Rider Bhai

Rider Bhai Riding to Explore and Capturing to Share.

মধু মিয়া'র অফিসে শুধু সে কাজ করে আর বাকি সবাই ঘেউ ঘেউ করে 😂-
17/07/2025

মধু মিয়া'র অফিসে শুধু সে কাজ করে আর বাকি সবাই ঘেউ ঘেউ করে 😂
-

অতীতের নারী ফুটবলে মারমা আদিবাসী সম্প্রদায় থেকে একাধিক প্লেয়ার লাল সবুজের জার্সিতে দেশকে রিপ্রেজেন্ট করেছিল। তারা দেশের ...
17/07/2025

অতীতের নারী ফুটবলে মারমা আদিবাসী সম্প্রদায় থেকে একাধিক প্লেয়ার লাল সবুজের জার্সিতে দেশকে রিপ্রেজেন্ট করেছিল। তারা দেশের নারী ফুটবলের অবহেলায় হারিয়ে গেছে অনেক নক্ষত্র।

দুই বছর আগেও আনুচিং, আনাইচিং রা দেশের জন্য সাফ শিরোপা এনে দিয়েও তাঁদেরকে খালি হাতের ফিরতে হয়েছে নিজেদের ঘরে। অতীতের সুইনুচিং, মায়েনু, অংম্রাচিং রা দলের একেক উজ্জ্বল নক্ষত্রের নাম ছিলো।

তবে উমেহ্লা মারমা ফিরেছেন মারমা জাতিকে রিপ্রেজেন্ট করতে। নেক্সট স্টার হিসেবে আমরা এখন তার মধ্যে দেখতে পাচ্ছি।।🔥

অনেকদিন পর একটা ভালো খেলার দিন আর কিছু হাসিমুখ।অভিনন্দন Bangladesh Cricket : The Tigers 🏆
16/07/2025

অনেকদিন পর একটা ভালো খেলার দিন আর কিছু হাসিমুখ।

অভিনন্দন Bangladesh Cricket : The Tigers 🏆

সিন্ডিকেটের শয়তানি আর ফুটবলারদের বাবা মায়ের ভোগান্তি!⚠️অনুর্ধ্ব-২৩ এশিয়ান কাপের মূল টুর্নামেন্টে জায়গা পাওয়ার জন্য বাছাই...
16/07/2025

সিন্ডিকেটের শয়তানি আর ফুটবলারদের বাবা মায়ের ভোগান্তি!⚠️

অনুর্ধ্ব-২৩ এশিয়ান কাপের মূল টুর্নামেন্টে জায়গা পাওয়ার জন্য বাছাইপর্বের ম্যাচের জন্য করা মূল দলের ক্যাম্প শুরু হচ্ছে জুলায়ের শেষ দিকে৷ এর মধ্যে গত মাসে ঢাকায় হওয়া প্রবাসী ফুটবলারদের ট্রায়াল থেকে মূল দল ঘোষণার আগে ক্যাম্পে ডাক পাচ্ছেন কয়েকজন প্রবাসী ফুটবলার৷ ক্যাম্পে ভালো করলে তাদের থেকে ২-১ জনকে মূল স্কোয়াডে ডাকা হতে পারে৷

কিন্তু, এখানে সিন্ডিকেটের একটা শয়তানি আছে৷ বাফুফে ক্যাম্পে ডাক পাওয়া ঐ সকল ট্রায়াল থেকে আসা ফুটবলারদের বিমান ভাড়ার খরচ বহন করবেনা বলে জানিয়ে দিয়েছে৷ তার মানে ট্রায়ালে যারা গত কিছুদিন আগে এনেছিল, তারা আবার জুলাই মাসেও নিজেদের খরচে দেশে আসবে৷ তাও তারা মূল স্কোয়াডে জায়গা পাবে কিনা তারও কোন নিশ্চয়তা নেই৷ এখানে কয়েকজন ফুটবলার আছেন, যারা এখনো বয়সে ছোট৷ তারা তাদের পরিবার থেকে টাকা নিয়ে গত কিছুদিন আগে টিকেট কেটে দেশে এসেছিলেন৷ প্রায় ১ মাস পর তারা আবার কোন নিশ্চয়তায় নিজেদের পকেট থেকে টাকা খরচ করে তাদের সন্তানদের দেশে পাঠাবেন? এ নিয়ে খেলোয়াড়দের পরিবারের সদস্য এবং খেলোয়াড়দের মধ্যে দেখা দিয়েছে দ্বিধা-দ্বন্দ্ব৷
-

