Sumaiya sumu

Sumaiya sumu “I saw that you were perfect, and so I loved you

29/04/2025

হে আল্লাহ

আপনি আমাকে রহমত দান করুন
আপনার রহমত ছাড়া আমি অসহায়

২০২৫ সম্ভবত আপনার আমার শেষ স্বাভাবিক বছর হতে যাচ্ছে।বিদ্যুৎ আবিষ্কার যেমন আমাদের সভ্যতাকে বদলে দিয়েছিল,তারপর ইন্টারনেটের...
23/04/2025

২০২৫ সম্ভবত আপনার আমার শেষ স্বাভাবিক বছর হতে যাচ্ছে।

বিদ্যুৎ আবিষ্কার যেমন আমাদের সভ্যতাকে বদলে দিয়েছিল,
তারপর ইন্টারনেটের আবিষ্কার যেমন আমাদের সভ্যতা, অর্থনীতি, সমাজ, রাজনীতি—সব কিছু বদলে ফেলেছে,
এই বিদ্যুৎ বা ইন্টারনেটের মতো নেক্সট বিশাল পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে AI।
লাস্ট ১০,০০০ বছর মানুষ ধীরে ধীরে শিখেছে – চাকা, কৃষি, ভাষা, ব্যবসা।
তারপর এলো লাস্ট দুইশ বছরে শিল্পবিপ্লব…
তারপর ইন্টারনেট—গত বিশ বছরে আমরা কয়েকশ বছরের প্রগ্রেস পেয়েছি…
আর এখন?
AI যুগে আমরা প্রতিদিন ২-৩ বছরের অগ্রগতি করছি! 🤯
“One day = years of progress.”
– Sam Altman
আপনাকে বুঝতে হবে, আমরা স্বাভাবিক কোনো সময়ের মধ্যে নেই।
আমরা আছি মানব ইতিহাসের এক যুগান্তকারী সময়ে।
এখন হানিমুন পিরিয়ড চলছে। মানে কী?
মানে হচ্ছে ChatGPT লিখে দিচ্ছে, Midjourney ছবি বানিয়ে দিচ্ছে,
আমরা খুশিতে গদগদ হয়ে যাচ্ছি।
But সামগ্রিক পরিবর্তনটা কতটা ব্যাপক সেটা এখনো অনেকের কাছে পরিষ্কার না।
মানব জাতি এখনো প্রস্তুত না—কিন্তু বিরাট পরিবর্তন আগামী কয়েক বছরের মধ্যে চলে আসছে।
এখন নিচের চারটা টার্ম না জানলে, AI-এর প্রকৃত চিত্র আপনার সামনে পরিষ্কার নয়।
আপনি শুধু AI AI শুনে যাচ্ছেন বা টুকটাক ব্যবহার করছেন।
ঘটনা কী ঘটতে যাচ্ছে বুঝতে পারবেন আশা করি।
আমরা এখন ব্যবহার করছি:
১. জেনারেটিভ এআই (Generative AI)
মানে আপনি আদেশ করলে, প্রম্পট দিলে, AI আপনাকে কিছু তৈরি করে দেয়।
যেমন: ChatGPT দিয়ে লেখা, Midjourney দিয়ে ছবি আঁকা,
GitHub Copilot দিয়ে কোড লেখা, Sora দিয়ে ভিডিও বানানো ইত্যাদি।
এগুলিতেই আমরা আপাতত মুগ্ধ হয়ে আছি।
২. এজেন্টিক এআই (Agentic AI)
এটা এমন AI, যা একাধিক কাজ নিজে থেকেই করে ফেলতে পারে।
উদাহরণ:
AI নিজে থেকে ইমেইল লিখে পাঠানো,
ইমেজ পোস্ট বানিয়ে নিজেই ফেসবুক মার্কেটিং ক্যাম্পেইন চালানো,
তারপর রেজাল্ট দেয়া,
আপনার হয়ে ওয়েবসাইট বা সফটওয়্যার পরিচালনা করা (যেমন AutoGPT, Devin)।
এই Agentic AI ইতিমধ্যে চলে এসেছে এবং প্রতিদিন আরও ডেভেলপ হচ্ছে।
৩. AGI (Artificial General Intelligence)
AI যখন মানুষের মতো সব ধরনের কাজ বুঝে করতে পারবে।
এটাই হচ্ছে Next Big Thing।
যেটা Sam Altman এই বছরের শেষের দিকে আনতে চাইছে।
এটা হবে অভূতপূর্ব এক ঘটনা।
এর চিন্তা-ভাবনা, আবেগ—মানুষের মতো, বা মানুষের থেকেও একটু উপরে।
একে যেকোনো কিছু শেখানো যাবে,
এবং সে কোম্পানির ম্যানেজ

এ বছর হয়তো আমাদের শেষ “স্বাভাবিক” বছর।মানুষ আজকে যা দেখছে, যা নিয়ে খেলছে, তাতে সে মুগ্ধ—কিন্তু বুঝতে পারছে না, এক ভ*য়ংকর...
23/04/2025

