Textile Times

Textile Times Textile Times — Bangladesh’s Textile & Apparel Media Hub | Connecting Textile Students, Professionals & Industry Leaders

ইউনিভার্সিটি অব স্কলার্সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীনবরণ অনুষ্ঠিতইউনিভার্সিটি অব স্কলার্সের টেক্সটাইল ইঞ্জিনিয়...
19/10/2025

ইউনিভার্সিটি অব স্কলার্সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব স্কলার্সের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (TE) বিভাগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘Fall 2025’ ব্যাচের নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান। শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ফয়সাল বিন আলম। এ সময় বিভাগের শিক্ষকবৃন্দ ও কো-অর্ডিনেটররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ক্যাপ্টেন মোবাশ্বের এ. খান্ডাকার (পিএসসি, বিএন) (অবঃ), বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মোঃ আরিফুল হক সোহান এবং এইচ. এম. আতিফ ওয়াফিক, অ্যাডিশনাল ডিরেক্টর ও প্রধান – অ্যাক্সেস অ্যান্ড ইনক্লুশন, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস।

বক্তারা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে একাডেমিক দায়িত্ব, বিভাগের নিয়মনীতি এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তাঁরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনাময় ভবিষ্যৎ এবং শিল্পখাতে এর গুরুত্ব সম্পর্কেও আলোকপাত করেন।

শেষে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড: দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র—তদন্তের দাবি বিকেএমইএরশাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অ...
19/10/2025

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড: দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র—তদন্তের দাবি বিকেএমইএর

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে পোশাক, ওষুধ ও কৃষিপণ্যের রপ্তানি-আমদানি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, “ঘটনাটি কেবল দুর্ঘটনা নয়, এর পেছনে ষড়যন্ত্র থাকতে পারে।” তিনি দ্রুত সরকারি তদন্তের আহ্বান জানিয়েছেন।

এ অগ্নিকাণ্ডে রপ্তানিকারক ও উদ্যোক্তাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম ইপিজেডসহ একাধিক পোশাক কারখানায় আগুন লাগার ঘটনার পর এই অগ্নিকাণ্ডে বিদেশি ক্রেতারাও উদ্বিগ্ন হতে পারেন।
বিকেএমইএ ক্ষতিগ্রস্ত সদস্যদের কাছ থেকে তথ্য সংগ্রহের জন্য একটি চিঠি পাঠাচ্ছে বলে জানিয়েছেন মোহাম্মদ হাতেম।

নিউজ লিঙ্ক কমেন্টে [...]
18/10/2025

নিউজ লিঙ্ক কমেন্টে [...]

   : Assistant MerchandiserCompany Type: Trading HouseExperience: Fresh or relevant experience in merchandising will be ...
18/10/2025



: Assistant Merchandiser

Company Type: Trading House

Experience: Fresh or relevant experience in merchandising will be an advantage

Education: B.Sc. in Textile Engineering / Fashion Merchandising preferred

Skills:

• Good communication in English
• Basic knowledge of merchandising process
• MS Office proficiency
• Eager to learn & grow in a trading environment

Send Your Resume To: [email protected]

বিস্তারিত কমেন্টে [..]
18/10/2025

বিস্তারিত কমেন্টে [..]

18/10/2025
বিস্তারিত কমেন্টে [....]
18/10/2025

বিস্তারিত কমেন্টে [....]

চট্টগ্রামের পাহারতলী টেক্সটাইল মিলস বড় অর্জন করেছে। তারা সফলভাবে Trützschler TC 30i কার্ডিং মেশিন ১৩০ কেজি/ঘণ্টা গতিতে ...
18/10/2025

চট্টগ্রামের পাহারতলী টেক্সটাইল মিলস বড় অর্জন করেছে।

তারা সফলভাবে Trützschler TC 30i কার্ডিং মেশিন ১৩০ কেজি/ঘণ্টা গতিতে চালিয়ে Ne 30 মানের সুতা উৎপাদন করছে—গুণগত মান অক্ষুণ্ন রেখে।

