DC News ডিসি নিউজ

DC News ডিসি নিউজ DC News | Credit Union & Christian Community news
An online newspaper of Dhaka Credit where covers

সমাহিত হলেন ঢাকা ক্রেডিটের সম্মানিত সদস্য বিশিষ্ট সমবায়ী মি. সেবাস্তিয়ান বাড়ৈ।ডিসিনিউজ ।। ঢাকাআজ দুপুর ১২টায় তেজগাঁও প...
26/10/2025

সমাহিত হলেন ঢাকা ক্রেডিটের সম্মানিত সদস্য বিশিষ্ট সমবায়ী মি. সেবাস্তিয়ান বাড়ৈ।

ডিসিনিউজ ।। ঢাকা

আজ দুপুর ১২টায় তেজগাঁও পবিত্র জপমালা রাণীর গির্জায় ঢাকা ক্রেডিটের সম্মানিত সদস্য বিশিষ্ট সমবায়ী মি. সেবাস্তিয়ান বাড়ৈ ‘র অন্ত্যষ্টিক্রিয়ার পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করা হয় এবং এরপর তাকে তেজগাঁও কবরস্থানে সমাহিত করা হয়।

এ সময় ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিওসহ বর্তমান ব্যবস্থাপনা কমিটির সদস্য সহ আরো অনেকে উপস্থিত থেকে মৃতের বিদেহী আত্মার কল্যাণ কামনা করে এবং তার কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

26/10/2025

সাধ্যের মধ্যে সেরা স্বাস্থ্যসেবা: ডিভাইন মার্সি হাসপাতাল।

@topfansDhaka Credit

।। ঢাকা ক্রেডিটের সম্মানিত সদস্য মি. সেবাস্তিয়ান বাড়ৈ -এর মৃত্যুতে শোক প্রকাশ ।।ঢাকা ক্রেডিটের সম্মানিত সদস্য, বিশিষ্ট...
25/10/2025

।। ঢাকা ক্রেডিটের সম্মানিত সদস্য মি. সেবাস্তিয়ান বাড়ৈ -এর মৃত্যুতে শোক প্রকাশ ।।

ঢাকা ক্রেডিটের সম্মানিত সদস্য, বিশিষ্ট সমবায়ী মি. সেবাস্তিয়ান বাড়ৈ আজ (২৫ অক্টোবর, ২০২৫) অপরাহ্নে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৭ বছর।

আজ বরিশাল থেকে ঈশ্বরদী যাওয়ার পথে কুষ্টিয়াতে অসুস্থ বোধ করলে আশেপাশের মানুষ তাঁকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। তিনি ঢাকা ক্রেডিটের বিভিন্ন কমিটিতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট মি. ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ও সেক্রেটার মি. মাইকেল জন গমেজ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার চিরকল্যাণ কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

আগামীকাল (২৬ অক্টোবর, ২০২৫) দুপুর ১২ টায় তেজগাঁও চার্চ -এ আন্তষ্টিক্রিয়া শেষে তেজগাঁও গির্জাস্থ কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে। এখানে উল্লেখ্য যে, তিনি বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন, গুলশান থানার প্রেসিডেন্ট ছিলেন।

অনুষ্ঠিত হলো তুমিলিয়া খ্রীষ্টান কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা ।ডিসিনিউজবিডি।।অনুষ্ঠিত হলো তুমিলিয়া ...
24/10/2025

অনুষ্ঠিত হলো তুমিলিয়া খ্রীষ্টান কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা ।

ডিসিনিউজবিডি।।

অনুষ্ঠিত হলো তুমিলিয়া খ্রীষ্টান কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ৫৯তম বার্ষিক সাধারণ সভা।

২৪ অক্টোবর, সাধু মাইকেল মিলনায়তনে
সকাল ১০ টায় সমিতির ৫৯তম বার্ষিক সাধারণ সভা শুরু হয়।

