Resmi Roshni

Resmi Roshni Thanks for visiting my page! Please do subscribe my
YouTube channel: GhurPoka-ঘুরপোকা

প্যাকেজ ডিটেইলস জানতে ইনবক্স করুন। 😍
15/07/2025

প্যাকেজ ডিটেইলস জানতে ইনবক্স করুন। 😍

শুকনো লাল মরিচ, রসুন, কাঠালের বীচি, পেয়াজ, ধনেপাতা, সরিষার তেল দিয়ে বানানো ঝাল ঝাল ভর্তা। গরম ভাতের সাথে অসাধারণ।❤️ #ভর্...
13/07/2025

শুকনো লাল মরিচ, রসুন, কাঠালের বীচি, পেয়াজ, ধনেপাতা, সরিষার তেল দিয়ে বানানো ঝাল ঝাল ভর্তা। গরম ভাতের সাথে অসাধারণ।❤️

#ভর্তা #ঝাল #ঘুরপোকা

বর্ষার সুন্দর একটা দিন🌿একটা কাঠের বাড়ি, কিছুক্ষণ ঝুম বৃষ্টি, বনের সজীবতা আর নদীর জোয়ার ভাটা। ♥️ এই বর্ষার সেরা কিছু মুহ...
11/07/2025

বর্ষার সুন্দর একটা দিন🌿

একটা কাঠের বাড়ি, কিছুক্ষণ ঝুম বৃষ্টি, বনের সজীবতা আর নদীর জোয়ার ভাটা। ♥️ এই বর্ষার সেরা কিছু মুহুর্ত।

সবার বর্ষার ছবি দেখতে চাই। ✅

#ঘুরপোকা

কাঠমুন্ডু ফিরে উঠেছিলাম থামেল শহরে। নেপাল ট্যুরের শেষ ২দিন কাটিয়েছি এখানেই৷ কি মনে করে সবাই মিলে গেলাম কেবল কারে ঘুরার জ...
04/07/2025

কাঠমুন্ডু ফিরে উঠেছিলাম থামেল শহরে। নেপাল ট্যুরের শেষ ২দিন কাটিয়েছি এখানেই৷ কি মনে করে সবাই মিলে গেলাম কেবল কারে ঘুরার জন্য।

সেদিন শুরু থেকেই আকাশ ছিলো মেঘলা আর বাতাসের বেগ ছিলো অনেক। কেবল কারের ভিতরে বসে মনে হচ্ছিলো একটা বেলুনে বসে আছি।আর সেটা ইচ্ছামতো দুলে বেরাচ্ছে।🚡

একবার চিন্তা করেন, কেমন হবে আমার মতো ভিতুর ডিমের অবস্থা, যার কিনা মারাত্মক উচ্চতাভীতি আছে। 😅😅

এই অভিজ্ঞতা ছাড়া বাকিসব কিছুই ছিল দারুন। নেপালের শেষ ২দিন কি করলাম, তা জানতে ভিডিওটা দেখে ফেলুন।

লিংক থাকছে কমেন্ট বক্সে। ✅

♥️
03/07/2025

♥️

✨ 𝐐𝐔𝐀𝐋𝐈𝐅𝐈𝐄𝐃 ✨

🇧🇩 Bangladesh chart history and qualify for the for the first-time ever!

এই জায়গাটা এতো শান্তির।🙏কাঠের কটেজের একটা খোলা বারান্দা তার সামনে বইছে এই নদী। এই দেখি জোয়ারের পানিতে চারাগাছগুলো ডুবে য...
01/07/2025

এই জায়গাটা এতো শান্তির।🙏

কাঠের কটেজের একটা খোলা বারান্দা তার সামনে বইছে এই নদী। এই দেখি জোয়ারের পানিতে চারাগাছগুলো ডুবে যায়, আবার দেখি ভাটার সময় নাচতে নাচতে মাথা উচিয়ে দাঁড়ায়।

আর এদিকে মেঘলা আকাশ। তার মধ্যে একটু পর পর নামছে ঝুম বৃষ্টি। মানে এতো কিছু তো চাই নাই। 🥰

যাই হোক, এই জায়গাটা নিয়ে পুরো একটা ভ্লগ খুব তাড়াতাড়ি শেয়ার করবো। বিস্তারিত সব কিছুই জেনে যাবেন। এখনকার মতো ঘুরপোকা ইউটিউবে গিয়ে একটা সাবস্ক্রাইব করে দিয়েন। আর নতুন ভিডিও আপডেট পেতে নোটিফিকেশন বাটন ও অন করে রাইখেন।

ইউটিউব চ্যানেল লিংক পাবেন কমেন্ট বক্সে।

একটা পোস্ট দেখলাম ফেইসবুকে। সেখানে বলা হয়েছে- *ট্রাভেলিং একটা বড় ধরনের নেশা।*নেশায় পরলে তো জীবন শেষ! 🚫কিন্তু, ভ্রমণ নামক...
29/06/2025