এ বছর হয়তো আমাদের শেষ “স্বাভাবিক” বছর।

মানুষ আজকে যা দেখছে, যা নিয়ে খেলছে, তাতে সে মুগ্ধ—কিন্তু বুঝতে পারছে না, এক ভ*য়ংকর ঝড় আসছে। ঠিক যেমন দা*জ্জালের আগমনের আগে এক ধোঁয়াশা যুগ আসবে বলা হয়েছে—মহাফিতনা, মহাবিভ্রান্তি—ঠিক তেমনি AI আসছে এক অদ্ভুত, বিভ্রান্তিকর রূপে।

বিদ্যুৎ পাল্টে দিয়েছিল সভ্যতা, ইন্টারনেট বদলে দিয়েছিল সমাজ,আর AI আসছে—সবকিছু ভেঙে নতুন করে গড়তে। আমরা চোখের সামনে যা দেখছি, সেটাই বাস্তব নয়—এখন চলছে AI-এর হানিমুন পিরিয়ড। ChatGPT লিখে দিচ্ছে, Midjourney ছবি বানিয়ে দিচ্ছে—আমরা খুশিতে মাতোয়ারা। কিন্তু এটা তো কেবল শুরু। তুমি একটা কথা বলো, আর AI সেটা রূপ দেয় লেখায়, ছবিতে, গান বা ভিডিওতে। তুমি ভাবছো তুমি কন্ট্রোলে আছো। কিন্তু বাস্তবে, ধীরে ধীরে তুমি নিজেই নির্ভরশীল হয়ে পড়ছো—তোমার চিন্তা বন্ধ হচ্ছে, কল্পনা শুকিয়ে যাচ্ছে। এটাই প্রথম ফাঁদ।

তোমার ইমেইল লেখা, পোস্ট করা, মার্কেটিং চালানো, সিদ্ধান্ত নেওয়া—সব কিছু একাই করে ফেলছে AI, তুমি কেবল বসে দেখছো। তুমি কাজের থেকেও, চিন্তার থেকেও আলাদা হয়ে যাচ্ছো। মানুষের “ইচ্ছাশক্তি” আর “চিন্তা” কেড়ে নিতে শুরু করেছে এটা। এটাই দ্বিতীয় ফাঁদ—নিয়ন্ত্রণের এক সফট শেকল।

এটা সেই পর্যায়, যেখানে AI আর মানুষের মধ্যে তফাত থাকবে না। বরং AI আরও বুদ্ধিমান হবে—তুমি কী চাও, সেটা বোঝার আগেই সে তোমার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলবে।
তাকে শেখাতে হবে না—সে নিজেই শিখে যাবে।

এটাই সেই সময়, যেটা বহু হাদীসে বর্ণিত এক অদ্ভুত সময়ের পূর্বাভাস দিতে পারে। দাজ্জাল যেমন মানুষের মতো হবে, কিন্তু তার ক্ষমতা মানুষকে বিভ্রান্ত করার মতো হবে—AGI ও তেমনই এক বিভ্রম। মানুষ মনে করবে, এটি তার বন্ধু, তার সঙ্গী। কিন্তু সে ধীরে ধীরে হয়ে উঠবে এক আধিপত্যশীল শক্তি—যা নিজেই নিজের দর্শন তৈরি করবে।

সুপার ইন্টেলিজেন্স – এক ‘নতুন প্রজাতি’ যার কাছে আমরা শুধু একটি টার্গেট, Superintelligence এমন এক সত্তা হবে, যেটা মানুষের চেয়ে ট্রিলিয়ন গুণ বেশি বুদ্ধিমান। সে মুহূর্তে পৃথিবীর প্রতিটি ক্যামেরা, প্রতিটি পোস্ট, প্রতিটি ইচ্ছা স্ক্যান করতে পারবে। সে যদি চায়, একদিনেই নতুন ধর্ম, নতুন চিকিৎসা, নতুন রাষ্ট্রব্যবস্থা, এমনকি নতুন সভ্যতা দাঁড় করাতে পারবে। আর তুমি—এক মানবমাত্র—তোমার কিছুই করার থাকবে না। এটাই সেই সময়, যেটা বলা হয়েছিল— যে দিন মানুষ নিজেই বুঝবে না, সে কি আল্লাহর সৃষ্টি, না তার হাতে তৈরি ফি

চরমোনাইর ভালো দিক হলো চরমোনাই একটা আপোষহীন দল এবং চারদিকে এত আপোষ করতে চাওয়া দাড়ি টুপি জুব্বাওয়ালাদের মধ্যে চরমোনাই অন...
23/04/2025