সমিতির চেয়ারম্যান রিংকু লরেন গমেজের সভাপতিত্বে এবং সেক্রেটারি কাজল টি গমেজের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা আরিফা সুলতানা শিপা।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন তুমিলিয়া ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার কুঞ্জন কুইয়া, দরিপাড়া ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার স্ট্যানিসলাউস গমেজ, কাককোর চেয়ারম্যান টুটুল পিটার রডরিক্স।

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ভূঁইয়া।

এছাড়াও ঢাকা ক্রেডিটের পক্ষে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, সেক্রেটারি মাইকেল জন গমেজ, ডিরেক্টর মনোজ ক্লেমেন্ট গমেজ, নিরাপদ হালদার, ডন এ অধিকারী, শিপন রোজারিও, সুমন জেমস ডি. কস্তা, ক্রেডিট কমিটির সেক্রেটারি মোশী মন্ডল, সুপারভাইজরি কমিটির সেক্রেটারি সুহৃদ গমেজ, সদস্য পংকজ লরেন্স কস্তা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতির স্বাগত বক্তব্য রিংকু লরেন গমেজ বলেন, ' আজকের সভার প্রাণবন্ত আলোচনা ও গঠনমূলক মতবিনিময় আমাদের সমিতির ভবিষ্যৎকে আরো শক্তিশালী করবে। খ্রিস্টিয় শান্তি ও ভাতৃত্বের মহিমায় পূর্বের ন্যায় আগামীতেও আপনারা আমাদের পাশে থাকবেন এই বিশ্বাস করি। আপনাদের সহযোগিতায় ৬.৫ লভ্যাংশ এবং ১৫% রিবেট প্রদানে সক্ষম হয়েছি। আমি বিশ্বাস করি সকলের সহযোগিতা ও চেষ্টা থাকলে খেলাপি ঋণ সহনশীল পর্যায়ে হ্রাস করতে পারব।

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া তার বক্তব্যে বলেন, 'আমাদের সমবায় সমিতি গুলোকে সঞ্চয় এবং ঋণ কার্যক্রমের বাইরে গিয়েও অনেক কাজ করতে হবে। আমাদের সদস্যদের দক্ষ মানব শক্তিতে পরিণত করতে হবে। আমাদের ছেলে মেয়েরা যেনো প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় ও দক্ষ হয়ে উঠতে পারে সেদিকে নজর দিতে হবে। '

বার্ষিক সাধারণ সভায় আসন গ্রহণের পর জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা, সমবায়ী পতাকা ও সমিতির পতাকা উত্তোলন করেন অতিথিরা। এরপর প্রয়াত সদস্যদের স্মরণে ও মঙ্গল কামনায় নিরবতা পালন এবং অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করেন। বক্তব্য পর্ব শেষে নিয়মানুযায়ী সভার কার্যক্রম অনুষ্ঠিত হয়।

‘‘ শিক্ষকরাই আদর্শ জাতি গঠনের কারিগর ” মূল প্রতিপাদ্য নিয়ে ২৩শে অক্টোবর ২০২৫, রোজ বৃহস্পতিবার ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কু...
23/10/2025

‘‘ শিক্ষকরাই আদর্শ জাতি গঠনের কারিগর ” মূল প্রতিপাদ্য নিয়ে ২৩শে অক্টোবর ২০২৫, রোজ বৃহস্পতিবার ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে পালন করা হলো ” বিশ্ব শিক্ষক দিবস”।

Uncategorized ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন। By ডিসিনিউজ - অক্টোবর ২৩, ২০২৫ 0 3 Share on Facebook Tweet on Twitter tweet ডিস....

22/10/2025

আপনার সন্তানকে ডিসি কালচারাল একাডেমিতে ভর্তি করুন এবং গঠনমূলক ভবিষ্যৎ নিশ্চিৎ করুন...

