Resmi Roshni

Resmi Roshni Thanks for visiting my page! Please do subscribe my
YouTube channel: GhurPoka-ঘুরপোকা

অদ্ভুতভাবে সবগুলো ছবিতেই ডানপাশে তাকানো আমি। কারন ডানপাশেই শাপলাভরা একটা পুকুর আছে। পুরো ভিডিও দেখুন ঘুরপোকা ইউটিউবে।  ❤...
20/12/2025

অদ্ভুতভাবে সবগুলো ছবিতেই ডানপাশে তাকানো আমি। কারন ডানপাশেই শাপলাভরা একটা পুকুর আছে। পুরো ভিডিও দেখুন ঘুরপোকা ইউটিউবে। ❤️

এই রিসোর্টে একবার হলেও আপনার যাওয়া উচিত।❤️বিস্তারিত দেখুন ভিডিওতে। Himkuri - হিমকুঁড়ি বনবাংলো রিভিউ ভিডিও।  #ঘুরপোকা    ...
19/12/2025

এই রিসোর্টে একবার হলেও আপনার যাওয়া উচিত।❤️
বিস্তারিত দেখুন ভিডিওতে।

Himkuri - হিমকুঁড়ি বনবাংলো রিভিউ ভিডিও।

#ঘুরপোকা

শ্রীমঙ্গলের দারুন সুন্দর একটা থাকার জায়গা হিমকুড়ি বনবাংলো। যেখানে পাখির ডাকে ভোর হয়, ব্যাঙচির ডাকে নামে সন্ধ....

একটা সুন্দর সকাল ছিল এই দিনটায়। কোথায় পেলাম এতো সুন্দর সকাল? সেটা জানাবো আজকের ভিডিওতে।আজ সন্ধ্যা ৬:৩০ মিনিটে ঘুরপোকা ইউ...
19/12/2025

একটা সুন্দর সকাল ছিল এই দিনটায়। কোথায় পেলাম এতো সুন্দর সকাল? সেটা জানাবো আজকের ভিডিওতে।

আজ সন্ধ্যা ৬:৩০ মিনিটে ঘুরপোকা ইউটিউবে পাবেন নতুন ভিডিও। ❤️ ইউটিউবে Ghurpoka-ঘুরপোকা লিখে সার্চ করুন এবং সাবস্ক্রাইব করে ফেলুন।🥰

Too lazy to write the caption. 😒মেঘরানী রিসোর্ট Meghrani Resort ♥️
18/12/2025

Too lazy to write the caption. 😒

মেঘরানী রিসোর্ট Meghrani Resort ♥️

Sajek Valley ♥️
17/12/2025

Sajek Valley ♥️

Hopefully this is the second last photo dump of Sajek.😶Beautiful view from মেঘরানী রিসোর্ট Meghrani Resort
16/12/2025

Hopefully this is the second last photo dump of Sajek.😶

Beautiful view from মেঘরানী রিসোর্ট Meghrani Resort

15/12/2025

Review of Sangrai Hill Resort - সাংগ্রাই হিল রিসোর্ট , Sajek Valley♥

আপনি যদি প্রথমবার পেইজে ভিজিট করে থাকছেন প্লিজ পেইজটি ফলো করে ফেলুন। যাতে ভবিষ্যতে আরো ভালো কনটেন্ট আপনাদের সাথে শেয়ার করতে পারি।

ভালোবাসা থাকলো সবার জন্য। ❤️

#

২০১৯ এর পর সাজেকে এটা আমার ৩য় যাত্রা। বহু সময় পর গিয়ে উপলব্ধি করলাম সাজেক আর আগের মতো নেই। থাকার কথাও না, এটাই বাস্তবতা।...
14/12/2025

