05/11/2025
কক্সবাজারের টেকনাফের দমদমিয়া বিজিবি চেকপোস্টে ইয়াবা-চোলাই মদসহ পাচারকারী আটক*
১। আজ, ০৫ নভেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) দমদমিয়া চেকপোস্টে দক্ষতার সাথে তল্লাশী করে পৃথক দুইটি অভিযানে সর্বমোট দুইজন মাদক কারবারিকে দেশীয় চোলাই বাংলা মদ ও ইয়াবসহ আটক করেছে।
২। আনুমানিক ১১০০ ঘটিকায় টেকনাফের দমদমিয়া চেকপোস্টে কর্তব্যরত ২ বিজিবি'র সদস্যরা কক্সবাজার থেকে টেকনাফগামী ০১টি যাত্রিবাহী বাস (পায়রা সার্ভিস) তল্লাশির জন্য থামায়। যাত্রিবাহী বাসটি তল্লাশির একপর্যায়ে নারকোটিক্স ডগ 'মেঘলা' নির্দিষ্ট যাত্রীর শরীর ও সীটের আশপাশে মাদকের উপস্থিতি সনাক্ত করে। মেঘলার সংকেত এবং একই সঙ্গে যাত্রীর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে বিজিবি সদস্যরা বিস্তারিত তল্লাশি করে যাত্রির সীটের নীচে বিশেষভাবে লুকানো অবস্থায় পানির বেশ কিছু বোতলে মোট ১৫ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধারের পাশাপাশি মাদক বহনকারীকে আটক করে।
*ধৃত আসামীর বিস্তারিত পরিচয় নিম্নরূপঃ*
ক। মোঃ নজুরল ইসলাম, পিতা-মৃত আব্দুর রহমান, গ্রাম-ইসলামবাদ ০৪ নং ওয়ার্ড, পোস্ট-টেকনাফ, থানা- টেকনাফ, জেলা-কক্সবাজার।
৩। একই দিনে, চেকপোস্টে আনুমানিক ১১২০ ঘটিকায় হ্নীলা হতে টেকনাফগামী একটি ইজি বাইককে তল্লাশির জন্য থামার সংকেত দিলে চালক পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় চেকপোষ্টে কর্তব্যরত সদস্যরা পলায়নরত চালককে ধাওয়া করে আটক করতে সমর্থ হয়। পরবর্তীতে, K-9 দল ও নারকোটিক্স ডগ 'মেঘলা' এবং ২ বিজিবি'র কর্তব্যরত সদস্যরা ইজি বাইকটি বিস্তারিত তল্লাশি করে চালকের সীটের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২০০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এই ঘটনায়, মাদক বহনের দায়ে ইজি বাইকসহ চালককে আটক করা হয়েছে।
*ধৃত আসামীর বিস্তারিত পরিচয় নিম্নরূপঃ*
ক। মোঃ জসিম (১৮), পিতা-ইমান হোসেন, গ্রাম-জাদিমুড়া ০৭নং ওয়ার্ড, পোস্ট-হ্নীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
৪। এ বিষয়ে, অধিনায়ক টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, "সীমান্তাঞ্চলে রাষ্ট্রের সার্বভৌমত্ব সংরক্ষণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে। যা, স্থানীয় জনমনে গভীর আস্থা ও ইতিবাচক মনোভাবের সঞ্চার ঘটিয়েছে। সীমান্ত এলাকায় মানব ও মাদক পাচারসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি'র এই বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।" মাদক পরিবহনের দায়ে ধৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু এবং আটককৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।
*লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি*
অধিনায়ক
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)