নয়নাগরে ডি’ মাজেনড গির্জা, সেন্ট ইউজিন স্কুলের সামনে আবর্জনার ডিপো নির্মান বন্ধে মানববন্ধনডিসিনিউজবিডি।। ঢাকাঢাকার উত্তর...
21/10/2025

নয়নাগরে ডি’ মাজেনড গির্জা, সেন্ট ইউজিন স্কুলের সামনে আবর্জনার ডিপো নির্মান বন্ধে মানববন্ধন

ডিসিনিউজবিডি।। ঢাকা

ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের অধিনে নয়নাগর এলকায় ডি’মাজেনড গির্জা ও সেন্ট ইউজিন স্কুলের সামনে আবর্জনার ডিপো নির্মানের বিরুদ্ধে মানববন্ধন করেছে খ্রীষ্টান সম্প্রদায়সহ অন্যান্য সম্প্রদায়ের সচেতন নাগরিকবৃন্দ।

২১ অক্টোবর, ডি’মাজেনড গির্জা ও সেন্ট ইউজিন স্কুলের সামনে এই মানববন্ধন থেকে অতিদ্রæত আবর্জনার ডিপো নির্মানকাজ বন্ধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্তকর্তাদের প্রতি আহŸান জানানো হয়।

সেন্ট ইউজিন স্কুলের প্রধান শিক্ষক ফাদার পিন্টু লুইস কস্তা, ওমমআই বলেন,“ একটি গির্জা এবং স্কুলের সামনে এই ধরণের স্থাপনা সম্পূর্ণ অযৌক্তিক যা আমাদের শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বাড়াবে এবং এটা খ্রীষ্টান সমাজের ধর্মীয় অনুভুতির প্রতি চরম অবহেলা।”

তিনি অভিযোগ করে বলেন, চার্চ কর্তৃপক্ষ বেশ কয়েক দফায় উত্তর সিটি কর্পোরেশনকে লিখিতভাবে উদ্বেগের বিষয়ে জানানোর পরেও এই আবর্জনার ডিপো নির্মান অব্যাহত রেখেছে।”

প্রধান বিশক্ষক বলেন, আমাদের দাবি একটাই এই স্থাপন অনতিবিলম্বে এখান থেকে সরিয়ে এমন জায়গায় নিতে হবে যেখানে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও আবাসিক এলাকার মানুষের কোনো ক্ষতি করবে না।”

এই ময়লার ডিপো স্কুল ও গির্জার সামনে স্থাপনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও বলেন, ময়লার যে ডিপো এখানে স্থাপনের চেষ্টা করা হচ্ছে এটা এই এলকার মানুষের নানা ধারণের সমস্যার সৃষ্টি করবে।

“এই স্থাপনা নির্মান বন্ধ করে স্কুল ও ধর্মীয় প্রতিষ্ঠানের সুরক্ষার নিশ্চয়তা দিতে হবে। যে শিশুরা এখানে শিক্ষা নিতে আসছে এরা শুধু খ্রিষ্টান সম্প্রদায়ের নয়। এই ক্ষতি আমাদের সকল সম্প্রদায়ের, শিশুদের ভবিষ্যত নির্মানে সুন্দর পরিবেশের প্রয়োজন।” বলেন রোজারিও

উক্ত মানববন্ধনে স্কুলের শিক্ষার্থী, অবিভাবক, খ্রীষ্টান সম্প্রদায়সহ বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ অংশ্রগ্রহণ করে এবং ময়লার ডিপো অন্যত্র প্রতিস্থানের দাবি জানান।

21/10/2025
19/10/2025

সাভারে ধর্ষকদের গ্রেফতার ও ফাঁসি চেয়ে খ্রীষ্টান সম্প্রদায়ের মানববন্ধন

বক্তারা বলেন, ধর্ষকের কোন ধর্ম নাই, জাত নাই। কোনো কোনো মহল এই ধর্ষককে খ্রীষ্টান উল্লেখ করে একটা সাম্প্রদায়িক রং দিয়ে অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছে। কিন্তু খ্রীষ্টান নেতৃবৃন্দ বলেন, ধর্ষক যেই হউক তার সর্ব্বচ্চো শাস্তি আমরা দাবি করি এবং আমরাও ধর্ষককে ধরার জন্য দাবি জানাই।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মাইকেল জন গমেজ, ধরেন্ডা প্যারিশ কাউন্সিলের সহ-সভাপতি জ্যোতি গমেজ, স্থানীয় মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় খ্রিষ্টাব সম্প্রদায়ের মানুষজন।