মনে আছে কি ২০১৬ সালে ঘরের মাঠে সাব্বির রহমানের হার না মানা একা লড়াই এর কথা?সেদিন সাব্বির গতকাল জাদেজা প্রতিপক্ষ ঐ একই ইং...
15/07/2025

মনে আছে কি ২০১৬ সালে ঘরের মাঠে সাব্বির রহমানের হার না মানা একা লড়াই এর কথা?

সেদিন সাব্বির গতকাল জাদেজা প্রতিপক্ষ ঐ একই ইংল্যান্ড, পরাজয়ের রানের সংখ্যাও সমান ২২। সেদিন ৬৪ রানে অপরাজিত ছিল সাব্বির গতকাল জাদেজা অপরাজিত ৬১ রানে। বাংলাদেশ হেরেছিল ২২ রানে, ভারতও হারলো ২২ রানে।

ইন্টারেস্টিং!!!🫠

একটা দারুণ প্রতিদ্বন্দ্বিতাময় ম্যাচ হলো। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ৷ তবে সেকেন্ড হাফ শুরুর মিনিট দশেক পর মা...
14/07/2025

একটা দারুণ প্রতিদ্বন্দ্বিতাময় ম্যাচ হলো। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ৷ তবে সেকেন্ড হাফ শুরুর মিনিট দশেক পর মারামারি ও হাতাহাতিতে লিপ্ত হয় দুই দল। এতে দুই দলের দুই সদস্যকে লাল কার্ড দেখানো হয়। নাটকীয়তার এখানেই শেষ না!

৭৬ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল বাংলাদেশ। পরের ১০ মিনিটে হুট করেই এলোমেলো হয়ে যায় সবকিছু। মাত্র ১০ মিনিটের মধ্যে ২ গোল হজম করে নিশ্চিত জয়ের ম্যাচ ড্রয়ের শঙ্কা তৈরি হয়। তবে এই বাংলাদেশ কী আর এত সহজে মনোবল হারাতে পারে?

অতিরিক্ত সময়ের একদম শেষ মুহূর্তে তৃষ্ণা রানীর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা। নেপালের মেয়েদেরকে বাহবা দিতেই হয়, তারা যেভাবে ম্যাচে ব্যাক করলো তাতে একসময় মনেই হয়েছিল বাটলারের দল বুঝি পয়েন্ট হারাতে যাচ্ছে।
-

বহুদিন ধরেই ব্রাজিলিয়ান মিডফিল্ডার জুনিনহোর কথা শুনেছি। ক্যারিয়ারে ৭৭টি ফ্রি কিক করেছেন। যা ছিল ফ্রি কিকের ইতিহাসে সর্...
13/07/2025

বহুদিন ধরেই ব্রাজিলিয়ান মিডফিল্ডার জুনিনহোর কথা শুনেছি। ক্যারিয়ারে ৭৭টি ফ্রি কিক করেছেন। যা ছিল ফ্রি কিকের ইতিহাসে সর্বোচ্চ।

কিন্তু আজ দেখলাম সেই তালিকায় আরও ২ জনের নাম যুক্ত হয়েছে

মেসি এখন পর্যন্ত ৬৯টি ফ্রি কিক থেকে গোল করেছেন এবং বর্তমানে একজন সক্রিয় খেলোয়াড় হিসেবে মেসি সর্বোচ্চ ফ্রি কিক গোলদাতা।🔥💗

