Textile Times

Textile Times Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Textile Times, Media/News Company, Tejkunipara.

চট্টগ্রাম বন্দরের নতুন মাশুল কার্যকর হওয়ার সময় এক মাস পিছিয়েছে। নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন শনিবার এক কর্মশালায় ...
21/09/2025

চট্টগ্রাম বন্দরের নতুন মাশুল কার্যকর হওয়ার সময় এক মাস পিছিয়েছে। নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন শনিবার এক কর্মশালায় এ তথ্য জানান।

প্রজ্ঞাপন অনুযায়ী, মাশুল গড়ে ৪১% বাড়ানো হয়েছিল এবং ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকরের কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তা এক মাস পর কার্যকর হবে। বে-টার্মিনাল নিয়ে ডিসেম্বরের মধ্যে চুক্তি এবং এ বছরের মধ্যে জাতীয় বন্দর কৌশল (ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি) চূড়ান্ত করার কথাও জানিয়েছেন তিনি।

Team Group অর্জন করেছে মর্যাদাপূর্ণ Superbrands Award 🏆বিশ্বব্যাপী ৯০টিরও বেশি দেশে ব্র্যান্ড উৎকর্ষতা উদযাপনকারী শীর্ষ ...
21/09/2025

Team Group অর্জন করেছে মর্যাদাপূর্ণ Superbrands Award 🏆

বিশ্বব্যাপী ৯০টিরও বেশি দেশে ব্র্যান্ড উৎকর্ষতা উদযাপনকারী শীর্ষ প্রতিষ্ঠান Superbrands Limited, UK কর্তৃক এই স্বীকৃতি প্রদান করা হয়েছে।

20/09/2025
লিঙ্ক কমেন্টে
20/09/2025

লিঙ্ক কমেন্টে

ঢাকায় চীনা দূতাবাসে ১৭ সেপ্টেম্বর গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠার ৭৬তম বার্ষিকী এবং বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ ...
19/09/2025

ঢাকায় চীনা দূতাবাসে ১৭ সেপ্টেম্বর গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠার ৭৬তম বার্ষিকী এবং বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক মহাসমারোহ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভিডিও বার্তা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন বিশ্ব শান্তি ও অগ্রগতির জন্য অবিচল থাকবে এবং বাংলাদেশের আধুনিকায়ন যাত্রায় পাশে থাকবে।
অনুষ্ঠানে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানসহ ৬০০-রও বেশি অতিথি, বিদেশি কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক প্রতিনিধিরা অংশ নেন। চীনা সাংস্কৃতিক দলগুলোর নাচ-গান ও প্রদর্শনী উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

বুটেক্সের সাংস্কৃতিক সংগঠন ARTex আয়োজন করতে যাচ্ছে তাদের বহুল প্রতীক্ষিত আর্ট ও ফটোগ্রাফি প্রদর্শনী “নীরবতায় কলরব – ৬.০”...
19/09/2025

বুটেক্সের সাংস্কৃতিক সংগঠন ARTex আয়োজন করতে যাচ্ছে তাদের বহুল প্রতীক্ষিত আর্ট ও ফটোগ্রাফি প্রদর্শনী “নীরবতায় কলরব – ৬.০”।

আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বুটেক্স ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাওয়া এ প্রদর্শনীতে থাকবে NOCTURNE শিরোনামের বিশেষ আর্ট ও ফটোগ্রাফি এক্সিবিশন।

প্রদর্শনীতে অংশ নিতে পারবেন বুটেক্সের ব্যাচ ৪৭ থেকে ৫১-এর শিক্ষার্থীরা এবং ঢাকায় অবস্থিত বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুটি বিভাগে—আর্ট ও ফটোগ্রাফি—অংশ নেওয়ার সুযোগ থাকবে, যেখানে সর্বোচ্চ তিনটি করে কাজ জমা দেওয়া যাবে।

