সূন্নাহ ইজ দ্যা বেস্ট

সূন্নাহ ইজ দ্যা বেস্ট ইতিবাচক চিন্তারা দেয় জীবনের আশ্বাস, নেতিবাচক চিন্তাগুলি চেপে ধরে নিশ্বাস।
(2)

22/08/2024

ফিকির চলছে,
দোয়া চাই।

22/08/2024

যারা বন্যা কবলিত এলাকায় যাচ্ছেন বা আগামীতেও যাবেন, তারা সর্বস্তরের মানুষের কাছে এটাও তুলে ধরুন যে, ভারত আমাদের চিরশত্রু। এই দুর্গতির পেছনে মূলত তারাই দায়ী।

আব্দুল্লাহ আল মাসুদ হাফিঃ

এই গ্রাম নিয়েই চিন্তা আমার
13/06/2024

এই গ্রাম নিয়েই চিন্তা আমার

বাকিটা ইতিহাস।
12/06/2024

বাকিটা ইতিহাস।

কারো জুতা চে/ টে নিজের পরিচয় তৈরি করার চেয়ে,নিজের জুতা ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা বেশি সম্মানজনক!🥰🥰🥰
08/06/2024

কারো জুতা চে/ টে নিজের পরিচয় তৈরি করার চেয়ে,
নিজের জুতা ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা বেশি সম্মানজনক!🥰🥰🥰

03/06/2024

😭😭😭😭😭😭😭

03/06/2024

ফেইজবুকে ঢুকলেই শুধু দেখি ঞ্জানী মানুষ।
কিন্তু তলী খুজলে পাওয়া জায় তল ফুডা।
আকাম বাদ দিয়া কর্ম খুজে ইনকামের ধান্দা করেন।কাজে দেবে।

03/06/2024

মুহতামীম ও পরিচালক
কি জিনিস জানেন
----------------------------------------------------------------------------
১। যে ২৪ ঘন্টা মাদ্রাসার চিন্তা মাথায় নিয়ে ঘুরে।

২।পাহাড় সমপরিমাণ ধৈর্য ও সহমমিতা নিয়ে যিনি চলাচল করে ।

৩। নিজের সুখ- চিন্তা আরাম আয়েস বাদ দিয়ে উস্তাদ ও ছাত্রদের কল্যাণে যিনি নিয়জিত থাকে।

৪। নিজের জন্য যে মানুষটি কখনো মানুষের কাছে হাত পাতেনি,,, সেই মানুষটি অনায়াসে মানুষের কাছে মাদ্রাসার জন্য সাহায্য প্রার্থনা করে।

৫। উস্তাদ ছাত্র অভিভাবকের সকল অভিযোগ দেওয়া ও শোনার পর,,, সবাইকে খুশি রেখে সমাধান করে ।

৬। নিজে মাসিক বেতন /হাদিয়া পাক আর না পাক শিক্ষকদের বেতন পরিশোধ করে।

৭। মাদ্রাসার উন্নয়নের জন্য মানুষের কাছে যে ব্যক্তিটি সাহায্য চায় ও আল্লাহর কাছে প্রার্থনা করে ।

৮। দিনরাত ২৪ ঘন্টার যে কোনো সময় মাদ্রাসায় কোনো সমস্যা হলে,, তাৎক্ষণিক যে লোকটি মাদ্রাসায় উপস্থিত হয় ।

৯। হাজারো কষ্ট বুকে চেপে যে মানুষের সাথে হাসিমুখে কথা বলে ।

১০৷ শত ষড়যন্ত্র ধৈর্যের সাথে মোকাবিলা করে ।

১১। মাদরাসার সকল বদনাম মাথায় নিয়ে সবসময় ঘুরাঘুরি করে কিন্তু কাউকে কষ্ট দেয় না ।

১২। মাসিক ছুটি থাকার পরেও বিনা প্রয়োজনে ছুটি না কাটিয়ে মাদরাসায় পড়ে থাকে ।

১৩। নিঃস্বার্থে স্বার্থপরদের ভালোবাসে ।

১৪। পারিবারিক যায় ঝামেলা এড়িয়ে চলে, মাদরাসার উন্নয়ন প্রকল্পে সময় দেয় ।
হে আল্লাহ সকল মুহতামিমদের কে,এখলাসের সাথে মেহনত করার তৌফিক দান করুন আমীন...🤲

02/06/2024

ফাইজলামি, আয়রনি, ফ্যান্টাসি, আবেগ, জজবা বাদ দিয়া আগে উরাধুরা টাকা (হালাল) কামাও, বুঝলা? অন্যথায় কোথাও তোমার দাম নাই। টাকা থাকলে সবখানেই স্পেইস পাইবা, টাকা না থাকলে তোমারে কেউ পাত্তাই দিবে না। এই নির্মম বাস্তবতা যত দ্রুত বুঝবা, অর্থ উপার্জনে যত তাড়াতাড়ি মনোযোগ দিবা, ততই ভালো।

বিঃ দ্রঃ আমি দুনিয়ার দিকে দাওয়াত দেইনি- এটা জাস্ট সমাজের চিত্র।

আমাদের সম্পদ হোক আব্দুর রহমান ইবনে আউফ, উসমান ইবনে আফফান, আবু বকর রা: এর মতোই। সেগুলো দিয়ে আমরা যেন আখিরাত কামাই করতে পারি। দুনিয়ার ফিতনা থেকে আল্লাহর কাছে পানাহ চাই।

— আবু খাদিজা

30/05/2024

গোরা মজবুত করি সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ

29/05/2024

কিছু একটা করেন,
হয়তো লেখাপড়া নয়তো করি পয়সা।

29/05/2024

আপনার যে যোগ্যতা আছে তা নিয়ে এগিয়ে জান ,
সফল আপনি হবেনি ইংশাআল্লাহ।

গাছ যখন লাগিয়ে ছেন,
ফুল/ফল তখন পাবেনি ইংশাআল্লাহ।

হয়তে জিতবে নয়তো শিখবে...

Address

Tejkunipara

Alerts

Be the first to know and let us send you an email when সূন্নাহ ইজ দ্যা বেস্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সূন্নাহ ইজ দ্যা বেস্ট:

Share

Category