11/05/2025
পলাশ সাহার মৃত্যু আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছে শাশুড়ী আর ছেলের বউ এই দুই সম্পর্কের মধ্যে যতদিন প্রতিযোগিতা বন্ধ হবে নাহ ততদিন এমন ঘটনা ঘটেই যাবে।
মা আর বউ এই দুইটা শব্দ আলাদা।একজন ছেলের উচিত যেমন মা হিসেবে উনাকে সম্মান দেওয়া তেমনি পরের মেয়ে যাকে বিয়ে করে এনেছে তাঁকে তার সম্মান দেওয়া।যে পুরুষ এই ব্যালেন্স টা করতে পারে নাহ তারা দিনশেষে এমন স্টেপ নেই।
বউ মারা গেলে বউ পাওয়া যাবে মা মারা গেলে মা পাওয়া যাবে না এই নিম্নমানের চিন্তাধারা থেকে যতদিন সমাজ বেরিয়ে আসতে পারবে না ততদিন পারিবারিক অশান্তি ও শেষ হবে নাহ।আমাদের সমাজে এমন এক অবস্থা রয়েছে যে মা শত দোষ করলেও মা হিসেবে তাঁকে কিছু বলা যাবে না।কিন্তু বউ এর বেলায় পান থেকে চুন খসলে ও তার কোনো ক্ষমা নেই।মা আর বউ উভয়ই মানুষ ।সুতরাং তাদের দোষ ,গুণ, ভুল থাকতেই পারে।বউএর ভুল যেমন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় তেমনি যদি মায়েদের ভুল গুলো সময় মতো দেখিয়ে দেওয়া হতো তাহলে এত বিবাহ বিচ্ছেদ হতোই নাহ।এত মেয়ে জিন্দা লাশ হয়ে সংসার করত নাহ।যে সকল মা তার আদরের ছেলেকে বউয়ের সাথে সুখে শান্তিতে দেখতে পারবেন না টার ছেলেকে বিয়ে না দিয়ে আজীবন নিজের আঁচলের তলায় রেখে দেন।
আর এই মা গুলো কে কারা প্রশয় দেয় জানেন?? কিছু মাথাভর্তি গোবরওয়ালা পরিবারের লোকজন!!।
এরা বলবে -কি ব্যাপার ,আপনার ছেলেতো আর আপনার খোজ নেয় না নাকি? খালি কি বৌ বুকে নিয়ে ঘুরে বেড়ায়? নিশ্চিত বৌ খারাপ নয়তো বৌয়ের পরিবার খারাপ এজন্য ছেলেকে মা ছাড়া করছে!!
কেন ভাই? আগুনে ঘি না ঢেলে তুমি তো পারতে মাকে বোঝাতে! আরে এখনই তো ঘুরবার বয়স তাদের,তারা এখন ঘুরবে না তো কখন ঘুরবে? একটু ছাড় দিন দেখবেন হাতেই থাকবে ,ঘুড়ির সুতো বেশি টাইট দিলে আবার ছিড়ে যেতে পারে!!
না সেই পরামর্শ না দিয়ে এসব মাথামোটা লোকজন উল্টা আরো কলহ তৈরী করে দেয় বৌ-শাশুড়ির মধ্যে!
আবার কিছু লোকজনকে দেখবেন কিছু না জেনেই বলবে এক হাতে তোহ আর তালি বাজে নাহ।আরেহ ভাই একটা মেয়ে যখন নতুন বউ হয়ে টক্সিক শশুরবাড়িতে পড়ে তখন এক সময় গিয়ে বউ এর মুখ ও খুলে যায়।এইসব অবস্থা কিছু মানুষ কখনোই বুজবে না যতদিন নিজের মেয়ে ওই সিচুয়েশন ফেইস করবে নাহ।
আবার কিছু ছেলের বউ এমনও পাবেন যারা শাশুড়ীর সাথে থাকবে নাহ এমন চিন্তাধারা।তারা এইটা বুঝে না বিয়ে মানে শুধু জামাই নিয়ে থাকা নয়।বিয়ে মানে একে পরের পরিবারের ও দায়িত্ব নেওয়া ।
তাই যতদিন শাশুড়ী আর ছেলের বউয়ের সম্পর্কটা প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসতে পারবে না এইসব চলতেই থাকবে ।তার জন্য উভয়কে সম্পর্কের প্রতি সহনশীল হতে হবে।একটু এডজাস্ট করতে পারলেই জীবন সুন্দর ।তবে তা দুইদিক থেকেই হতে হবে ।