Abartan -আবর্তন

Abartan -আবর্তন দিগন্ত ছাড়িয়ে নির্ভরতায় নবসংবাদ। নতুন নতুন সত্য কিংবা উন্নয়নের বার্তা আমরা পৌঁছে দেব আপনার কাছে।

03/03/2025

স্কুল কমিটির পদে আসতে বিএনপি নেতার তুলকালাম কান্ড!
* বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়ন বিএনপি'র সদ্য সাবেক সভাপতি ইশতিয়াক আহমেদ মাসুদের কর্মকাণ্ডে অতিষ্ঠ কাজলাকাঠি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ।
* বিগত দিনে দলীয় নেতাকর্মী পিটিয়ে এখন তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টাকা লুটপাটে ব্যস্ত।

কিশোর গ্যাং লিডার এখন পুরোদস্তুর সন্ত্রাসী। বর্তমান সময়ে ক্যাডার ভিত্তিক রাজনৈতিক নেতাদের হাতিয়ার বিগবস গ্রুপসহ অন্যরা। ...
21/10/2024

কিশোর গ্যাং লিডার এখন পুরোদস্তুর সন্ত্রাসী। বর্তমান সময়ে ক্যাডার ভিত্তিক রাজনৈতিক নেতাদের হাতিয়ার বিগবস গ্রুপসহ অন্যরা।

রাজধানী উত্তরার আতংক 'বিগবস গ্রুপ'র লিডার আক্তার উজ্জামান ছোটন(৩২) গাজীপুরের বোর্ড বাজার থেকে আটক হয়েছেন। রবিব

04/07/2024

ঢাকায় গণপূর্তের তৃতীয় শ্রেণীর কর্মচারীর চার ফ্লাট অনিয়ম %

19/04/2024

"পুরো জাপান জেনে গেছিলো"
এক পাঞ্জাব রাজ্যের লোক (ভারতীয়) জাপানে ঘুরতে গিয়ে সেখানকার এক ফাইভ স্টার হোটেলে উঠেছে। সে যখন সুইমিংপুলে নেমেছে, তখন আর কোনো গেস্ট ছিলো না। একা সুইমিংপুলে সাঁতার দিতে গিয়ে ইন্ডিয়ান বদমাইশটার মাথায় চ্যাগান দিয়ে উঠলো শয়তানি। ভাবলো, "একটা ফাইভ স্টার হোটেলের সুইমিংপুলে হিসু করে রেখে যাই। আমার মূত্রে বাকি গেস্টরা অবগাহন করবে, অনেক মজা হবে।"

মজা পাওয়ার জন্য ভাইটি মূত্রবিসর্জন করামাত্র দেখলেন, পুলের ওই অংশের পানি গোলাপি হয়ে গেছে এবং এলার্ম বেজে উঠেছে। হোটেল স্টাফরা এসে সাথে সাথে তাকে পুল থেকে তুলে ফেললো। কারণ, এখন পুরা সুইমিংপুলের পানি ফেলে দিয়ে পরিষ্কার করতে হবে। এরপর নতুন করে পানি ভরা হবে।

ঘটনা ঘটার দশ মিনিটের মাথায় লোকটাকে রিসেপশনে ডেকে আনা হলো। তার হাতে পাসপোর্ট ধরিয়ে দিয়ে হোটেল থেকে বিদায় করে দেয়া হলো। লোকটা ভাবলো, সে সম্মানিত ট্যুরিস্ট এবং তার প্রচুর পয়সা আছে। অন্য হোটেলে গিয়ে উঠলেই হবে।

এখান থেকেই মূল খেলাটা শুরু। লোকটা প্রথমদিকে আশপাশের ফাইভ স্টার হোটেলগুলায় উঠার চেষ্টা করলো। মজা হলো, যেই হোটেলেই সে উঠার চেষ্টা করে, রিসেপশনিস্ট তার পাসপোর্টের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ফেলে, "আচ্ছা, আপনিই সেই লোক যে সুইমিংপুলে.... আহ্, সরি স্যার, আপনাকে গেস্ট হিসেবে আমরা নিতে পারতেসি না। অন্য হোটেল দেখেন।"

