লিজেন্ড ফাহিম

লিজেন্ড ফাহিম আমার পেজে আপনাকে সাগতম
ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন
GIVE & TAKE official

ভারতীয় আধিপত্যবাদের অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে আপসহীন সংগ্রামে মহান বিপ্লবী ওসমান হাদী জীবন উৎসর্গ করেছেন।আমরা বিশ্বাস ...
23/12/2025

ভারতীয় আধিপত্যবাদের অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে আপসহীন সংগ্রামে মহান বিপ্লবী ওসমান হাদী জীবন উৎসর্গ করেছেন।
আমরা বিশ্বাস করি—আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদায় কবুল করেছেন।
তাঁর আত্মত্যাগ কখনো বৃথা যাবে না; এটি অন্যায়ের বিরুদ্ধে আমাদের বিবেককে জাগিয়ে রাখবে এবং ন্যায় ও মুক্তির পথে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমিন।

মা'কে শক্তপোক্ত সুস্থসবল দেখার মধ্যে যে একটা মানসিক শান্তি আছে, সেটা দুনিয়ার আর কোথাও নেই!🌸❤️
19/12/2025

মা'কে শক্তপোক্ত সুস্থসবল দেখার মধ্যে যে একটা মানসিক শান্তি আছে, সেটা দুনিয়ার আর কোথাও নেই!🌸❤️

ওর লেখা বই নাকি ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। কবি নজরুল আর রবিন্দ্রনাথ বেঁচে থাকলে বলতো  ‘ কে তুমি চুদন , লিখেছো শ্যাটা ভ...
01/11/2025

ওর লেখা বই নাকি ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
কবি নজরুল আর রবিন্দ্রনাথ বেঁচে থাকলে বলতো ‘ কে তুমি চুদন , লিখেছো শ্যাটা ভাংগার গর্জন , বেচিয়া গঞ্জে, অকুল ও কুঞ্জে, না খাইয়া তাজা, কেনো ভক্ষন করিয়াছো মেয়াদ উত্তীর্ণ গাঁজা

গ্রামের দুপুর এমনই একটা নীরব কবিতা, একটুখানি উদাস করা সুর, যা হৃদয়ের গভীরে বাজতে থাকে অনেকক্ষণ ধরে।
19/10/2025

গ্রামের দুপুর এমনই একটা নীরব কবিতা, একটুখানি উদাস করা সুর, যা হৃদয়ের গভীরে বাজতে থাকে অনেকক্ষণ ধরে।

আলহামদুলিল্লাহ আল্লাহ উত্তম রিজিক দাতা কোন না কোন উছিলায় রিজিকের ব্যবস্থা করে দেন।
19/10/2025

আলহামদুলিল্লাহ আল্লাহ উত্তম রিজিক দাতা কোন না কোন উছিলায় রিজিকের ব্যবস্থা করে দেন।

কিছু মানুষ সকাল শুরু করে কফির কাপে, আর আমরা শুরু করি ঘাম ঝরানো পরিশ্রম দিয়ে।  এটাই আমাদের গর্ব, এটাই আমাদের পরিচয় — শ্রম...
19/10/2025

কিছু মানুষ সকাল শুরু করে কফির কাপে, আর আমরা শুরু করি ঘাম ঝরানো পরিশ্রম দিয়ে।
এটাই আমাদের গর্ব, এটাই আমাদের পরিচয় — শ্রমই শক্তি, কাজই আমাদের সকাল।
Salute to every hand that builds the dream behind the scenes. 💪🖤
#পরিশ্রমেইগর্ব

🌿 সোনালি অধ্যায়ের গল্প 🌿যখন একজন সম্মানিত Buyer এবং ফ্যাক্টরির ম্যানেজমেন্ট একসাথে হাসিমুখে কাজের অগ্রগতি ভাগ করে নেয়— ঠ...
18/10/2025

🌿 সোনালি অধ্যায়ের গল্প 🌿
যখন একজন সম্মানিত Buyer এবং ফ্যাক্টরির ম্যানেজমেন্ট একসাথে হাসিমুখে কাজের অগ্রগতি ভাগ করে নেয়— ঠিক তখনই শুরু হয় এক নতুন সম্ভাবনার যাত্রা।
এমন আন্তরিক সম্পর্কই গড়ে তোলে বিশ্বাস, উন্নয়ন আর অগণিত কর্মসংস্থানের পথ।
প্রতিটি বায়ার ও প্রতিটি ফ্যাক্টরি যেন এভাবেই একসাথে এগিয়ে চলে,
আর বাংলাদেশ হয়ে উঠুক শিল্প ও সম্ভাবনার অনন্য এক আলোকবর্তিকা।গড়ে উঠুক আরও নতুন নতুন কর্মসংস্থান এবং কর্মজীবী হোক হাজারো বেকার ভাই ও বোনদের। 🇧🇩✨

সূর্যোদয়ের এই সোনালি মুহূর্তে চাই – প্রতিটি মানুষের জীবন আলোকিত হোক, সকলের পথ প্রশস্ত হোক। সবার জন্য রইল আন্তরিক শুভ সক...
18/10/2025

সূর্যোদয়ের এই সোনালি মুহূর্তে চাই – প্রতিটি মানুষের জীবন আলোকিত হোক, সকলের পথ প্রশস্ত হোক। সবার জন্য রইল আন্তরিক শুভ সকালের শুভেচ্ছা! 🌞💛

আসসালামু আলাইকুম! আল্লাহ যেন এই জুমার দিনে আমাদের সব দোয়া কবুল করেন। জুম্মা মোবারক 🌙🤍
17/10/2025

আসসালামু আলাইকুম! আল্লাহ যেন এই জুমার দিনে আমাদের সব দোয়া কবুল করেন। জুম্মা মোবারক 🌙🤍

শুভ সকাল! আজ সকাল মানেই নতুন একটি সুযোগ, নতুন একটি শুরু। গতকালের কষ্টগুলোকে পেছনে রেখে নতুন করে শুরু হোক তোমার জীবনের গল...
17/10/2025

শুভ সকাল! আজ সকাল মানেই নতুন একটি সুযোগ, নতুন একটি শুরু। গতকালের কষ্টগুলোকে পেছনে রেখে নতুন করে শুরু হোক তোমার জীবনের গল্প।

ঘড়ির কাঁটা ৫টা বাজলেই মনে হয় যেন কারাগার থেকে মুক্তি পেলাম!” 🔓
16/10/2025

ঘড়ির কাঁটা ৫টা বাজলেই মনে হয় যেন কারাগার থেকে মুক্তি পেলাম!” 🔓

Address

Tejkunipara

Website

Alerts

Be the first to know and let us send you an email when লিজেন্ড ফাহিম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to লিজেন্ড ফাহিম:

Share

🔥💕Welcome to our page💕🔥

লাইক দিয়ে পাশে থাকুন💝

আর যারা- আগে থেকে আমাদের সাথে আছেন 🔥পেইজের সাথে থাকার ধন্যবাদ💕 অসংখ্য ধন্যবাদ