দৈনিক উপকূল বার্তা- Daily Upokul Barta

দৈনিক উপকূল বার্তা- Daily Upokul Barta Local Newspaper

prothomalo
17/02/2025

prothomalo

দেশে এখন ‘ভাঙাভাঙির’ পক্ষে-বিপক্ষে রাজনীতি চলছে; অথচ যা আসলেও ভেঙে ফেলা দরকার ছিল, সেই মাফিয়া সিন্ডিকেট নিয়ে রাজন....

27/11/2024

বিবিএস রাজনৈতিক উদ্দেশ্যে তথ্য দিয়েছে: মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা

কৃষক মরছে, প্রতারিত হচ্ছে ভোক্তা: সমাধান কোথায়?কৃষির মিথ্যা তথ্য দিয়ে আর কতদিন দেশ চলবে?বাজার মনিটরিং কমিটি, নাকি বাজার ...
18/10/2024

কৃষক মরছে, প্রতারিত হচ্ছে ভোক্তা: সমাধান কোথায়?
কৃষির মিথ্যা তথ্য দিয়ে আর কতদিন দেশ চলবে?
বাজার মনিটরিং কমিটি, নাকি বাজার কমিটি দরকার?

ভোক্তার পকেট কতটুকু কাটছে, আর কৃষক কতটুকু মারা খাচ্ছে তার একটি ছোট্ট হিসাব আজকের কালের কন্ঠের প্রতিবেদনে।
সম্প্রতি বাজার মনিটরিং কমিটি করা হয়েছে, এখন প্রশ্ন, সেই কমিটি কাদের মনিটর করবে?
কর্তৃপক্ষ মনে হয় ভূলেই গেছে, অনেক বাজারেতো আগের ফ্যাসিবাদ কমিটিগুলো নেই। কিংবা অনেক বাজার ব্যবস্থাপনা কমিটি ভঙ্গুর অবস্থায় চলছে। আবার অনেক বাজারে আগের সরকারকে যেভাবে হুমকি দিতো, সেই কমিটি এখনো সেইভাবে না হলেও নানান কৌশলে হুমকি দিচ্ছে। তারা মনে করছে তাদের সিন্ডিকেট আগের মতই শক্তিশালী রয়েছে। সরকার কিছুই করতে পারবে না। এই বাজার কমিটিগুলোর এই ফ্যাসিবাদি আত্মবিশ্বাস কোনভাবেই কাম্য হতে পারে না।
ফলে এই মূহূর্তে প্রয়োজন দেশের সকল পর্যায়ের বাজার কমিটি গঠন কিংবা কিছু ক্ষেত্রে কমিটি পূর্নগঠন করে বাজার ব্যবস্থাপনাকে সচল করা। সেই কমিটিগুলোতে অগ্রাধিকারভাবে ছাত্র-ছাত্রী প্রতিনিধি রাখতে হবে।
ফলে কয়েকটি সুপারিশ:
প্রথমত:
মনিটিরিং কমিটি শুধু রাজধানীর বা শহরের খুচরা বাজার তদারকি করলেই হবে না। সেই সঙ্গে কৃষক বা উৎপাদক পর্যায়ের বাজারগুলো তদারকি করা প্রয়োজন। সেখানে দেখতে হবে কি দামে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। ফলে প্রান্তিক পর্যায়ের বাজার তদারকির তথ্যের পরিপ্রেক্ষিতে রাজধানী ও জেলা শহরে এসব পণ্যের দাম কেমন হবে সেটি নির্ধারণ করতে পারবে। তা না হলে সরকারী প্রতিষ্ঠানে নখ দন্তহীন তথ্য দিয়ে বাজার মনিটর করলে যে লাই সেই কদু থাকবে। মরবে কৃষক প্রতারিত হবে ভোক্তা।
দ্বিতীয়ত:
দেশের সকল পাইকারি ও খুচরা বাজারে আগে যেসব কমিটি ছিল তারা এখনো থাকলে তাদের আইনের আওতায় আনেন। বিশেষ ক্ষমতা আইনে বিচারের সম্মুখীন করেন। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার করতে হবে। পাশাপাশি প্রশাসন, ভোক্তা অধিকার, ছাত্র ও সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধির সমন্বয়ে দেশের সকল পাইকারি ও খুচরা বাজারগুলোতে নতুন পরিচালনায় কমিটি গঠন করতে হবে। যারাই বাজার বা দোকান ঘোষনা দিয়ে বন্ধ রাখবে তাদের জেলে ঢুকান।
তৃতীয়ত:
কৃষি পন্যের উৎপাদন ও চাহিদা সংক্রান্ত তথ্যের জন্য যেসব সরকারী প্রতিষ্ঠান ও সংস্থা দায়িত্বশীল রয়েছে সেগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। তাদেরকে এক মাসের মধ্যে প্রকৃত ও সঠিক তথ্য নির্ধারণ করতে হবে। তৃতীয় পক্ষের মাধ্যমে প্রতিটি প্রতিষ্ঠানের তথ্য ভেরিফাই করতে হবে। দেশ ধ্বংস করতে একটি মিথ্যা তথ্যই যথেষ্ট। কৃষি বিষয়ক হাজারো মিথ্যা তথ্য দিয়ে দেশকে পরিচালিনা করা হচ্ছে।