ফটোগ্রাফির ক্ষেত্রে ন্যূনতম রেজোলিউশন নির্ধারণ করা হয়েছে 4800×3600 পিক্সেল এবং আর্টওয়ার্কের জন্য সর্বোচ্চ সাইজ ১৬×১২ ইঞ্চি। সমাজ বা ধর্মবিরোধী এবং কারও ব্যক্তিগত অনুভূতিতে আঘাত হানে এমন কোনো বিষয়বস্তু জমা দেওয়া যাবে না।

আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে সাবমিশন প্রক্রিয়া, যা চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। বিচারক প্যানেল প্রাথমিকভাবে মোট ৬০টি কাজ বাছাই করবেন এবং সেগুলো Artex-এর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে। সেখান থেকেই এক্সিবিশনের জন্য চূড়ান্ত নির্বাচন হবে। নির্বাচিত কাজগুলো ফ্রেমিংসহ প্রদর্শিত হবে এবং খরচ বহন করবে আয়োজক ক্লাব।

বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার, সার্টিফিকেট এবং ARTex কর্তৃক প্রকাশিত পরবর্তী ম্যাগাজিনে কাজ প্রকাশের সুযোগ।

এছাড়াও, প্রদর্শনীর দিন অনুষ্ঠিত হবে এক ঘণ্টার লাইভ আর্ট সেগমেন্ট, যেখানে প্রতিযোগীরা নির্ধারিত সময়ে তাদের শিল্পকর্ম সম্পন্ন করবেন। এ সেগমেন্টের সেরা তিনজনও পাবেন পুরস্কার ও সার্টিফিকেট।

আয়োজকদের ভাষ্যে, “নীরবতায় কলরব – ৬.০” শুধুমাত্র একটি প্রদর্শনী নয়, বরং তরুণ শিল্পীদের সৃষ্টিশীলতা প্রকাশের এক উন্মুক্ত মঞ্চ।

দিনাজপুরে লিড (LEED) সার্টিফায়েড সবুজ কারখানা নির্মাণে উদ্যোগ নিয়েছে হারকম সেতাবগঞ্জ লিমিটেড (HARKOM)। এ লক্ষ্যে প্রতি...
19/09/2025

দিনাজপুরে লিড (LEED) সার্টিফায়েড সবুজ কারখানা নির্মাণে উদ্যোগ নিয়েছে হারকম সেতাবগঞ্জ লিমিটেড (HARKOM)।

এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি ৩৬০ টোটাল সলিউশন লিমিটেডের (360 TSL) সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। নতুন এই ৪১,৬০০ বর্গফুট আয়তনের কারখানায় বহুমুখী জুট হ্যান্ডিক্রাফট উৎপাদন হবে। আধুনিক প্রযুক্তি এবং স্থানীয় শ্রমিকদের নিয়ে পরিচালিত এ উৎপাদন কেন্দ্র পরিবেশবান্ধব মানদণ্ড মেনে গড়ে উঠবে।
২০১৮ সালে প্রতিষ্ঠিত হারকম দীর্ঘদিন ধরে গ্রামীণ

নারীদের কর্মসংস্থান, ফেয়ার ট্রেড, দারিদ্র্য হ্রাস ও সামাজিক সমতার ওপর কাজ করে আসছে।
প্রতিষ্ঠানটির নতুন এই উদ্যোগ নারী ক্ষমতায়নের পাশাপাশি বিশ্ববাজারে বাংলাদেশের স্বীকৃত পণ্য হিসেবে “সোনালি আঁশ”কে আরও শক্তভাবে উপস্থাপন করবে।

৩৬০ টোটাল সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনন্ত আহমেদের নেতৃত্বে প্রকল্পটি পরিচালিত হবে। তিনি বিশ্বের ৩৯০টিরও বেশি গ্রিন বিল্ডিং প্রকল্পে কাজ করছেন এবং বাংলাদেশে প্রথম ইউএসজিবিসি ফ্যাকাল্টি হিসেবে স্বীকৃত। তাঁর তত্ত্বাবধানে দিনাজপুরের এই কারখানাটি লিড প্লাটিনাম বা গোল্ড সার্টিফিকেশন অর্জনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

