DC News ডিসি নিউজ

DC News ডিসি নিউজ DC News | Credit Union & Christian Community news
An online newspaper of Dhaka Credit where covers

ঢাকা ক্রেডিটের মিরপুর সেবাকেন্দ্রে নতুন সদস্যপদ প্রত্যাশিদের প্রি-মেম্বারশীপ ক্লাশ অনুষ্ঠিত।ডিসিনিউজ ।। ঢাকাঅনুষ্ঠিত হলো...
01/09/2025

ঢাকা ক্রেডিটের মিরপুর সেবাকেন্দ্রে নতুন সদস্যপদ প্রত্যাশিদের প্রি-মেম্বারশীপ ক্লাশ অনুষ্ঠিত।

ডিসিনিউজ ।। ঢাকা

অনুষ্ঠিত হলো ঢাকা ক্রেডিটের মিরপুর সেবাকেন্দ্রে নতুন সদস্যপদ প্রত্যাশিদের নিয়ে প্রি-মেম্বারশীপ ক্লাশ।

১ সেপ্টেম্বর , বিকাল ৫ টায় ঢাকা ক্রেডিটের মিরপুর সেবাকেন্দ্রে এই প্রি-মেম্বারশীপ ক্লাশ অনুষ্ঠিত হয়।

প্রি-মেম্বারশীপ ক্লাশে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ডিরেক্টর নিরাপদ হালদার, উপদেষ্টা স্বপন হালদার, এন্ড্রু শিকদার, নারী কমিটির সদস্য শিপ্রা শিকদার, শিল্পী শিকদার সহ মিরপুর এলাকার নতুন সদস্যপদ প্রত্যাশিবৃন্দ।

ঢাকা ক্রেডিটের ডিরেক্টর নিরাপদ হালদার তার শুভেচ্ছা বক্তব্যে সদস্যদের ঢাকা ক্রেডিটের বিশাল কর্মযজ্ঞ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং তাদের ঢাকা ক্রেডিটের মাধ্যমে নিজেদের জীবন মান উন্নয়নে সকল ধরনের সুবিধা গ্রহণ করার পরামর্শ ব্যক্ত করেন।

৩৩ জন সদস্যের অংশগ্রহণে প্রি-মেম্বারশীপ ক্লাশে ঢাকা ক্রেডিটের বিভিন্ন ঋণ ও সঞ্চয়ী প্রোডাক্ট, ঢাকা ক্রেডিটের নিজস্ব সফ্টওয়্যার ইআরপি, বিভিন্ন চলমান প্রকল্প এবং ঢাকা ক্রেডিটের সর্ববৃহৎ প্রকল্প ডিভাইন মার্সি হাসপাতালের বিষয়ে সদস্যদের জানান ঢাকা ক্রেডিটের মিরপুর সেবাকেন্দ্রের ম্যানেজার ইনচার্জ শিল্পী আগ্নেস ডি' কস্তা।

প্রি-মেম্বারশীপ ক্লাশে আগামীর সদস্যদের সচেতন ও ভালো সদস্য হওয়ার আহ্বানডিসিনিউজ ।। ঢাকা১ সেপ্টেম্বর , ঢাকা ক্রেডিটের প্রধ...
01/09/2025

প্রি-মেম্বারশীপ ক্লাশে আগামীর সদস্যদের সচেতন ও ভালো সদস্য হওয়ার আহ্বান

ডিসিনিউজ ।। ঢাকা
১ সেপ্টেম্বর , ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ের বিকে গুড কনফারেন্সে হলে এই প্রি-মেম্বারশীপ ক্লাশ অনুষ্ঠিত হয়।

প্রি-মেম্বারশীপ ক্লাশে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মাইকেল জন গমেজ ও ভাইস প্রেসিডেন্ট পাপড়ি দেবী আরেং, ডিরেক্টর মনিকা গমেজ, মনোজ ক্লেমেন্ট গমেজ, স্টেলা হাজরা, ক্রেডিট কমিটির চেয়ারম্যান উমা ম্যাগডেলিন গমেজ, সদস্য মঞ্জু মারীয়া পালমা ও যতীন মারান্ডীসহ নতুন সদস্যপদ প্রত্যাশিবৃন্দ।

প্রি-মেম্বারশীপ ক্লাশে সেক্রেটারি মাইকেল জন গমেজ ঢাকা ক্রেডিটের বিশাল কর্মযজ্ঞ এবং এর পরিধি বিষয়ে সদস্য প্রত্যাশীদের অবহিত করেন।

অন্যান্য বক্তাগণ নতুন সদস্য হতে আগ্রহীদের ভালো এবং সচেতন সদস্য হওয়ার আহ্বান জানান।

পরে, পাঁচজন নতুন সদস্যের হাতে তাদের পাশ বই তুলে দেন নেতৃবৃন্দ।

পুণ্যপিতা পোপ ফ্রান্সিসের ‘ লাউদাতো সি’ পত্রের দশ বছর পূর্তি উপলক্ষে পোপ চতুর্দশ লিও সৃষ্টি উদযাপন কাল ঘোষণা করেছে সেপ্ট...
01/09/2025

পুণ্যপিতা পোপ ফ্রান্সিসের ‘ লাউদাতো সি’ পত্রের দশ বছর পূর্তি উপলক্ষে পোপ চতুর্দশ লিও সৃষ্টি উদযাপন কাল ঘোষণা করেছে সেপ্টেম্বরের ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত। সৃষ্টির যত্ন ও ভালোবাসায় আমাদের দায়িত্ব – এ বিষয়কে করে গত ১ সেপ্টেম্বর, রাজশাহী সাধু পিতর সেমিনারিতে মাসব্যাপী সৃষ্টি উদযাপন দিবস এর উদ্বোধনী খ্রিষ্টযাগ ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দেশ সেন্ট পিটারস্ সেমিনারিতে সৃষ্টি উদযাপন কাল উদ্বোধন By ডিসিনিউজ - সেপ্টেম্বর ১, ২০২৫ 0 19 Share on Facebook Tweet on Twitter tweet লর্ড ডানি....

