01/06/2025
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়ান 👊 টেকনাফ পৌরসভার ২ নং ওয়ার্ডে তথা (পুরাতন পল্লান পাড়ার ৫নং লাইন) বিগত চারদিন ধরে বিদুৎ না থাকায় এলাকাবাসী ক্ষীপ্ত 🙂 উক্ত এলাকার বিভিন্ন (সাবেক )স্থানীয় প্রতিনিধি থেকে শুরু করে গণ্যমান্য ব্যক্তিদের অবগত করার পরেও তারা বিষয়টি গুরুত্ব দেয়নি 😡 পরবর্তী যারা ভুক্তভোগী তাদের সাথে নিয়ে সচেতন নাগরিক হিসেবে আমরা আমাদের দাবি জানায় পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষকে 👊 আলহামদুলিল্লাহ ফলাফল ও পেয়েছি ❤️❤️ পরিশেষে একটা কথা বলতে চায় যারা আমাদের বিষয়টি আমলে নিয়েও যথাযত ব্যবস্থা গ্রহণ করেননি মনে রাখবেন (সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী ) স্থানীয় নির্বাচন আজ নাহয় কাল অনুষ্ঠিত হবে তবে আমরা মনে রাখবো এই দুঃসময়ে পাশে না পাওয়ার বেদনা 🖐️ # teknaf