
01/09/2025
ঢাকা ক্রেডিটের মিরপুর সেবাকেন্দ্রে নতুন সদস্যপদ প্রত্যাশিদের প্রি-মেম্বারশীপ ক্লাশ অনুষ্ঠিত।
ডিসিনিউজ ।। ঢাকা
অনুষ্ঠিত হলো ঢাকা ক্রেডিটের মিরপুর সেবাকেন্দ্রে নতুন সদস্যপদ প্রত্যাশিদের নিয়ে প্রি-মেম্বারশীপ ক্লাশ।
১ সেপ্টেম্বর , বিকাল ৫ টায় ঢাকা ক্রেডিটের মিরপুর সেবাকেন্দ্রে এই প্রি-মেম্বারশীপ ক্লাশ অনুষ্ঠিত হয়।
প্রি-মেম্বারশীপ ক্লাশে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ডিরেক্টর নিরাপদ হালদার, উপদেষ্টা স্বপন হালদার, এন্ড্রু শিকদার, নারী কমিটির সদস্য শিপ্রা শিকদার, শিল্পী শিকদার সহ মিরপুর এলাকার নতুন সদস্যপদ প্রত্যাশিবৃন্দ।
ঢাকা ক্রেডিটের ডিরেক্টর নিরাপদ হালদার তার শুভেচ্ছা বক্তব্যে সদস্যদের ঢাকা ক্রেডিটের বিশাল কর্মযজ্ঞ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং তাদের ঢাকা ক্রেডিটের মাধ্যমে নিজেদের জীবন মান উন্নয়নে সকল ধরনের সুবিধা গ্রহণ করার পরামর্শ ব্যক্ত করেন।
৩৩ জন সদস্যের অংশগ্রহণে প্রি-মেম্বারশীপ ক্লাশে ঢাকা ক্রেডিটের বিভিন্ন ঋণ ও সঞ্চয়ী প্রোডাক্ট, ঢাকা ক্রেডিটের নিজস্ব সফ্টওয়্যার ইআরপি, বিভিন্ন চলমান প্রকল্প এবং ঢাকা ক্রেডিটের সর্ববৃহৎ প্রকল্প ডিভাইন মার্সি হাসপাতালের বিষয়ে সদস্যদের জানান ঢাকা ক্রেডিটের মিরপুর সেবাকেন্দ্রের ম্যানেজার ইনচার্জ শিল্পী আগ্নেস ডি' কস্তা।