Naf Times24.com

Naf Times24.com সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। # নিউজ ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে,...

05/11/2025

টেকনাফে সাবরাং লেজিরপাড়া স্বাস্থ্য সহকারী মারধর করেন ইয়াহিয়া, সরাসরি,..

কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদ হলরুমে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন কমিটির সরকারি আধা সরকারি মতবিনিময় সভা অনুষ্ঠিত হ...
05/11/2025

কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদ হলরুমে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন কমিটির সরকারি আধা সরকারি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় তামাক সেল এর মহাপরিচালক আখতারুজ্জামান। তামাক এবং পান সহ জর্দা সংক্রান্ত স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ে আলোচনা করেন,উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন,উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন আহমেদ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা,হ্নীলা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, হ্নীলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাসুদ

কক্সবাজারের টেকনাফের দমদমিয়া বিজিবি চেকপোস্টে ইয়াবা-চোলাই মদসহ পাচারকারী আটক*১। আজ, ০৫ নভেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ বর্ড...
05/11/2025

কক্সবাজারের টেকনাফের দমদমিয়া বিজিবি চেকপোস্টে ইয়াবা-চোলাই মদসহ পাচারকারী আটক*

১। আজ, ০৫ নভেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) দমদমিয়া চেকপোস্টে দক্ষতার সাথে তল্লাশী করে পৃথক দুইটি অভিযানে সর্বমোট দুইজন মাদক কারবারিকে দেশীয় চোলাই বাংলা মদ ও ইয়াবসহ আটক করেছে।

২। আনুমানিক ১১০০ ঘটিকায় টেকনাফের দমদমিয়া চেকপোস্টে কর্তব্যরত ২ বিজিবি'র সদস্যরা কক্সবাজার থেকে টেকনাফগামী ০১টি যাত্রিবাহী বাস (পায়রা সার্ভিস) তল্লাশির জন্য থামায়। যাত্রিবাহী বাসটি তল্লাশির একপর্যায়ে নারকোটিক্স ডগ 'মেঘলা' নির্দিষ্ট যাত্রীর শরীর ও সীটের আশপাশে মাদকের উপস্থিতি সনাক্ত করে। মেঘলার সংকেত এবং একই সঙ্গে যাত্রীর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে বিজিবি সদস্যরা বিস্তারিত তল্লাশি করে যাত্রির সীটের নীচে বিশেষভাবে লুকানো অবস্থায় পানির বেশ কিছু বোতলে মোট ১৫ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধারের পাশাপাশি মাদক বহনকারীকে আটক করে।

*ধৃত আসামীর বিস্তারিত পরিচয় নিম্নরূপঃ*
ক। মোঃ নজুরল ইসলাম, পিতা-মৃত আব্দুর রহমান, গ্রাম-ইসলামবাদ ০৪ নং ওয়ার্ড, পোস্ট-টেকনাফ, থানা- টেকনাফ, জেলা-কক্সবাজার।

৩। একই দিনে, চেকপোস্টে আনুমানিক ১১২০ ঘটিকায় হ্নীলা হতে টেকনাফগামী একটি ইজি বাইককে তল্লাশির জন্য থামার সংকেত দিলে চালক পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় চেকপোষ্টে কর্তব্যরত সদস্যরা পলায়নরত চালককে ধাওয়া করে আটক করতে সমর্থ হয়। পরবর্তীতে, K-9 দল ও নারকোটিক্স ডগ 'মেঘলা' এবং ২ বিজিবি'র কর্তব্যরত সদস্যরা ইজি বাইকটি বিস্তারিত তল্লাশি করে চালকের সীটের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২০০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এই ঘটনায়, মাদক বহনের দায়ে ইজি বাইকসহ চালককে আটক করা হয়েছে।

*ধৃত আসামীর বিস্তারিত পরিচয় নিম্নরূপঃ*
ক। মোঃ জসিম (১৮), পিতা-ইমান হোসেন, গ্রাম-জাদিমুড়া ০৭নং ওয়ার্ড, পোস্ট-হ্নীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।

৪। এ বিষয়ে, অধিনায়ক টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, "সীমান্তাঞ্চলে রাষ্ট্রের সার্বভৌমত্ব সংরক্ষণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে। যা, স্থানীয় জনমনে গভীর আস্থা ও ইতিবাচক মনোভাবের সঞ্চার ঘটিয়েছে। সীমান্ত এলাকায় মানব ও মাদক পাচারসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি'র এই বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।" মাদক পরিবহনের দায়ে ধৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু এবং আটককৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

*লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি*
অধিনায়ক
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)

05/11/2025

কক্সবাজার জেলা কমিটি সবুজ আন্দোলন নারীপরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত।

আগামী ০৮/১১/২০২৫ ইং
শনিবার সকাল ১১.০০ ঘটিকার সময় কক্সবাজার মেইন রোড়স্হ শফিক সেন্টার ৮ম তলা ঢাকা ফ্যামিলি হেল্থ কেয়ার লিমিটেড মিলনায়তনে সবুজ আন্দোলন নারী পরিষদ কক্সবাজার জেলা কমিটির পরিচিতি সভা ও কক্সবাজারের জীব বৈচিত্র্য সংরক্ষণে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

