAMyoC6F

আপনারা পাশে থাকুন, সাবস্ক্রাইব করে আমাদের চলার পথকে সুদৃঢ় করুন।

আপনার একটি শেয়ার হতে পারে কারো সচেতনতার নতুন পথ।

#আইনি_সচেতনতা #বাংলাদেশের_আইন #ধারাবাহিক_আলোচনা

দেওয়ানী মামলা দায়ের করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন?দেওয়ানী মামলা দায়ের করার আগে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র প্রস্তুত রাখা জ...
02/07/2025

দেওয়ানী মামলা দায়ের করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন?

দেওয়ানী মামলা দায়ের করার আগে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র প্রস্তুত রাখা জরুরি।

নিচে উল্লেখযোগ্য ডকুমেন্টসগুলোর তালিকা দেওয়া হলো—

✅ মূল দলিল (রেজিস্ট্রার্ড দলিল/হিবাহ/বায়না ইত্যাদি)
✅ নামজারি খতিয়ান / CS, SA, RS খতিয়ান
✅ বিআরএস খতিয়ান (যদি থাকে)
✅ মৌজা ম্যাপ / হাল ও পুরাতন দাগ অনুযায়ী নকশা
✅ দখলের প্রমাণ (উত্তরাধিকার সনদ, জমা খারিজ, কর রশিদ, দখলপত্র)
✅ নোটিশ/লিগ্যাল নোটিশের কপি (যদি প্রদান করা হয়ে থাকে)
✅ ছবি ও জাতীয় পরিচয়পত্র
✅ প্রয়োজনীয় হলে স্থানীয় ইউপি চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়নপত্র
✅ আদালত ফি ও স্ট্যাম্প
✅ পাওয়ার অব অ্যাটর্নি (যদি কাউকে নিয়োগ দেন)

🧑‍⚖️ মনে রাখবেন, সঠিক ডকুমেন্টস না থাকলে মামলা দুর্বল হতে পারে।

📌 আইনি পরামর্শের জন্য যোগাযোগ করুন:
Advocate Saddam & Associates
📍 মধ্য বাড্ডা, ঢাকা | 📞 01953-335544 (WhatsApp)

#দেওয়ানী_মামলা #আইনি_জ্ঞান #জমি_বিবাদ #বাংলাদেশ_আইন #মামলার_তথ্য

শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাইব্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস (কাজল) সাহেবকেআলহামদুলিল্লাহ। দেশের একজন সচেতন, দায়িত্বশীল ও মানব...
26/06/2025

শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই

ব্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস (কাজল) সাহেবকে

আলহামদুলিল্লাহ। দেশের একজন সচেতন, দায়িত্বশীল ও মানবিক আইনজীবী হিসেবে ব্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস (কাজল) সাহেব আবারও প্রমাণ করলেন, মানুষের পাশে দাঁড়ানোই আইনপেশার প্রকৃত সৌন্দর্য।

এইচএসসি পরীক্ষার্থী আনিসা আহমেদ-এর পারিবারিক সংকট, বিশেষত তার বাবার ইন্তেকালের পর অসুস্থ মায়ের একমাত্র ভরসা হিসেবে তার সংগ্রাম এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে উদ্ভূত জটিলতা অত্যন্ত সংবেদনশীল একটি বিষয় ছিল। এই প্রেক্ষাপটে ব্যারিস্টার সাহেবের আন্তরিক যোগাযোগ, কলেজের অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান স্যার ও পরিবারের সঙ্গে আলোচনাপূর্ণ সমন্বয়, এমনকি পূর্ববর্তী একটি আইনি নজির তুলে ধরা — নিঃসন্দেহে শিক্ষার্থী ও তার পরিবারের প্রতি এক অসাধারণ সহানুভূতির দৃষ্টান্ত।

আমরা হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল-এর পক্ষ থেকে ব্যারিস্টার কাজল সাহেবকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাঁর এই মানবিক উদ্যোগ, সাহসিক অবস্থান ও আইনি সহযোগিতার প্রতিশ্রুতি আমাদের সমাজে একটি আশার আলো দেখায় — যেখানে একজন পরীক্ষার্থী কেবল আইন নয়, ভালোবাসা, দায়িত্ব ও সম্মিলিত চেষ্টার শক্তি পেয়েছে।

