
23/01/2024
বর্তমানে অনলাইন বিসনেস খুবই জনপ্রিয় বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলোতে। অনলাইন বিসনেস করার মূলত ২ টি কারন থাকে :-
👇
👇
১. যাদের অফলাইন বিসনেস আছে এবং তারা চায় তাদের সেলস আরও বৃদ্ধি করতে এবং তাদের পন্যকে বিভিন্ন দেশ/ জেলায় ছড়িয়ে দিতে।
২. যারা সহজেই ঘরে বসে কিছু করতে চায়।
💥💥যেই বিষয় গুলো আপনি চিন্তা না করে অনলাইন বিসনেস শুরু করলে হতাশায় ভুগবেন:-
১. আপনার প্রডাক্ট এর মান কেমন। বাজারে / ভোক্তাদের কাছে আপনার পন্যের চাহিদা কেমন হতে পারে। ( আপনি এমন এক ধরনের প্রডাক্ট সেল করতে চাইছেন যা কাস্টমারস এর প্রয়োজনীয়তা কম বা যা খুব সহজেই কাস্টমারস লোকাল মার্কেট থেকেই পেয়ে যাবে তাহলে সে কেনো অনলাইন এ তা পার্সেল করতে যাবে)
২. আপনি ঠিকমত আপনার প্রডাক্ট ডেলিভারি করতে পারবেন কিনা।
৩. কাস্টমারস কমিউনিকেশন। আপনি কাস্টমার্সদের সাথে ঠিকমত কমিউনিকেশন বজায় রাখতে পারবেন কিনা। যেমন কাস্টমার কমেন্ট করল বা ম্যাসেজ করল আপনি ১ দিন পর রিপ্লাই করলেন। এমন হলে কাস্টমারস আপনার প্রতি বিশ্বাস হারাবে।
৪. অনলাইন বিসনেস এর জন্য যেইটা মোস্ট দরকার তা হল মার্কেটিং💯। আপনার প্রডাক্ট ভাল কিন্তু যেসকল অডিয়েন্স এর এই প্রডাক্ট দরকার তাদের কাছে আপনার পন্য শো করলো না তাহলে কি আপনার সেলস বাড়বে? এই জন্য সঠিক অডিয়েন্স এর কাছে প্রডাক্ট মার্কেটিং জানতে হবে। ( যারা অনলাইন থেকে শাড়ী ক্রয় করে আপনি যদি শাড়ী সেল করেন আপনার অডিয়েন্স হবে তারা) এই জন্য সঠিক অডিয়েন্স এর কাছে পন্য মার্কেটিং করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি সঠিক ভাবে মার্কেটিং করতে পারবেন কিনা। এই সকল বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে অনলাইন বিসনেস শুরু করার পূর্বে💯👍
👉অনলাইন বিসনেস এ অনেকেই ভাল প্রডাক্ট নিয়েও ঝড়ে পরে যায় শুধু মাত্র মার্কেটিং না বোঝার কারনে।
কেননা যদি সেলস না হয় তাহলে কিভাবে বিসনেস হবে🤔
💥💥এইজন্য যাদের সেলস বৃদ্ধি হচ্ছে না এবং যারা এরুপ আশা করে আমাদের সেলস যদি আরও বৃদ্ধি পেতো
তাদের কথা চিন্তা করে আমরা আপনাদের জন্য কিছু সার্ভিস নিয়ে এসেছি। আমরা যেসকল সার্ভিস দেই তা এখন পর্যন্ত কোন এজেন্সি দিতে পারেনি 💯
আমরা যেসকল সার্ভিস দিব:-
👇
👇
💥 অনলাইন বিসনেস এর সকল গাইডলাইন ( পেজ সেটআপ, ডিজাইন, কনটেন্ট ক্রিয়েট ( টেক্সট+ ভিডিও)
💥সেলস গ্যারান্টি এবং ডে বাই ডে তা বৃদ্ধি
💥ছোট পন্যকে ব্রান্ড এ পরিনত করার প্রক্রিয়া
💥 মার্কেটিং Costing আগের তুলনায় কমিয়ে আনা
💥পুরো অনলাইন বিসনেস Development করা
💥Organic + Advertising Marketing
💥অনলাইন বিসনেস এ কোন পরামর্শ লাগলে তা দেওয়া ( ডেলিভারি সমস্যা, ভিডিও কনটেন্ট আইডিয়া?) ইত্যাদি
💥সোশ্যাল মিডিয়া মার্কেটিং।
💥৭-১০ দিনের জন্য ফ্রি মার্কেটিং করা যেনো ক্লাইন্ট বুঝতে পারে তার বিসনেস এর গ্রো হচ্ছ।
💥আমাদের সার্ভিসটি নিতে আমাদের পেজে ম্যাসেজ দিয়ে আপনার সকল প্রশ্নের উত্তর জেনে নিন 😍
ধন্যবাদ