Pagla The Comedy

Pagla The Comedy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pagla The Comedy, Video Creator, Tejkunipara.

কেবল জামালপুর এবং শেরপুরের বন্ধুরা বলে যান এই ঐতিহাসিক স্থাপনার নাম কি এবং কোথায় অবস্থিত। Pagla The Comedy
07/05/2025

কেবল জামালপুর এবং শেরপুরের বন্ধুরা বলে যান এই ঐতিহাসিক স্থাপনার নাম কি এবং কোথায় অবস্থিত।
Pagla The Comedy

07/05/2025

বিজয় বা শক্তি যেখানে মানুষ হত্যা করার সমানুপাতিক।😢

06/05/2025

মোবাইল কিনে দেও নাইলে ভাত খামু না।
Pagla The Comedy

06/05/2025

বিড়ি 🚬খোড় বড় ভাই যখন বিচার করে।

05/05/2025

পাগলা নতুনভাবে পাগল সেজেছে

Use this post reference for special discount
04/05/2025

Use this post reference for special discount

25/03/2025

সত্য জেনেও কেনো এতো অহংকার

03/03/2025

“রমজানে কারাে পরিবর্তন দেখে ঠা*ট্টা করবেন না; রমজান আসেই মানুষকে পরিবর্তন করার জন্য।”

দেশের কোনো মন্ত্রী-এমপি আজ অব্দি এমন সাহস করেছেন?
26/02/2025

দেশের কোনো মন্ত্রী-এমপি আজ অব্দি এমন সাহস করেছেন?

25/02/2025

আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে একগুচ্ছ সিদ্ধান্ত

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫: আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক পরিস্থিতি আরো উন্নত করতে বেশ কিছু সিদ্ধান্ত আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি।
গতকাল সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে কোর কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।

ওই গৃহীত সিদ্ধান্ত সমূহ—
১. রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশিচৌকি বাড়াতে হবে। অপরাধ প্রবণ এলাকায় টহল সংখ্যা বাড়ানো হবে। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশের বিভিন্ন ইউনিট, বিজিবি সদস্যদের সমন্বয়ে যৌথবাহিনী গঠন করে টার্গেট এলাকায় জোরদার অপারেশন পরিচালনা করা হবে।

২. রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে নৌবাহিনীর একটি অতিরিক্ত পেট্রোল এবং কিছু এলাকায় কোস্ট গার্ডের একটি অতিরিক্ত পেট্রোল নিয়োজিত থাকবে।

৩. পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান, উপ-পুলিশ কমিশনার, সেনাবাহিনীর মাঠে নিয়োজিত ব্রিগেড প্রধান ও অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ প্রতিটি ঘটনার ক্ষেত্রে সময়ে সময়ে গণমাধ্যমকে ব্রিফ করবেন।

৪. ডিএমপির পুলিশ সদস্য, বিজিবি, আনসার ও বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যদের জন্য মোটরসাইকেল ক্রয় করা হবে, যাতে করে তাৎক্ষণিকভাবে অলিগলিতে টহল দিয়ে অপরাধীদের পাকড়াও করা যায়।

৫. ছিনতাইকারী ও ডাকাতরা অবস্থান করতে পারে এমন সম্ভাব্য স্থানগুলোতে কম্বাইন্ড অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হবে।

৬. ঢাকা শহরের বাইরে, বিশেষ করে টঙ্গি, বসিলা, কেরানীগঞ্জ এবং মুন্সিগঞ্জ এলাকায়ও আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক টহল বাড়ানো হবে।

৭. ৫০০ এপিবিএন সদস্য ডিএমপিতে ন্যস্ত হয়ে পুলিশের সঙ্গে কাজ করবে।

৮. থানাভিত্তিক সন্ত্রাসীদের হালনাগাদ তালিকা করে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের আইনের আওতায় আনতে তড়িৎ পদক্ষেপ নিবে।

৯. মিথ্যা, গুজব ও প্রোপাগান্ডার বিপরীতে সত্য তথ্যগুলো প্রচারে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সভায় অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Address

Tejkunipara

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pagla The Comedy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share