11/02/2024
টেকনাফ উনচিপ্রাং এলাকা থেকে ১১টি অস্ত্র ও ডাকাতি মামলা এবং ৭টি ওয়ারেন্টভুক্ত পলাতক দুধর্ষ আরসা ডাকাত মোঃ ইসলাম র্যাবের হাতে গ্রেফতার।
এরই ধারাবাহিকতায় ১) জিআর-১৬১/২২, প্রসেস নং-১৭৫১৩/২১, ২) জিআর-৪৯৭/২২, প্রসেস নং-১৭৪০৯/২২, ৩) জিআর-৩৭২/২২, প্রসেস নং-১৭৪১৬/২২, ৪) জিআর-৪৬৯/২২, প্রসেস নং-১৭৮৭৯/২২, ৫) জিআর-৭৫১/২২, প্রসেস নং-১৯০৩৬/২৩, ৬) জিআর-৮০৭/২২, প্রসেস নং-১৭৪৩৫/২২ এবং ৭) জিআর-৭৫১/২২, প্রসেস নং-১৯০২৫/২৩ মোতাবেক ১১টি অস্ত্র ও ডাকাতি মামলা এবং ৭টি ওয়ারেন্টভুক্ত পলাতক দুর্র্ধর্ষ আরসা ডাকাত মোঃ ইসলাম’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে গত ১০/০২/২০২৪ তারিখ অনুমান ১৪.৫০ ঘটিকার সময় র্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজারের টেকনাফ থানাধীন উনচিপ্রাং এলাকায় অভিযান পরিচালনা করে বর্ণিত আসামী মোঃ ইসলাম (৩৩) (রোহিঙ্গা), পিতা-রশিদ আহাম্মেদ, সাং-উনচিপ্রাং, ক্যাম্প নং-২২, ব্লক-ডি-৪, হোয়াক্যং ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোঃ ইসলাম ১১টি অস্ত্র ও ডাকাতি মামলা এবং ৭টি ওয়ারেন্টভুক্ত আসামী। সে এ যাবত পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল বলে জানায়।
৩। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।