16/10/2025
কালব এর উদ্যোগে আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস উদযাপন
ডিসিনিউজ ।। ঢাকা
পারস্পারিক সহযোগিতায় সমৃদ্ধ বিশ্ব মূলসুর নিয়ে কালীগঞ্জের কুচিলাবাড়িতে কালব রিসোর্টে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি, আলোচনা, এবং কালব এর প্রতিষ্ঠাতা সদস্য সমিতিসমুহকে সম্মাননা প্রদানের মধ্যদিয়ে পালিত হলো ৭৭-তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস-২০২৫।
১৬ অক্টোবর, ২০২৫ কালব এর চেয়ারম্যান আগষ্টিন পিউরিফিকেশনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সাবেক সাংসদ এ কে এম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সমবায় অফিসার আরিফা সুলতানা নিপা, কালব এর চ্যাপলেইন ড. ফাদার লিটন হিউবার্ট গমেজ সিএসসি, কালীগঞ্জ উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া।
দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:,ঢাকা (ঢাকা ক্রেডিট) এর শিক্ষা ফান্ড এর অর্থ দিয়ে ১৯৮৯ সালে কালব প্রতিষ্ঠিত হয় এবং ঢাকা ক্রেডিট কালব এর ১নং সদস্য সমিতি।
অন্যান্য প্রতিষ্ঠাকালীন সমিতিগুলো যথাক্রমে মাউসাইদ খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি :, নাগরী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি :, রাঙ্গামাটিয়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি :, তুমিলিয়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি :, মঠবাড়ি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি :, তুইতাল খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি :, ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, হাসনাবাদ খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি :, শুলপুর খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি :, এবং গোল্লা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি :,।
৭৭-তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবসে ঢাকা ক্রেডিটকে সম্মাননা প্রদান করা হয়। একই সাথে কালব এর প্রতিষ্ঠাকালীন অন্যান্য সমবায় সমিতিকেও সম্মাননা প্রদান করা হয়।
ঢাকা ক্রেডিটের পক্ষে সম্মাননা গ্রহন করেন বোর্ড ডিরেক্টর মনিকা গমেজ, নিরাপদ হালদার, ষ্টেলা হাজরা,সুমন জেমস্ ডি কস্তা ও ক্রেডিট কমিটির সদস্য মঞ্জু মারীয়া পালমা।
আগষ্টিন পিউরিফিকেশন শ্রদ্ধার সাথে স্মরণ করেন যারা এই ক্রেডিট ইউনিয়ন আন্দোলন শুরু করেন। তিনি বলেন, "আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি আর্চবিশপ লরেন্স এল গ্রেনার ও ফাদার চার্লস জে, ইয়াং কে। ধন্যবাদ জানাই ঢাকা ক্রেডিটকে, কারণ তাদের অবদানেই আজকের কালব।"
সারা দেশে ৭০০ শতাধিক সদস্য ও ৫০০ শতাধিক সহযোগী সদস্য এবং ১০,০০০ কোটি টাকা সম্পদ রয়েছে এই প্রতিষ্ঠানের।
পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিক থাকলে আগামী অর্থ বছরে কালব শেয়ারের বিপরীতে লাভ দিতে পারবে বলে জানান কালব চেয়ারম্যান।
৭৭-তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবসে মূল প্রবন্ধ উপস্থাপন করে প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার প্যাট্রিক পালমা।
পালমা ঢাকা ক্রেডিটকে আবারও ধন্যবাদ জানান এবং স্মরণ করেন ঢাকা ক্রেডিটের শিক্ষা ফান্ড এর অর্থে কালব এর প্রতিষ্ঠার অবদানকে।
ফাদার গমেজ বলেন মানুষের কল্যাণে কাজ করা ও সৎ থেকে অর্থের সঠিক ব্যবহার করে মানবিক ক্রেডিট ইউনিয়ন গঠনই আমাদের উদ্দেশ্য হতে হবে।
প্রধান অতিথি সাবেক সাংসদ ফজলুল হক মিলন উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ঐক্যের ও সমোঝোতার বিকল্প কিছু নাই।
"সৃষ্টির শুরু থেকেই সমবায় ছিল। বাইবেলেও সঞ্চয়ের দিক নির্দেশনা দেয়া আছে। এরই ফল আজকের এই ক্রেডিট ইউনিয়ন আন্দোলন। “ বলেন মিলন। এই শিক্ষা গ্রহন কে ধারণ করে আমরা চলতে পারলে আমাদের আর কোনো অভাব থাকতে না।
সকল ধর্মের উপরে মানব ধর্ম এবং হিংসা, দলাদলি ভুলে দেশকে সামনের দিকে নিয়ে যাবেন ঐক্যবদ্ধ থেকে, বলেন সাবেক এই সাংসদ।