গত ১৫ অক্টোবর, ঢাকায় অদূরে সাভার বিরুলিয়ায় এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ ওঠে সোহেল রোজারিও, বিপ্লব রোজারিও এবং মিঠু বিশ্বাসের বিরুদ্ধে। পুলিশ ১৯ অক্টোবর, ঢাকা থেকে মিঠু বিশ্বাসকে গ্রেফতা করেছে।

সাভার ইয়াং ম্যান্স্ খ্রীষ্টান এসোসিয়েশন আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।ডিসিনিউজ।। ঢাকা ১৭ অক্টোবর, ধরেন...
17/10/2025

সাভার ইয়াং ম্যান্স্ খ্রীষ্টান এসোসিয়েশন আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

ডিসিনিউজ।। ঢাকা

১৭ অক্টোবর, ধরেন্ডা ফুটবল মাঠে সাভার ইয়াং ম্যান্স্ খ্রীষ্টান এসোসিয়েশন আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কমলাপুর যুব সমিতি ও বিজিএমটি মুখোমুখি হয়।

৭০ মিনিটের খেলা ১ - ০ গোলে শেষ হওয়ায় পরে কমলাপুর যুব সমিতি জয় লাভ করে।

উক্ত ফাইনাল খেলায় সাভার ইয়াং ম্যান্স্ খ্রীষ্টান এসোসিয়েশন এর প্রেসিডেন্ট চয়ন এল রোজারিওর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:, এর চেয়ারম্যান আগষ্টিন প্রতাপ গমেজ।

ফাইনাল খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া এন্ড প্যাসিফিক এলায়েন্স অব ওয়াইএমসিএস এন্ড ন্যাশনাল কাউন্সিল অব ওয়াইএমসিএস অব বাংলাদেশ এবং ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ।

উক্ত টুর্নামেন্টে আহব্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন তপন টমাস রোজারিও।

এছাড়াও গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, সেক্রেটারি মাইকেল জন গমেজ, হাউজিং সোসাইটির সেক্রেটারি পেপিলন হেনরি পিওরীফিকেশন ।

কালব এর উদ্যোগে আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস উদযাপনডিসিনিউজ ।। ঢাকাপারস্পারিক সহযোগিতায় সমৃদ্ধ বিশ্ব মূলসুর নিয়ে কাল...
16/10/2025

কালব এর উদ্যোগে আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস উদযাপন

ডিসিনিউজ ।। ঢাকা

পারস্পারিক সহযোগিতায় সমৃদ্ধ বিশ্ব মূলসুর নিয়ে কালীগঞ্জের কুচিলাবাড়িতে কালব রিসোর্টে জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি, আলোচনা, এবং কালব এর প্রতিষ্ঠাতা সদস্য সমিতিসমুহকে সম্মাননা প্রদানের মধ্যদিয়ে পালিত হলো ৭৭-তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস-২০২৫।

১৬ অক্টোবর, ২০২৫ কালব এর চেয়ারম্যান আগষ্টিন পিউরিফিকেশনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সাবেক সাংসদ এ কে এম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সমবায় অফিসার আরিফা সুলতানা নিপা, কালব এর চ্যাপলেইন ড. ফাদার লিটন হিউবার্ট গমেজ সিএসসি, কালীগঞ্জ উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া।

দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:,ঢাকা (ঢাকা ক্রেডিট) এর শিক্ষা ফান্ড এর অর্থ দিয়ে ১৯৮৯ সালে কালব প্রতিষ্ঠিত হয় এবং ঢাকা ক্রেডিট কালব এর ১নং সদস্য সমিতি।

