BCN বাহারছড়া নিউজ

BCN বাহারছড়া নিউজ আসসালামু আলাইকুম

07/05/2025

🕌 “আরবের মরুভূমিতে হাজারো স্বপ্ন নিয়ে যাওয়া মানুষগুলোর জীবনটা কারো চোখে ধরা পড়ে না।
তারা ক্লান্ত মুখে ভিডিও কলে হাসি দিয়ে বলে – ‘ভালো আছি মা’…
তারা নিজের চোখের জল লুকিয়ে সন্তানের স্কুল ফিস পাঠিয়ে দেয়…
তারা কাঁধে রোদ্দুর বয়ে, রাতে ফ্যান ছাড়া ঘুমিয়ে, পরিবারের স্বপ্ন পূরণ করে চলে।

🤲 আল্লাহ, প্রবাসী ভাইদের হালাল রিজিক দাও,
তাদের মেহনত কবুল করো, পরিবারকে ভালো রাখো।
দূর দেশে থেকেও যেন তারা ভালোবাসার স্পর্শ পায়।” 💖

#প্রবাস #আরবজীবন #ভালোবাসা_প্রবাসীদের_জন্য #দোয়া #রিজিক #অভিবাসন

05/05/2025

কোস্ট গার্ড ও র‌্যাবের যৌথ অ'ভিযানে ১ লাখ ২০ হাজার ইয়াবা এবং মোটরসাইকেলসহ সাইফুল ইসলামকে আটক করেছে।গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় এই মাদকের মূল মালিক মোহাম্মদ কাশেম পিতা নুর মোহাম্মদ মাঝি স্থানী ঠিকানা শাহপরীর দ্বীপ জ্বালিয়াপাড়া বর্তমান ঠিকানা শিলবনিয়া পাড়া।

কোস্ট গার্ড ও র‌্যাবের যৌথ অ'ভিযানে ১ লাখ ২০ হাজার ইয়াবা এবং মোটরসাইকেলসহ সাইফুল ইসলামকে আটক করেছে।গোপন সংবাদের ভিত্তি...
05/05/2025

কোস্ট গার্ড ও র‌্যাবের যৌথ অ'ভিযানে ১ লাখ ২০ হাজার ইয়াবা এবং মোটরসাইকেলসহ সাইফুল ইসলামকে আটক করেছে।গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় এই মাদকের মূল মালিক মোহাম্মদ কাশেম পিতা নুর মোহাম্মদ মাঝি স্থানী ঠিকানা শাহপরীর দ্বীপ জ্বালিয়াপাড়া বর্তমান ঠিকানা শিলবনিয়া পাড়া।

31/10/2024

টেকনাফ নয়া পাড়া রোহিঙ্গা ক্যাম্পে পি ব্লক দুই টি দোকান ও দুটি বাড়িতে ভয়াবহ আগুন।

আগামীকাল থেকে বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ
12/10/2024

আগামীকাল থেকে বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ

15/02/2024

মিয়ানমার থেকে পালিয়ে আসা সেনা ও বিজিবি সদস্যূের ফের মিয়ানমারে পাঠানো হচ্ছে।

14/02/2024
12/02/2024

মায়ানমার সীমান্তে দেখুন মগ ভাগিরা ঘিরে রেখেছেন তোতার দ্বীপ এলাকায় ।

টেকনাফ উনচিপ্রাং এলাকা থেকে ১১টি অস্ত্র ও ডাকাতি মামলা এবং ৭টি ওয়ারেন্টভুক্ত পলাতক দুধর্ষ আরসা ডাকাত মোঃ ইসলাম র‌্যাবের ...
11/02/2024

টেকনাফ উনচিপ্রাং এলাকা থেকে ১১টি অস্ত্র ও ডাকাতি মামলা এবং ৭টি ওয়ারেন্টভুক্ত পলাতক দুধর্ষ আরসা ডাকাত মোঃ ইসলাম র‌্যাবের হাতে গ্রেফতার।

এরই ধারাবাহিকতায় ১) জিআর-১৬১/২২, প্রসেস নং-১৭৫১৩/২১, ২) জিআর-৪৯৭/২২, প্রসেস নং-১৭৪০৯/২২, ৩) জিআর-৩৭২/২২, প্রসেস নং-১৭৪১৬/২২, ৪) জিআর-৪৬৯/২২, প্রসেস নং-১৭৮৭৯/২২, ৫) জিআর-৭৫১/২২, প্রসেস নং-১৯০৩৬/২৩, ৬) জিআর-৮০৭/২২, প্রসেস নং-১৭৪৩৫/২২ এবং ৭) জিআর-৭৫১/২২, প্রসেস নং-১৯০২৫/২৩ মোতাবেক ১১টি অস্ত্র ও ডাকাতি মামলা এবং ৭টি ওয়ারেন্টভুক্ত পলাতক দুর্র্ধর্ষ আরসা ডাকাত মোঃ ইসলাম’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে গত ১০/০২/২০২৪ তারিখ অনুমান ১৪.৫০ ঘটিকার সময় র‌্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজারের টেকনাফ থানাধীন উনচিপ্রাং এলাকায় অভিযান পরিচালনা করে বর্ণিত আসামী মোঃ ইসলাম (৩৩) (রোহিঙ্গা), পিতা-রশিদ আহাম্মেদ, সাং-উনচিপ্রাং, ক্যাম্প নং-২২, ব্লক-ডি-৪, হোয়াক্যং ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোঃ ইসলাম ১১টি অস্ত্র ও ডাকাতি মামলা এবং ৭টি ওয়ারেন্টভুক্ত আসামী। সে এ যাবত পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল বলে জানায়।

৩। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

07/02/2024

সীমান্তের ওপার থেকে আজ বুধবার হোয়াইক্যং সীমান্ত দিয়ে পালিয়ে আসা ৬৪ জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী'র সদস্যদের ঘুমধুমে নিয়ে আসা হচ্ছে।

07/02/2024

মিয়ানমারে সংঘাত:এবার হোয়াইক্যং সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ৬৩ জন বিজিপির সদস্য

আনোয়ার হোসেন, টেকনাফ

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ৬৩ সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে বিজিপির সদস্যরা বাংলাদেশে প্রবেশ করে। এ নিয়ে দেশটি থেকে আসা বিজিপি সদস্যের সংখ্যা দাঁড়াল ৩২৭। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদেরকে নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে। হোয়াইক্যং

সীমান্ত দিয়ে বিজিপির এই ৬৩ সদস্য পালিয়ে আসে বলে নিশ্চিত করেছেন স্থানীয় চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারি।
তিনি জানান,পালিয়ে আসা বিজিপির সদস্যদের অস্ত্র জমা নিয়ে বিজিবি হেফাজতে নেওয়া হয়েছে।বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সীমান্ত পরিদর্শনে এসেছেন। তিনি ঘুমধুম সীমান্ত পরিদর্শন শেষে টেকনাফের উলুবনিয়া সীমান্তের দিকে যাচ্ছেন।তবে এর আগে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি, সেনাবাহিনীর সদস্য, কাস্টমস কর্মী ও আহত সাধারণ নাগরিকসহ পালিয়ে আসা ২৬৪ জন বিজিবির হেফাজতে রয়েছে।

আনোয়ার হোসেন, টেকনাফ
তারিখ:০৭/০২/২০২৪ ইং
মোবাইল:: 01825371767

Address

Cox's Bazar
Teknaf
4760

Alerts

Be the first to know and let us send you an email when BCN বাহারছড়া নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BCN বাহারছড়া নিউজ:

Share