আমরা বিশ্বাস করি, শিক্ষা মন্ত্রণালয় এবং ঢাকা শিক্ষা বোর্ড যথাযথ মানবিক বিবেচনায় আনিসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, যাতে সে নিশ্চিন্তে বাকি পরীক্ষাগুলো সম্পন্ন করে তার শিক্ষা জীবন অব্যাহত রাখতে পারে — কোনো আদালতের দ্বারস্থ হওয়া ছাড়াই।

আপনার এ মহান উদ্যোগ সকল আইনজীবী, নীতিনির্ধারক ও নাগরিক সমাজের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।

শুভকামনায়,
হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল
২৬শে জুন, ২০২৫।

সৌদি প্রবাসী দুই ব্যক্তির ডিভোর্স পেপারস সম্পন্ন করেছি এবং যথাযথ আইনিভাবে প্রক্রিয়া শেষে প্রেরণ করেছি।👉 একজনের ক্ষেত্রে ...
20/06/2025

সৌদি প্রবাসী দুই ব্যক্তির ডিভোর্স পেপারস সম্পন্ন করেছি এবং যথাযথ আইনিভাবে প্রক্রিয়া শেষে প্রেরণ করেছি।
👉 একজনের ক্ষেত্রে স্ত্রী পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ার পর প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছিল।
👉 আরেকজনের ক্ষেত্রে স্ত্রী পরকীয়া ও মানসিক নির্যাতনে অভিযুক্ত ছিলেন।

📌 বিঃদ্রঃ: ডিভোর্স প্রদান ও প্রক্রিয়াকরণের পূর্বে তারা প্রয়োজনীয় প্রমাণ ও ডকুমেন্টস সরবরাহ করেছেন, যা আইনিভাবে যাচাই করা হয়েছে।

🔑 পরকীয়া ও মানসিক নির্যাতন দাম্পত্য জীবনে মারাত্মক বিভাজন সৃষ্টি করে। এই বিষয়ে সকলের আইনগত সচেতনতা থাকা একান্ত প্রয়োজন।
পরকীয়া সংক্রান্ত আইন ও অধিকার বিষয়ক সচেতনতামূলক আলোচনা খুবই জরুরি।

✅ যেকোনো আইনি পরামর্শ ও সমাধানের জন্য অভিজ্ঞ আইনজ্ঞদের পরামর্শ গ্রহণ করুন।
📌 দাম্পত্য সমস্যা হলে আইনগত

বিবাদ থেকে বন্ধন: কেরানীগঞ্জ কারাগারে ধর্ষণ মামলার বাদী ইডেন মহিলা কলেজের সাবেক শিক্ষার্থী ইসরাত জাহান প্রিয়াকে বিয়ে করল...
20/06/2025

বিবাদ থেকে বন্ধন: কেরানীগঞ্জ কারাগারে ধর্ষণ মামলার বাদী ইডেন মহিলা কলেজের সাবেক শিক্ষার্থী ইসরাত জাহান প্রিয়াকে বিয়ে করলেন গায়ক মাইনুল আহসান নোবেল।

আদালতের নির্দেশে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বৃহস্পতিবার তাদের রেজিস্ট্রি কাবিননামা সম্পন্ন হয়। আলোচিত এই গায়ক ও মামলার বাদীর এই বিয়ে যেন 'বিবাদ থেকে বন্ধনে' রূপ নেওয়ার এক ব্যতিক্রমী অধ্যায় হয়ে রইল।

05/06/2025

একটি ছোট শিশু ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাচ্ছিল। হঠাৎ করে কিছু বেওয়ারিশ কুকুর তার সামনে এসে পড়ে। তখন সে উচ্চ স্বরে বলে ওঠে:
"আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, এবং মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহর রাসূল।"
এই কথা বলার পর কুকুরগুলো তাকে ছেড়ে চলে যায়।

