05/09/2025
সারা বিশ্ব যেখানে ঈদে মিলাদুন্নবী ( সাঃ) পালন করে
বছরের পর বছর পালন হয়ে আসতেছে তার সাথে বাংলাদেশে ও পালন হয়ে আসতেছে সেটা এখন বন্ধ করতে চায় তৌহিদী জনতা। প্রশাসন এখন এগুলো দেখেনা কারা উস্কানি দাতা, তৌহিদী জনতা কারা, তাদের কাজকর্ম কি, উগ্রবাদী কারা, জোর যার রাজ্য তার? নাকি প্রশাসন সরকারিভাবে কোন ব্যবস্থা নেবে?এই ধরনের জুলুস জায়েজ হয় কিভাবে?
এভাবে ইসলামে কি জুলুস করা জায়েজ? নাকি নিজের বেলায় ষোলআনা আরেকজনের বেলায় বারোয়ানা? তৌহিদী জনতা নামের উগ্রতা ছড়িয়ে করলে জায়েজ। আর নবীর মহব্বতে ১২ ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (সাঃ) জুলুস বের করলে নাজায়েজ এ কেমন ব্যাখ্যা?
ব্রাহ্মণবাড়িয়া কওমি ভাইদের বলছি!
মতের অমিল হতেই পারে তাই বলে এভাবে উগ্রতা ছড়াবেন?
মতের অমিল হলে এভাবে উগ্রতা ছড়ালে এদেশে কোন একদিন মতানৈক্যের স*হিং*স্র*তাই ধ্বং*স*স্তূপে পরিণত হবে! আপনার যদি ঈদে মিলাদুন্নবীতে রেলি করতে অসুবিধা হয় না করেন সেটা আপনার ব্যাপার!
আপনারা দাওরায়ে হাদিস মাস্টার্স এর সনদ পেয়ে জুলুস করতে পারেন?
পহেলা বৈশাখে জুলুস করতে পারেন?
মামুনুল হক সাহেব জে*ল থেকে বের হলে জুলুস করতে পারেন এবং ঈদ মোবারক বলতে পারেন?
কিন্তু বড়ই পরিতাপের বিষয় সুন্নিরা যখন প্রিয় নবীর আগমনে পবিত্র ঈদে মিলাদুন্নবীতে আনন্দ রেলি করে তখন আপনাদের গায়ে আ*গুন লেগে যায় কিন্তু কেন ভাই?
মতের অমিল হলে আপনি এলমি ভাষায় রথ করতে পারেন?
আমাদের মাযহাব চারটি চার মাযহাবের ইমামের একটু ভিন্ন ভিন্ন মত আছে তাই বলে কি হয়েছে?
কিন্তু যে বিষয়টিে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আপনারা এভাবে হুমকি দিতে পারেন না?
ইসলাম মানবতার ধর্ম ইসলাম শান্তির ধর্ম সুন্নতি পোশাক পরে আপনারা যা করেন এগুলো আপনাদের থেকে মানায় না।
চলোন হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে যার যার মানহাজের মতে চলি স*হিং*সতা মূলক আচরণ পরিহার করি।
তাহলে দেখবেন আগামী প্রজন্মকে একটি শান্তিপূর্ণ ইসলামী দেশ উপহার দিতে পারবেন। আমিন।