আকিদাহ Aqidah

আকিদাহ Aqidah ➡The aim of this page is to spread the true 'Aqiday' true message of 'islam' to all the people.👳‍♀️

12/07/2025

ইমাম কাজী আয়ায (রহ.) উল্লেখ করেন, উলামায়ে কেরামের ইজমা তথা সম্মিলিত মত হচ্ছে দয়াল নবীজির শানে অপমান ও অসম্মানজনক কথা বলা ব্যাক্তি কাফের এবং এর বিধান হলো কতল করা। তার কুফরি ও আযাবের ব্যাপারে কেউ সন্দেহ করলে ওই ব্যাক্তিও কাফের।

09/06/2025

যোগ্য ব্যক্তি যোগ্য স্থানে গেলে বিনয়ী হয়
অযোগ্য ব্যক্তি যোগ্য স্থানে গেলে অহংকারী হবে এটাই তো স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয়, তাই ইসলামের নাম দিয়ে দলে ঢুকাবে চেষ্টা তাদের তাদের ব্যপারে সুরা মুনাফিক নাজিল করেছিল আল্লাহ পাক ,,! পদ পদবীর জন্য ঈমান বিক্রি করে ফেলবে তারা বেইমানের ইহুদীদের কাছে ,মুসুলমানদের সামনে আসলে বলবে আমরাও তো মুসুলমান আমরা চাই ইসলাম কায়েম হোক এটাই তাদের কৌশল সাবধান নামধারী লেবাসধারী মৌলবীর কাছ থেকে, আল্লাহ রহম করুন আমীন 🤲

04/06/2025

কোরবানী হবে বান্দার পক্ষ হতে মহান আল্লাহ তায়ালার নামে।
যদিও সমাজে প্রচলিত আছে অমুকের নামে তমুকের নামে কোরবানি দেয়া হয়েছে।
মূলত অমুত তমুকের পক্ষ থেকে আল্লাহ তায়ালার নামেই কোরবানি দেয়া হয়।।

জামায়াত ইসলাম এর প্রবর্তক মুনাফিক আবুল আলা মওদুদীর অনুসারী যখন খোদার নামের উপর "দাঁড়ি পাল্লা" বসায়-আমরা সুন্নীরা যখন আল্...
18/05/2025

জামায়াত ইসলাম এর প্রবর্তক
মুনাফিক আবুল আলা মওদুদীর অনুসারী যখন খোদার নামের উপর "দাঁড়ি পাল্লা" বসায়-

আমরা সুন্নীরা যখন আল্লাহ ও দয়াল নবীজির নাম পাশাপাশি লিখি তখন বাতিল ফেরকারা বস্তা ভরা শির্কের ফতোয়া মারে। অথচ কুখ্যাত মুনাফিক আবুল আলা মওদুদীর অনুসারীরা "আল্লাহ" নামের উপর "দাঁড়ি পাল্লা" বসিয়ে জামায়াত ইসলাম এর মনোগ্রাম বানিয়েছে। এখন কথা হলো, আল্লাহ্ নামের পাশে মুহাম্মাদুর রাসুলুল্লাহ ﷺ নাম লিখলে যদি শির্ক হয় তাহলে আল্লাহ নামের উপর দাঁড়ি পাল্লা বসিয়েছে তা কি শির্কে আকবর নয়?

আলহামদুলিল্লাহ। মাননীয় চেয়ারম্যান স্যারের বিরুদ্ধে বানোয়াট মিথ্যা মামলা প্রত্যাহার  করা হয়েছে।
09/05/2025

আলহামদুলিল্লাহ।
মাননীয় চেয়ারম্যান স্যারের বিরুদ্ধে বানোয়াট মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়েছে।

মির্জা গোলাম কাদিয়ানী নবুওয়ত বা নবী দাবির পূর্বে কোন মতবাদে বা ফেরকায় ছিল?গাইরে মুকাল্লিদদের জন্য এটি কীভাবে একটি গুরুতর...
06/05/2025

মির্জা গোলাম কাদিয়ানী নবুওয়ত বা নবী দাবির পূর্বে কোন মতবাদে বা ফেরকায় ছিল?

গাইরে মুকাল্লিদদের জন্য এটি কীভাবে একটি গুরুতর সতর্কবার্তা, আসুন বুঝি:
মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবুওয়তের মিথ্যা দাবির আগে যে আক্বীদা ধারণ করতেন, সেটি ছিল ওয়াহাবি/আহলুল হাদীস মতবাদ। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা বহু মানুষ জানতেও চায় না বা উপেক্ষা করে। তিনি কোনো একটি মাধহাবের তাকলীদ করতেন না এবং তার নিকাহও ছিল একজন আহলুল হাদীস ব্যক্তির মাধ্যমে সম্পন্ন।

এই সম্পর্কটি কোনো কাকতালীয় নয়। এই গোষ্ঠী, যা মুহাম্মদ ইবন আবদুল ওয়াহহাবের মতবাদ দ্বারা প্রভাবিত, প্রথাগত সুফী এবং সুন্নী উলামা কর্তৃক প্রতিষ্ঠিত নিয়মকানুনকে অস্বীকার করে এবং মহান নবী ﷺ এর প্রতি শ্রদ্ধা প্রদর্শনকে শিরক এবং বিদ‘আত হিসেবে আখ্যায়িত করে। ওয়াহাবি মতবাদ, যা নবী ﷺ এর আধ্যাত্মিক মর্যাদা এবং বিশেষ গুণাবলীকে অস্বীকার করে, ওনাকে সাধারণ মানুষের মতো দেখায়, তার খ্যাতি এবং আধ্যাত্মিক মর্যাদাকে খর্ব করে। কাদিয়ানীও এই দৃষ্টিভঙ্গি উত্তরসূরি হিসেবে গ্রহণ করেছিলেন। এর ফলে তিনি আরও বিপজ্জনক একটি পদক্ষেপে এগিয়ে গিয়েছিলেন: নবুওয়তের মিথ্যা দাবি করা।

নিজস্ব মতামত সহ নিজস্ব রায় প্রদানও এর জন্য দায়ী, এবং উপনিবেশকারীদের কাছ থেকে অর্থায়ন পাওয়া অবশ্যই এর মধ্যে অন্তর্ভুক্ত

যখন আমরা বাস্তব ইসলাম এবং নবী ﷺ এর প্রতি ভালোবাসা থেকে সরে এসে কঠোর এবং বিভ্রান্তিকর মতবাদ গ্রহণ করি, তখন সঠিক পথে চলার আশা ক্ষীণ হয়ে যায়। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আমাদের জন্য একটি দুঃখজনক এবং বিপজ্জনক উদাহরণ যে, এমন পথে গেলে আমরা কোথায় পৌঁছতে পারি।

আরও বিস্তারিত জানার জন্য দেখুন "The Qadiani Movement: A Critical Analysis" শাইখ মুহাম্মদ ইকবালের লেখা এবং "Mirza Ghulam Ahmad: A Study of His Life and Beliefs" মুহাম্মদ ইউনুস, এছাড়া Al-Balagh Journal থেকেও তথ্য পাওয়া যেতে পারে।
_________

Work written by S M Saif

Address

Tejkunipara

Telephone

+8801993219637

Website

https://www.youtube.com/@aqidahSunni1

Alerts

Be the first to know and let us send you an email when আকিদাহ Aqidah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আকিদাহ Aqidah:

Share