
14/05/2025
হোসে মুজিকা — এক অনবদ্য নাম, এক জীবন্ত আদর্শ। 🌿
তিনি প্রমাণ করেছেন, নেতৃত্ব মানে ক্ষমতা নয়, দায়িত্ববোধ আর মানুষের প্রতি ভালোবাসা। এমন সাদামাটা জীবনে থেকেও কত মহৎ হয়ে ওঠা যায়, তার প্রকৃত উদাহরণ তিনি।
‘গরিব হল তারা, যাদের সবকিছু খুব বেশি বেশি দরকার’ — এ কথার মধ্যে লুকিয়ে আছে জীবনের গভীরতম সত্য।
আপনিই সত্যিকারের রাষ্ট্রনায়ক, সালাম ও শ্রদ্ধা আপনাকে। 🙏