15/10/2025
🛑 আহ! কি নির্মমতা ! গরুর জিহ্বা কেটে বালতিতে রেখে গেছে দুর্বৃত্তরা! 😱
📍স্থান: সম্মুখ বৈলর, নামা পাড়া, বৈলর ইউনিয়ন, ত্রিশাল।
👨🌾 খামার মালিক: মোঃ হরমুজ আলী
গত কাল সন্ধ্যার পর কে বা কারা হরমুজ আলীর গোয়ালঘরে ঢুকে এক গরুর জিহ্বা কেটে বালতিতে রেখে যায়! 😢
স্থানীয় সূত্রে জানা গেছে, গরুটি ৫ মাসের গর্ভবতী ছিল।
এই নির্মম ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
৫ মাসের গর্ভবতী গরুটি — যে শুধু একটি প্রাণ নয়, আরেকটি জীবনের আশাও বয়ে বেড়াচ্ছিল তার শরীরে। 💔
গরুটির কান্না, ব্যথায় ছটফট করা, আর সেই বালতিতে পড়ে থাকা জিহ্বা— যেন নিঃশব্দে প্রশ্ন ছুঁড়ে দিচ্ছে, “মানুষ এত নি ষ্ঠুর হতে পারে?”
“এদের শাস্তি না হলে মানবতা সত্যিই হারিয়ে যাবে!” 😔 © #কালেক্ট #পোস্ট