ডিমের উৎপাদনের তথ্য ভূয়া।প্রকৃত উৎপাদন থেকে ৫০ শতাংশ বেশি দেখানো হচ্ছে।উৎপাদনের তথ্য নিয়ে বিবিএস কয় এক কথা প্রাণিসম্পদ ক...
12/10/2024

ডিমের উৎপাদনের তথ্য ভূয়া।
প্রকৃত উৎপাদন থেকে ৫০ শতাংশ বেশি দেখানো হচ্ছে।
উৎপাদনের তথ্য নিয়ে বিবিএস কয় এক কথা প্রাণিসম্পদ কয় আরেক কথা। দুটি প্রতিষ্ঠানের মধ্যে ৫০ শতাংশ পার্থক্য রয়েছে। ভালো করে তদন্ত করলে উৎপাদনের তথ্যে আরো বেশি পার্থক্য বের করা সম্ভব হবে। এই ধরনের ভূল তথ্যের ওপর একটি দেশ চলতে পারে না।
তথ্য সন্ত্রাস দূর হোক

বিষ, বিষ বিষ, চারিদিকে শুধুই বিষ......এই বিষের আগ্রাসী সম্প্রসারণে ধ্বংস হচ্ছে দেশের মাটি, পরিবেশ, প্রকৃতি। এমনকি মানুষ ...
30/09/2024

বিষ, বিষ বিষ, চারিদিকে শুধুই বিষ......
এই বিষের আগ্রাসী সম্প্রসারণে ধ্বংস হচ্ছে দেশের মাটি, পরিবেশ, প্রকৃতি। এমনকি মানুষ সরাসরি পান করে মৃত্যুবরন করছে। ঢাকা মেডিকেলে গেলে বিষ খাওয়া মানুষের রোগীর লাইন পাবেন। কি যে সেই যন্ত্রনা সেটা আমি দুই সপ্তাহ ঐ হাসপাতালে থেকে জেনেছি। আবার দেশের পণ্য রফতানিতে বড় বাধা এই বিষ। এটির ব্যবহার বাড়তে থাকলে আমরা সামনের দিনে কোন কৃষি পণ্যই হয়তোবা রফতানি করতে পারবো না। বিশ্বব্যাপি নিষিদ্ধ হচ্ছে নানান ধরনের বিষ আর বাংলাদেশে তাকে থামানো যাচ্ছে না।
পলিথিনের চেয়ে বেশি ভয়ঙ্কর এই বিষ। পরিবেশ ও কৃষি উপদেষ্ঠা নিশ্চয় বিষয়টি বিবিচনায় নিবেন।

আর কত তলানিতে থাকবো আমরা?পাচারকারী ও খেলাপিদের আমরা হাজার হাজার কোটি টাকা দিতে পারি। কিন্তু কৃষককে মাত্র হাজার খানেক টাক...
25/09/2024

আর কত তলানিতে থাকবো আমরা?
পাচারকারী ও খেলাপিদের আমরা হাজার হাজার কোটি টাকা দিতে পারি।
কিন্তু কৃষককে মাত্র হাজার খানেক টাকা দিতে গেলেই আমাদের গায়ে জ্বালা ধরে। যত নিয়ম আর কাগজের বাধায় কৃষককে আটকে দিতে ব্যস্থ হয়ে পড়ি।
আজকের কালের কণ্ঠ, বিস্তারিত কমেন্টে লিঙ্ক পাবেন।

আজকের কালের কণ্ঠ
14/09/2024

আজকের কালের কণ্ঠ

সার সরবরাহ নিয়ে শঙ্কা

মানুষের মস্তিষ্কেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে: সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি...
11/09/2024

মানুষের মস্তিষ্কেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে: সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকার।
তাইলে বুঝেন আমাদের মাথা কত ভালো।
দারুণ সাক্ষাতকার নিয়েছেন ইফতেখার ভাই Iftekhar Mahmud । জন্মদিনের শুভেচ্ছা রইলো।

প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ গোল্ডম্যান পরিবেশ পুরস্কারে ভূষিত হন। ২০০৯ সালে তিনি টাই.....

