লিজেন্ড ফাহিম

লিজেন্ড ফাহিম আমার পেজে আপনাকে সাগতম
ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন
GIVE & TAKE official

সাতক্ষীরার জেলার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে হাবিবুর রহমানের ছেলে  আহসান হাবিব বিচ্ছেদের কারনে ...
26/09/2025

সাতক্ষীরার জেলার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে হাবিবুর রহমানের ছেলে আহসান হাবিব বিচ্ছেদের কারনে বাড়ির সামনে বালতিতে করে দুধ এনে সবার সামনে গোসল করেন। এ সময় উপস্থিত স্থানীয় লোকজন এমন দৃশ্য দেখে অবাক হন। হাবিব এলাকার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। প্রায় দেড় মাস প্রেমের পর পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। প্রথমদিকে সংসার ভালো চললেও কিছুদিন পর থেকেই শুরু হয় ক"লহ। হাবিবের অভিযোগ, তিনি অনেক টাকা খরচ করে বিদেশে গিয়েছিলেন। কিন্তু সেখানে অসুস্থতার কারণে বেশি দিন থাকতে পারেননি। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে তাকে দেশে ফিরতে হয়। বর্তমানে তিনি আর্থিক সংকটের মধ্যে আছেন। এ কারণে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন। হাবিবের দাবি, ‘যখন আমার কাছে টাকা ছিল, তখন সে ভালোবেসে আমাকে বিয়ে করেছিল। এখন আমার কাছে টাকা পয়সা কিছুই নাই যার কারণে সে আমাকে ছেড়ে চলে গেছে।

অফিসে ঢুকলেই একটা কথা মনে পড়ে — জীবনের সব সুখ বাসায় থাকে, আর সব দুঃখ অফিসে!😩
26/09/2025

অফিসে ঢুকলেই একটা কথা মনে পড়ে — জীবনের সব সুখ বাসায় থাকে, আর সব দুঃখ অফিসে!😩

মনে রেখো, প্রতিটি নতুন দিন নিজেকে নতুন করে শুরু করার এবং পরিবর্তন আনার সুযোগ নিয়ে আসে।
25/09/2025

মনে রেখো, প্রতিটি নতুন দিন নিজেকে নতুন করে শুরু করার এবং পরিবর্তন আনার সুযোগ নিয়ে আসে।

আমি যেমনই হই, আমার গল্পটা আমার মতোই,অপূর্ণ, অথচ অনন্য।
24/09/2025

আমি যেমনই হই, আমার গল্পটা আমার মতোই,
অপূর্ণ, অথচ অনন্য।

সূর্য যখন হেলে পড়ে পশ্চিমে, তখন প্রকৃতির রঙ বদলে যায় — ঠিক তেমনি মানুষও দিনে দিনে বদলে যায়, অজান্তেই।
24/09/2025

সূর্য যখন হেলে পড়ে পশ্চিমে, তখন প্রকৃতির রঙ বদলে যায় — ঠিক তেমনি মানুষও দিনে দিনে বদলে যায়, অজান্তেই।

প্রকৃতির মতোই থাকো সতেজ, মনটা ভরাও ভালোবাসা আর ইতিবাচকতায়! শুভ সকাল! ❤️
24/09/2025

প্রকৃতির মতোই থাকো সতেজ, মনটা ভরাও ভালোবাসা আর ইতিবাচকতায়! শুভ সকাল! ❤️

আকাশের রঙ বদলানো এই সন্ধ্যা যেন মনে করিয়ে দেয়,সব কিছুই বদলায়, শুধু স্মৃতিগুলো রয়ে যায়!শুভ সন্ধ্যা, ভালো থাকো সবাই!
23/09/2025

আকাশের রঙ বদলানো এই সন্ধ্যা যেন মনে করিয়ে দেয়,সব কিছুই বদলায়, শুধু স্মৃতিগুলো রয়ে যায়!শুভ সন্ধ্যা, ভালো থাকো সবাই!

শুভ সকাল! 🌞যে সকালে মন ভালো থাকে, সে দিনটা কখনো খারাপ যায় না।তোমার হাসিমাখা মুখটাই হোক আজকের দিনের অনুপ্রেরণা।যত বাধাই ...
23/09/2025

শুভ সকাল! 🌞যে সকালে মন ভালো থাকে, সে দিনটা কখনো খারাপ যায় না।তোমার হাসিমাখা মুখটাই হোক আজকের দিনের অনুপ্রেরণা।যত বাধাই আসুক, আজ তুমি নিজেকে প্রমাণ করে দেখাবে—তুমি পারো!দোয়া রইলো, তুমি যেন ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের স্বপ্ন ছুঁতে পারো 💖🌸

22/09/2025
বিকেলের এই শান্ত ছোঁয়ায় ভুলে যাও সব দুঃখ, স্মৃতি হয়ে থাকুক শুধু হাসিমাখা মুখের গল্প। শুভ বিকেল।
22/09/2025

বিকেলের এই শান্ত ছোঁয়ায় ভুলে যাও সব দুঃখ, স্মৃতি হয়ে থাকুক শুধু হাসিমাখা মুখের গল্প। শুভ বিকেল।

সকাল সকাল অফিসে যেতে কষ্ট হলেও, কাজের মধ্যে না থাকলেও ভালো লাগে না....নিজের মন ভালো থাকাটাই সব থেকে আগে দরকার 🙂🥰🥰
22/09/2025

সকাল সকাল অফিসে যেতে কষ্ট হলেও, কাজের মধ্যে না থাকলেও ভালো লাগে না....
নিজের মন ভালো থাকাটাই সব থেকে আগে দরকার 🙂🥰🥰

Address

Tejkunipara

Website

Alerts

Be the first to know and let us send you an email when লিজেন্ড ফাহিম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to লিজেন্ড ফাহিম:

Share

🔥💕Welcome to our page💕🔥

লাইক দিয়ে পাশে থাকুন💝

আর যারা- আগে থেকে আমাদের সাথে আছেন 🔥পেইজের সাথে থাকার ধন্যবাদ💕 অসংখ্য ধন্যবাদ