একটা পোস্ট দেখলাম ফেইসবুকে। সেখানে বলা হয়েছে- *ট্রাভেলিং একটা বড় ধরনের নেশা।*

নেশায় পরলে তো জীবন শেষ! 🚫

কিন্তু, ভ্রমণ নামক এই নেশায় পরলে জীবন বদলে যেতে পারে। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। এই নেশা সবারই কম বেশি থাকা উচিত।

আমার পছন্দের ট্যুরের কিছু পছন্দের ছবি শেয়ার করলাম। আপনাদেরটাও দেখতে চাই। কমেন্টে শেয়ার করলে খুশি হবো। ❤️

Location: Nepal🇳🇵

#নেপাল

নেপাল আমার কাছে সব সময় আন্ডার রেটেড মনে হয়৷ এটার কারণ কি হতে পারে? অর্থনৈতিকভাবে খুব বেশি শক্তিশালী না বলে, নাকি পাহাড় ভ...
25/06/2025

নেপাল আমার কাছে সব সময় আন্ডার রেটেড মনে হয়৷ এটার কারণ কি হতে পারে?

অর্থনৈতিকভাবে খুব বেশি শক্তিশালী না বলে, নাকি পাহাড় ভালো লাগে এমন মানুষের অভাব?

যাই হোক, আমার কাছে নেপাল মানে এক টুকরো শান্তি। আধুনিকতার ছোঁয়া বা স্মার্ট সিটি বলতে যা বোঝায় সেটা হয়তো খুব বেশি নেই, তবে অদ্ভুত এক মায়া আছে।

আর এই মায়া পেতে হলে যেতে হবে শহর ছেড়ে একটু ভিতরে। সাধারণত ট্যুরিস্টরা যেই এরিয়াগুলো ঘুরে দেখেন তাতে নেপালের আসল রূপ অনুভব করা দুষ্কর। কাঠমান্ডু, পোখারা, নাগরকোট, সারাংকোট এসব স্পটের পাশাপাশি যদি মুস্তাং, কালিংচক, ঘান্দ্রুক, কিংবা পারো ট্রেকের মতো কিছু এক্সপেরিয়েন্স করতে পারেন তবে সেটা হবে সব থেকে বেস্ট।

🇳🇵নেপাল ট্যুরের ভিডিও গুলো দেখুন ঘুরপোকা-Ghurpoka ইউটিউব চ্যানেলে। (লিংক কমেন্ট বক্সে)
🇳🇵নেপাল ট্যুর প্যাকেজ পেতে ইনবক্স করুন।
🇳🇵 মুস্তাং, কালিংচক, ঘান্দ্রুক ট্যুরের জন্য গাড়ি বুকিং করতে ইনবক্স করুন।

#নেপাল #ঘুরপোকা

যারাই নেপালে ঘুরতে যান, কম বেশি সবারই চেক লিস্টে থাকে ফেওয়া লেকে বোটিং করা। নেপালের প্রথম ট্যুরে বাঞ্জি,প্যারাসেইলিং, কে...
23/06/2025

যারাই নেপালে ঘুরতে যান, কম বেশি সবারই চেক লিস্টে থাকে ফেওয়া লেকে বোটিং করা। নেপালের প্রথম ট্যুরে বাঞ্জি,প্যারাসেইলিং, কেবল কার রাইড এসব এক্টিভিটি করতে করতে শেষমেশ ফেওয়া লেকে বোটিং করা হয় নি। এবারে চেক লিস্ট পুরো করে আসলাম। ✅

মাঝির মুখে নেপালের অনেক খুটিনাটি তথ্য ও শুনা গেলো। তবে আমার কাছে ভালো লেগেছে এই ফেওয়া লেকের ইতিহাসটা। বেশ ইন্টারেস্টিং!

যারাই পরবর্তীতে নেপালে ঘুরতে যাবেন, চেষ্টা করবেন একটা রাইড নেয়ার জন্য। তীর থেকে ফেওয়া লেক দেখতে যতটা সুন্দর, বোটে করে একটু মাঝের দিকে আসলেই ব্যাপারটা বদলে যাবে। পানির উপর বসে চারপাশের উঁচু পাহাড় দেখতে অদ্ভুত সুন্দর লাগে। ভাগ্য আর আবহাওয়া, দুটোই যদি অনুকূলে থাকে, তবে অন্নপূর্ণার মাচ্ছু পুছরে/ ফিশ-টেইল ও দেখতে পারবেন। 😍

Address

Tejkunipara

Website

Alerts

Be the first to know and let us send you an email when Resmi Roshni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Resmi Roshni:

Share

Category