19/10/2025
ইউনিভার্সিটি অব স্কলার্সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত
ইউনিভার্সিটি অব স্কলার্সের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (TE) বিভাগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘Fall 2025’ ব্যাচের নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান। শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ফয়সাল বিন আলম। এ সময় বিভাগের শিক্ষকবৃন্দ ও কো-অর্ডিনেটররা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ক্যাপ্টেন মোবাশ্বের এ. খান্ডাকার (পিএসসি, বিএন) (অবঃ), বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মোঃ আরিফুল হক সোহান এবং এইচ. এম. আতিফ ওয়াফিক, অ্যাডিশনাল ডিরেক্টর ও প্রধান – অ্যাক্সেস অ্যান্ড ইনক্লুশন, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস।
বক্তারা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে একাডেমিক দায়িত্ব, বিভাগের নিয়মনীতি এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তাঁরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনাময় ভবিষ্যৎ এবং শিল্পখাতে এর গুরুত্ব সম্পর্কেও আলোকপাত করেন।
শেষে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।