২০১৯ এর পর সাজেকে এটা আমার ৩য় যাত্রা। বহু সময় পর গিয়ে উপলব্ধি করলাম সাজেক আর আগের মতো নেই। থাকার কথাও না, এটাই বাস্তবতা। সময়ের সাথে সাথে সব কিছু বদলাবে এটাই স্বাভাবিকতা। তবে বদলানোটা যাতে প্রকৃতির জন্য খারাপ না হয় সেটাই সবার চাওয়া।

যাই হোক, সাজেক আগের মতো কেনো নাই, আর এখন আগের মতো সুন্দর না, ইত্যাদি ইত্যাদি..... এসব নিয়ে কথা না বাড়াই।

সাজেকের সৌন্দর্য এখন গড়ে উঠা কটেজের মধ্যেই সীমাবদ্ধ বলা যায়। তাই ভালো মানের, আর মেঘ ভিউ রিসোর্ট না হলে সাজেক যাওয়ার যৌক্তিকতা কম। আমাদের ১ম দিনের জন্য আমরা উঠি Sangrai Hill Resort - সাংগ্রাই হিল রিসোর্ট।

অনেক অনেক নামকরা রিসোর্টের মধ্যে সাংগ্রাই নামটা কিছুটা পিছনের সারির বলা যায়। ১ম দিনের ভালো খারাপ অভিজ্ঞতা নিয়েই এই ভিডিওর গল্প। যারা সাজেকে যাবেন ভাবছেন তাদের জন্য কিছু ইনফরমেশন ও দেয়া আছে।

👉গল্পটা শুনে আর দেখে এসে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর খারাপ লাগলেও জানাতে পারেন। মনে রাখবেন চুপ করে থাকা কোনো সমাধান না। 😂

বি দ্র: কোনো প্রশ্ন থাকলে বা কিছু জানার থাকলে প্লিজ কমেন্টে জানাবেন।

সাজেক ভ্যালির সাংগ্রাই রিসোর্ট। ঢাকা থেকে সেইন্ট মার্টিন পরিবহনে করে ভোর রাত ৫টায় নামলাম খাগড়াছড়ি শহরে।এখান...

রোদ্রস্নান Sangrai Hill Resort - সাংগ্রাই হিল রিসোর্ট থেকে।💕সাজেকের প্রথম দিন কেটেছে এই রিসোর্টে। ভিউ কেমন ছিলো তার একাং...
14/12/2025

রোদ্রস্নান Sangrai Hill Resort - সাংগ্রাই হিল রিসোর্ট থেকে।💕

সাজেকের প্রথম দিন কেটেছে এই রিসোর্টে। ভিউ কেমন ছিলো তার একাংশ দেখিয়ে দিলাম তবে এক্সপেরিয়েন্স কেমন ছিলো জানতে ঘুরপোকা থেকে ভিডিওটা দেখে নিতে হবে।

ভিডিও লিংক পাবেন কমেন্ট বক্সে।

সাজেকে এই রিসোর্টে থাকবেন কি থাকবেন না সেই সিদ্ধান্ত নিতে সহজ হবে আশা করি। ✅

পেইজ লাইক দিয়ে আর ঘুরপোকা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ♥️

#ঘুরপোকা

গতকাল রাতে ঢাকায় ফিরছিলাম। রাত তখন ১১টা আর বাস তখন সায়েদাবাদ থেকে ফকিরাপুলের দিকে যাচ্ছে। আমি তখন হিসেব করছিলাম কোথায় না...
14/12/2025

গতকাল রাতে ঢাকায় ফিরছিলাম। রাত তখন ১১টা আর বাস তখন সায়েদাবাদ থেকে ফকিরাপুলের দিকে যাচ্ছে। আমি তখন হিসেব করছিলাম কোথায় নামলে বাসায় যেতে বেশি সুবিধা হবে। সায়েদাবাদ বা ফকিরাপুল যেখানেই নামি না কেনো আমার বাসা পর্যন্ত একই দূরত্ব মনে হচ্ছিলো। পরে ঠিক করলাম শেষ স্টপেজ- ফকিরাপুলেই নেমে যাবো।