সুবহানাল্লাহ।

ফৌজদারি কার্যবিধিতে বড় ধরনের সংস্কারের উদ্দেশ্যে আইন মন্ত্রনালয়ের আয়োজনে আলোচনা সভা চলছে।
03/06/2025

ফৌজদারি কার্যবিধিতে বড় ধরনের সংস্কারের উদ্দেশ্যে আইন মন্ত্রনালয়ের আয়োজনে আলোচনা সভা চলছে।

02/06/2025

দীর্ঘ ১ যুগ পর বিশিষ্ট আলেমে দ্বীন হজরত মাওলানা আকবর আলী সাহেব ফাঁসির সেল থেকে ফিরে এসেছেন। আমাদের ও তার পরিবারের বহুদিনের একটা দুঃখের সমাপ্তি হলো।

১৩ সালে মাওলানাকে আদালত জমিন কেনসেল করে জেলে পাঠিয়ে দেয় । অথচ মিথ্যা এ মামলায় লাগাতার ১২ বছর আদালতে হাজিরা দিয়ে আসছিলেন মাওলানা ।
কাশিমপুর কারাগারে আমরা তাকে বরণ করে ছিলাম। এর কয়েকদিন পরই তার ফাঁসির আদেশ দেয়া হয়।
১৬ সালে আমি করাগার থেকে বের হয়ে অনলাইনে, অফলাইনে এ বিষয়ে অব্যাহত কথা বলে সকল মহলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে আসছিলাম।

এ মামলায় এখনো আরো কয়েকজন জন আলেম কারাবন্দী রয়েছেন। সকল আলেমকে সাজা কমিয়ে ১০ বছর জেল দেয় হাইকোর্ট।

উদীচীপন্থীদের খুশি করার জন্য হাসিনা এসকল আলেমদেরকে বলির পাঁঠা বানিয়ে ছিলো। আর বর্তমানে হাইকোর্ট সাজা কমিয়ে দৃশ্যতঃ করুণা অথবা ইনসাফ করছে মনে হলেও অভিযোগ ঠিকই প্রয়োগ করলেন, অথচ সকল আলেমের বেকসুর খালাসের কথা।গোয়েন্দা সংস্থা গুলোও ভাল করে জানে এ মামলার হকিকত।

এখন জরুরি কথা হলো মাদানি নগর মাদরাসার কর্তৃপক্ষকে একটা সংবাদ সম্মেলন করে (হেফাজতে ইসলাম সহ ওলামা সমাজেকে সম্পৃক্ত করে) বিস্তারিত ব্রিফিং করা উচিত- কিভাবে কারা কেন তাকে ফাঁসিয়েছেন, কিভাবে এতবড় একটা মিথ্যচার আলেমদের বিরুদ্ধে চাপিয়ে দেয়া হলো।

সহজ-সরল এ আলেমের পরিবার এবং বিখ্যাত তবে নিরীহ তাঁর প্রতিষ্ঠান হয়তো অনভিজ্ঞতার কারণে এটা ঝামেলা মনে করতে পারেন।
তবে আমরা সময়মত এসব সত্য তুলে ধরবো ইনশাআল্লাহ, যেন এ একটা কেইস স্টাডির মাধ্যমে অসংখ্য বানোয়াট জঙ্গি মামলার মুখোশ উম্মোচিত হয়।
তবে আপাততঃ এতটুকু জানিয়ে রাখি যে,একজন পরিচিত শত্রু তাকে এ মামলায় ফাঁসান। পুলিশ মাওলানাকে ব্যাপক নির্যাতন করে একটা মিথ্যা ১৬৪ করায় ফরমায়েশি আদালতের মাধ্যমে। তখন ২০০১ সালের এপ্রিল / মে মাস। আওয়ামী সরকার ক্ষমতায়।
কোন সাক্ষী ছাড়াই কেবলমাত্র একটি ১৬৪ এর ভিত্তিতে কিছু ব্যক্তির বিরুদ্ধে এতবড় জঘন্যতম শাস্তি! এ কেমন এক বিচারিক বর্বরতা!!