উক্ত সভায় নারী পরিষদ কক্সবাজার জেলা কমিটির সকল কর্মকর্তা/সদস্যদের যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য আহবান করা হইল।

শুভেচ্ছান্তেঃ
নয়ন সেলিনা
সভাপতি

ছাবেকুন্নাহার
সাধারণ সম্পাদক
নারী পরিষদ
কক্সবাজার জেলা।

কক্সবাজারের টেকনাফে উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মো. ইউনুছের ম/রদেহ পাওয়া গেছে।বুধব...
05/11/2025

কক্সবাজারের টেকনাফে উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মো. ইউনুছের ম/রদেহ পাওয়া গেছে।
বুধবার (০৫ নভেম্বর) সকালে উপজেলা হ্নীলা ইউনিয়নের রঙিখালী এইচ. কে. আনোয়ার প্রজেক্ট নামের এলাকার প্রধান সড়কের একটি ব্রিজের নিচে মরদেহটি দেখতে স্থানীয় লোকজন।

তবে কে বা কারা হামলা করেছে মৃত্যুর পেছনের মূল রহস্য ময়নাতদন্তের রিপোর্টের পর উদঘাটন হবে এবিষয়ে এখনো কোনো কিছু জানা যায়নি।

04/11/2025

টেকনাফে রেস্ট্রি অফিসের নিছে বিকাশের দোকানে বিকাশ প্রতারক জনগণের হাতে আটক,.. সরাসরি

04/11/2025

টেকনাফ সাবরাং কচুবনিয়া মালয়েশিয়া নিয়ে যাওয়ার সময় দালাল চক্রের হাত থেকে ১৭ বছরের ফাইছাল একজন কে বাঁচাতে গিয়ে দালাল চক্রের সদস্যদের হাতে নির্মমভাবে হত্যা চেষ্টা থেকে বেঁচে আসলেন,.. হাফেজ নুরুল আলম।

কক্সবাজারের সীমান্ত শহর টেকনাফে হোটেল নিউ গ্রীন গার্ডেন এর নিচে ইনোভা হেল্থ কেয়ার হোটেল নিউ গার্ডেন নিচ তলায় " ইনোভা ল্য...
03/11/2025

কক্সবাজারের সীমান্ত শহর টেকনাফে হোটেল নিউ গ্রীন গার্ডেন এর নিচে ইনোভা হেল্থ কেয়ার হোটেল নিউ গার্ডেন নিচ তলায় " ইনোভা ল্যাব এ নিয় মিত বড় বড় ডাক্তার দের চেম্বার হয়ছে" যে কোন রোগ নিয়ে বিশেষজ্ঞ ডাঃ দেখাতে পারবেন। "কক্সবাজার ও চট্টগ্রাম যায়তে হবে না. টেকনাফ ইনোভা হেল্থ কেয়ার এ আসলে সব ভাল ভাল ডাঃ পাবেন। গরীব অসহায় মানুষ এর কষ্ট কমে যাবে আশা করি যোগাযোগ নাম্বার -01859373900" এই নাম্বারে যোগাযোগ করলে সব রা"কখন বসে চেম্বারে যান্তে পারবেন!নুর আলম দের সহকারী)।

নিজস্ব প্রতিবেদক,..কক্সবাজারের টেকনাফে জামায়াতে ইসলামীর হোয়াইক্যং ইউনিয়ন শাখার ১,২,৪ নং ওয়ার্ডের কর্মী সমাবেশ হোয়াইক্যং ...
31/10/2025

নিজস্ব প্রতিবেদক,..

কক্সবাজারের টেকনাফে জামায়াতে ইসলামীর হোয়াইক্যং ইউনিয়ন শাখার ১,২,৪ নং ওয়ার্ডের কর্মী সমাবেশ হোয়াইক্যং উচ্চ বিদ্যালয়ের হল রুমে হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহীম খলিলের সভাপতিত্বে, হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা মুহাম্মদ হোছাইনের সঞ্চলনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা জামায়াতের আমীর ও উখিয়া -টেকনাফ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
প্রধান অতিথি বলেন,জামায়াতে ইসালামীর কর্মীরা এই দেশের ভাগ্য পরিবর্তনের জন্য এবং বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য সবসময় কাজ করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃজেলা সমাজ কল্যাণ সমপাদক অধ্যক্ষ নুরুল হোছাইন সিদ্দিকী
উপস্থিত ছিলেন,
ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ ইয়াকুব,
ইউনিয়ন জামাতের সাংগঠনিক সম্পাদক মাওলানা বদিউল আলম,ইউনিয়ন অর্থ সম্পাদক নুরুল আলম, হাফেজ কবির ১নং ওয়ার্ড সভাপতি রশিদ আমিন,২নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সেলিম , ৪নং ওয়ার্ড সভাপতি নুরুল কবির ও স্থানীয় নেতৃবৃন্দ।

29/10/2025

টেকনাফে জাতীয়তবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শাহাজাহান চৌধুরী,..

28/10/2025

টেকনাফে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীত জেলা বিএনপির অর্থ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ

28/10/2025

টেকনাফে আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে থেকে সরাসরি

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Naf Times24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Naf Times24.com:

Share