বাসের কন্ট্রাক্টর এসে আমাকে দুইবার জিজ্ঞেস করলেন কোথায় নামবো। তারপর আবার আমার পাশের সিটে বসা একজন ভদ্রলোককেও জিজ্ঞেস করলেন তিনি কোথায় নামবেন। তারপর তিনি সামনে চলে গেলেন। এরপর কন্ট্রাক্টর কিছু সময় পর আবার আসলেন। পাশের সিটের লোকটাকে বললেন তিনি এখানেই নামবেন কিনা। ভদ্রলোক উত্তর দিলেন- না, মামা। সামনে মোড়ে নামবো।

পাশের সিটে বসা অচেনা সেই ভদ্রলোক তখন আমাকে জিজ্ঞেস করলেন- আমি কি ফকিরাপুলে নেমে ঢাকার ভিতরের দিকেই যাবো কিনা। আমি বললাম হ্যাঁ, তেজগাঁও যাবো। তিনি বললেন- তিনি রাজারবাগ নামবেন। আর আমি যেহেতু তেজগাঁও যাবো, তো আমার জন্য রাজারবাগ/ফকিরাপুল একই কথা। আমি চাইলে এখানেও (রাজারবাগ) তার সাথে নেমে যেতে পারি। আমার তখন মনে হলো- হ্যাঁ, নেমে যেতেই পারি। বাসে বসেও ভালো লাগছিলো না। আবার মনে হলো লোকটা এতো কনসার্ন কেনো!

যাই হোক ভাবতে ভাবতে উঠে একটু দাড়াঁলাম। এরপর পিছে তাকিয়ে খেয়াল করলাম- বাসে একদমই আর কেউ নেই। হঠাৎ করেই আমার বুকের ভিতর কিছুটা ভয় কাজ করলো। সব সময় বাসে কজন থাকছে, নামছে এটা স্বভাবতই আমি খেয়াল রাখি। আজ কেনো জানিনা অন্য মনষ্ক ছিলাম৷ তখন বুঝলাম পাশের সিটে বসা লোকটা কেনো আমাকে এই স্টপেজেই নেমে যেতে বলছেন। এরপর সেই ভদ্রলোকের সাথেই আমি বাস থেকে নেমে গেলাম। নেমেই তিনি তার পথে আর আমি আমার পথে।

কিন্তু, আমি তখন পুরো ঘটনাটা আবার ভেবে মনে মনে খুব কৃতজ্ঞতা অনুভব করলাম। এখনকার যেই পরিস্থিতি আপনি কাকে বিশ্বাস করবেন আর কাকে বিশ্বাস করবেন না, সেটা একটা বিশাল বিষয়। আর বাসে একা থাকাটাও যে একদমই নিরাপদ না, সেটাও আমরা কম বেশি সবাই জানি। হয়তো কিছুই হতো না আমি পরের স্টপেজে একা নামলে। আবার কিছু হতেও পারতো।

তবে এটা ভেবে ভালো লাগে যে, কিছু মানুষ সত্যি আপনার ভালো চায়। কিছু পুরুষ মানুষ সত্যিই চমৎকার। তারা আপনাকে হাতে পায়ে শিকল বাঁধবে না, প্রশ্ন করবেন না আপনি রাতে একা কেনো বের হইসেন। কারন, সে জানে ও মানে। তবে এটাও নিশ্চিত করবে আপনি যাতে নিরাপদ থাকেন। 💕

Every time I look at these gorgeous blooms, I smile. Thank you for filling my day and my home with beauty.              ...
10/12/2025

Every time I look at these gorgeous blooms, I smile. Thank you for filling my day and my home with beauty.

Address

Tejgaon, Dhaka
Tejkunipara

Website

Alerts

Be the first to know and let us send you an email when Resmi Roshni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Resmi Roshni:

Share

Category