লোকটা হোটেল দেখা শুরু করলো। প্রথমে সবগুলো ফাইভ স্টার, এরপরে ফোর স্টার, এরপর থ্রি স্টার.... প্রত্যেকটা হোটেলেই সেইম ঘটনা ঘটতেছে। কেউই তাকে গেস্ট হিসেবে নিচ্ছে না। সারাদিন ঘুরে জাপানের কোনো হোটেলেই থাকার জায়গা না পেয়ে লোকটা শেষমেশ নিজের এমব্যাসিতে আশ্রয় নিলো।

সেখানে তাকে পরামর্শ দেয়া হলো, জাপানের এমন কোনো হোটেলেই তুমি আর কোনোদিন উঠতে পারবা না, যেখানে সুইমিংপুল আছে। তারচেয়ে বড় কথা, তোমার এই অপরাধের ছাপ্পা তোমার পাসপোর্টের সাথে লেগে গেছে। তোমার জাপান ভ্রমণ এখানে সমাপ্ত করাটা হবে বুদ্ধিমানের সিদ্ধান্ত।

লোকটার অপমান সেখানেই শেষ হয় নাই। চলে যাওয়ার সময় এয়ারপোর্টে পাসপোর্ট অফিসার তার পাসপোর্টে সিল মারতে মারতে বললো, "আশা করি আপনি আপনার শিক্ষা পেয়েছেন। অন্য দেশে যাওয়ার সময় শিক্ষাটা ভুইলেন না।"

পাঞ্জাবে ফিরে গিয়ে লোকটা পুরো ঘটনাটা তার ফেসবুকে লিখেছে। সেই স্ট্যাটাসের লাস্ট লাইন ছিলো, "পুরো জাপান জেনে গেছিলো যে আমি ওদের হোটেলের সুইমিংপুলে হিসু করেছি।”

অথচ আমাদের শহরের মানুষগুলো যেখানে সেখানে মূত্র বিসর্জন করে রাস্তায় নাক ধরে হাটে আর দেশের রাষ্ট্রীয় কোষাগার থেকে কারা আমাদের বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করে নিয়ে গেছে, সেটা আমাদের সরকার এখন পর্যন্ত বের করতে পারে নাই।

সংগৃহীত
Evaly.com.bd Everyone Products Everyone Hilights

25/12/2023

সাইদুল ইসলাম : এক বা দুই কোটি নয় প্রায় ১৪’শ কোটি টাকা অবৈধভাবে উপার্জনের অভিযোগ, দূর্নীতি দমন কমিশনে (দুদক) জমা পড়েছ...

04/11/2023

#টিপস
💚ইস্ত্রি করার সময় কাপড়ে যে জল ছেটান তাতে কয়েক ফোঁটা পারফিউম ফেলে দিন। ইস্ত্রি হওয়া কাপড়টি সুগন্ধ ধরে রাখবে।

💚চশমা ঝকঝকে পরিষ্কার রাখতে হলে এক ফোঁটা ভিনিগার দিয়ে কাঁচ পলিশ করুন এতে চশমা ঝকঝকে হয়ে যাবে।

💚কাঠের আসবাবপত্রে চা-পাতা ফোটানো ঠান্ডা পানি দিয়ে পলিশ করুন। দেখবেন ঝকঝকে হয়ে উঠবে।

💚ফ্রিজের গায়ে দাগ ধরে গেলে স্পঞ্জে টুথপেস্ট লাগিয়ে ঘষুন। দাগ উঠে যাবে

💚 জানালা, দরজার কাঁচ ঝকঝকে করে তুলতে মিহি চক গুঁড়োর সঙ্গে জল আর স্পিরিট অথবা কেরোসিন মিশিয়ে কিছুক্ষণ কাঁচের ওপর মাখিয়ে রাখুন। শুকিয়ে গেলে খবরের কাগজ দিয়ে মুছে নিন।দেখবেন ঝকঝকে হয়ে গিয়েছে।