বাংলাদেশে এমন বহু সত্য চাপা পড়ে আছে প্রোপাগান্ডা আর সন্দেহের জগদ্দল পাথরের নীচে।
আফসোস আমাদের প্রচারণার হাত দুর্বল।

02/06/2025

📌 ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ কর–মূসক নির্দেশনা

✅ হালাল উপার্জনের অন্যতম মাধ্যম হলো ব্যবসা।
কিন্তু মুনাফা বাড়াতে হলে যেমন আয় বাড়ানো দরকার, তেমনি আইন অনুযায়ী কর ও মূসক (ভ্যাট) পরিশোধে সচেতন হওয়া অপরিহার্য।

🔶 বাংলাদেশে ব্যবসার ৩টি মূল কাঠামো:
1️⃣ প্রোপাইটরশীপ (একক মালিকানা)
2️⃣ পার্টনারশীপ (যৌথ মালিকানা)
3️⃣ রেজিস্টার্ড কোম্পানি

🔍 কর ও মূসক পরিপালনে যে বিষয়গুলো মনে রাখবেন:

📁 উৎসে কর কর্তন ও উইথহোল্ডিং রিটার্ন:
→ উৎসে কর্তন করে প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে জমা দিন
→ ২৫ তারিখের মধ্যে উইথহোল্ডিং রিটার্ন দাখিল করুন

💰 অগ্রিম কর প্রদান (If income > 6 lakh):
→ চার কিস্তিতে পরিশোধ করতে হবে:
15 Sep | 15 Dec | 15 Mar | 15 Jun

📊 অডিট রিপোর্ট:
→ কোম্পানির রিটার্নের সঙ্গে নিরীক্ষিত হিসাব দাখিল বাধ্যতামূলক

📆 বার্ষিক রিটার্ন জমা:
→ ব্যক্তি: ৩০ নভেম্বর
→ কোম্পানি: আয়বর্ষ শেষের সপ্তম মাসের ১৫ তারিখ

📌 মূসক (ভ্যাট) বিষয়ক নির্দেশনা:

🧾 ভ্যাট নিবন্ধন:
→ নির্দিষ্ট সীমা অতিক্রম করলে অনলাইনে আবেদন করে নিবন্ধন নিন (FORM 2.1)

📄 চালান প্রদান:
→ প্রতি বিক্রিতে মূসক ৬.৩ চালান ইস্যু করতে হবে

🗂️ রেকর্ড সংরক্ষণ:
→ মূসক ৬.১, ৬.২, ৬.২.১ – ৫ বছর পর্যন্ত সংরক্ষণ বাধ্যতামূলক

📣 আইন না জানার অজুহাত আপনাকে দায়মুক্তি দেয় না!
সঠিক সময়েই রিটার্ন দাখিল ও পরিপালন নিশ্চিত করুন – কমান করের ঝামেলা, বাড়ান লাভ।

🚀 ব্যবসায়িক সফলতা শুধু আয় বৃদ্ধির ওপর নয়, বরং আইনি পরিপালন ও সঠিক কর ব্যবস্থাপনার ওপরও নির্ভর করে। সঠিক সময়ে রিটার্ন দাখিল, অগ্রিম কর পরিশোধ, রেকর্ড রক্ষণাবেক্ষণ ইত্যাদি বিষয়গুলো মেনে চললে আপনার প্রতিষ্ঠান ঝামেলা ছাড়াই নিয়মিতভাবে পরিচালনা করা সম্ভব হবে।💙

02/06/2025

গ্রাম অঞ্চলের মা বোনদের গোসলের ভিডিও ধারণ করা হতো গোপনে। সেই ভিডিও আপলোড করা হতো টেলিগ্রামে।এমন অভিযুক্ত চারটি চ্যানেল রি*মু*ভ করা হয়েছে আইনীভাবে।আলহামদুলিল্লাহ।


08/11/2023

দুই সেজদার মাঝখানে গোপন একটি দোয়ার পাঁচটি মহাপুরুষ্কার
#জাকারিয়া_মাহমুদ #ইসলামী_প্রশ্নোত্তর

Address

Paltan
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Legal solution 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Legal solution 24:

Share