14/07/2025
Akash Exclusive #রমনা_পার্ক #ঢাকা #নিরাপত্তাহীনতা #অশ্লীলতা #নগরবাসী
রমনা পার্কে প্রকাশ্যে চলছে অশ্লীলতা — নগরবাসীর কঠোর প্রতিবাদ!
ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত রমনা পার্ক, যেখানে একসময় ছিল সবুজের স্বর্গরাজ্য, এখন সেখানে অশ্লীলতার ঘটনা বেড়ে যাওয়ায় নগরবাসী তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। অনেক দর্শনার্থী জানিয়েছেন, পার্কে নিরাপত্তাহীনতা ও অসামাজিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় তারা আর নিরাপদ বোধ করছেন না। বিশেষ করে স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা পার্কে ক্লাস ফাঁকি দিয়ে অশোভন আচরণে লিপ্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
রমনা পার্কের নিরাপত্তার জন্য দায়িত্বরত কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পার্কের নির্জন কোণগুলোতে নিরাপত্তা শৈথিল্য ও পর্যবেক্ষণের অভাব থাকার কারণে এসব ঘটনা ঘটছে বলে মনে করা হচ্ছে।
নাগরিক ও বিশেষজ্ঞরা দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছেন—পার্কে সার্বক্ষণিক টহল, সিসি ক্যামেরা স্থাপন, প্রবেশপথে নজরদারি বাড়ানো এবং তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধির মতো উদ্যোগ নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।
রমনা পার্ক যেন ভবিষ্যতে নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ হিসেবে নিজ গৌরব ফিরে পায়, এজন্য সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার প্রয়োজন।
#রমনা_পার্ক #ঢাকা #নিরাপত্তাহীনতা #অশ্লীলতা #নগরবাসী #নিরাপত্তা #সিসিক্যামেরা #তরুণ_সচেতনতা #বাংলাদেশ