অন্যান্য প্রতিষ্ঠাকালীন সমিতিগুলো যথাক্রমে মাউসাইদ খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি :, নাগরী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি :, রাঙ্গামাটিয়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি :, তুমিলিয়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি :, মঠবাড়ি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি :, তুইতাল খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি :, ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, হাসনাবাদ খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি :, শুলপুর খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি :, এবং গোল্লা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি :,।

৭৭-তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবসে ঢাকা ক্রেডিটকে সম্মাননা প্রদান করা হয়। একই সাথে কালব এর প্রতিষ্ঠাকালীন অন্যান্য সমবায় সমিতিকেও সম্মাননা প্রদান করা হয়।

ঢাকা ক্রেডিটের পক্ষে সম্মাননা গ্রহন করেন বোর্ড ডিরেক্টর মনিকা গমেজ, নিরাপদ হালদার, ষ্টেলা হাজরা,সুমন জেমস্ ডি কস্তা ও ক্রেডিট কমিটির সদস্য মঞ্জু মারীয়া পালমা।

আগষ্টিন পিউরিফিকেশন শ্রদ্ধার সাথে স্মরণ করেন যারা এই ক্রেডিট ইউনিয়ন আন্দোলন শুরু করেন। তিনি বলেন, "আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি আর্চবিশপ লরেন্স এল গ্রেনার ও ফাদার চার্লস জে, ইয়াং কে। ধন্যবাদ জানাই ঢাকা ক্রেডিটকে, কারণ তাদের অবদানেই আজকের কালব।"

সারা দেশে ৭০০ শতাধিক সদস্য ও ৫০০ শতাধিক সহযোগী সদস্য এবং ১০,০০০ কোটি টাকা সম্পদ রয়েছে এই প্রতিষ্ঠানের।

পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিক থাকলে আগামী অর্থ বছরে কালব শেয়ারের বিপরীতে লাভ দিতে পারবে বলে জানান কালব চেয়ারম্যান।

৭৭-তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবসে মূল প্রবন্ধ উপস্থাপন করে প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার প্যাট্রিক পালমা।

পালমা ঢাকা ক্রেডিটকে আবারও ধন্যবাদ জানান এবং স্মরণ করেন ঢাকা ক্রেডিটের শিক্ষা ফান্ড এর অর্থে কালব এর প্রতিষ্ঠার অবদানকে।

ফাদার গমেজ বলেন মানুষের কল্যাণে কাজ করা ও সৎ থেকে অর্থের সঠিক ব্যবহার করে মানবিক ক্রেডিট ইউনিয়ন গঠনই আমাদের উদ্দেশ্য হতে হবে।

প্রধান অতিথি সাবেক সাংসদ ফজলুল হক মিলন উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ঐক্যের ও সমোঝোতার বিকল্প কিছু নাই।

"সৃষ্টির শুরু থেকেই সমবায় ছিল। বাইবেলেও সঞ্চয়ের দিক নির্দেশনা দেয়া আছে। এরই ফল আজকের এই ক্রেডিট ইউনিয়ন আন্দোলন। “ বলেন মিলন। এই শিক্ষা গ্রহন কে ধারণ করে আমরা চলতে পারলে আমাদের আর কোনো অভাব থাকতে না।

সকল ধর্মের উপরে মানব ধর্ম এবং হিংসা, দলাদলি ভুলে দেশকে সামনের দিকে নিয়ে যাবেন ঐক্যবদ্ধ থেকে, বলেন সাবেক এই সাংসদ।

16/10/2025

৭৭তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস -২০২৫
আয়োজনে : দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লি: (কালব)

Address

Tejkunipara

Telephone

+8809139901

Alerts

Be the first to know and let us send you an email when DC News ডিসি নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DC News ডিসি নিউজ:

Share