মিলটির জেনারেল ম্যানেজার (মেইনটেন্যান্স) মি. মিত্র জানান, এই মেশিন ব্যবহারে উৎপাদন ২০% বেড়েছে। উন্নত বৈশিষ্ট্য যেমন T-GO সিস্টেম, অ্যাকটিভ ফ্ল্যাটস, এক্সটেন্ডেড কার্ডিং লেন্থ, WASTECONTROL এবং উন্নত সাকশন সিস্টেম উৎপাদনশীলতা ও মান দুই-ই বাড়িয়েছে।

পাহারতলী মিল প্রতিদিন প্রায় ৬৫ টন সুতা উৎপাদন করে, যা দেশ-বিদেশের পোশাক ব্র্যান্ডে সরবরাহ করা হয়।

বিজিএমইএ ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিতবিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) ফল সেমিস্টার ২০২৫-...
18/10/2025

বিজিএমইএ ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) ফল সেমিস্টার ২০২৫-এর নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে শনিবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফারুক হাসান।

বক্তারা আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা ও পোশাক শিল্পে দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, নবীন ও সাবেক শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

শেষে অনুষ্ঠিত হয় টেকনিক্যাল সেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বুটেক্সে ‘অরণ্যের সুর - ফোক ফেস্ট ২.০’ অনুষ্ঠিত বুটেক্স সাহিত্য সংসদ বুটেক্স সাহিত্য সংসদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে লোকজ স...
18/10/2025

বুটেক্সে ‘অরণ্যের সুর - ফোক ফেস্ট ২.০’ অনুষ্ঠিত

বুটেক্স সাহিত্য সংসদ বুটেক্স সাহিত্য সংসদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে লোকজ সংস্কৃতির উৎসব ‘অরণ্যের সুর ~ ফোক ফেস্ট ২.০’। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয় মাঠে আয়োজিত এ উৎসবে দিনজুড়ে ছিল হস্তশিল্পের স্টল, বিভাগীয় কুইজ প্রতিযোগিতা ও সন্ধ্যায় লোকজ সংগীত পরিবেশনা।

উৎসবের সমাপনীতে জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’ সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে।
সপ্তাহব্যাপী এ আয়োজন শুরু হয় ১২ অক্টোবর পাঠচক্র ও সাহিত্য কথনের মাধ্যমে; পরবর্তী দিনগুলোতে অনুষ্ঠিত হয় পথনাটক, ফিল্ম ফেস্টিভ্যাল, থিয়েটার কর্মশালা এবং শর্টফিল্ম প্রদর্শনী।

সভাপতি সৌরভ চৌহান বলেন, “অরণ্যের সুর আমাদের শেকড়ের সঙ্গে পুনঃসংযোগের এক প্রয়াস।” সাধারণ সম্পাদক অর্পণ সাহা জানান, “এই আয়োজন সফল করতে সবার একতাবদ্ধ পরিশ্রমই ছিল মূল শক্তি।”

চট্টগ্রাম বন্দরে চার দিন ধরে কনটেইনার ওঠানো–নামানো কার্যক্রমে অচলাবস্থা চলছে। বন্দর প্রবেশের মাশুল প্রায় চার গুণ বাড়ানোর...
18/10/2025

চট্টগ্রাম বন্দরে চার দিন ধরে কনটেইনার ওঠানো–নামানো কার্যক্রমে অচলাবস্থা চলছে।

বন্দর প্রবেশের মাশুল প্রায় চার গুণ বাড়ানোর প্রতিবাদে প্রাইম মুভার মালিক ও শ্রমিকেরা ১৫ অক্টোবর থেকে অঘোষিত কর্মবিরতি পালন করছেন।

ভারী যানবাহনের মাশুল ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করা হয়েছে। এ সিদ্ধান্তের পর থেকেই বন্দরে ট্রেইলার চলাচল বন্ধ রয়েছে। এতে আমদানি–রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং ব্যবসায়ীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

Address

Tejkunipara

Alerts

Be the first to know and let us send you an email when Textile Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share