06/11/2023
একটা সাধারণ ছেলের উপর কতটা অমানবিক নির্যাতন পুলিশের এই ভিডিও টা না দেখলে বিশ্বাস করবেন না 😡😡
আমি মো: মমিনুল হক, গ্রাম: শায়েস্তানগর, থানা: সেনবাগ। আমি একজন সৌদি প্রবাসী,আমি প্রায় চার বছর যাবত দেশের বাহিরে আছি। গত ২৯/১০/২৩ সকাল ৯ টার সময় আমার ছেলে আশরাফুল হক কে কোন প্রকার অপরাধ ব্যাতিত সেনবাগ থানার এস আই আঃ আলীম আমার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। পরক্ষনে আমার পরিবারের মহিলা সদস্যরা তাদেরকে বাধা দিলে তাদের সাথেও খারাপ ব্যবহার করে। এর পর তারা তাকে একটা রাজনৈতিক মিথ্যে মামলায় জরিয়ে দেয়। CCTV Footage দেখে আপনারা বলেন আমার ছেলের অপরাধ কোথায়? আমি একজন প্রবাসী হিসেবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে এই ঘটনার ন্যায্য বিচার চাই এবং আমার পরিবারের নিরাপত্তা চাই।
সকল প্রবাসী ভাইদের কাছে আমার আকুল আবেদন সবাই সচেতন হন।
কোথায় হারলো দেশের আইনি শাসন,
যেখানে সবচেয়ে বেশি হেনস্থ হচ্চে সাধারণ জনগণ।
এই সরকার এবং প্রশাসন এর কাছে আমাদের পরিবারের নিরাপত্তা কতটুকু?