এই সবুজ কারখানা শক্তি, পানি ও সম্পদের সর্বোচ্চ দক্ষ ব্যবহার নিশ্চিত করবে, কর্মীদের জন্য স্বাস্থ্যকর ও আরামদায়ক কর্মপরিবেশ গড়ে তুলবে এবং পরিবেশবান্ধব নীতি ও নিরাপত্তা মান অনুসরণ করবে। ফলে এটি দেশের অন্যতম টেকসই গ্রামীণভিত্তিক উৎপাদন ইউনিট হিসেবে স্থান করে নেবে।

19/09/2025

বুটেক্সে আয়োজিত টেক্সটাইল মেশিনারি এক্সিবিশন থেকে সরাসরি.....

ব্রাজিলে অনুষ্ঠিত নবম “বায়ার্স মিশন ২০২৫”-এ বাংলাদেশসহ ৬ দেশের ২০ জন শীর্ষ টেক্সটাইল নির্বাহী অংশ নেন। এক সপ্তাহব্যাপী এ...
19/09/2025

ব্রাজিলে অনুষ্ঠিত নবম “বায়ার্স মিশন ২০২৫”-এ বাংলাদেশসহ ৬ দেশের ২০ জন শীর্ষ টেক্সটাইল নির্বাহী অংশ নেন। এক সপ্তাহব্যাপী এ সফরে তারা মাটো গ্রোসো, বাহিয়া ও গোইয়াস রাজ্যের তুলা খামার, জিন, ল্যাবরেটরি ও গবেষণা প্রতিষ্ঠান ঘুরে দেখেন।

সফরে ট্রেসেবিলিটি, প্রযুক্তি, গুণগত মান নিয়ন্ত্রণ ও টেকসই কৃষি প্রক্রিয়া তুলে ধরা হয়। ব্রাজিলিয়ান কটন গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন (Abrapa) আয়োজিত এ কর্মসূচি Cotton Brazil Program-এর অংশ, যা ব্রাজিলের তুলা বৈশ্বিক বাজারে প্রচার করে।

কাঁচা পাট রপ্তানি নিয়ে ১০ দিন ভোগান্তির পর রপ্তানিকারকরা স্বস্তি পেলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনায় বলা হয়েছে, ...
19/09/2025

কাঁচা পাট রপ্তানি নিয়ে ১০ দিন ভোগান্তির পর রপ্তানিকারকরা স্বস্তি পেলেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনায় বলা হয়েছে, ৮ সেপ্টেম্বর পর্যন্ত যেসব চালানে শিপিং বিল দাখিল হয়েছে, সেগুলো রপ্তানির অনুমতি দেওয়া হবে। প্রায় ৫০ হাজার টন কাঁচা পাট বন্দরে আটকে ছিল।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, হঠাৎ সিদ্ধান্তে অতিরিক্ত খরচ গুনতে হয়েছে। অন্যদিকে, বিজেএমএ ও বিজেএসএর আবেদনের পরিপ্রেক্ষিতে কাঁচা পাট রপ্তানিতে অনুমতি বাধ্যতামূলক করা হয়।

দেশে বছরে প্রায় ৭৫–৮০ লাখ বেল পাট উৎপাদন হলেও শিল্পে লাগে ৬০ লাখ বেল, বাকি অংশ রপ্তানি হয়। ২০২৩–২৪ অর্থবছরে ১৩ লাখ ৪৪ হাজার বেল কাঁচা পাট রপ্তানি করে ১ হাজার ৭৩১ কোটি টাকা আয় হয়েছে।

19/09/2025

বুটেক্সে টেক্সটাইল মেশিনারিজ এক্সিবিশন শুরু আজ...

Address

Tejkunipara

Website

Alerts

Be the first to know and let us send you an email when Textile Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share