Shafiqul Mostafa-সফিকুল মোস্তফা

Shafiqul Mostafa-সফিকুল মোস্তফা আমি পথ চলার পথে সবকিছু তুলে ধরার চেষ্টা করি।

20/08/2025

উখিয়া টেকনাফের রাজনীতিবিদের কিছু করার নেই বুঝি হোস্ট শিক্ষদের জন্য,সমস্যা সৃষ্টি হয়েছে প্রায় চার মাস চলমান।

31/01/2025
10/01/2025

*জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি*

পদের নাম : ASM/TSM

পদ সংখ্যা : ৪ জন

কোম্পানির নামঃ
মমতাজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড।

কর্মস্থল:
১. কর্নফুলী,আনোয়ারা,বোয়ালখালী,পটিয়া, বাঁশখালী জোন
২. চন্দ্রনাইশ,কেরানীরহাট,লোহাগরা,বান্দরবান,চকোরিয়া জোন
৩. পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী জোন
৪. টেকনাফ, উখিয়া, রামু,ঈদগাঁ, কক্সবাজার জোন

★যোগ্যতাঃ ডিগ্রি

★অভিজ্ঞতাঃ ফুড/ টয়লেট্রিজ পণ্যে ২-৩ বছরের এরিয়া ম্যানেজারের অভিজ্ঞতা থাকতে হবে।

★সুযোগ সুবিধাঃ
-বেতন - ২০,০০০ টাকা
-টিএ ডিএঃ ১০,০০০ টাকা
-মোবাইল বিল: ১,৫০০ টাকা
-উপস্থিত বোনাস-৩,৫০০ টাকা
এছাড়াও বাৎসরিক ইনক্রিমেন্ট, দুটি বোনাস সহ অন্যান্য সুযোগ সুবিধা

-ইন্সেনটিভঃ আকর্ষণীয় ইনসেন্টিভ।

যোগাযোগঃ
Whats app 01559-059281

শোক সংবাদ: আমার এলাকার প্রবীণ মুরব্বি স্থানীয় উলুচামরী নিবাসী মরহুম সফি উল্লাহ প্রথম পুত্র শ্রদ্ধেয় জনাব হাজ্বী ছালেহ আহ...
23/11/2024

শোক সংবাদ:

আমার এলাকার প্রবীণ মুরব্বি স্থানীয় উলুচামরী নিবাসী মরহুম সফি উল্লাহ প্রথম পুত্র শ্রদ্ধেয় জনাব হাজ্বী ছালেহ আহমদ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দোয়া করি আল্লাহ যেন নেক আমল ও ভালো কাজের ওছিলায় জান্নাতুল ফেরদৌস নসিব করেন।আল্লাহ্ পরিবারবর্গকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।🤲

শোক সংবাদ:আমার এলাকার প্রবীণ মুরব্বি স্থানীয় উলুচামরী নিবাসী সকলের শ্রদ্ধেয় জনাব নুরুল ইসলাম (মিজ্জী)বাল্য বন্ধু Mohamma...
30/10/2024

শোক সংবাদ:

আমার এলাকার প্রবীণ মুরব্বি স্থানীয় উলুচামরী নিবাসী সকলের শ্রদ্ধেয় জনাব নুরুল ইসলাম (মিজ্জী)বাল্য বন্ধু Mohammad Jalal এর শ্রদ্ধেয় আব্বা ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ওনি একজন তাবলীগ জামাত প্রেমিক ও খাদেম ছিলেন।

দোয়া করি আল্লাহ যেন নেক আমল ও ভালো কাজের ওছিলায় জান্নাতুল ফেরদৌস নসিব করেন।আল্লাহ্ পরিবারবর্গকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।🤲

এলএল.বি প্রথম পর্ব পরীক্ষা-২০২২ ফলাফল প্রকাশ হয়েছে।REGULATION STUDY (LL.B Final)  -  তে রোল ও রেজিষ্ট্রেশন নাম্বার দিয়ে...
11/06/2024

এলএল.বি প্রথম পর্ব পরীক্ষা-২০২২ ফলাফল প্রকাশ হয়েছে।

REGULATION STUDY (LL.B Final) - তে রোল ও রেজিষ্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্ট জানুন।

টেকনাফ উপজেলার হ্নীলা উচ্চ বিদ্যালয় হতেজেলা পর্যায়ে মধ্যম বালিকা দীর্ঘলাফ প্রতিযোগিতায় ১ম স্থান ও ১০০ মিটার দৌড় প্রতিযোগ...
29/01/2024

টেকনাফ উপজেলার হ্নীলা উচ্চ বিদ্যালয় হতে
জেলা পর্যায়ে মধ্যম বালিকা দীর্ঘলাফ প্রতিযোগিতায় ১ম স্থান ও ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় ২য় স্থান অধিকার করে ৫২ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় স্নেহের ভাগনি
#উম্মে হাফছা তোফা।
আগামী বিভাগীয় পর্যায়ে বিজয় হওয়ার জন্য সকলের কাছে দোয়া ও সুস্বাস্থ্য কামনা করছি।প্রিয় বিদ্যাপীঠ হ্নীলা উচ্চ বিদ্যালয়ের চৌকস সভাপতি স্যার ও প্রিয় সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা।

শোক সংবাদ:-ছোট লেচুয়াপ্রাং নিবাসী হাজী লাল মিয়া(লালু)হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল ফরমায়েছেন,ইন্নালিল্লাহি ওয়াইন...
17/10/2023

শোক সংবাদ:-
ছোট লেচুয়াপ্রাং নিবাসী হাজী লাল মিয়া(লালু)হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল ফরমায়েছেন,ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ্ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

বন্ধু আহসানুল কবির মজুমদার শাহীন  পিতার মৃত্যুতে শোকবার্তা:-চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা ও সাবেক সিবিএ এর সভাপতি জনাব এয়া...
10/10/2023

বন্ধু আহসানুল কবির মজুমদার শাহীন পিতার মৃত্যুতে শোকবার্তা:-

চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা ও সাবেক সিবিএ এর সভাপতি জনাব এয়ার আহমদ(বলি) অদ্য ১০/১০/২০২৩ তারিখ,রাত ০৯:০০ ঘটিকার সময় চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ হাসপাতালে ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

তিনি দীর্ঘ দিন ধরে বিভিন্ন রোগে অসুস্থ ছিলেন।
মহান আল্লাহ রাব্বুল আলামিন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সকলকে শোক সহ্য করার তাওফিক দান করুন,আমিন।

Address

Teknaf

Telephone

+8801559059281

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shafiqul Mostafa-সফিকুল মোস্তফা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shafiqul Mostafa-সফিকুল মোস্তফা:

Share