
16/07/2025
✅একজন আদর্শ শিক্ষকের গুণাবলি♻️
একজন আদর্শ শিক্ষক শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান দেওয়াই নয়, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও বাস্তব জীবনের জন্য প্রস্তুত করতেও অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি হন সৎ, ধৈর্যশীল ও আন্তরিক। তাঁর আচরণে থাকে নম্রতা, দায়িত্ববোধ ও ভালোবাসা। তিনি ছাত্রছাত্রীদের চিন্তা করার সুযোগ দেন, ভুল ধরিয়ে দেন সহানুভূতির সঙ্গে। একজন আদর্শ শিক্ষক শ্রেণিকক্ষে পরিবেশকে প্রাণবন্ত করে তোলেন এবং প্রতিটি শিক্ষার্থীর প্রতি সমান মনোযোগ দেন। তিনি সবসময় শিখতে আগ্রহী এবং নিজেকে হালনাগাদ রাখেন। তাঁর সবচেয়ে বড় গুণ হলো— তিনি ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করেন স্বপ্ন দেখতে ও সেই স্বপ্ন পূরণের সাহস জোগান। তাই একজন আদর্শ শিক্ষক সমাজ গঠনের প্রকৃত কারিগর।