01/09/2025

স্বাস্থ্য নিরাপত্তা প্রকল্পের সদস্যরা পাচ্ছেন অসুস্থতাজনিত সুবিধা। আপনিও এই প্রকল্পে হিসাব খুলুন।

@topfansDhaka Credit

সাধনপাড়ায় নতুন সদস্যপদ প্রত্যাশিদের প্রি-মেম্বারশীপ ক্লাশ অনুষ্ঠিতডিসিনিউজ ।। ঢাকা২৮ আগষ্ট , বিকাল ৫ টায় সাধনপাড়া এলাকা...
30/08/2025

সাধনপাড়ায় নতুন সদস্যপদ প্রত্যাশিদের প্রি-মেম্বারশীপ ক্লাশ অনুষ্ঠিত

ডিসিনিউজ ।। ঢাকা

২৮ আগষ্ট , বিকাল ৫ টায় সাধনপাড়া এলাকায় এই প্রি-মেম্বারশীপ ক্লাশ অনুষ্ঠিত হয়। প্রি-মেম্বারশীপ ক্লাশে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মাইকেল জন গমেজ, ডিরেক্টর মনিকা গমেজ, মনোজ ক্লেমেন্ট গমেজ, ক্রেডিট কমিটির চেয়ারম্যান উমা ম্যাগডেলিন গমেজ, সদস্য মঞ্জু মারীয়া পালমা সহ সাধনপাড়া এলাকার নতুন সদস্যপদ প্রত্যাশিবৃন্দ।

ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মাইকেল জন গমেজ তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘ একটি বিশাল কর্মযজ্ঞ নিয়ে ঢাকা ক্রেডিট পরিচালিত হয়ে থাকে। সদস্যদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ধাপে ঢাকা ক্রেডিটে আপনাদের জন্য রয়েছে অসংখ্য সুযোগ সুবিধা, যা আপনাদের জীবন মান উন্নয়নে অপরিহার্য অবদান রাখে। আমি বিশ্বাস করি আপনারা ঢাকা ক্রেডিটের আদর্শ সদস্য হবেন। ফাদার চার্লস জে. ইয়াং যে স্বপ্ন নিয়ে এই প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন আজ তা এক বিশাল বটবৃক্ষে রূপ নিয়েছে। আমি আশা করি আপনারা ঢাকা ক্রেডিট হতে সর্বোচ্চ সেবাই গ্রহণ করবেন।'

৫০ জন সদস্যের অংশগ্রহণে প্রি-মেম্বারশীপ ক্লাশে ঢাকা ক্রেডিটের বিভিন্ন সঞ্চয়ী প্রোডাক্ট, ঢাকা ক্রেডিটের নিজস্ব সফ্টওয়্যার ইআরপি, বিভিন্ন চলমান প্রকল্প এবং ঢাকা ক্রেডিটের সর্ববৃহৎ প্রকল্প ডিভাইন মার্সি হাসপাতালের বিষয়ে সদস্যদের জানান ঢাকা ক্রেডিটের সাধনপাড়া সেবাকেন্দ্রের ম্যানেজার ঝুমা রিবেরু এবং ঢাকা ক্রেডিটের বিভিন্ন ঋণ প্রোডাক্ট বিষয়ে সদস্যদের জানান ঢাকা ক্রেডিটের সাধনপাড়া সেবাকেন্দ্রের সিনিয়র অফিসার রিপন পিউরীফিকেশন।

বক্তাগণ, সদস্যদের উন্নয়নের জন্য এবং সমাজের কল্যাণের জন্য নেতৃবৃন্দকে সর্বদা কাজ করে যাওয়ার আহ্বান জানান
29/08/2025

বক্তাগণ, সদস্যদের উন্নয়নের জন্য এবং সমাজের কল্যাণের জন্য নেতৃবৃন্দকে সর্বদা কাজ করে যাওয়ার আহ্বান জানান

ঢাকা ক্রেডিট পাগাড়ে অনুষ্ঠিত হয়েছে ঢাকা ক্রেডিটের পাগাড়-মাউসাইদ আঞ্চলিক শিক্ষা সেমিনার By ডিসিনিউজ - অগাস্ট ২৯, ২০...

চলছে ঢাকা ক্রেডিটের পাগাড়-মাউসাউদ আঞ্চলিক শিক্ষা সেমিনার...(বিস্তারিত আসছে)
29/08/2025

চলছে ঢাকা ক্রেডিটের পাগাড়-মাউসাউদ আঞ্চলিক শিক্ষা সেমিনার...
(বিস্তারিত আসছে)

27/08/2025

আন্তর্জাতিকমানের সেবার দ্বার উন্মোচন করলো ডিভাইন মার্সি হাসপাতাল।

@topfansDhaka CreditDC News ডিসি নিউজ

25/08/2025

ঢাকা ক্রেডিট স্বাস্থ্যনিরাপত্তা প্রকল্পের সুযোগ নিন!

@topfansDhaka Credit

24/08/2025

স্বাস্থ্য নিরাপত্তা স্কীম, আমাদের বিপদকালীন বন্ধু।

@topfansDhaka Credit

Address

Tejkunipara

Telephone

+8809139901

Alerts

Be the first to know and let us send you an email when DC News ডিসি নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DC News ডিসি নিউজ:

Share