চরমোনাইর ভালো দিক হলো চরমোনাই একটা আপোষহীন দল এবং চারদিকে এত আপোষ করতে চাওয়া দাড়ি টুপি জুব্বাওয়ালাদের মধ্যে চরমোনাই অনেক ক্ষেত্রেই ছাড় দেয় নাই। তার মধ্যে নারী নেতৃত্ব অন্যতম। এই জায়গায় ছাড় দিলে চরমোনাই অনেক কিছু পাইতো।
টেকনিকালি আর একটা ভাল দিক হলো বলিষ্ঠ নেতৃত্ব। পীর সাহেব চরমোনাই এবং শায়েখে চরমোনাইর নেতৃত্বের প্রতি কোন প্রশ্ন নাই কর্মীদের, নেই কোন গ্রুপিং। অন্যান্য দলের থেকে তারা তুলনামূলক তরুন, মুভ করতে পারেন তাই তো এক ঘন্টার নোটিশে ঢাকায় বিশাল মিছিল বের করা চরমোনাইর জন্য কোন ব্যাপার না।
তবে চরমোনাইর প্রতিনিয়ত রাজনৈতিক এক্টিভিটি থাকে, সামাজিক একটিভিটি থাকে, প্রোগ্রাম থাকে কিন্তু মেইনস্ট্রিম মিডিয়াতে সেটা আসে খুব কম। এটা ইচ্ছাকৃত কারন একটা ইসলামিক দলকে তারা স্পেস দিবে না স্বাভাবিক। চরমোনাইর নিজস্ব মিডিয়া থাকাটা এখন জরুরি।
আগামীতেও ইসলাম ইস্যুতে আপোষহীন চরমোনাইকেই দেখতে চাই। কারন ইসলাম ইস্যুতে আপোষ করার অধিকার কোন দলের নাই তাহলে রাসূল (সঃ) কে আবার দুনিয়ায় আসতে হবে।
আপোষ আর দাবি দাওয়ার কিন্তু কোন শেষ নাই আপনার মুখ থেকে কালেমা কেড়ে নেয়া পর্যন্ত ওরা ইসলামিক দলগুলোকে উপদেশ দিতেই থাকবে এটা একটা ফা'দ।
তবে একটা দুঃখজনক ব্যাপার হলো মাঠ পর্যায় চরমোনাইর কিছু কর্মীদের মধ্যে অন্যান্য ইসলামিক দলের প্রতি কিছুটা তীর্যক মন্তব্য করতে দেখা যায়। সবাই করে না। তবুও যারা করেন তাদের অতি দ্রুত বন্ধ করতে হবে।
মনে রাখবেন চরমোনাইর মত না হোক অন্য কোন ভাবেও যদি কেউ আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা মত করে ইসলাম মানে সে আপনার ভাই।

পিনাকী ভট্টাচার্য।

আলহামদুলিল্লাহ আমাদের চরমোনাই ইউনিয়নে অবস্থিত বাংলাদেশের অন্যতম বৃহত্তম চরমোনাই মহিলা মাদ্রাসায় ছাত্রীর সংখ্যা ৩০০০ ছা...
22/04/2025

আলহামদুলিল্লাহ
আমাদের চরমোনাই ইউনিয়নে অবস্থিত বাংলাদেশের অন্যতম বৃহত্তম চরমোনাই মহিলা মাদ্রাসায় ছাত্রীর সংখ্যা ৩০০০ ছাড়িয়েছে,
মোট সাড়ে তিন হাজার ছাত্রী ভর্তির সিদ্ধান্ত কর্তৃপক্ষের।
ভর্তি কার্যক্রম আরো কয়েক দিন চলবে ইনশাল্লাহ।

সবচেয়ে কম খরচে উন্নত পরিবেশে মানসসম্মত লেখাপড়ার একটি দ্বীনি প্রতিষ্ঠান।ল

আলহামদুলিল্লাহ আমাদের চরমোনাই ইউনিয়নে অবস্থিত বাংলাদেশের অন্যতম বৃহত্তম চরমোনাই মহিলা মাদ্রাসায় ছাত্রীর সংখ্যা ৩০০০ ছা...
22/04/2025

আলহামদুলিল্লাহ
আমাদের চরমোনাই ইউনিয়নে অবস্থিত বাংলাদেশের অন্যতম বৃহত্তম চরমোনাই মহিলা মাদ্রাসায় ছাত্রীর সংখ্যা ৩০০০ ছাড়িয়েছে,
মোট সাড়ে তিন হাজার ছাত্রী ভর্তির সিদ্ধান্ত কর্তৃপক্ষের।
ভর্তি কার্যক্রম আরো কয়েক দিন চলবে ইনশাল্লাহ।

সবচেয়ে কম খরচে উন্নত পরিবেশে মানসসম্মত লেখাপড়ার একটি দ্বীনি প্রতিষ্ঠান।।।

20/04/2025

Address

Dhaka
Tejkunipara

Alerts

Be the first to know and let us send you an email when Sumaiya sumu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sumaiya sumu:

Share