চাল উৎপাদনের তথ্যে সংস্কার প্রয়োজন।চাল উৎপাদনের সঠিক তথ্য খুব প্রয়োজন। একটি বিদেশী সংস্থার সঙ্গে দেশী সংস্থার চালের উৎপা...
05/09/2024

চাল উৎপাদনের তথ্যে সংস্কার প্রয়োজন।
চাল উৎপাদনের সঠিক তথ্য খুব প্রয়োজন। একটি বিদেশী সংস্থার সঙ্গে দেশী সংস্থার চালের উৎপাদনের তথ্যে গরমিল প্রায় ২৫ লাখ টন। ফলে যেহারে দেশে চালের উৎপাদন বেশি দেখানো হয় সেটি সংস্কার করা প্রয়োজন।
সরকার যদি আমলাতান্ত্রিক আর খামারবাড়ি কেন্দ্রীর তথ্যের ওপর নির্ভর করে তাহলে বড় ক্ষতির কারন হতে হবে।
আজকের কালের কণ্ঠ

ওপারের নিউজ। ত্রিপুরার কর্মকর্তাদের বরাদ দিয়ে আজকে প্রকাশ পেয়েছে।শিরোনামটা বাংলায় কলে যা দাড়ায় 'বাংলাদেশের বন্যায় ভারতে...
29/08/2024

ওপারের নিউজ।
ত্রিপুরার কর্মকর্তাদের বরাদ দিয়ে আজকে প্রকাশ পেয়েছে।
শিরোনামটা বাংলায় কলে যা দাড়ায় 'বাংলাদেশের বন্যায় ভারতের কোনো ভূমিকা নেই, ডম্বুর বাঁধ গত ৫০ বছর ধরে স্বয়ংক্রিয়ভাবে খুলেছে: ত্রিপুরার কর্মকর্তা'

A senior official of the Tripura government has rubbished the raging claim made by a section of Bangladesh media that the opening of Dumbur dam in Tripura, loca

আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ!বিদায়ী ২০২৩-২৪ অর্থ বছরে ১১টি খাদ্য ও কৃষি পণ্যের আমদানি ছিলো প্রায় ৮৭ লাখ টন। আর গত ২০২২-২৩ অ...
13/07/2024

আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ!
বিদায়ী ২০২৩-২৪ অর্থ বছরে ১১টি খাদ্য ও কৃষি পণ্যের আমদানি ছিলো প্রায় ৮৭ লাখ টন।
আর গত ২০২২-২৩ অর্থ বছরে মাত্র ৮টি খাদ্য পণ্য আমদানিতে ব্যয় ছিলো প্রায় ৮৮ হাজার কোটি টাকা।
আজকের কালের কণ্ঠ

আপনি এখন ১০ শতক কৃষি জমির মালিক!এটি জনপ্রতি কৃষি জমির হিসাব। যে হারে কৃষি জমি কমছে সেটি চলমান থাকলে ২০৪১ সাল নাগাদ মাত্র...
27/06/2024

আপনি এখন ১০ শতক কৃষি জমির মালিক!
এটি জনপ্রতি কৃষি জমির হিসাব। যে হারে কৃষি জমি কমছে সেটি চলমান থাকলে ২০৪১ সাল নাগাদ মাত্র ৬ শতক জমির মালিক হবেন।
এখন ভাবছি, গত বছর কানাডায় ফলোশিপের অংশ হিসেবে ফিল্ড ভিজিট করেছিলাম। সেখানে দেখেছিলাম একজন কৃষকের ৩ হাজার ২০০ বিঘা জমিতে চাষ করছে।
কৃষি সচিব নিজেও স্বীকার করেছেন কৃষি জমি কমা দেশের জন্য অশনি সংকেত। এক শতাংশ করে জমি কমছে এটি পুরানো তথ্য। প্রকৃত তথ্য আজকের কালের কণ্ঠে। বিস্তারিত নিউজ কমেন্টে।

Address

Tejkunipara

Telephone

+8801912168218

Website

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক উপকূল বার্তা- Daily Upokul Barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক উপকূল বার্তা- Daily Upokul Barta:

Share

Category