আর মাঠে নামলেই তো দুইটার কম গোল করতেছে নাহ। গত ৫ ম্যাচে ১০ গোল করে ফেলেছে। কেউ থামা মেসি রে।🫠
-

যারা বলে "ফুটবল হারিয়ে গেছে, এখন কেবল হামজা-সমিত-ফাহামিদুলের কারণেই জোয়ার এসেছে"—তারা আসলে ভুলে আছেন বাংলাদেশের প্রতিটি ...
12/07/2025

যারা বলে "ফুটবল হারিয়ে গেছে, এখন কেবল হামজা-সমিত-ফাহামিদুলের কারণেই জোয়ার এসেছে"—তারা আসলে ভুলে আছেন বাংলাদেশের প্রতিটি মাঠ, প্রতিটি গ্যালারি এখন ফুটবল উন্মাদনায় কাঁপছে।

আজকের গাইবান্ধা জেলা স্টেডিয়ামের ডিসি গোল্ডকাপ যেন তার প্রমাণ! পুরো গ্যালারি কানায় কানায় পূর্ণ, এমনকি মাঠের চারপাশেও উপচে পড়া দর্শক। এটাই প্রমাণ করে ফুটবল মরেনি, মরে গেছে শুধু দায়িত্বশীলদের ইচ্ছাশক্তি।

বাফুফে আর সরকারের উচিত ছিল এই আবেগকে কাজে লাগিয়ে দেশের ফুটবলকে এগিয়ে নেওয়া।💗

৩৮+ বয়সী বুড়ো দেশদ্রোহী সমাজচ্যুত সাকিব ১বছর পর ক্রিকেটে ফিরে গ্লোবাল সুপার লীগের প্রথম ম্যাচেই হয়েছেন ম্যান অব দ্যা ম্য...
11/07/2025

৩৮+ বয়সী বুড়ো দেশদ্রোহী সমাজচ্যুত সাকিব ১বছর পর ক্রিকেটে ফিরে গ্লোবাল সুপার লীগের প্রথম ম্যাচেই হয়েছেন ম্যান অব দ্যা ম্যাচ।

আর অন্যদিকে বাংলাদেশ জাতীয় দলের দেশপ্রেমী সোনার ছেলেরা শ্রীলঙ্কার সাথে ১ম টি-২০তে যা খেলেছে তা আর না-ই বলি।

মুকুট না পরলেও নবাব, নবাবই থাকে, আর মুকুট পরেও মুচি নবাব হতে পারে না।

We love you always Shakib Al Hasan 🇧🇩🤍
-

গত কয়েকদিন ধরে আকাশ কেঁদেছে,আর আমার শরীর…?সে ছিল নিস্তেজ, মন ছিল গুমোট,একটা ক্লান্তি আমাকে জড়িয়ে রেখেছিল চারদিক থেকে।খাব...
10/07/2025

গত কয়েকদিন ধরে আকাশ কেঁদেছে,
আর আমার শরীর…?
সে ছিল নিস্তেজ, মন ছিল গুমোট,
একটা ক্লান্তি আমাকে জড়িয়ে রেখেছিল চারদিক থেকে।

খাবার মুখে যেত না, আলো চোখে লাগত,
ভেতরটা যেন কুয়াশায় ঢাকা ছিল—
অন্ধকারে, একা, নিঃশব্দ।

আজ হঠাৎ জানালার বাইরে তাকিয়ে দেখি,
চাঁদ উঠেছে…
একটানা বৃষ্টির পর এই প্রথম
আকাশ একটু সাফ, বাতাস একটু নরম।

চাঁদটা ঠিক আমার মতোই—
তিন দিন ছিল লুকিয়ে,
আজ একটু সাহস করে বের হয়েছে,
তাকে দেখে মনে হলো,
আমিও পারি আবার একটু হাঁটতে, একটু হাসতে।

বাইরের আকাশ যেমন ধীরে ধীরে পরিষ্কার হয়,
ঠিক তেমনি হয়তো ভেতরটা একদিন…
আবার আলো ছুঁবে।

Address

Tejkunipara

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rider Bhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rider Bhai:

Share