💚ডিটারজেন্টের সঙ্গে একটা লেবুর রস ও এক চামচ ফিনাইল মিশিয়ে বাথরুমের টাইলস ঘষে দেখুন, কেমন ঝকঝক করে।

💚হাতব্যাগের ধাতব অংশগুলিতে ন্যাচারাল কালারের নেলপালিশের এক প্রস্থ প্রলেপ দিয়ে রাখুন। সহজে বিবর্ণ হবে না।

💚ছোট্ট একটুকরো ফ্লানেল বা কম্বলের কাপড়ে পাতিলেবুর রস মাখিয়ে চামড়ার ব্যাগ বা স্যুটকেশে ঘষলে। চামড়ার ঔজ্বল্ল্য বাড়বে।

💚গ্যাসস্টোভের বার্নারে ময়লা ঢুকে গেলে বাড়িতে পরিষ্কার করার সহজ উপায় হল অ্যালুমিনিয়াম স্টিল বা লোহার বালতিতে ফুটন্ত জল ঢেলে তাতে দু টেবিল চামচ ড্রেনেক্স (Drainex) পাউডার গুলে বার্নার দুটি তার মধ্যে দু ঘণ্টা ডুবিয়ে রাখুন। জলে ঘসে ঘসে ধুয়ে নিন। দেখবেন নতুনের মতো সুন্দর হয়েছে।

💚উলের পোশাক ধোওয়ার পর এক বালতি জলে আধ চামচ গ্লিসারিন দিয়ে তাতে ডুবিয়ে নিন। পোশাকের নরম ভাব বজায় থাকবে।

💚বাচ্চাদের জামাকাপড় বা কাঁথায় যদি তার বমির দুর্গন্ধ থেকে যায়, তবে কাচার পর জলে আধ চামচ বেকিং সোডা মিশিয়ে তাতে জামাকাপড় ডুবিয়ে নেবেন। দুর্গন্ধ দূর হবে।

💚সুগন্ধির শিশি সবসময় তুলো বা কাপড়ে জড়িয়ে রাখবেন। তাতে সুগন্ধি বেশি দিন টিকবে।

💚 ফ্লাক্সের ভেতরে অংশ ভালভাবে ধুতে হলে ফ্লাক্সে গরম জল ভর্তি করুন। তাতে কয়েক টুকরো কাগজ ফেলে দিন। ঘণ্টাখানেক পর ভাল করে ঘসে নিয়ে জল ফেলে দিন। ভেতরের যাবতীয় নোংরা পরিষ্কার হয়ে যাবে।

💚চিনির পাত্রের মধ্যে দু-চারটি লবঙ্গ দিয়ে রাখলে পিঁপড়ে ঢুকবে না।


#কিচেন #টিপস #কিচেনটিপস

19/01/2023

নিখোঁজ সংবাদ

কুমিল্লার কোতোয়ালি থানা এলাকা থেকে গত ১৪ জানুয়ারি ইকবাল নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি হারিয়ে গেছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। ইকবালের পিতার নাম জাফর আলী। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা থানার পূর্ব আম্বরপুর গ্রামে।

তার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরণে ছিল প্যান্ট এবং শার্ট। তিনি কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথা বলতেন।

গত ১৪ জানুয়ারি ২০২৩ সকাল ১১ টার সময় মনোহরপুরের বাসা থেকে কান্দিরপাড় স্টেশনে যাওয়ার পথে নিখোঁজ হন। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও না পাওয়ায় তার বড়ভাই ভাই সাদ্দাম হোসেন কোতোয়ালি মডেল থানায় জিডি করেছেন। জিডি নং-১০৪৬, তারিখ-১৬/০১/২০২৩ খ্রি:।

কোন সহৃদয়বান ব্যক্তি উক্ত ব্যক্তির সন্ধান জেনে থাকলে কোতোয়ালি মডেল থানা তদন্তকারী অফিসার ইমাম হোসেন (০১৮৪৫১৮৪৭৪১) অথবা পরিবারের (০১৭৫৭৫৪৩৪৬৫) এর মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

Address

Tejkunipara

Alerts

Be the first to know and let us send you an email when Abartan -আবর্তন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abartan -আবর্তন:

Share