04/06/2025
বিসমিল্লাহির রহমানির রহিম!
لَنْ يَنَالَ اللَّهَ لُحُوْمُهَا وَلَادِمَاءُهَا وَلَكِنْ يَنَالُهُ التَّقْوَى مِنْكُمْ
মাদ্রাসা দারুস সালাম আল ইসলামিয়া, উখিয়া কক্সবাজার।
📅 তারিখঃ ২ জুন ২০২৫ইং
📢 ছুটির বার্তা (ঈদুল আযহা)
সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় ছাত্রসমাজ ও অভিভাবকগণ,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সকল প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামীন এর জন্য, যিনি আমাদেরকে দ্বীনের বুঝ দান করেছেন এবং ইলমে দ্বীন অর্জনের অমূল্য সুযোগ দান করেছেন। দরুদ ও সালাম হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ মুস্তাফা ﷺ এর প্রতি।
অত্যন্ত আনন্দ ও শ্রদ্ধার সাথে জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদুল আযহার বরকতময় উপলক্ষ্যে মাদ্রাসা দারুস সালাম আল ইসলামিয়া"য় আজ ২ জুন ২০২৫ইং হতে ১৫ জুন ২০২৫ইং পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এই উপলক্ষে আজ মাদ্রাসার বার্ষিক ছুটি পূর্ব এবং কোরবানি পশু বিষয়ক তর্ক বিতর্ক অনুষ্ঠানের আয়োজন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে মুহতামিম সাহেব হুজুর সহ মাদ্রাসার সিনিয়র উস্তাদগন ছাত্রদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ উপদেশ প্রদান করেন। বিশেষভাবে ছাত্রদেরকে কুরবানীর শিক্ষা, তাকওয়া অর্জন, ও অবকাশকালীন সময় সঠিকভাবে দ্বীনি আমল ও অধ্যয়নে অতিবাহিত করার উপর গুরুত্বারোপ করা হয়।
📌 গুরুত্বপূর্ণ অনুরোধ:
এই অবকাশকালীন সময় যেন ছাত্ররা নিজ নিজ বাসস্থানে দ্বীনি পরিবেশে অবস্থান করে, ওয়াজ-নসিহত শ্রবণ করে, কিতাব অধ্যয়ন অব্যাহত রাখে এবং ঈদুল আযহার মূল শিক্ষা – তাকওয়া, ত্যাগ ও কুরবানী – বাস্তব জীবনে ধারণ করার চেষ্টা করে।
🕌 আসুন, আমরা সবাই ঈদের এই আনন্দঘন মুহূর্তগুলোকে আত্মশুদ্ধি, আত্মত্যাগ এবং আল্লাহর নৈকট্য লাভের মাধ্যমে অর্থবহ করে তুলি।
🌙 ঈদ মোবারক। ❤️